Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জ্ঞাতি। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অংশ2
(p. 1) aṃśa2 বি. 1 ভাগ, খণ্ড, টুকরো; 2 সম্পত্তি কারবার প্রভৃতির কিছু পরিমাণ মালিকানা স্বত্ব; 3 অঞ্চল, স্হান (ভারতের কোনো কোনো অংশ); 4 অঙ্গপ্রত্যঙ্গ; 5 পৃথিবীর পরিধির 36 ভাগের 1 ভাগ বা 1 ডিগ্রি, degree (বি.প.); 6 রাশিচক্রের ত্রিংশ বা দ্বাদশ ভাগের এক ভাগ; 7 বিষয় (সে কোনো অংশে হীন নয়); 8 দেবতার ঔরস (বিষ্ণুর অংশে জন্ম); 9 ঈশ্বরের অবতার। [সং. √অন্শ্+অ]। ̃ ক বি. 1 জ্ঞাতি; 2 দিন; 3 (গণি.) লগারিদ্মের ঘাতাঙ্কগণনের ভগ্নাংশ, mantissa of a logarithm (বি. প.)। ̃ .কল্পনা বি. ভাগ দেওয়া, অংশ প্রদান। ̃ গত বিণ. অংশের অন্তর্গত, উত্তরাধিকারসূত্রে প্রাপ্য বিষয়ের অন্তর্গত। ̃ গ্রাহী বি. বিণ অংশগ্রহণকারী, শরিক, অংশ নেয় এমন। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (তস্) ক্রি-বিণ. আংশিকভাবে, কিয়দংশে। ̃ ন বি. বণ্টন, বিভাজন। ̃ নীয় বিণ. বিভাজনীয়, ভাগ করতে হবে এমন; ভাগের উপযুক্ত, বিভাজ্য। ̃ প্রেষ বি. (বিজ্ঞা.) আংশিক চাপ (বি.প.)। ̃ ভাক (ভাজ্) বিণ. অংশের অধিকারী; উত্তরাধিকারী, অংশীদার। ̃ ভাগী বিণ. অংশ ভাগকারী। অংশাংশি বি. যথাযোগ্য ভাগাভাগি, পরস্পর ভাগ। 9)
অগোচরে
(p. 7) agōcarē ক্রি-বিণ. অজ্ঞাতে, অজ্ঞাতসারে, গোপনে (ব্যাপারটা আমার অগোচরে ঘটেছে)। 3)
অচেনা, অচিন
(p. 8) acēnā, acina বিণ. অপরিচিত, অজ্ঞাত, অজ্ঞাতপরিচয়, চেনা বা জানা নয় এমন (অচেনা লোক, অচিন পাখি)। বি. অপরিচিত ব্যক্তি বা বস্তু ('অচেনাকে ভয় কী আমার ওরে': রবীন্দ্র)। [সং. ন+বাং. চেনা, চিনা চিন]। 74)
অজানত, অজানতে, অজান্তে
(p. 8) ajānata, ajānatē, ajāntē ক্রি-বিণ. অজ্ঞাতসারে, অজ্ঞাতে, না জেনে (এ ব্যাপার আমার অজানতে ঘটেছে, আমি অজান্তে এ কাজ করে ফেলেছি)। [বাং. অজানিত অজানত]। 111)
অজ্ঞাত
(p. 8) ajñāta বিণ. 1 যা জানা নেই, অজানা (কী এক অজ্ঞাত কারণে); 2 অপ্রকাশিত, গুপ্ত (অজ্ঞাতবাস)। [সং. ন (অ)+জ্ঞাত]। ̃ কুল-শীল বিণ. যার পরিচয় জানা নেই, বংশপরিচয় বা স্বভাব সম্পর্কে কিছু জানা নেই এমন। ̃ .নামা (-মন্) বিণ. যার নাম পরিচিত নয়, যার নাম জানা নেই। ̃ .পরিচয় বিণ. পরিচয় জানা নেই এমন (অজ্ঞাতপরিচয় যুবক)। ̃ .পূর্ব বিণ. যা আগে জানা যায়নি বা জানা ছিল না। ̃ .বাস বি. গোপনে বা অন্যের অগোচরে বাস; গোপন অবস্হান (পাণ্ডবগণের অজ্ঞাতবাস) অজ্ঞাত রাশি বি. (গণি.) অজানা রাশি, unknown quantity (বি. প.)। ̃ .সারে, অজ্ঞাতে ক্রি-বিণ. 1 অজান্তে, অগোচরে; 2 গোপনে। 131)
অজ্ঞান
(p. 8) ajñāna বিণ. 1 জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত (আমি অবোধ অজ্ঞান); 2 মূর্ছিত, অচেতন, সংজ্ঞাহীন (প্রচণ্ড আঘাতে সে অজ্ঞান হয়ে গেল)। বি. 1 জ্ঞানের অভাব; 2 অবিদ্যা (এই অজ্ঞানই দেশের অনগ্রসরতার জন্য দায়ী); 3 মায়া, মোহ। [সং. ন+জ্ঞান]। ̃ তা বি. (বাং.) মূর্খতা, জ্ঞানহীনতা। ̃ কৃত বিণ. না জেনে না বুঝে করা হয়েছে এমন। ̃ তিমির বি. মূর্খতারূপ অন্ধকার, অজ্ঞানের অন্ধকার, মায়াঘোর। ̃ বাদ, অজ্ঞা-বাদ (পরি.) দার্শনিক তত্ত্ববিশেষ, যে তত্ত্ব বলে যে ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাইরে কিছুর অস্তিত্ব থাকলেও তা জানা মানুষের অসাধ্য, agnosticism. অজ্ঞা-বাদী (-দিন্) বিণ. বি. অজ্ঞাবাদে বিশ্বাসী বা ওই মতে বিশ্বাসী ব্যক্তি। অজ্ঞানী বিণ. জ্ঞানহীন; তত্ত্বজ্ঞানহীন; মূর্খ। অজ্ঞানে বি. (কাব্যে) জ্ঞানহীনকে, অবোধকে ('অজ্ঞানে কর হে ক্ষমা')। ক্রি-বিণ. না জেনে, অজ্ঞাতসারে। 132)
অধ্যাত্ম
(p. 20) adhyātma বিণ. 1 আত্মবিষয়ক, spiritual (অধ্যাত্মদৃষ্টি, অধ্যাত্মলোক); 2 শরীরবিষয়ক; 3 ব্রহ্মবিষয়ক; 4 চিত্তবিষয়ক। বি. পরব্রহ্ম; পরমাত্মা। [সং. অধি+আত্মন্+অ]। ̃ .তত্ত্ব বি. আত্মবিদ্যা; ঈশ্বরবিষয়ক জ্ঞান। ̃ .তত্ত্ব-বিত্, ̃ তত্ত্ব-বিদ (-বিদ্) বি. বিণ. ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মবিষয়ক জ্ঞানে পারংগম (ব্যক্তি)। ̃ .বাদ বি. ব্রহ্ম বা পরমাত্মই সবকিছুর মূল, এই দার্শনিক মত; আমাদের যাবতীয় জ্ঞানই জ্ঞাতার আত্মগত, এই মত; subjectivism (বি. প.)। ̃ বাদী (-দিন্) বিণ. অধ্যাত্মবাদে বিশ্বাসী। অধ্যাত্মীয় বিণ. জ্ঞাতার নিজ সম্পর্কীয়, subjective (বি. প.)। 27)
অমুক
(p. 57) amuka সর্ব. বিণ. বি. অজ্ঞাতনামা বা অনির্দিষ্টনামা ব্যক্তি বা বস্তু (অমুক অমুক জায়গায় যাব, অমুকচন্দ্র দাস, অমুকটা ভালো আর অমুকটা মন্দ)। [সং. অদস + ক, নিপাতনে]। 42)
অলক্ষিত
(p. 64) alakṣita বিণ. 1 লক্ষিত হয়নি বা দৃষ্টিগোচর হয়নি এমন (অলক্ষিত কারণে, অলক্ষিত উদ্দেশ্যে); 2 অতর্কিত (অলক্ষিত আক্রমণ)। [সং. ন + লক্ষিত]। ̃ .ভাবে, অলক্ষিতে, ক্রি-বিণ. অতর্কিতে, অসতর্ক মুহুর্তে; অজ্ঞাতসারে; দৃষ্টির অগোচরে; অদৃশ্যভাবে। 2)
অলখিতে
(p. 64) alakhitē ক্রি-বিণ. অলক্ষিতে -র কোমল রূপ; অজ্ঞাতসারে ('অলখিতে চিত হরিয়া লইল': গো. দা)। 6)
অসাড়
(p. 70) asāḍ় বিণ. সাড় বা অনুভূতি নেই এমন; অবশ (অসাড় দেহ); বোধশক্তিহীন (অসাড় মন)। [বাং. অ + সাড়]। ̃ তা বি. সাড়হীনতা; অবশতা; বোধহীনতা। অসাড়ে ক্রি-বিণ. অজ্ঞান অবস্হায়; অজ্ঞাতসারে। 48)
আত্মীয়
(p. 89) ātmīẏa বিণ. স্বকীয়, স্বীয়, নিজের। বি স্বজন, কুটুম্ব, জ্ঞাতি; বন্ধুবান্ধব। [সং. আত্মন্ + ঈয়] স্ত্রী. আত্মীয়া। ̃ তা বি. হৃদ্যতা; কুটুম্বিতা, জ্ঞাতিত্ব; বন্ধুত্ব। ̃ বন্ধু, ̃ স্বজন বি. বন্ধুবান্ধব, নিজের লোকজন। 35)
উদো, উধো
(p. 127) udō, udhō বিণ. নির্বোধ, কাণ্ডজ্ঞানহীন; হাবাগবা। [দেশি]। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে একজনের কাজের দায় অন্যায়ভাবে বা অজ্ঞাতসারে আর একজনের উপর আরোপ করা। ̃ মাদা বিণ. বোকাসোকা, হাবাগবা। 22)
কঙ্ক
(p. 156) kaṅka বি. 1 কাঁক পাখি; 2 (মহাভারতে) বিরাটনগরে অজ্ঞাতবাসের সময় যুধিষ্ঠিরের ছদ্মনাম। [সং. √ কন্ক্ + অ]। 25)
গন্তব্য
(p. 240) gantabya বিণ. 1 গমনীয়, গম্য, যেখানে যেতে হবে (গন্তব্য স্হান); 2 জ্ঞাতব্য, অধিগম্য। [সং. √গম্ + তব্য]। 15)
গোত্র1
(p. 256) gōtra1 বি. 1 বংশ, কুল (নামগোত্রহীন); 2 বংশপ্রবর্তক ঋষির সন্তানপরম্পরা (শাণ্ডিল্য গোত্র)। [সং. √গু (শব্দ বা কীর্তন করা) + এ (ষ্ট্টন্)]। ̃ জ বিণ. গোত্রে জাত; একই গোত্রে জাত, সগোত্র, জ্ঞাতি। গোত্রীয় বিণ. বংশীয়। 78)
গোষ্ঠী
(p. 261) gōṣṭhī বি. 1 পরিবার; 2 জ্ঞাতি (জ্ঞাতিগোষ্ঠী); 3 বংশ, কূল ; 4 দল (শিষ্যগোষ্ঠী, গোষ্ঠীদ্বন্দ্ব); 5 বৈঠক, সভা। [সং. গোষ্ঠ + ঈ]। ̃ পতি বি. 1 বংশ পরিবার বা সম্প্রদায়ের প্রধান ব্যক্তি ; 2 দলপতি; 3 সভাপতি। ̃ বদ্ধ বিণ. 1 গোষ্ঠীর মধ্যে আবদ্ধ; 2 গোষ্ঠীর নিয়মে চলে এমন (গোষ্ঠীবদ্ধ জীবন)। ̃ বর্গ বি. পরিজন ও জ্ঞাতিগণ। ̃ ভুক্ত বিণ. গোষ্ঠীর অন্তর্গত। 13)
গ্রন্হিক
(p. 261) granhika বি. 1 দৈবজ্ঞ, গনতকার; 2 কনিষ্ঠ পাণ্ডব সহদেবের অজ্ঞাতবাসকালীন নাম। [সং. গ্রন্হ + ইক]। 48)
জানত
(p. 322) jānata বিণ. ক্রি-বিণ. জ্ঞাতসারে, সজ্ঞানে, জ্ঞাতে (জানতপক্ষে এমন কাজ করব না)। [সং. জ্ঞানতঃ]। 9)
জ্ঞাত
(p. 331) jñāta বিণ. 1 জানে এমন (আপনি জ্ঞাত আছেন); 2 বিদিত, অবগত (এ ব্যাপার সকলেরই জ্ঞাত)। [সং. √ জ্ঞা + ত]। ̃ সারে ক্রি-বিণ. 1 সজ্ঞানে, জেনে (সে জ্ঞাতসারে এ কাজ করেনি); 2 গোচরে (এ কাজ তার জ্ঞাতসারে হয়নি)। 8)
জ্ঞাতব্য
(p. 331) jñātabya বিণ. জানবার যোগ্য, জানা উচিত বা জানতে হবে এমন (জ্ঞাতব্য তথ্য)। [সং. √ জ্ঞা + তব্য]। 9)
জ্ঞাতা
(p. 331) jñātā (-তৃ) বিণ. বি. জানে এমন; অভিজ্ঞ। [সং. √ জ্ঞা + তৃ]। 10)
জ্ঞাতি
(p. 331) jñāti বি. 1 একই আদিপুরুষের বংশধর; সগোত্র ব্যক্তি; 2 নিকট সম্পর্কের ব্যক্তি; 3 সপিণ্ড, যে সপ্তমপুরুষ পর্যন্ত পিণ়্ডদান করার অধিকারী। [সং. √ জ্ঞা + তি]। ̃ কুটম্ব, ̃ গোত্র বি. আত্মীয়স্বজন। ̃ ত্ব বি. জ্ঞাতির সম্বন্ধ; জ্ঞাতির উপযুক্ত আচরণ। ̃ ভাই বি. জ্ঞাতি সম্বন্ধে ভাই। 11)
জ্ঞান
(p. 331) jñāna বি. 1 বোধ, বুদ্ধি, বোঝবার শক্তি (গভীর জ্ঞানের অধিকারী); 2 সংজ্ঞা, চেতনা (রোগীর জ্ঞান ফেরেনি); 3 ধারণা, বিবেচনা (মাত্রাজ্ঞান, সমজ্ঞান, আত্মীয়জ্ঞানে কাজ করা); 4 অভিজ্ঞতা (ব্যবসায়ে জ্ঞান); 5 বিদ্যাবত্তা, শিক্ষা, পাণ্ডিত্য (শাস্ত্রজ্ঞান); 6 তত্ত্বজ্ঞান (গীতার জ্ঞানযোগ)। [সং. √ জ্ঞা + অন]। ̃ কাণ্ড বি. বেদের তত্ত্বজ্ঞানসম্বন্ধীয় অংশ, প্রধানত উপনিষদের বিষয়বস্তু। ̃ কৃত বিণ. সজ্ঞানে বা সচেতনভাবে করা হয়েছে এমন (জ্ঞানকৃত অপরাধ) ̃ কোষ বি. নানা জ্ঞান বা বিদ্যার কোষগ্রন্হ, encyclopaedia. ̃ গম্য বিণ. জ্ঞানের দ্বারা লভ্য। ̃ গম্যি বি. (কথ্য) বুদ্ধিশুদ্ধি। ̃ গরিমা বি. জ্ঞানগৌরব, জ্ঞানের গরিমা। ̃ গর্ভ বিণ. জ্ঞানপূর্ণ, সারগর্ভ। ̃ চক্ষু বি. অন্তর্দৃষ্টি; জ্ঞানরূপ দৃষ্টি। ̃ ত ক্রি-বিণ. সজ্ঞানে, জ্ঞাতসারে। ̃ তৃষ্ণা বি. জ্ঞানের জন্য প্রবল আগ্রহ। ̃ দ বিণ. জ্ঞানদায়ক। ̃ দা বিণ. (স্ত্রী.) জ্ঞানদায়িনী। ̃ পবন (কথ্য) বি. বুদ্ধিশুদ্ধি। ̃ পাপী (-পিন্) বিণ. জেনেশুনে পাপকাজ করে এমন। ̃ পিপাসা - জ্ঞাততৃষ্ণা -র অনুরূপ। ̃ বাদ বি. জ্ঞানই মোক্ষলাভের একমাত্র উপায়, এই দার্শনিক মত। ̃ বান (-বত্) বিণ. জ্ঞানযুক্ত, জ্ঞানশালী, জ্ঞানী। ল্ত্রী. ̃ বতী। ̃ বৃদ্ধ বিণ. জ্ঞানী, জ্ঞানসমৃদ্ধ; প্রচুর জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ। ̃ ময় বিণ. জ্ঞানপূর্ণ; জ্ঞানস্বরূপ। বি. পরব্রহ্ম, যিনি নিখিল জ্ঞানের আধার এবং যিনি কেবল জ্ঞানযোগের দ্বারা লভ্য। ̃ যোগ বি. জ্ঞানরূপ যোগ; ব্রহ্মলাভার্থ জ্ঞানমার্গীয় সাধনপ্রণালী; জ্ঞানলাভের উপায় বা শাস্ত্র। ̃ লিপ্সা বি. জ্ঞানলাভের ইচ্ছা, জ্ঞানপিপাসা। ̃ শক্তি বি. শ্রীকৃষ্ণের শক্তিত্রয়ের অন্যতম; জ্ঞানরূপ শক্তি; জ্ঞান যে শক্তি দেয়। ̃ শূন্য, ̃ হীন বিণ. জ্ঞানবর্জিত অজ্ঞান; মূর্খ। জ্ঞান দেওয়া (কথ্য) অবাঞ্ছিত উপদেশ দেওয়া। 12)
জ্ঞেয়
(p. 331) jñēẏa বিণ. 1 জ্ঞাতব্য; জানার যোগ্য; 2 জ্ঞানসাধ্য, জানা যায় এমন (দুর্জ্ঞেয় রহস্য); 3 জানতে হবে এমন। [সং. √ জ্ঞা + য]। 23)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577802
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185529
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785616
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026570
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901100
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848117
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708598
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620172

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us