Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

টিবি। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আলোক
(p. 106) ālōka বি. 1 দীপ্তি, জ্যোতি, প্রভা বা উজ্জ্বলতা, যার সাহায্যে সমস্ত কিছু দৃশ্যমান হয়; 2 কিরণ (সূর্যালোক)। [সং. আ + √লোক্ + অ]। ̃ চিত্র বি. ফোটোগ্রাফ। ̃ চ্ছটা বি. আলোকরশ্মি। ̃ পাত বি. জ্ঞানের আলো নিক্ষেপ, অজানা তথ্যাদি পরিবেষণ (এ বিষয়ে আলোকপাত করুন)। ̃ বর্ষ বি. (জ্যোতি.) এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে, light year. ̃ বিজ্ঞান বি. আলোক ও দৃষ্টিসম্বন্ধীয় তত্ত্ব, দৃষ্টিবিজ্ঞান, optics. ̃ লতা বি. পরগাছাবিশেষ। ̃ শক্তি বি. শক্তিরূপ আলোক, শক্তিতে রূপান্তরিত বা শক্তি হিসাবে ব্যবহৃত আলোক, light energy. ̃ সংকেত বি. জাহাজ বিমানপোত প্রভৃতিকে আলো দেখিয়ে পথের নিশানা জানাবার বিশেষ ব্যবস্হা, beacon. ̃ সজ্জা বি. আলো বা প্রদীপ জ্বেলে মণ্ডপসজ্জা। ̃ সপ্পাত বি. সিনেমা থিয়েটায় ইত্যাদিতে নানা কোণ থেকে নানাভাবে আলো ফেলবার কৌশল। ̃ স্তম্ভ বি. (সচ. সমুদ্রতীরে) জাহাজকে আলো দেখাবার জন্য স্হাপিত উঁচু বাতিঘর, light house. আলোকিত বিণ. আলোকের দ্বারা উজ্জ্বল বা দীপ্তিমান; দীপ্ত, উদ্ভাসিত। আলোকোজ্জ্বল বিণ. উদ্ভাসিত, দীপ্ত। 59)
কম্ফর্টার
(p. 166) kampharṭāra বি. গলাবন্ধ, গলা গরম রাখার জন্য (সাধারণত পশমের) পটিবিশেষ। [ইং. comforter]। 5)
কলার
(p. 172) kalāra বি. শার্ট, কোট ইত্যাদির গলদেশের চওড়া ও শক্ত পটিবিশেষ। [ইং. collar]। 6)
কোমর
(p. 210) kōmara বি. কটি, মাজা (কোমরের ব্যথা)। [ফা. কমর্]। ̃ বন্ধ বি. কোমরে বাঁধার পটিবিশেষ, পোটি, বেল্ট্, belt. ̃ জল বি. কোমর অবধি জল, যে জল কোমর পর্যন্ত গভীর। কোমর-বাঁধা ক্রি. বি. 1 দৃঢ় সংকল্প করা; 2 কোনো কার্যসাধনে উঠে-পড়ে লাগা (এবার কোমর বেঁধে কাজে লাগো)। 26)
খড়ি
(p. 221) khaḍ়i বি. 1 সাদা মাটিবিশেষ, লেখবার খড়িমাটি, chalk; 2 তিলকমাটি; 3 গণনা, অঙ্ক (খড়িপাতা); 4 ধুলো; শুকনো কাঠের গুঁড়ো, খুস্কি (খড়ি উড়ছে, গা থেকে খড়ি উঠছে)। [সং. খটিকা]। খড়ি পাতা ক্রি. চকখড়ির সাহায্যে জ্যোতিষিক গণনা করা। চা-খড়ি, ফুল-খড়ি বি. সাদা মাটিবিশেষ; চকখড়ি। হাতেখড়ি বি. 1 বালক-বালিকাদের বিদ্যারম্ভের অনুষ্ঠানবিশেষ; 2 (আল.) কোনো কাজ আরম্ভ করা, কার্যারম্ভ (পরিচারক হিসাবে তার সবে হাতেখড়ি হল)। 48)
খামতি
(p. 226) khāmati বি. 1 ঘাটতি; 2 ত্রুটিবিচ্যুতি (ভাষার উজ্জ্বলতা এই প্রবন্ধের যুক্তির খামতিকে পুষিয়ে দিয়েছে)। [দেশি]। 70)
গজ2
(p. 236) gaja2 বি. 1 হাতি; 2 দাবা খেলার বল বা ঘুঁটিবিশেষ; 3 শিবের হাতে নিহত অসুরবিশেষ। [সং. √গজ্ + অ]। ̃ কচ্ছপ বি. 1 পুরাণোক্ত দুই সহোদর মুনিকুমার যারা শাপগ্রস্ত হয়ে হাতি ও কচ্ছপের দেহ ধারণ করে পরস্পরের সঙ্গে দীর্ঘকাল লড়াই করতে করতে অবশেষে গরুড়ের হাতে নিহত হয় ; 2 (আল.) দুই বলশালী, স্হূলকায় ও প্রবল প্রতিপক্ষ; 3 (ব্যঙ্গে) অতিকায় ব্যক্তি। গজ-কচ্ছপের লড়াই বি. প্রবল যুদ্ধ; দুই বলশালী প্রতিপক্ষের প্রবল ও দীর্ঘস্হায়ী যুদ্ধ। ̃ কুম্ভ বি. হাতির মাথায় কুম্ভের মতো মাংসপিণ্ড। ̃ গতি বিণ. হাতির মতো ধীর ও গম্ভীর গতিবিশিষ্ট। বি. 1 হাতির গমনভঙ্গি ; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ গামী (-মিন্) বিণ. 1 গজে চড়ে যায় এমন; 2 হাতির মতো ধীর ও গম্ভীর গমনভঙ্গি যার। স্ত্রী. ̃ গামিনী। ̃ ঘণ্টা বি. দূর থেকে লোকজনকে সাবধান করে দেবার জন্য হাতির গলায় যে বৃহদাকার ঘণ্টা বেঁধে দেওয়া হয়। ̃ চক্ষু বি. ঈষত্ বাঁকা এবং দেহের তুলনায় ছোট চোখ। ̃ দন্ত বি. 1 হাতির দাঁত, ivory; 2 মানুষের একটি দাঁতের উপরে যে দাঁত ওঠে, উঁচু দাঁত; 3 গণেশ। ̃ পতি বি. 1 শ্রেষ্ঠ হাতি; 2 হাতিদের প্রধান; 3 ওড়িশার প্রাচীন নৃপতিদের উপাধিবিশেষ। ̃ বীথি বি. হাতিদের সুবিন্যস্ত ও সুশৃঙ্খল শ্রেণি। ̃ ভুক্ত-কপিত্থ-বত্ অব্য. ক্রি-বিণ. ভিতরে সারবস্তু কিছুই অবশিষ্ট নেই এইভাবে; অন্তঃসারহীনভাবে; গজ নামের ক্ষুদ্র কীটে খাওয়া কয়েতবেল যেমন বাইরে অটুট কিন্তু ভিতরে অন্তঃসারশূন্য, সেইরকম। ̃ মোতি, ̃ মুক্তা বি. হাতির মাথায় যে মুক্তা জন্মে বলে প্রবাদ আছে। গজাজিন বি. গজাসুরের চামড়া, শিবের পরিধেয়। গজানন বি. যার মুখ হাতির মতো, গণেশ। গজানীক বি. গজারোহী সৈন্যদল। গজারি বি. 1 হাতির শত্রু সিংহ; 2 গজাসুরের হন্তা শিব ; 3 গাছবিশেষ। গজারূঢ় বিণ. হাতির পীঠে চড়ে আছে এমন। গজারোহী বি. বিণ. হাতির পিঠে আরোহণ করে আছে যে (গজারোহী রাজা)। 14)
গলা1
(p. 244) galā1 বি. 1 কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; 2 ঘাড়; গ্রীবা; 3 টুঁটি (গলা চেপে ধরেছে) ; 4 কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; 5 গলার জোর (কী গলা ! চিত্কার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. 1 আকণ্ঠ; 2 অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে। গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)। গলায় লাগা ক্রি. বি. 1 ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; 2 (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা। ̃ কাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)। ̃ গলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা। ̃ টিপি বি. গলা টিপে ধরা। ̃ ধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন। ̃ বন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার। ̃ বাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা। ̃ ভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর। গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা। 7)
ঘটি
(p. 265) ghaṭi বি. ঘটের মতো ধাতুনির্মিত ছোট জলপাত্রবিশেষ (ঘটিবাটি)। [সং. ঘটী]। 16)
ঘায়েল, ঘাল
(p. 269) ghāẏēla, ghāla বিণ. 1 আহত; 2 পরাস্ত, বিপর্যস্ত, কাবু ('উনিশটিবার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে': সু. রা.); 3 নিহত। [বাং. ঘা (সং. ঘাত) + এল, ইল-তু. হি. ঘায়ল্]। 5)
চার৪
(p. 281) cāra4 বি. বিণ. 4 সংখ্যা বা সংখ্যক। [সং. চতুর্]। চার আনা বি. সিকি অংশ; এক টাকার চার ভাগের এক ভাগ। চার আনি বি. সিকি টাকা মূল্যের মুদ্রা; কোনোকিছুর চতুর্থাংশ, সিকিভাগ। ̃ কোনা বিণ. চারটি কোণযুক্ত। ̃ গুণ বিণ. চতুর্গুণ, কোনো সংখ্যার বা পরিমাণের চৌগুণ; বহুগুণ। ̃ চালা বিণ. চার দিকে ঢালুভাবে তৈরি চারটি চালবিশিষ্ট। বি. ওইরকম ঘর। ̃ চৌকা, (কথ্য) ̃ চৌকো বিণ. চারটি কোণবিশিষ্ট; সমচতুষ্ক। ̃ টা (কথ্য) ̃ টে বি. (ঘড়িতে) চার ঘটিকা। বিণ. চারখানি (চারটে বই)। ̃ টি, ̃ টি-খানি বিণ. (আল.) অল্প কিছু, যত্সামান্য। চার ধার বি. চার দিক, চতুষ্পার্শ্ব; সবদিক। ̃ পায়া বি. চারটি পায়াযুক্ত (প্রধানত দড়ির তৈরি) খাটিয়াবিশেষ। ̃ পেয়ে বিণ. চার পায়াযুক্ত। চার পো, চার পোয়া বিণ. সম্পূর্ণ, পরিপূর্ণ। বি. এক সের পরিমাণ। চার চক্ষু এক হওয়া, চার চোখের মিলন 1 দুজনের দৃষ্টি মিলিত হওয়া, দুজনের দৃষ্টিবিনিময়; 2 বিবাহকালে শুভদৃষ্টি। চার সন্ধ্যা বি. প্রভাত মধ্যাহ্ন সন্ধ্যা ও মধ্যরাত্রি। চার হাত এক করা ক্রি. বি. বিবাহ দেওয়া; বিবাহের ব্যবস্হা করা। 140)
চীনা2, চিনা2
(p. 290) cīnā2, cinā2 বি. চীনদেশের অধিবাসী। বিণ. চীনদেশীয়, চৈনিক। [সং. চীন + বাং. আ]। চীনাংশুক বি. চীনদেশীয় রেশমি বস্ত্রবিশেষ। ̃ মাটি বি. সাদা মাটিবিশেষ যা দিয়ে কাপ ডিশ ইত্যাদি তৈরি হয়, কড়েমাটি, Chinaclay, poreelain. 59)
ঝলক
(p. 334) jhalaka বি. 1 দমক, কোনোকিছুর যতটুকু অংশ একবারে উত্ক্ষিপ্ত হয় বা ছড়িয়ে পড়ে (এক ঝলক আলো, এক ঝলক রক্ত); 2 তীব্র আলোকের জন্য দৃষ্টিবিভ্রম ('চোখে আমার ঝলক লাগে': রবীন্দ্র); 3 উদ্ভাস (রূপের ঝলক, সুরের ঝলক)। [সং. জ্বলকা-তু. প্রাকৃ. ঝলক্ক]। ঝলকা বি. ঝলক -এর অনুরূপ। ঝলকানি বি. ঝমমকানি, তীব্র আলোকের দীপ্তি বা আকস্মিক আবির্ভাব। ঝলকানো ক্রি. বি. ঝলকে ঝলকে ছড়িয়ে পড়া; ঝকমক্ করা। ঝলকিত বিণ. উজ্জ্বল আলোকে উদ্ভাসিত; ঝকমকে। 43)
ঝোঁটন
(p. 339) jhōn̐ṭana বি. ঝুঁটি। বিণ. ঝুঁটিবিশিষ্ট (ঝোঁটন পাখি)। [বাং. ঝুঁটি]। 30)
টুকনি
(p. 346) ṭukani বি. ছোট ভিক্ষাপাত্র, ভিক্ষাপ্রাপ্ত হিসাবে ব্যবহৃত ঘটিবিশেষ। [হি. টোকনি]। 7)
ডমরু
(p. 354) ḍamaru বি. ডমডম শব্দে বাজে এমন ক্ষীণমধ্য বাদ্যযন্ত্রবিশেষ, শিবের বাদ্যযন্ত্র, ডুগডুগি। [সং. ধ্বন্যা.]। ̃ মধ্য বিণ. ডমরুর মতো সরু মধ্যভাববিশিষ্ট; ক্ষীণ কটিবিশিষ্ট। 16)
তনু, তনূ
(p. 367) tanu, tanū বি. 1 দেহ; 2 মূর্তি। বিণ. 1 সুন্দর ও কৃশ; 2 কমনীয় (তনুদেহ, 'যেন তনুকায়া অষ্টাদশী': বিষ্ণু)। [সং. √ তন্ + উ, ঊ]। ̃ চ্ছেদ, ̃ ত্র, ̃ ত্রাণ বি. বর্ম, সাঁজোয়া, দেহকে রক্ষা করার আবরণ। ̃ জ বি. তনয়, পুত্র। ̃ জা বি. (স্ত্রী.) কন্যা, তনয়া। ̃ তা বি. কৃশতা, সূক্ষ্মতা। ̃ ত্যাগ বি. দেহত্যাগ, মৃত্যু। ̃ মধ্যা বিণ. বি. (স্ত্রী.) ক্ষীণ কটিবিশিষ্টা বা ক্ষীণ কটিবিশিষ্টা নারী। বি. সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ রুচি বি. দেহের কান্তি বা সৌন্দর্য। ̃ রুহ বি. (দেহ থেকে উত্পন্ন হয় এই অর্থে) 1 লোম; 2 পাখির পালক; 3 পুত্র বা কন্যা। ̃ শ্রী বি. দেহের কান্তি। তনূদ্ভব বি. পুত্র। তনূদ্ভবা বি. (স্ত্রী.) কন্যা। তনূনপাত্ বি. অগ্নি। 15)
তন্দুর
(p. 367) tandura বি. রুটি, পাঁউরুটি প্রভৃতি সেঁকবার উনুনবিশেষ। [উ. তন্দুর ফা. তনূর্]। তন্দুরি বি. রুটিবিশেষ। 20)
তাকানো
(p. 373) tākānō ক্রি. মন দিয়ে দেখা, একদৃষ্টে চেয়ে থাকা; দেখা (ওদিকে তাকাও, আমার দিকে তাকিয়ে কী দেখছ?)। বি. দৃষ্টিপাত। তাকা-তাকি বি. দেখাদেখি, দৃষ্টিবিনিময়। [তাকা দ্র]। 21)
দাবা2
(p. 405) dābā2 বি. 1 শতরঞ্জ খেলা; 2 ওই খেলার ঘুঁটিবিশেষ, মন্ত্রী। [দেশি]। 12)
ধটি, ধটী
(p. 430) dhaṭi, dhaṭī বি. 1 কটিবাস, কৌপীন, ধড়া ('তোমার কটিতটের ধটি কে দিল রাঙিয়া': রবীন্দ্র); 2 পুরোনো বস্ত্র। [সং. ধট + ইন্]। 6)
ধড়া
(p. 430) dhaḍ়ā বি. ধটি, কটিবস্ত্র (পীতধড়া)। [সং. ধটিকা]। ̃ চূড়া, (কথ্য) ̃ চুড়ো বি. 1 শ্রীকৃষ্ণের কটিবাস ও মুকুট; 2 (কৌতুকে বা ব্যঙ্গে) সাজপোশাক, কোটপ্যাণ্ট জাতীয় ভারী পোশাক (এই অবেলায় ধড়াচুড়ো পরে কোথায় চললে?)। 10)
নান
(p. 454) nāna বি. আটার তৈরি মোটা রুটিবিশেষ। [হি.]। 23)
নীবি
(p. 475) nībi বি. 1 (প্রধানত স্ত্রীলোকের) কটিবন্ধন, কোমরের কাছে পরিধেয় বস্ত্রের গিঁট বা বাঁধন; 2 মূলধন, পুঁজি। [সং. নি + √ ব্যে + ই]। ̃ বন্ধ বি. স্ত্রীলোকের কোমরের শাড়ির বাঁধন ('তনু দেহে রক্তাম্বর নীবিবন্ধে বাঁধা': রবীন্দ্র)। 83)
নৌকা
(p. 481) naukā বি. 1 খাল নদী প্রভৃতিতে চলাচলকারী ছোটো জলযানবিশেষ, তরি, তরণী; 2 দাবাখেলার গুঁটিবিশেষ। [সং. নৌ + ক + আ]। ̃ চালক, ̃ জীবী বি. মাঝি। ̃ পথ বি. নদীবক্ষে নৌকা চলাচলের পথ, জলপথ, নদীপথ। ̃ বিলাস, ̃ বিহার, ̃ লীলা বি. 1 নৌকায় চড়ে বেড়ানো; 2 রাধিকাদি গোপিনীদের নিয়ে শ্রীকৃষ্ণের লীলাবিশেষ। ̃ রোহী (-হিন্) বিণ. নৌকায় আরোহণকারী, নৌকাযাত্রী। ̃ যাত্রী (-ত্রিন্) বিণ. নৌকাযোগে গমনকারী। 22)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577891
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185662
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785754
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026923
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901149
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848140
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708619
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620287

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us