Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চার৪ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চার৪ এর বাংলা অর্থ হলো -

(p. 281) cāra4 বি. বিণ. 4 সংখ্যা বা সংখ্যক।
[সং. চতুর্]।
চার আনা বি. সিকি অংশ; এক টাকার চার ভাগের এক ভাগ।
চার আনি বি. সিকি টাকা মূল্যের মুদ্রা; কোনোকিছুর চতুর্থাংশ, সিকিভাগ।
কোনা
বিণ. চারটি কোণযুক্ত।
গুণ বিণ. চতুর্গুণ, কোনো সংখ্যার বা পরিমাণের চৌগুণ; বহুগুণ।
চালা
বিণ. চার দিকে ঢালুভাবে তৈরি চারটি চালবিশিষ্ট।
বি. ওইরকম ঘর।
চৌকা,
(কথ্য)চৌকো বিণ. চারটি কোণবিশিষ্ট; সমচতুষ্ক।
টা (কথ্য)টে বি. (ঘড়িতে) চার ঘটিকা।
বিণ. চারখানি (চারটে বই)।
টি,টি-খানি
বিণ. (আল.) অল্প কিছু, যত্সামান্য।
চার ধার বি. চার দিক, চতুষ্পার্শ্ব; সবদিক।
পায়া
বি. চারটি পায়াযুক্ত (প্রধানত দড়ির তৈরি) খাটিয়াবিশেষ।
পেয়ে
বিণ. চার পায়াযুক্ত।
চার পো, চার পোয়া বিণ. সম্পূর্ণ, পরিপূর্ণ।
বি. এক সের পরিমাণ।
চার চক্ষু এক হওয়া, চার চোখের মিলন 1 দুজনের দৃষ্টি মিলিত হওয়া, দুজনের দৃষ্টিবিনিময়; 2 বিবাহকালে শুভদৃষ্টি।
চার সন্ধ্যা বি. প্রভাত মধ্যাহ্ন সন্ধ্যামধ্যরাত্রি।
চার হাত এক করা ক্রি. বি. বিবাহ দেওয়া; বিবাহের ব্যবস্হা করা।
140)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চটচট1
(p. 275) caṭacaṭa1 দ্র চট3। 23)
চড়াত্
(p. 276) caḍ়āt অব্য. শক্ত জিনিস ফেটে যাওয়ার শব্দ। [ধ্বন্যা.]। 19)
চাল1
(p. 281) cāla1 বি. ধানের খোসা ছাড়ালে যে খাদ্যশস্য পাওয়া যায়, তণ্ডুল। [চাউল দ্র]। আতপচাল, সিদ্ধচাল দ্র চাউল। 161)
চাঁদা1
(p. 281) cān̐dā1 দ্র চাঁদি2। 45)
চুন
চাঁট, চাট
(p. 281) cān̐ṭa, cāṭa বি. ঘোড়া গোরু প্রভৃতি পশুর লাথি। [দেশি]। 36)
চিঠা
চন-চন
চয়ন
(p. 279) caẏana বি. 1 আহরণ করা; 2 সংগ্রহ (কবিতাচয়ন, পুষ্পচয়ন)। [সং. √চি + অন]। চয়নিকা বি. (স্ত্রী.) স্বল্পসংগ্রহ; সংকলিত রচনা বা কবিতাবলি। চয়নীয়, চেয় বিণ. চয়নের যোগ্য; চয়ন করা হবে এমন। (বাং.) চয়িত, চিত বিণ. চয়ন বা আহরণ করা হয়েছে এমন, সংগৃহীত, সংকলিত (তু. সঞ্চিত)। 22)
চৌদ্দ
চুপসা, চোপসা
(p. 290) cupasā, cōpasā বিণ. 1 বসে বা তুবড়ে গেছে এমন (চোপসা গাল); 2 ভিতরের জিনিস বেরিয়ে যাওয়ার ফলে সংকুচিত (চোপসা ফোড়া)। ক্রি. 1 তুবড়ে যাওয়া; 2 নীরস হওয়া এবং শুকিয়ে যাওয়া; 3 সংকুচিত হওয়া (বকুনি শুনে চুপসে যাওয়া)। [সং. √চুষ্ + বাং. সা = চুপসা]। ̃ নো ক্রি. 1 শুষে নেওয়া; 2 তুবড়ে যাওয়া; 3 সংকুচিত হওয়া। বি. বিণ. উক্ত সব অর্থে। 94)
চাটু2
চিলে-কোঠা
(p. 290) cilē-kōṭhā বি. ছাদে সিঁড়ির ঘর, attie. [দেশি]। 54)
চাতুরী, চাতুর্য
(p. 281) cāturī, cāturya বি. 1 চতুরতা; 2 নৈপুণ্য (গঠনচাতুর্য); 3 শঠতা, ধূর্ততা, চালাকি। [সং. চতুর + অ + ঈ, চতুর + য]। 98)
চাপান
(p. 281) cāpāna (উচ্চা চাপান্) বি. 1 কবিগান তরজা প্রভৃতিতে এক পক্ষ অপর পক্ষকে সমাধানের জন্য যে সমস্যা দেয় (তু. কাটান); 2 যা চাপানো হয়। [বাং. √চাপা + আন]। 121)
চাট2
(p. 281) cāṭa2 বি. চাঁট -এর রূপভেদ। 81)
চেনা, চেনাচিনি, চেনানো, চেনা পরিচয়
(p. 294) cēnā, cēnācini, cēnānō, cēnā paricaẏa দ্র চিনা। 68)
চাপ2
(p. 281) cāpa2 বি. 1 ভার, পেষণ, পীড়ন (পায়ের চাপ, কাজের চাপ); 2 (বি. প.) প্রেষ, pressure (রক্তের উচ্চচাপ); 3 পীড়াপীড়ি, পরোক্ষ পীড়ন (চাপ দিয়ে কাজ আদায় করা); 4 জমাট বস্তু, ডেলা, চাঙড় (চাপ চাপ রক্ত, মাটির চাপ ভেঙে পড়েছে)। বিণ. ঘন, ঠাস, জমাট (চাপবুনন, চাপদই)। [বাং. √চাপ্ + অ]। চাপ-মান-যন্ত্র বি. বায়ুর চাপ মাপার যন্ত্রবিশেষ, barometer. 109)
চাট1
(p. 281) cāṭa1 বি. 1 যা চেটে খেতে হয়; 2 নেশার অনুপানরূপে ব্যবহৃত মুখরোচক খাদ্যদ্রব্য (মদের চাট)। [চাটা2 দ্র]। নি বি. অম্লমধুর স্বাদযুক্ত লেহ্য খাবারবিশেষ। 80)
চাটা2
(p. 281) cāṭā2 ক্রি. বি. লেহন করা, জিভের সাহায্যে খাওয়া বা স্বাদ নেওয়া। বিণ. উক্ত অর্থে। [হি. √চাট]। ̃ চাটি বি. 1 পরস্পরকে লেহন; 2 বারবার চাটা; 3 (ব্যঙ্গে) অন্তরঙ্গতা; 4 পরস্পর পরস্পরের প্রশংসা। ̃ নো ক্রি. বি. লেহন করানো। বিণ. উক্ত অর্থে। চেটে-পুটে ক্রি-বিণ. নিঃশেষে চেটে (দইটা চেটেপুটে খেয়ে নাও)। 82)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577779
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185508
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785577
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026515
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901093
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848116
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708592
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620152

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us