Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চার৪ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চার৪ এর বাংলা অর্থ হলো -

(p. 281) cāra4 বি. বিণ. 4 সংখ্যা বা সংখ্যক।
[সং. চতুর্]।
চার আনা বি. সিকি অংশ; এক টাকার চার ভাগের এক ভাগ।
চার আনি বি. সিকি টাকা মূল্যের মুদ্রা; কোনোকিছুর চতুর্থাংশ, সিকিভাগ।
কোনা
বিণ. চারটি কোণযুক্ত।
গুণ বিণ. চতুর্গুণ, কোনো সংখ্যার বা পরিমাণের চৌগুণ; বহুগুণ।
চালা
বিণ. চার দিকে ঢালুভাবে তৈরি চারটি চালবিশিষ্ট।
বি. ওইরকম ঘর।
চৌকা,
(কথ্য)চৌকো বিণ. চারটি কোণবিশিষ্ট; সমচতুষ্ক।
টা (কথ্য)টে বি. (ঘড়িতে) চার ঘটিকা।
বিণ. চারখানি (চারটে বই)।
টি,টি-খানি
বিণ. (আল.) অল্প কিছু, যত্সামান্য।
চার ধার বি. চার দিক, চতুষ্পার্শ্ব; সবদিক।
পায়া
বি. চারটি পায়াযুক্ত (প্রধানত দড়ির তৈরি) খাটিয়াবিশেষ।
পেয়ে
বিণ. চার পায়াযুক্ত।
চার পো, চার পোয়া বিণ. সম্পূর্ণ, পরিপূর্ণ।
বি. এক সের পরিমাণ।
চার চক্ষু এক হওয়া, চার চোখের মিলন 1 দুজনের দৃষ্টি মিলিত হওয়া, দুজনের দৃষ্টিবিনিময়; 2 বিবাহকালে শুভদৃষ্টি।
চার সন্ধ্যা বি. প্রভাত মধ্যাহ্ন সন্ধ্যামধ্যরাত্রি।
চার হাত এক করা ক্রি. বি. বিবাহ দেওয়া; বিবাহের ব্যবস্হা করা।
140)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চণ্ডিকা
(p. 276) caṇḍikā বি. 1 চণ্ডীদেবী; 2 অতি কোপনা স্ত্রীলোক। [সং. চণ্ড + ক + আ (স্ত্রী)]। 26)
চালা2
(p. 281) cālā2 বিণ. তৃণাদির দ্বারা নির্মিত চাল বা ছাদবিশিষ্ট (চালাঘর)। বি. 1 চালবিশিষ্ট ঘর (আটচালা); 2 কুঁড়ে (কোনোমতে একটি চালা তৈরি করে তাতেই বাস করছে)। [বাং. চাল + আ]। 173)
চিতা1
(p. 288) citā1 বি. শবদাহের চুল্লি। [সং. √চি + ত + আ]। রাবণের-চিতা (প্রবাদ আছে যে রাবণের চিতা কখনো নেভে না) বি. (আল.) চিরস্হায়ী মর্মযন্ত্রণা। 35)
চতুরালি
(p. 277) caturāli বি. চাতুরী, ছল, ছলনা, চালাকি। [সং. চতুর + বাং. আলি]। 9)
চাপান
(p. 281) cāpāna (উচ্চা চাপান্) বি. 1 কবিগান তরজা প্রভৃতিতে এক পক্ষ অপর পক্ষকে সমাধানের জন্য যে সমস্যা দেয় (তু. কাটান); 2 যা চাপানো হয়। [বাং. √চাপা + আন]। 121)
চলকা
(p. 279) calakā ক্রি. নাড়া পাওয়ায় উছলে বা উপছে পড়া। [সং. √চল্-তু. হি. √ছলক]। ̃ নো ক্রি. বি. চলকা। বিণ. উক্ত অর্থে। 48)
চতুর্বর্গ
(p. 277) caturbarga বি. ধর্ম অর্থ কাম মোক্ষ-এই চার পুরুষার্থ বা জীবনের চার লক্ষ্য। [সং. চতুর্ + বর্গ]। 19)
চড়ক
চুম্বন
(p. 294) cumbana বি. ওষ্ঠাধর দিয়ে স্পর্শ, চুমা। [সং. √চুম্ব্ + অন]। চুম্বন করা ক্রি. চুমু খাওয়া। চুম্বন দেওয়া ক্রি. 1 চুমু খাওয়া; 2 চুমু খেতে দেওয়া। চুম্বিত বিণ. চুমু খাওয়া হয়েছে এমন; স্পর্শ করেছে এমন (অম্বরচুম্বিত)। 12)
চাটাই
চাঙা, চাঙ্গা
(p. 281) cāṅā, cāṅgā বিণ. 1 সবল, সতেজ; 2 রোগমুক্ত, সুস্হ (ফল দুধ খেয়ে দুদিনেই চাঙা হয়ে উঠল)। [প্রাকৃ. চঙ্গ; সং. চাঙ্গ ('চাঙ্গস্তু শোভনে দক্ষে')। 76)
চাঁট, চাট
(p. 281) cān̐ṭa, cāṭa বি. ঘোড়া গোরু প্রভৃতি পশুর লাথি। [দেশি]। 36)
চামর
(p. 281) cāmara বি. চমরী গোরুর পুচ্ছকেশ দিয়ে তৈরি ব্যজন বা পাখা। [সং. চমর + অ]। ̃ ধারিণী বিণ. (স্ত্রী.) চামর দিয়ে বীজন করছে এমন। 131)
চোখা
(p. 297) cōkhā বিণ. 1 তীক্ষ্ণ, ধারালো (চোখা বাণ); 2 অতি তীব্র (চোখা চোখা কথা); 3 তুখোড়; বুদ্ধিমান ও চৌকস (চোখা লোক); 4 খাঁটি, বিশুদ্ধ (চোখা মাল)। [সং. চোক্ষ]। ̃ ল, ̃ লো বিণ. তীক্ষ্ণ বা তীব্র স্বাদযুক্ত (চোখালো রান্না); চালাক; তুখোড়; ধারালো (চোখালো বাণ)। চোখা চোখা কথা বি. মর্মভেদী কথা। 6)
চেত, চেতঃ
(p. 294) cēta, cētḥ (-তস্) বি. 1 হৃদয়, মন; 2 চিত্তবৃত্তি (উদারচেতা)। [সং. চিত্ + অস্]। 60)
চুরি
চলাচল
চারক
(p. 281) cāraka বিণ. যে চরায় (গোচারক, পশুচারক)। [সং. √চর্ + ণিচ্ + অক]। 141)
চান্দ্র
চেঁচা
(p. 294) cēn̐cā ক্রি. চিত্কার করা। [দেশি-তু. হি. চিল্লা]। 43)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614709
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227912
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839812
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856846
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us