Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অতি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অতি এর বাংলা অর্থ হলো -

(p. 14) ati অব্য. 1 অধিক (অতি শীঘ্র, অতিবল); 2 অতিক্রান্ত (অতীত-অতি+ইত); 3 বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)।
বিণ. 1 অত্যন্ত অসংগত, অনুচিত; 2 (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প); 3 (ব্রজ.) উত্কৃষ্ট ('সো অতি নাগর': বিদ্যা.)।
[সং. √ অত্+ই]।
.কথন,.কথা
বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়।
কায় বিণ. প্রকাণ্ড দেহ যার।
বি. রাবণের এক পুত্রের নাম।
.ক্রম,.ক্রমণ
বি. 1 পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); 2 ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্হান দখল করা, supersession (স. প.)।
.ক্রম্য,.ক্রমণীয়
বিণ. লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন।
.ক্রান্ত
বিণ. অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)।
.ক্ষেত্রিক
বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)।
.চালাক,.বুদ্ধি
বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)।
তপ্ত
বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)।
.তর বিণ. অত্যন্ত ('দোঁহে প্রেম অতিতর': ভা. চ.)।
দর্প
বি. অত্যধিক অহংকার।
অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)।
.দীর্ঘ
বিণ. খুব লম্বা; খুব বড়।
দূর বিণ. খুব দূরের।
বি. বেশি দূরত্ব।
.নাটকীয়তা
বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি।
.পাত্তি
বি. তামাদি, বাতিল lapse (বি.প.)।
পাত বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)।
.পাতক
বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ।
.পান বি. অত্যধিক (মদ্য) পানদোষ।
.প্রজতা
বি. জনসংখ্যার আধিক্য, overpopulation. বিণ..প্রজ।
প্রাকৃত
বি. বিণ. অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural.বড় বিণ. খুব বড়; অতিরিক্ত বড়।
.বল বিণ. মহাশক্তিধর।
.বাড়
বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি।
অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই।
তু. অতি দর্পে হতা লঙ্কা।
.বাদ বি. 1 অতিশয়োক্তি, অত্যুক্তি; 2 কঠোর বাক্য।
বাহন
বি. যাপন, ক্ষেপণ, কাটানো।
বাহিত
বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন।
(বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)।
.বিলম্ব
বি. বেশি দেরি।
বুদ্ধি
দ্র অতিচালাক।
.বৃদ্ধ
বিণ. খুব বুড়ো, একেবারে বুড়ো।
বৃষ্টি
বি. অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি।
.বেল বিণ. বেলা বা তটরেখাকে অর্থাত্ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক।
.ভক্তি
বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান।
অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে চুরির মতলব আছে।
.ভোজন
বি. গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার।
.মন্দা
বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্হা, slump. বিণ. ওইরকম অবস্হাপূর্ণ।
.মর্ত্য
বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন ('অতিমর্ত্য উন্মাদনা অচিরাত্ পলাল কোথায়': সু. দ.)।
মাত্র
বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)।
.মান বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার।
.মানব,.মানুষ
বি. 1 মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; 2 পরমজ্ঞানী পুরুষ।
মানবিক
বিণ. 1 মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; 2 অলৌকিক।
.রঞ্জন
বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্হাকে বাড়িয়ে বর্ণনা করা।
.রঞ্জিত
বিণ. বাড়িয়ে বলা হয়েছে এমন।
রথ বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে।
রিক্ত
[অতি+রিচ্+ত] বিণ. 1 প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); 2 অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); 3 উদ্বৃত্ত; 4 (উদ্ভি.) accessory (বি. প.)।
.লোভ বি. বড় বেশি লোভ, খুব লোভ।
.রেক বি. আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (স.প.)।
.শয় বিণ. অত্যন্ত, খুব।
বি. আধিক্য (সৌন্দর্যাতিশয়)।
.শয়োক্তি
বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীনউপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা-'মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা': রবীন্দ্র), hyperbole..সার বি. উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ।
24)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অমানান
(p. 57) amānāna বিণ. মানানসই নয় এমন, মানায় না এমন। [বাং. ন + মানান (শোভনতা)]। তু. বেমানান। 20)
অতিষ্ঠ
(p. 14) atiṣṭha বিণ. স্হির থাকা দুঃসাধ্য এমন (জীবন অতিষ্ট করা); অস্হির (অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত চলে গেল); উত্ত্যক্ত। [সং. ন+তিষ্ঠ (সং. √ স্হা থেকে বাংলামতে সাধিত]। 28)
অফিস
(p. 43) aphisa বি. কোনো প্রতিষ্ঠানের দফতর বা কার্যালয়। [ইং. office]। অফিসার বি. পদস্হ কর্মচারী। [ইং. officer। 18)
অভগ্ন
(p. 50) abhagna বিণ. ভাঙেনি এমন, অটুট (অভগ্ন তট); আস্ত, গোটা; পূর্ণ (অভগ্ন রাশি)। [সং. ন + ভগ্ন]। 48)
অশ্ব-ত্থামা
অননু-শীলন
অশক্ত
(p. 65) aśakta বিণ. অক্ষম; শক্তি নেই এমন; পারে না এমন, অপারগ (ভার গ্রহণে অশক্ত); দুর্বল। [সং. ন + শক্ত] অশক্তি বি. শক্তি বা ক্ষমতার অভাব। 12)
অন্তিক
(p. 34) antika বিণ. সন্নিহিত; নিকটস্হ। বি. নৈকট্য; সান্নিধ্য। [সং. অন্ত + ইক]। 31)
অনসূয়া
টম
(p. 76) ṭama বি. পরমাণু। [ইং. atom]। টম বোমা, বি. পরমাণু বোমা, পারমাণবিক বোমা, atom bomb. 18)
অকারণ
অফুরন্ত, অফুরান
(p. 43) aphuranta, aphurāna বিণ. ফুরায় না এমন, অশেষ (অফুরন্ত অবসর, অফুরান ভালোবাসা); অপর্যাপ্ত। [সং. ন + বাং √ ফুরা + অন্ত, আন]। 20)
অচিহ্নিত
(p. 8) acihnita বিণ. চিহ্ন বা দাগ দেওয়া হয়নি এমন, চিহ্নযুক্ত নয় এমন। [সং. ন+চিহ্নিত]। 70)
অযত্ন
(p. 59) ayatna বি. যত্নের অভাব, চেষ্টার অভাব; অবহেলা। [সং. ন + যত্ন]। ̃ ..কৃত বিণ. বিনা চেষ্টায় করা হয়েছে এমন; অবহেলায় করা হয়েছে এমন। ̃ .জাত, ̃ .সম্ভূত বিণ. বিনা চেষ্টায় বা আপনা থেকেই সৃষ্টি হয়েছে বা উত্পন্ন হয়েছে এমন। ̃ .লব্ধ বিণ. চেষ্টা না করেই পাওয়া গেছে এমন। ̃ .শীল বিণ. নিশ্চেষ্ট; অধ্যবসায়হীন। 18)
অগ্রাহ্য
অর্থালংকার
ড-ভেঞ্চার
অজিতেন্দ্রিয়
অকুব
অষ্টাংশিত
(p. 67) aṣṭāṃśita দ্র অষ্ট। 21)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2422898
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2032824
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1607823
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 837058
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 811758
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 797874
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 668981
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 587355

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us