Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জ্ঞাপক]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

(p. 76) a অব্য. বিস্ময়, সাড়া ইত্যাদি জ্ঞাপক ধ্বনি। 13)
আ2
(p. 77) ā2 অব্য. আনন্দ, বিস্ময় বিরক্তি খেদ প্রভৃতি জ্ঞাপক শব্দ (আ মর, আ কপাল)। 3)
আওয়াজ
(p. 77) āōẏāja বি. শব্দ, ধ্বনি; (রাজ.) আন্দোলনের সময় দাবিজ্ঞাপক ধ্বনি, জিগির, slogan. [ফা. আওয়াজ]। আওয়াজ তোলা ক্রি. বি. কোনো ধ্বনি বা স্লোগান দেওয়া। আওয়াজ দেওয়া ক্রি. বি. 1 ধ্বনি বা স্লোগান উচ্চারণ করা; 2 বিদ্রুপাত্মক ধ্বনি উচ্চারণ করা; 3 সাড়া দেওয়া (এত ডাকছি, তবু আওয়াজ দাও না কেন?)। 32)
কিছু
(p. 188) kichu বিণ. কয়েক, অল্প, সামান্য, কিয়ত্ (কিছু ভাত, কিছু দিন, কিছু কথা)। বিণ-বিণ. অপেক্ষাকৃত (আজ রোগীর অবস্হা কিছু ভালো)। সর্ব. বি. কোনো বস্তু বা বিষয় ('আরো কিছু আছে বাকি': রবীন্দ্র; আমি কিছুর মধ্যেই থাকি না)। [সং. কিঞ্চিত্]। কিছু কিছু বিণ. অল্পস্বল্প (কিছু কিছু লোক)। বি. সর্ব. অংশ (আমি এর কিছু কিছু জানি)। ক্রি-বিণ. অল্পপরিমাণে (বইটি কিছু কিছু পড়েছি)। ̃ তে ক্রি-বিণ. কোনো উপায়ে, কোনোমতে (তাকে কিছুতেই বোঝানো গেল না)। সর্ব. বি. কোনো বিষয়ে বা বস্তুতে ('মন নাহি মোর কিছুতেই': রবীন্দ্র)। কিচ্ছু বি. বিণ. সর্ব. ক্রি-বিণ. কিছু -র ঝোঁক বা প্রবলতাজ্ঞাপক রূপ। 66)
কেন
(p. 206) kēna অব্য. 1 কী জন্য, কী কারণে (সে কেন এখানে এসেছে?); 2 সাড়াজ্ঞাপক ধ্বনি। [সং. কেন-তু. প্রা. বাং. কেহ্নে]। ̃ না অব্য. যেহেতু (আজ সে যাবে না, কেননা সে খুব ব্যস্ত)। 20)
জ্ঞাপক
(p. 331) jñāpaka বিণ. 1 যে বা যা জানায়, যে বা যা জ্ঞাপন করে; 2 দ্যোতক, ব্যঞ্জক, প্রকাশক (অর্থজ্ঞাপক); 3 প্রচারক (সংবাদজ্ঞাপক)। [সং. √ জ্ঞা + ণিচ্ + অক]। 19)
জ্ঞাপয়িতা
(p. 331) jñāpaẏitā (-তৃ) বিণ. জ্ঞাপক, জ্ঞাপনকারী। [সং. √ জ্ঞা + ণিচ্ + তৃ]। স্ত্রী. জ্ঞাপয়িত্রী। 21)
নাড়ি, নাড়ী
(p. 454) nāḍ়i, nāḍ়ī বি. 1 ধমনি; 2 রক্তবাহী শিরা; 3 (আয়ু) বাত, পিত্ত কফ মানবদেহের এই তিন অবস্হাজ্ঞাপক ধমনি; 4 গর্ভনাড়ি যার সঙ্গে ভ্রূণমধ্যস্হ বা নবজাত শিশু সংযুক্ত থাকে; 5 (তন্ত্রশাস্ত্রে) যে তিনটি পথে প্রাণবায়ু প্রবাহিত যথা ইড়া, পিঙ্গলা ও সুষুম্না; 6 (বিরল) এক দণ্ড সময় বা 24 মিনিট। [সং. √ নল্ + ই]। নাড়ি কাটা ক্রি. সদ্যোজাত শিশুর গর্ভনাড়ি কাটা। ̃ চক্র বি. তন্ত্রশাস্ত্রমতে ইড়া পিঙ্গলা প্রভৃতি ষোলোটি নাড়ির নাভিমূলে মিলনস্হান। নাড়ি-ছেঁড়া ধন বি. সন্তান। নাড়ি জ্বলা ক্রি. বি. ক্ষুধায় অস্হির হওয়া। ̃ জ্ঞান বি. 1 নাড়ির স্পন্দন অনুভব করে রোগীর অবস্হা বিচারের ক্ষমতা; 2 (আল.) কোনো বিষয়ে সম্যক জ্ঞান বা ধারণা। নাড়ি-টেপা বিণ. কেবল নাড়ি টিপতেই জানে এমন, অনভিজ্ঞ ('নাড়ীটেপা ডাকতার': রবীন্দ্র)। নাড়ি দেখা ক্রি. বি. রোগীর নাড়ির স্পন্দন অনুভব করে তার অবস্হা বিচার করা। ̃ নক্ষত্র বি. 1 জন্মনক্ষত্র; 2 (আল.) আগাগোড়া সমস্ত সংবাদ বা তথ্য। ̃ ভুঁড়ি বি. পেটের ভিতরের অস্ত্র ইত্যআদি বিভিন্ন ক্রিয়াসাধক অঙ্গ, আঁতড়ি। নাড়ি মরা ক্রি. ক্রমাগত ক্ষুধার কষ্ট ভোগ করার ফলে খাওয়ার শক্তি নষ্ট হওয়া। নাড়ির টান, নাড়ির যোগ বি. জন্মসূত্রে মনের টান; সন্তানের প্রতি মায়ের স্নেহের টান। 7)
পরি-চায়ক
(p. 497) pari-cāẏaka বিণ. 1 জ্ঞাপক, সূচক, প্রতীক (দূর্বলতার পরিচায়ক, মহত্ত্বের পরিচায়ক); 2 পরিচয়দানকারী (পথপরিচায়ক)। [সং. পরি + √ চি + অক]। স্ত্রী. পরি-চায়িকা। 16)
পরিসংখ্যা1
(p. 499) parisaṅkhyā1 বি. 1 বিশেষভাবে নিরূপিত বা নির্ণীত সংখ্যা; 2 বিশেষভাবে গণনা। [সং. পরি + সংখ্যা]। ̃ ন বি. কোনো বিষয়ের তথ্যজ্ঞাপক হিসাব বা সংখ্যার সংকলন, statistics. [রাশিবিজ্ঞান দ্র]। 80)
পাঞ্জি, পঞ্জিকা, পঞ্জী
(p. 484) pāñji, pañjikā, pañjī বি. 1 তিথিনক্ষত্র শুভদিন তারিখ ইত্যাদি জ্ঞাপক পুস্তকবিশেষ, পাঁজি; 2 বিবরণী (গ্রন্হপঞ্জি)। [সং. √ পজ্ + ইন্, পঞ্জি + ক + আ]। 38)
পিল2
(p. 522) pila2 বি. 1 হাতি (পিলখানা); 2 দাবার ঘুঁটিবিশেষ. গজ। [ফা. পীল্]। ̃ খানা বি. হাতিশাল, হাতির আস্তাবল। ̃ পা, ̃ পে বি. 1 (হাতির পায়ের মতো স্হূল বলে) থাম, স্তম্ভ; 2 জমির সীমানাজ্ঞাপক স্তম্ভ, pillar. 22)
প্রীতি
(p. 554) prīti বি. 1 সন্তোষ, তৃপ্তি; 2 প্রেম, প্রণয়, ভালোবাসা, অনুরাগ; 3 আহ্লাদ; 4 বন্ধুত্ব। [সং. √ প্রী + তি]। প্রীতি-উপহার বি. প্রীতির চিহ্নস্বরূপ উপহার। ̃ ভাজন বিণ. স্নেহাস্পদ; প্রণয়ের পাত্র। ̃ ভোজ, ̃ ভোজন বি. আনন্দোত্সব উপলক্ষ্যে ভোজ। ̃ সম্ভাষণ বি. প্রণয় স্নেহ বা বন্ধুত্বসূচক আলাপ বা সম্বোধন। ̃ সম্মেলন বি. বন্ধুত্বমূলক মিলন বা সভা। ̃ সূচক বিণ. প্রীতিজ্ঞাপক। 97)
বর
(p. 580) bara বি. 1 দেবতার কাছ থেকে লব্ধ অনুগ্রহ (সরস্বতীর বরে বিদ্যালাভ); 2 আশীর্বাদ; 3 বিবাহের পাত্র (বরাসন, বরের টোপর); 4 স্বামী, পতি (সখীর বর, ঘরবর); 5 হাতের আঙুলের অনুগ্রহসূচক ভঙ্গিবিশেষ বা মুদ্রা (বরাভয়)। বিণ. 1 ঈপ্সিত, কাঙ্ক্ষিত; 2 উত্তম, শ্রেষ্ঠ (বন্ধুবর, বরতনু)। [সং. √ বৃ + অ]। ̃ কনে বি. বিবাহের পাত্র ও পাত্রী। ̃ কর্তা বি. বিবাহে পাত্রপক্ষীয় প্রধান ব্যক্তি। ̃ চন্দন বি. 1 দেবদারু; 2 অগুরু। ̃ দ বিণ. বরদাতা। ̃ দা বিণ. (স্ত্রী.) বরদাত্রী। বি. দুর্গা। ̃ পক্ষ বি. বিবাহে পাত্রপক্ষীয় লোকজন। ̃ পণ বি. বিবাহে কন্যাপক্ষের কাছ থেকে বরপক্ষের প্রাপ্ত অর্থ। ̃ পুত্র বি. 1 দেবতার বরে জাত পুত্র; 2 দেবানুগৃহীত ব্যক্তি (সরস্বতীর বরপুত্র); 3 শ্রেষ্ঠ পুত্র। ̃ প্রদ বিণ. অভীষ্ট পূর্ণকারী। স্ত্রী. ̃ প্রদা। ̃ বধূ বি. বিবাহের পাত্র ও পাত্রী। ̃ বর্ণিনী বি. 1 সর্বগুণান্বিতা রমণী; 2 সুন্দরী নারী। ̃ মাল্য বি. 1 বিবাহে পাত্রী কর্তৃক পাত্রকে প্রদেয় ফুলমালা; 2 শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতাজ্ঞাপক মালা (শ্রদ্ধার বরমাল্য)। ̃ যাত্রী (-ত্রিন্), ̃ যাত্র বি. বিবাহকালে পাত্রের সঙ্গী। ̃ য়িতা বিণ. বরণকারী। স্ত্রী. ̃ য়িত্রী। বরের ঘরের মাসি কনের ঘরের পিসি যে ব্যক্তি বিবদমান উভয় পক্ষের সঙ্গেই সদ্ভাব রেখে চলে। 28)
বাক্য
(p. 591) bākya বি. 1 কথন, কথা, বচন ('হেন বাক্য কভু আমি শুনিনি কখন'); 2 (ব্যাক.) পূর্ণ অর্থজ্ঞাপক পরস্পর অন্বয়যুক্ত পদসমষ্টি, sentence. [সং. √ বচ্ + য]। ̃ জাল বি. কথার ফাঁদ বা বিস্তার; চাতুর্যপূর্ণ কথার বিস্তার। ̃ দান বি. অঙ্গীকার করা, প্রতিশ্রুতি দান। ̃ বাগীশ, ̃ বিশারদ বিণ. 1 বাক্পটু; 2 বাচাল। ̃ বাণ বি. তিরের মতো মর্মভেদী কথা, অতি তীক্ষ্ণ ও কঠোর কথা। ̃ বিনিময় বি. 1 পরস্পর কথাবার্তা; 2 কথা-কাটাকাটি। ̃ ব্যয় বি. কথা বলা ('বিনা বাক্যব্যয়ে সে ওপাড়ের দিকে চলিয়া গেল': তারা)। ̃ স্ফূর্তি বি. কথা বার হওয়া। ̃ হারা বিণ. কথা বলার ক্ষমতা চলে গেছে এমন; কথা বার হচ্ছে না এমন। বাক্যাতীত বিণ. কথা বলে বোঝানো যায় না এমন; ভাষার অতীত। বাক্যালাপ বি. কথাবার্তা; কথোপকথন। 37)
বাচক
(p. 591) bācaka বিণ. 1 বোধক, অর্থজ্ঞাপক (গুণবাচক, ক্রিয়াবাচক); 2 পাঠক; 3 কথক। [সং. √ বচ্ + অক]। 90)
বাবা
(p. 600) bābā বি. 1 পিতা, জনক; 2 পুত্রস্হানীয়কে স্নেহসম্বোধন (না বাবা, ওখানে যেয়ো না); 3 সাধুসন্ন্যাসীর ও দেবতার উপাধিবিশেষ (পওহারি বাবা, বাবা তারকনাথ); 4 বৃহত্তর প্রবলতর বা ভীষণতর কিছু (এ তো কলম নয়, কলমের বাবা)। অব্য. বিরক্তি, বিতৃষ্ণা প্রভৃতি সূচক উক্তি (না বাবা, আর ওখানে যাচ্ছি না)। ['<' সং. বপ্র]। ˜ জি বি. 1 সাধুসন্ন্যাসীদের উপাধি; 2 পুত্রস্হানীয়ের সম্মানজনক উপাধিবিশেষ। ̃ জীবন বি. পুত্রস্হানীয়কে (বিশেষত জামাতাকে) স্নেহসম্বোধন। বাবাঃ, বাব্বাঃ অব্য. ভয় বিস্ময় বিরক্তি বিদ্রুপ প্রভৃতি জ্ঞাপক। 12)
বাহবা
(p. 605) bāhabā বি. উচ্ছ্বসিত প্রশংসা, প্রবল সমর্থন (সবাই তাকে বাহবা দিল)। অব্য. প্রশংসা বা সমর্থন জ্ঞাপক উক্তি, বলিহারি ('বাহবা বাহবা বেশ': দ্বি. রা.)। [ফা. বাহ্ বাহ্]। 36)
বিজ্ঞাপক
(p. 611) bijñāpaka বি. বিণ. 1 যে বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি প্রচার করে; 2 যে নিবেদন বা প্রকাশ করে। [সং. বি + জ্ঞাপক]। 50)
বিশেষ
(p. 627) biśēṣa বিণ. 1 অধিক, প্রকৃষ্ট, সমধিক (এ বছর ফসলের বিশেষ উত্পাদন, অসাধারণ (বিশেষ ব্যবস্থা, বিশেষভাবে); 3 সকলের মধ্যে একটির বৈশিষ্ট্যসূচক বা তত্সংক্রান্ত, particular (বিশেষ ব্যক্তি, বিশেষ জাতি)। বি. 1 আধিক্য, প্রকর্ষ (সবিশেষ বর্ণনা); 2 প্রভেদ (ইতরবিশেষ); 5 বৈলক্ষণ্য; 6 প্রকার, রকম; 7 বৈচিত্র্য। ক্রি-বিণ. বিশিষ্টভাবে, ভালোভাবে (হিন্দি ভাষাটা বিশেষ জানি না; লোকটিকে বিশেষ চিনি না)। [সং. বি + √ শিষ্ + অ]। ̃ ক বিণ. 1 বিশেষকারক, বৈশিষ্ট্যসূচক; 2 পার্থক্য-জ্ঞাপক বা পার্থক্যনির্ণায়ক, প্রভেদক। ̃ জ্ঞ বিণ. বিশেষ কোনো বিষয়ে পণ্ডিত; বিশেষ জ্ঞানী। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস্) ক্রি-বিণ. বিশেষভাবে, বৈশিষ্ট্য; অনন্যসাধারণ বা বিশেষ গুণ (এ জিনিসটার বিশেষত্ব কী?)। &tilde ; ত্বহীন বিণ. যার কোনো বিশেষ গুণ বা অসাধারণত্ব নেই। 12)
বীর
(p. 630) bīra বিণ. 1 বলবান ও সাহসী, শূর; 2 রণকুশল; 3 তেজস্বী; 4 প্রধান, শ্রেষ্ঠ (ধর্মবীর, দানবীর); 5 তান্ত্রিক বীরাচারী। বি. 1 বলবীর্যসম্পন্ন পুরুষ, বীরপুরুষ; 2 কাব্যের রসবিশেষ; 3 তান্ত্রিক কুলাচারবিশেষ; 4 (বাং.) বানরদলের নেতা, গোদা। [সং. √ বীর্ + অ]। বি. ̃ ত্ব। ̃ গাথা বি. বীরপুরুষদের কীর্তির কাহিনিসংবলিত গান বা কাব্য। ̃ নারী বি. বীরত্বপূর্ণা নারী; বীরের স্ত্রী। ̃ প্রসবিনী, ̃ প্রসূ বিণ. বীর সন্তান প্রসবকারিণী। ̃ বর বি. শ্রেষ্ঠ বীর। ̃ বৌলি বি. পুরুষের কানের গহনাবিশেষ, কুণ্ডল। ̃ ভদ্র বি. 1 শিবানুচর বা রুদ্রবিশেষ; 2 নিত্যানন্দ প্রভুর পুত্র। ̃ ভোগ্যা বিণ. কেবল বীরপুরুষের ভোগের উপযুক্তা (বীরভোগ্যা বসুন্ধরা)। ̃ রস বি. বীরত্বব্যঞ্জক বা উদ্দীপনাজ্ঞাপক রস বা স্হায়ী ভাব। 74)
বোধ
(p. 646) bōdha বি. 1 জ্ঞান, বুদ্ধি (বোধগম্য); 2 অনুভূতি, উপলব্ধি (কষ্টবোধ, রসবোধ); 3 সান্ত্বনা (বোধ মানে না); 4 অনুমান, ধারণা (বোধ করি, বোধ হয়); 5 কাণ্ডজ্ঞান (বোধশোধ নেই)। [সং. √ বুধ্ + অ]। ̃ ক, ̃ য়িতা (-তৃ) বিণ. জ্ঞাপক, সূচক, বোধদানকারী; প্রবুদ্ধকারী, চেতনাদানকারী। বোধিকা, বোধিনী বিণ. বি. (স্ত্রী.) 1 বোধদানকারিণী; 2 যে বা যা সহজে কোনো জিনিস বুঝিয়ে দেয়, অর্থপুস্তক, মানেবই। ̃ গম্য বিণ. বুঝতে পারা যায় এমন। ̃ ন বি. 1 জ্ঞানদান; বোধসম্পাদন; 2 উদ্বোধন; 3 নিদ্রাভঙ্গকরণ; 4 দুর্গাপূজার আগে দেবীর জাগরণের জন্য ক্রিয়াবিশেষ। ̃ ভাষ্যি, ̃ ভাস্যি বি. (কথ্য) কাণ্ডজ্ঞান। ̃ রহিত বিণ. বুদ্ধিহীন;কাণ্ডজ্ঞানহীন। ̃ শক্তি বি. বুদ্ধিবল, বুদ্ধি; বোঝবার ক্ষমতা। ̃ শোধ বি. বোধভাষ্যি-র অনুরূপ। বোধাতীত বিণ. জ্ঞানের বা বুদ্ধির অতীত; বোঝা যায় না এমন। বোধিত বিণ. বোধপ্রাপ্ত; চেতনাপ্রাপ্ত; উদ্বোধিত; জাগরিত। বোধি-তব্য বিণ. জ্ঞাতব্য; জানতে হবে এমন। বোধোদয় বি. জ্ঞান বা চেতনার উদয়, চেতনার সঞ্চার। বোধ্য বিণ. বোধগম্য (দুর্বোধ্য)। 35)
শারীর
(p. 773) śārīra বিণ. 1 শরীরসম্বন্ধীয়; 2 দেহ থেকে উত্পন্ন। [সং. শরীর + অ]। ̃ ক বি. শরীরধারী জীবাত্মার স্বরূপনির্ণয় (শারীরক ভাষ্য, শারীরক সূত্র)। ̃ বিদ্যা বি. শারীরস্হান ও শারীরবৃত্ত। ̃ বৃত্ত, ̃ বৃত্তি বি. দেহের বিভিন্ন অঙ্গের ক্রিয়াসম্বন্ধীয় শাস্ত্র, physiology, ̃ স্হান বি. দেহের বিভিন্ন অংশের গঠন ও পরিচয়জ্ঞাপক শাস্ত্র, anatomy. 91)
শিব
(p. 776) śiba বি. 1 শুভ, মঙ্গল; 2 মহাদেব, মহেশ। বিণ. 1 শুভদ, শুভদায়ক; 2 সুখদায়ক; 3 রম্য, সুন্দর। [সং. √ শী + ব]। শিব গড়তে বাঁদর গড়া (আল.) খুব ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করে ফেলা। ̃ চতুর্দশী বি. ফাল্গুনমাসের কৃষ্ণচতুর্দশী। ̃ জ্ঞান বি. শুভজ্ঞান; সমস্তই শুভ বা মঙ্গল-এই ধারণা; শুভাশুভকালজ্ঞাপক শাস্ত্র। ̃ ত্ব বি. শিবের চরিত্র ও ব্যক্তিত্ব। ̃ ত্ব. প্রাপ্তি বি. মৃত্যু। ̃ নেত্র বি. ধ্যানী শিবের মতো ঊর্ধ্ব দৃষ্টি। ̃ পুরী, ̃ লোক বি. 1 শিবের বাসস্হান; 2 কৈলাস; 3 বারাণসী। ̃ প্রিয়া বি. দুর্গাদেবী। ̃ বাহন বি. বৃষ, ষাঁড়। ̃ রাত্রি বি. শিবচতুর্দশীর রাত্রি। শিবরাত্রির সলতে (আল.) একমাত্র সন্তান বা জীবিত বংশধর। ̃ লিঙ্গ বি. পাথর মাটি প্রভৃতি দিয়ে তৈরি শিবের লিঙ্গমূর্তি। শিবহীন যজ্ঞ (আল.) প্রধান ব্যক্তিকে বাদ দিয়ে অনুষ্ঠান। শিবা বি. (স্ত্রী.) 1 শিবজায়া দুর্গা; 2 শৃগালী। শিবানী বি. (স্ত্রী.) দুর্গা। শিবানু-চর বি. শিবের অনুচর, ভূতপ্রেত; প্রমথ। শিবালয় বি. 1 কৈলাস; 2 শিবমন্দির; 3 বারাণসী। শিবেতর বি. অশুভ, অমঙ্গল। শিবের অসাধ্য (আল.) সর্বতোভাবে অসাধ্য এবং অসম্ভব, যে-কাজ কেউই পারবে না এমন। 78)
শ্লিষ্ট
(p. 789) śliṣṭa বিণ. 1 সংযুক্ত, জড়িত; 2 আলিঙ্গিত; 3 শ্লেষযুক্ত, দ্ব্যর্থবাচক, একাধিক অর্থজ্ঞাপক। [সং. √ শ্লিষ্ + ত]। 17)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535153
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140631
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730941
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943146
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883653
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838521
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us