Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঝঞ্ঝা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অতি
(p. 14) ati অব্য. 1 অধিক (অতি শীঘ্র, অতিবল); 2 অতিক্রান্ত (অতীত-অতি+ইত); 3 বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। বিণ. 1 অত্যন্ত অসংগত, অনুচিত; 2 (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প); 3 (ব্রজ.) উত্কৃষ্ট ('সো অতি নাগর': বিদ্যা.)। [সং. √ অত্+ই]। ̃ .কথন, ̃ .কথা বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়। ̃ কায় বিণ. প্রকাণ্ড দেহ যার। বি. রাবণের এক পুত্রের নাম। ̃ .ক্রম, ̃ .ক্রমণ বি. 1 পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); 2 ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্হান দখল করা, supersession (স. প.)। ̃ .ক্রম্য, ̃ .ক্রমণীয় বিণ. লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন। ̃ .ক্রান্ত বিণ. অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)। ̃ .ক্ষেত্রিক বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)। ̃ .চালাক, ̃ .বুদ্ধি বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)। ̃ তপ্ত বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)। ̃ .তর বিণ. অত্যন্ত ('দোঁহে প্রেম অতিতর': ভা. চ.)। ̃ দর্প বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)। ̃ .দীর্ঘ বিণ. খুব লম্বা; খুব বড়। ̃ দূর বিণ. খুব দূরের। বি. বেশি দূরত্ব। ̃ .নাটকীয়তা বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি। ̃ .পাত্তি বি. তামাদি, বাতিল lapse (বি.প.)। ̃ পাত বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)। ̃ .পাতক বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ। ̃ .পান বি. অত্যধিক (মদ্য) পানদোষ। ̃ .প্রজতা বি. জনসংখ্যার আধিক্য, overpopulation. বিণ. ̃ .প্রজ। ̃ প্রাকৃত বি. বিণ. অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural. ̃ বড় বিণ. খুব বড়; অতিরিক্ত বড়। ̃ .বল বিণ. মহাশক্তিধর। ̃ .বাড় বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি। অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তু. অতি দর্পে হতা লঙ্কা। ̃ .বাদ বি. 1 অতিশয়োক্তি, অত্যুক্তি; 2 কঠোর বাক্য। ̃ বাহন বি. যাপন, ক্ষেপণ, কাটানো। ̃ বাহিত বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)। ̃ .বিলম্ব বি. বেশি দেরি। ̃ বুদ্ধি দ্র অতিচালাক। ̃ .বৃদ্ধ বিণ. খুব বুড়ো, একেবারে বুড়ো। ̃ বৃষ্টি বি. অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি। ̃ .বেল বিণ. বেলা বা তটরেখাকে অর্থাত্ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক। ̃ .ভক্তি বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান। অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে চুরির মতলব আছে। ̃ .ভোজন বি. গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার। ̃ .মন্দা বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্হা, slump. বিণ. ওইরকম অবস্হাপূর্ণ। ̃ .মর্ত্য বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন ('অতিমর্ত্য উন্মাদনা অচিরাত্ পলাল কোথায়': সু. দ.)। ̃ মাত্র বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)। ̃ .মান বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার। ̃ .মানব, ̃ .মানুষ বি. 1 মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; 2 পরমজ্ঞানী পুরুষ। ̃ মানবিক বিণ. 1 মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; 2 অলৌকিক। ̃ .রঞ্জন বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্হাকে বাড়িয়ে বর্ণনা করা। ̃ .রঞ্জিত বিণ. বাড়িয়ে বলা হয়েছে এমন। ̃ রথ বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। ̃ রিক্ত [অতি+রিচ্+ত] বিণ. 1 প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); 2 অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); 3 উদ্বৃত্ত; 4 (উদ্ভি.) accessory (বি. প.)। ̃ .লোভ বি. বড় বেশি লোভ, খুব লোভ। ̃ .রেক বি. আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (স.প.)। ̃ .শয় বিণ. অত্যন্ত, খুব। বি. আধিক্য (সৌন্দর্যাতিশয়)। ̃ .শয়োক্তি বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীন ও উপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা-'মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা': রবীন্দ্র), hyperbole. ̃ .সার বি. উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ। 24)
খোঁচ
(p. 232) khōn̐ca বি. 1 কাঁটা; 2 ছুঁচের মতো সূক্ষ্ম ও তীক্ষ্ণ মুখ; 3 সূক্ষ্ম কোণ ; 4 (আল.) ত্রুটি, ছটোখাটো ঝঞ্ঝাট (সবই হল, তবে একটা খোঁচ থেকেই গেল)। [দেশি]। 49)
চক্র
(p. 274) cakra বি. 1 চাকা (রথচক্র); 2 চাকার মতো আকারবিশিষ্ট বস্তু (কুম্ভকারের চক্র); 3 যথানিয়মে যা ঘুরছে (কালচক্র); 4 ভ্রমণ, ঘুরপাক (চক্র দিচ্ছে); 5 চক্রাকার পৌরাণিক অস্ত্রবিশেষ (সুদর্শন চক্র); 6 চাকার মতো আকৃতিযুক্ত ও বিস্তারবিশিষ্ট বস্তু (আলোকচক্র); 7 গ্রহমণ্ডল; 8 তান্ত্রিক সাধনার মণ্ডলী (ভৈরবচক্র); 9 (জ্যোতিষ.) রাশি বা গ্রহগুলির অবস্হাননির্দেশক ছক (রাশিচক্র); 1 পতাকীচক্র ইত্যাদির চিত্র; 11 হাতের তালুতে বা আঙুলে এবং পদতলে মণ্ডলাকার রেখা; 12 গ্রামসমূহের সমষ্টি, চাকলা; 13 বহুবিস্তৃত রাজ্য বা দেশসমূহ; 14 চক্রান্ত, ষড়যন্ত্র (দশচক্র); 15 ক্রম, পরম্পরা (ঘটনাচক্র); 16 গুচ্ছ, বর্গ; 17 সাপের ফণা। [সং. √কৃ + অ (ক ঘঞর্থে) নি.]। ̃ গতি বি. আবর্তন, ঘূর্ণন, গোল হয়ে ঘোরা। ̃ ধর বি. 1 বিষ্ণু; 2 রাজা, নৃপতি; 3 ফণাযুক্ত সাপ। ̃ ধুরা বি. চাকার মধ্যবর্তী দণ্ড, অক্ষদণ্ড। ̃ নাভি বি. চক্রের কেন্দ্রস্হিত অংশ। ̃ নেমি বি. চাকার বেড়। ̃ পাণি বি. 1 কৃষ্ণ; 2 বিষ্ণু। ̃ বক্র বি. কূটকৌশল, ছল; ফন্দিফিকির। ̃ বর্তী (-র্তিন্) বি. 1 বহুধাবিস্তৃত রাজ্যের রাজা, সম্রাট, সার্বভৌম নৃপতি; 2 ব্রাহ্মণের পদবিবিশেষ। ̃ বাক বি. হাঁসজাতীয় পাখিবিশেষ, চখা। স্ত্রী. ̃ বাকী। ̃ বাত বি. ঘূর্ণিবায়ু, ঝঞ্ঝাবাত, cyclone. ̃ বাল, (বিরল) ̃ বাড় বি. দিঙ্মণ্ডল, দিগন্তবৃত্ত, আকাশকক্ষ, দূর থেকে তাকালে যেখানে আকাশ পৃথিবীর সঙ্গে মিশেছে বলে মনে হয়, horizon. ̃ ব্যূহ বি. চক্রাকারে বা মণ্ডলাকারে সৈন্যসমাবেশ। ̃ বৃদ্ধি বি. সুদের সুদ, compound interest. 18)
জঞ্জাল
(p. 312) jañjāla বি. 1 আবর্জনা; 2 আগাছা; 3 (আল.) অবাঞ্ছিত বস্তু; ঝঞ্ঝট, উপদ্রব (আচ্ছা জঞ্জাল জুটেছে)। [হি.]। 17)
ঝকমারি
(p. 334) jhakamāri বি. 1 (অনুশোচনায়) বোকামি, ভুল, অপরাধ (এ কাজ করতে যাওয়াই ঝকমারি হয়েছে); 2 ল্যাঠা, ঝঞ্ঝাট (এ কাজে কি কম ঝকমারি ?)। [হি. ঝখ্ (ত্রুটি) + বাং. মারা + ই-তু. হি. ঝখ মারনা]। 6)
ঝক্কি
(p. 334) jhakki বি. 1 ঝুঁকি, দায়িত্ব (কাজের ঝক্কি নেওয়া); 2 ঝঞ্ঝাট, ধকল, উপদ্রব (ঝক্কি পোহানো)। [হি. ঝক্কী]। 7)
ঝঞ্ঝনা
(p. 334) jhañjhanā দ্র ঝন। 11)
ঝঞ্ঝা
(p. 334) jhañjhā বি. প্রবল ঝড়বৃষ্টি। [সং. ঝম্ + √ ঝট্ + অ + আ]। ̃ ক্ষুব্ধ বিণ. প্রবল ঝড়ে আলোড়িত। ̃ নিল, ̃ বাত বি. প্রবল ঝোড়ো বাতাস। ̃ বর্ত বি. ঝড়বৃষ্টিসহ ঘূর্ণিবাতাস। বিক্ষুব্ধ-ঝঞ্ঝাক্ষুব্ধ -র অনুরূপ। 12)
ঝঞ্ঝাক্ষুব্ধ, ঝঞ্ঝানিল, ঝঞ্ঝাবর্ত, ঝঞ্ঝাবাত
(p. 334) jhañjhākṣubdha, jhañjhānila, jhañjhābarta, jhañjhābāta দ্র ঝঞ্ঝা। 14)
ঝঞ্ঝাট
(p. 334) jhañjhāṭa বি. ঝামেলা; জটিলতা; হাঙ্গামা, অশান্তি (ঝঞ্ঝাট পোহানো, ঝঞ্ঝাট চুকিয়ে দেওয়া)। [সং. ঝঞ্ঝা + বাং. ট]। 13)
ঝন
(p. 334) jhana বি. ধাতুদ্রব্যাদি পড়ার বা আঘাত পাওয়ার তীক্ষ্ণ শব্দ। ̃ ঝন বি. 1 অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে ক্রমাগত ঝন শব্দ; 2 টনটন (মাথাটা ঝনঝন করছে)। ঝন-ঝনা, ঝঞ্ঝনা বি. 1 (ঝনঝন আওয়াজ, ঝনত্কার (অস্ত্রের ঝনঝনা); 2 বজ্র ('ঝঞ্ঝনা পড়ুক তার মাথার উপর': চণ্ডী)। ঝন-ঝনানো ক্রি. ঝনঝন আওয়াজ করা বা হওয়া; আঘাত ইত্যাদির জন্য টনটন করা, বেদনা বোধ করা (মাথাটা ঝনঝনাচ্ছে)। বি. উক্ত অর্থে। 24)
ঝামেলা
(p. 336) jhāmēlā বি. 1 ঝঞ্ঝাট, ফ্যাসাদ (খুব ঝামেলায় পড়েছি); 2 জটিলতা (এতে কোনো ঝামেলা নেই, এ তো সোজা ব্যাপার); 3 বিবাদ, হাঙ্গামা (এই সামান্য ব্যাপার নিয়ে আর ঝামেলা কোরো না)। [হি. ঝমেলা]। ̃ বাজ বিণ. ঝামেলা বা ঝঞ্ঝাট বাধায় বা বাধাতে ভালোবাসে এমন। 38)
নট৪
(p. 444) naṭa4 বিণ. নষ্টচরিত্র, ব্যভিচারী, লম্পট। [সং. নষ্ট]। ̃ খট, ̃ খটি বি. ছোটখাটো গোলমাল বা ঝঞ্ঝাট (দুই পরিবারের মধ্যে নটখটি লেগেই আছে)। ̃ খটে বিণ. 1 ছোটখাটো ঝঞ্ঝাটপূর্ণ, গোলমেলে; 2 ছোটখাটো বা তুচ্ছ বিষয় নিয়ে গোলমাল সৃষ্টিকারী। ̃ ঘট, ̃ ঘটি বি. 1 নষ্ট বা অবৈধ প্রণয়সূচক ঘটনা; 2 কলঙ্কজনক ব্যাপার। ̃ ঘটে বিণ. নটঘটিসম্পর্কিত। ̃ বর বিণ. লম্পটশ্রেষ্ঠ, মহা লম্পট ব্যক্তি। 29)
নির্ঝঞ্ঝাট
(p. 468) nirjhañjhāṭa বিণ. নিরুপদ্রব, নির্বিঘ্ন (নির্ঝঞ্ঝাট সংসার)। [সং. নির্ + বাং. ঝঞ্ঝাট]। নির্ঝঞ্ঝাটে ক্রি-বিণ. নির্বিঘ্নে, বিনা উপদ্রবে। 56)
নির্বিবাদ
(p. 468) nirbibāda বিণ. বিবাদহীন, নির্বিরোধ, শান্তিপূর্ণ। [সং. নির্ + বিববাদ]। নির্বিবাদী বিণ. (বাংলামতে গঠিত) নির্বিরোধ, নিরীহ, ঝামেলা এড়িয়ে চলে এমন। নির্বিবাদে ক্রি-বিণ. বিবাদ না করে; শান্তিতে, নির্ঝঞ্ঝাটে। 105)
প্রহত
(p. 552) prahata বিণ. আঘাতপ্রাপ্ত, আহত (তড়িত্প্রহত, তরঙ্গপ্রহত পর্বত, ঝঞ্ঝাপ্রহত)। [সং. প্র + √ হন্ + ত]। 37)
ফ্যাসাদ
(p. 570) phyāsāda বি. 1 ঝঞ্ঝাট, ঝামেলা, বিপত্তি, মুশকিল (ফ্যাসাদে পড়া, ফ্যাসাদ বাধানো); 2 কলহ, ঝগড়াঝাঁটি। [আ. ফসাদ]। ফ্যাসাদে বিণ. ফ্যাসাদ বাধায় এমন; ফ্যাসাদপ্রিয়। 31)
বখেড়া
(p. 573) bakhēḍ়ā বি. 1 বাধা, বিঘ্ন, প্রতিবন্ধক; 2 ঝঞ্ঝাট, ঝামেলা; 3 ঝগড়া (আচ্ছা বখেড়া বেধেছে)। [হি. বখেড়া-তু. বাগড়া]। 41)
বিনির্বৃত্ত
(p. 618) binirbṛtta বিণ. 1 ক্ষান্ত, সমাপ্ত (বিনির্বৃত্ত ঝঞ্ঝা); 2 বিষাদিত, দুঃখক্লিষ্ট (বিনির্বৃত্ত অন্তরে); 3 নিষ্পন্ন। [সং. বি + নির্ + √ বৃত্ + ত]। 12)
বিপত্তি
(p. 619) bipatti বি. 1 বিপদ, সংকট; 2 বাধা, বিঘ্ন; 3 দুর্গতি, দুরবস্হা (বাধা-বিপত্তি); 4 ঝঞ্ঝাট, ঝামেলা (উটকো বিপত্তি)। [সং. বি + √ পদ্ + তি]। ̃ কর বিণ. বিঘ্নজনক; ঝঞ্ঝাটপূর্ণ। 4)
বিপদ, (অপ্র.) বিপত্ (বিপদ্)
(p. 619) bipada, (apra.) bipat (bipad) বি. 1 সংকট, বিপত্তি, আপদ; 2 ঝঞ্ঝাট, ঝামেলা (এ কী উটকো বিপদ?); 3 দুর্ঘটনা, দুর্দৈব; 4 দুরবস্হা (বিপদের দিনে কারও সাহায্য পায়নি)। [সং. বি + √ পদ্ + ক্বিপ্]। বিপত্-কাল বি. বিপজ্জনক সময়, বিপদের সময়। বিপত্-পাত বি. বিপদ ঘটা (বিপত্পাতের সম্ভাবনা)। বিপদ্-গর্ভ, বিপদ-গর্ভ বিণ. বিপজ্জনক, বিপদের সম্ভাবনাযুক্ত। বিপদ্-গ্রস্ত, বিপদ-গ্রস্ত বিণ. বিপদে পতিত, বিপন্ন। বিপদ-চিহ্ন, বিপদ্-চিহ্ন বি. বিপদ সম্বন্ধে সাবধান করার জন্য চিহ্ন। বহুল বিণ. বিপত্পূর্ণ। বিপদভঞ্জন বি. বিণ. বিপদ দুরকারী। বিপদ-রেখা, বিপত্-সীমা বি. নদী বা জলাধারের জলস্ফীতি যে রেখা বা সীমা ছাপিয়ে উঠলে প্লাবনজনিত বিপদের আশঙ্কা থাকে, danger-level. বিপদ্-মুক্তি বি. বিপদের আশঙ্কা থেকে মুক্তি। ̃ সংকুল বিণ. বিপজ্জনক, সংকটজনক। বিপদ-সংকেত বি. বিপদের সম্পর্কে সতর্ক করার জন্য সংকেত, danger signal, siren. বিপদাপদ বি. নানাপ্রকার বিপদ বা বিঘ্ন। বিপদাপন্ন বিণ. বিপন্ন। বিপদুদ্ধার বি. বিপদ থেকে নিষ্কৃতি, বিপদমুক্তি। বিপদ্দশা বি. বিপন্ন অবস্হা। 7)
বিভ্রাট
(p. 621) bibhrāṭa বি. 1 (বাং.) সংকট, আপদ; 2 গোলযোগ, ঝামেলা, ঝঞ্ঝাট; 3 আকস্মিক দুর্ঘটনা। [সং. বিভ্রাট্ (=অলেকারভূষিত)-বাংলায় অর্থান্তরিত। 54)
বেগতিক
(p. 633) bēgatika বি. 1 ঝামেলা, ঝঞ্ঝাট, অসুবিধাজনক বা অস্বস্তিকর পরিস্হিতি (বেগতিক দেখে লোকটা সরে পড়ল); 2 উপায়হীন বা অতি প্রতিকূল অবস্হা, সংকট, বিপদ। বিণ. ঝামেলাপূর্ণ; সংকটপূর্ণ, প্রতিকূল। [তু. ফা. বে + বাং. গতিক-তু. বিগতি]। 123)
ভজ-কট
(p. 655) bhaja-kaṭa বি. ব্যাঘাত, ঝামেলা, ঝঞ্ঝাট, ফ্যাসাদ (জমিজমার বিক্রি নিয়ে ভজকট বেধেছে)। বিণ. জটিল ও ঝঞ্ঝাটপূর্ণ (সে এক ভজকট ব্যাপার)। [দেশি]। 24)
সাত
(p. 823) sāta বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক। [সং. সপ্ত]। ̃ ই, সাতুই বি. মাসের সপ্তম দিন বা সাত তারিখ। সাতকাণ্ড রামায়ণ 1 সপ্ত কাণ্ডে বা অধ্যায়ে বিভক্ত রামায়ণগ্রন্হ; 2 (আল.) মস্ত ব্যাপার। সাতখুন মাপ (আল.) বহু গুরুত্বপূর্ণ অপরাধের জন্য কোনো শাস্তি না দেওয়া, সমস্ত অপরাধ বরদাস্ত করা। সাত ঘাটের জল খাওয়া বা খাওয়ানো 1 নানা স্হানে চাকরি করা বা করানো; 2 কাজ উপলক্ষ্যে নানা স্হানে বদলি হওয়া বা বদলি করা; 3 নানা বিপদে পড়া বা ফেলা; 4 নানাভাবে জীবনযাপন করা বা করানো; 5 বেজায় নাকাল হওয়া বা করা। সাত চড়ে বা বেরোয় না (আল.) সমস্ত নির্যাতন নীরবে সহ্য করে অর্থাত্ অত্যন্ত নিরীহ। সাত সতিনের ঘর (আল.) যেসংসারে নিরন্তর কলহ বিবাদ ও হিংসাদ্বেষ বিদ্যমান। সামসমুদ্র তেরো নদীর পার (রূপকথা থেকে) বহু দূরবর্তী; বহু দূরবর্তী স্হান বা দেশ (সাতসমুদ্র তেরো নদীর পারের রাজপুত্র)। সাতেও নেই পাঁচেও নেই ঝঞ্ঝাটের সঙ্গে সম্পর্কহীন, নিরপেক্ষ, উদাসীন। ̃ তাড়াতাড়ি ক্রি-বিণ. 1 খুব তাড়াতাড়ি; 2 ব্যস্তসমস্ত হয়ে। ̃ নর, ̃ নরি বিণ. সাত প্যাঁচওয়ালা। সাত প্যাঁচওয়ালা কণ্ঠহার। ̃ নলা বি. বিণ. একসঙ্গে সাতটি গুলি ছোড়ার নলবিশিষ্ট (বন্দুক) ̃ প্যাঁচ বিণ. বিবিধ, নানা। বি. 1 নানা কথা (সাতপাঁচ ভেবে); 2 অগ্রপশ্চাত্। ̃ পুরুষ বি. পিতা-পিতামহাদিক্রমে ঊর্ধ্বতন সাতপুরুষ। ̃ ষট্টি বি. বিণ. 67 সংখ্যা বা সংখ্যক। ̃ সকাল বি. খুব সকাল; তাড়াতাড়ি। ̃ সতেরো বি. নানারকম জিনিস বা কথা (সাত-সতেরো শুনানো)। 52)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577793
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185521
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785602
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026539
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901097
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848116
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708596
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620158

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us