Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

টুপির দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্গুলি
(p. 8) aṅguli বি. আঙুল। [সং. অঙ্গ্+উলি]। অঙ্গুলিত্র, অঙ্গুলি-ত্রাণ বি. 1 ছুঁচের খোঁচা থেকে আঙ্গুলকে বাঁচাবার এবং ছুঁট ঠেলবার জন্য আঙ্গুলে পরবার টুপিবিশেষ; 2 সেতারবাদকের মেজরাপ। ̃ .নির্দেশ বি. আঙুলের সংকেতের সাহায্যে নির্দেশ। ̃ .মেয় বিণ. আঙ্গুলে গোনা যায় এমন। ̃ .মোটন বি. আঙুল মটকানো। ̃ সংকেত বি. আঙুল নেড়ে নির্দেশ দেওয়া। ̃ .হেলন বি. আঙুল নেড়ে ইশারা করা। অঙ্গুলীয়ক বি. আংটি। 49)
ক্যাপ
(p. 210) kyāpa বি. 1 পাতলা টুপি (ক্যাপ মাথায় দেওয়া); 2 ছোটদের খেলনা বন্দুক বা পিস্তলের টোটা হিসাবে ব্যবহৃত বাবুদের টিপ (পুজোর সময় সব ছেলেই ক্যাপ ফাটায়) ; 3 শিশিবোতলের ধাতব ঢাকনি। [ইং. cap]। 122)
চোঙা
(p. 297) cōṅā বি. সরু ফাঁপা নল। বিণ. সরু নলাকার (চোঙা প্যাণ্ট)। [হি. চোঙ্গা]। ̃ কাটা বিণ. সরু নলাকার বা নল-পরানো (চোঙা-কাটা টুপি)। 11)
টুকরি
(p. 346) ṭukari বি. ছোট ঝুড়ি, টুপড়ি (এক টুকরি আম)। [তু. হি. টোকরী]। 9)
টুপি
(p. 346) ṭupi বি. মাথার আবরণীবিশেষ; শিরস্ত্রাণবিশেষ। [হি. টোপী-তু. পো. topo]। টুপি পরানো ক্রি. বি. (অশোভন) লোভ দেখিয়ে কাজ হাসিল করা; তোষামোদ করা (তাকে টুপি পরানো সহজ হবে না)। 23)
টোকা2
(p. 347) ṭōkā2 বি. বাঁশের চটা, তালপাতা ইত্যাদির তৈরি টুপির আকারের ছাতা, মাথাল, মাথালি। [পো. touca]। 43)
টোপ2
(p. 348) ṭōpa2 বি. (আঞ্চ.) টুপি। [পো. topo]। 9)
টোপর
(p. 348) ṭōpara বি. 1 হিন্দুদের বিবাহে বরের ব্যবহার্য শোলার তৈরি টুপিবিশেষ; 2 হিন্দুদের দেবদেবীর মাথার শোলার টুপি। [বাং. টোপ1 + র]। 11)
তবে
(p. 367) tabē অব্য. 1 তো হলে (সে যদি যায়, তবে আমি যাব না); 2 অতঃপর (এবার তবে যাই, তবে আসি); 3 তারপর (আগে অভাবে পড়, তবে তো পয়সা চিনবে); 4 কিন্তু, পক্ষান্তরে (করতে বলি না, তবে যদি কর, বারণও করব না); 5 আক্রমণাত্মক হুংকার, আস্ফালন ('তবে রে ব্যাটা ইসটুপিড': সু. রা.)। [হি. তব্ + বাং. এ]। 62)
তাজ
(p. 373) tāja বি. 1 মুকুট; 2 টোপর; 3 টুপিবিশেষ। [ফা.]। 31)
ধুচনি, ধুচুনি
(p. 433) dhucani, dhucuni বি. চাল ধোয়ার বা মাছ ধরার জন্য বাঁশের শলাকা দিয়ে তৈরি ছোট ছোট ছিদ্রযুক্ত পাত্রবিশেষ। [দেশি-তু. ধাবনি + চুবনি]। ধুচনি-টুপি, ধুচুনি-টুপি বি. বাঁশ বেত প্রভৃতির শলাকা দিয়ে তৈরি ধুচুনির আকারের টুপিবিশেষ। 114)
ফেজ
(p. 567) phēja বি. তুর্কি টুপি বা ওইজাতীয় অন্য টুপি। [তুর. ফেজ. ইং fez]। 42)
বসা2
(p. 580) basā2 ক্রি. বি. 1 উপবেশন করা (চৌকির উপর বসেছে); 2 অধিষ্ঠান করা (গদিতে বসা, পাটে বসা, ঘাটে বসা); 3 স্হায়ীভাবে বাস করা (এই গ্রামে দশ ঘর বাউরি বসেছে); 4 স্হাপিত হওয়া (গ্রামে একটি বাজার বসেছে); 5 আরম্ভ হওয়া (স্কুল এগারোটায় বসবে); 6 জমাট বাঁধা (দইটা এখনও বসেনি, বুকে সর্দি বসেছে); 7 মাপসই হওয়া, খাপ খাওয়া (টুপিটা মাথায় বেশ বসেছে); 8 নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসা); 9 ভিতরে ঢোকা (গায়ে জল বসা, দেওয়ালে পেরেকটা বসছে না, গাড়ির চাকা কাদায় বসে গেছে); 1 শুকিয়ে যাওয়া, রুগ্ণ দেখানো, চুপসানো (চোখমুখ বসে গেছে); 11 অপেক্ষা বা প্রতীক্ষা করা (কখন থেকে বসে আছি); 12 অবরুদ্ধ হওয়া (গলা বসে গেছে); 13 বাস স্হাপন করা (বাড়িতে ভাড়াটে বসেছে); 14 নাবাল বা নিচু হওয়া (ঘরের মেঝে বসে গেছে); 15 রত বা নিযুক্ত হওয়া (সভায় বসা, বিচারে বসা); 16 থিতানো (তেলে ময়লা বসা); 17 বিদ্ধ বা অঙ্কিত হওয়া (দাগ বসে গেছে, দাঁত বসে গেছে); 18 হঠাত্ কিছু করা (কথাটা বলে বসেছি, কাজটা করে বসেছে); 19 দমে যাওয়া (ব্যাবসায় ক্ষতি হওয়ায় লোকটা একেবারে বসে গেছে); 2 উপক্রম হওয়া (সমস্ত উদ্যোগ নষ্ট হতে বসেছে)। বিণ. উক্ত সব অর্থে (বসা চোখ, বসা জমি, বসা গলা); বেকার, কর্মহীন (তাঁর দুটি বসা ছেলে)। [সং. √ বস্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 উপবিষ্ট করানো (বৃদ্ধ লোকটিকে ধরে বসাল); 2 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (বাজার বসানো, হাট বসানো); 3 বাস করানো (বাড়িতে ভা়ড়াটে বসানো); 4 প্রবিষ্ট করানো (দেওয়ালে পেরেক বসানো); 5 বেঁধানো (দাঁত বসানো); 6 খচিত করা (আংটিতে পাথর বসানো); 7 আঘাত করা বা মারা (চড় বসানো); 8 চড়ানো, চাপানো (উনুনে হাঁড়ি বসানো); 9 জমানো (দই বসানো)। বিণ. উক্ত সব অর্থে। বসিয়ে দেওয়া ক্রি. বি. 1 দমিয়ে দেওয়া, নিরুত্সাহ করা; 2 সর্বনাশ করা (এই লোকসানটা তাকে একেবারে বসিয়ে দিয়েছে)। বসে থাকা ক্রি. বি. 1 অপেক্ষা বা প্রতীক্ষা করা; 2 অনেকক্ষণ ধরে বসা; 3 বেকার থাকা। বসে পড়া ক্রি. বি. 1 হতাশ হওয়া (ট্রেন ফেল করে বসে প়ড়ল); 2 বিপন্ন হওয়া (মামলায় হেরে একেবারে বসে পড়লাম)। বসে বসে খাওয়া ক্রি. বি. নিষ্কর্মা বা বেকার হয়ে জীবনযাপন করা। বসে যাওয়া ক্রি. বি. 1 নাবাল বা নিচু হওয়া (বাড়িটা ক্রমেই বসে যাচ্ছে); 2 মিলিয়ে যাওয়া (ফোড়াটা বসে গেছে); 3 হতাশ হওয়া (ট্রেন চলে গেছে দেখে সে বসে গেল); 4 সর্বনাশগ্রস্ত হওয়া (এই লোকসানে লোকটা একেবারে বসে গেছে)। বসে বসে ক্রি-বিণ. 1 বহুক্ষণ যাবত্ বসে থেকে (বসে বসে পা ব্যথা হয়ে গেল); 2 অপেক্ষা বা প্রতীক্ষা করে (বসে বসে অধৈর্য হয়ে গেল)। 219)
বুল-বুল, বুল-বুলি
(p. 633) bula-bula, bula-buli বি. টুপির মতো মাথাযুক্ত কিংবা ঝুটিযুক্ত ছোটো কালো সুকণ্ঠ পাখিবিশেষ। [আ. বুলবুল্]। 45)
মস্তক
(p. 688) mastaka বি. 1 মাথা, শির, মুণ্ড (নতমস্তক); 2 চূড়া, আগা (পর্বতমস্তক, প্রাসাদমস্তক) [সং. মস্ত + ক]। মস্তকাবরণ বি. যে দিয়ে মাথা ঢাকা হয়, টুপি। 32)
শির2, শিরঃ
(p. 779) śira2, śirḥ (-রস্) বি. 1 মস্তক, মাথা ('উন্নত কর শির'); 2 শীর্ষ, চূড়া, উপরিভাগ। [সং. √ শ্রি + অস্]। শিরঃপীড়া, শিরঃশূল বি. 1 মাথার যন্ত্রণা, মাথা-ধরা; 2 (আল.) দুশ্চিন্তা বা উদ্বেগের বিষয়। শিরদাঁড়া দ্র শিরদাঁড়া। শিরশ্ছেদ, শিরশ্ছেদন বি. মাথা কেটে ফেলা। শিরশিজ বি. মাথার চূল। শিরস্ক, শিরস্ত্র, শিরস্ত্রাণ বি. 1 মাথাকে বাঁচাবার জন্য বর্ম, helmet; 2 পাগড়ি, উষ্ণীষ, টুপি। শিরোজ বি. চুল, কেশ। 4)
হ্যাট
(p. 874) hyāṭa বি. সাহেবি টুপি। [ইং. hat]। 21)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614821
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227966
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839957
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1099016
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916386
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856877
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719498
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649183

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us