Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শির2, শিরঃ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শির2, শিরঃ এর বাংলা অর্থ হলো -

(p. 779) śira2, śirḥ (-রস্) বি. 1 মস্তক, মাথা ('উন্নত কর শির'); 2 শীর্ষ, চূড়া, উপরিভাগ।
[সং. √ শ্রি + অস্]।
শিরঃপীড়া, শিরঃশূল বি. 1 মাথার যন্ত্রণা, মাথা-ধরা; 2 (আল.) দুশ্চিন্তা বা উদ্বেগের বিষয়।
শিরদাঁড়া দ্র শিরদাঁড়া।
শিরশ্ছেদ, শিরশ্ছেদন বি. মাথা কেটে ফেলা।
শিরশিজ বি. মাথার চূল।
শিরস্ক, শিরস্ত্র, শিরস্ত্রাণ বি. 1 মাথাকে বাঁচাবার জন্য বর্ম, helmet; 2 পাগড়ি, উষ্ণীষ, টুপি।
শিরোজ বি. চুল, কেশ।
4)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শামিয়ানা
শরাসন
(p. 772) śarāsana বি. ধনুক। [সং. শর + √ অস্ + অন]। 15)
শ্রাদ্ধ
(p. 786) śrāddha বি. 1 শ্রদ্ধার সঙ্গে মৃত ব্যক্তির উদ্দেশে পিণ্ডদানশাস্ত্রবিহিত অন্যান্য অনুষ্ঠান; 2 (ব্যঙ্গে) অযথা প্রয়োগ বা ব্যয়, অপচয় (টাকার শ্রাদ্ধ); 3 দারুণ উত্পীড়ন, সর্বনাশ (সে লোকটার শ্রাদ্ধ করে ছাড়বে-তু. আদ্যশ্রাদ্ধ)। [সং. শ্রদ্ধা + অ]। শ্রাদ্ধ খাওয়া ক্রি. বি. শ্রাদ্ধ উপলক্ষ্যে নিমন্ত্রিত হয়ে ভোজ খাওয়া। শ্রাদ্ধ গড়ানো ক্রি. বি. অবাঞ্ছিত ব্যাপার দীর্ঘস্হায়ী হওয়া। ̃ বাসর বি. শ্রাদ্ধের দিন। ̃ শান্তি বি. মৃতের আত্মার শান্তিকামনায় শ্রাদ্ধাদির অনুষ্ঠান। শ্রাদ্ধিক, শ্রাদ্ধীয় বিণ. শ্রাদ্ধসম্বন্ধীয়; শ্রাদ্ধে প্রদেয়। বি. শ্রাদ্ধে প্রদেয় দ্রব্য। ভূতের বাপের শ্রাদ্ধ (আল.) অতি বিশৃঙ্খল ব্যাপার। 62)
শূন্য
(p. 783) śūnya বি. 1 এই চিহ্ন (পরীক্ষায় শূন্য পাওয়া); 2 রিক্ততাসূচক বা অনস্তিত্বসূচক চিহ্ন; 3 আকাশ ('অগ্নি যেথা বায়ু হয়ে শূন্যে মিশে যায়': বুদ্ধ; অসীম শূন্য); 4 অভাব। বিণ. 1 রিক্ত; বর্জিত, বিরহিত (জনশূন্য); 2 খালি, ফাঁকা ('শূন্য এ বুকে পাখে মোর আয়': নজরুল; 'আমার ভুবন শূন্য করেছি পুরাতে তোমার আশ': রবীন্দ্র; শূন্য খাঁচা); 3 উদাস (শূন্য হৃদয়)। [সং. √ শূন্ + য]। বি. ̃ তা। ̃ কুম্ভ বি. জলহীন কলসি, ফাঁকা কলসি। ̃ গর্ভ বিণ. ভিতরে বা অভ্যন্তরে কিছুই নেই এমন, অসার, সারহীন (শূন্যগর্ভ কথাবার্তা)। ̃ তা. পূরণ বি. ফাঁকা জায়গা পূর্ণ করা। ̃ দৃষ্টি বি. উদাস চাহনি। ̃ পথ বি. আকাশপথ। ̃ বাদ বি. শূন্যই একমাত্র সত্য এবং তা থেকেই উত্পত্তিবিনাশ-এই মত; নাস্তিক্য; বৌদ্ধমতবিশেষ। ̃ ময় বিণ. ফাঁকা, খালি। 20)
শ্লেষ্মা
(p. 789) ślēṣmā (-ষ্মন্) বি. কফ্, গয়ের, শিকনি, সর্দি। [সং. √ শ্লিষ্ + মন্]। 21)
শাকম্ভরী
(p. 773) śākambharī বি. 1 দুর্গাদেবী; 2 হিন্দু তীর্থবিশেষ; 3 শম্বরহ্রদ। [সং. শাক + √ ভৃ + অ (+ম্) + ঈ]। 36)
শলাকা
(p. 772) śalākā বি. সরু কাঠি, শলা (অঞ্জনশলাকা)। [সং. √ শল্ + আক + আ]। 29)
শিঞ্জিনী
(p. 776) śiñjinī বি. 1 নূপুর; 2 ধনুর্গুণ। [সং. √শিঞ্জ্ + ইন্ + ঈ]। 71)
শূদ্র, (কথ্য) শুদ্দুর
শাঁকালু, শাঁখ আলু
(p. 773) śān̐kālu, śān̐kha ālu বি. কাঁচা খাওয়ার কন্দবিশেষ। [দেশি]। 28)
শুক্ল
(p. 781) śukla বি. শ্বেত বর্ণ। বিণ. 1 শ্বেতবর্ণবিশিষ্ট, শুভ্র, ধবল, সাদা; 2 পবিত্র, নির্মল। [সং. √ শুক্ + ল (নি.)]। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ পক্ষ বি. পূর্ণিমা তিথিতে যে-পক্ষের অবসান হয়। 28)
শাঁই2
(p. 773) śām̐i2 বি. অব্য. ক্ষিপ্রতা বা দ্রুত বেগসূচক, বোঁ (তিরটা শাঁই করে ছুটে গেল)। [ধ্বন্যা]। শাঁই শাঁই অব্য. বি. ক্রি-বিণ. বায়ুপ্রবাহের প্রবল বেগসূচক। 26)
শানা1
শেয়ার
শ্যামল, (প্রা. কা.) শ্যামর
শীঘ্র
(p. 779) śīghra ক্রি-বিণ. সত্বর, দ্রুত, অবিলম্বে (শীঘ্র এসো)। বিণ. দ্রুত, ত্বরিত (শীঘ্রগতি, শীঘ্রগামী)। [সং. √ শিঘ্ + র]। বি. ̃ তা। ̃ তা। ̃ গতি, ̃ গামী (-মিন্) বিণ. দ্রুতগামী। 52)
শারি, শারিকা
(p. 773) śāri, śārikā বি. 1 স্ত্রী-শালিক; 2 (বাং.) শুক-এর পত্নী বা স্ত্রী-শুক (শুকশারি); 3 পাশার গুঁটি। [সং. √ শৃ + ই, শারি + ক + আ]। 90)
শিব
(p. 776) śiba বি. 1 শুভ, মঙ্গল; 2 মহাদেব, মহেশ। বিণ. 1 শুভদ, শুভদায়ক; 2 সুখদায়ক; 3 রম্য, সুন্দর। [সং. √ শী + ব]। শিব গড়তে বাঁদর গড়া (আল.) খুব ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করে ফেলা। ̃ চতুর্দশী বি. ফাল্গুনমাসের কৃষ্ণচতুর্দশী। ̃ জ্ঞান বি. শুভজ্ঞান; সমস্তই শুভ বা মঙ্গল-এই ধারণা; শুভাশুভকালজ্ঞাপক শাস্ত্র। ̃ ত্ব বি. শিবের চরিত্রব্যক্তিত্ব। ̃ ত্ব. প্রাপ্তি বি. মৃত্যু। ̃ নেত্র বি. ধ্যানী শিবের মতো ঊর্ধ্ব দৃষ্টি। ̃ পুরী, ̃ লোক বি. 1 শিবের বাসস্হান; 2 কৈলাস; 3 বারাণসী। ̃ প্রিয়া বি. দুর্গাদেবী। ̃ বাহন বি. বৃষ, ষাঁড়। ̃ রাত্রি বি. শিবচতুর্দশীর রাত্রি। শিবরাত্রির সলতে (আল.) একমাত্র সন্তান বা জীবিত বংশধর। ̃ লিঙ্গ বি. পাথর মাটি প্রভৃতি দিয়ে তৈরি শিবের লিঙ্গমূর্তি। শিবহীন যজ্ঞ (আল.) প্রধান ব্যক্তিকে বাদ দিয়ে অনুষ্ঠান। শিবা বি. (স্ত্রী.) 1 শিবজায়া দুর্গা; 2 শৃগালী। শিবানী বি. (স্ত্রী.) দুর্গা। শিবানু-চর বি. শিবের অনুচর, ভূতপ্রেত; প্রমথ। শিবালয় বি. 1 কৈলাস; 2 শিবমন্দির; 3 বারাণসী। শিবেতর বি. অশুভ, অমঙ্গল। শিবের অসাধ্য (আল.) সর্বতোভাবে অসাধ্য এবং অসম্ভব, যে-কাজ কেউই পারবে না এমন। 78)
শৈবাল
(p. 784) śaibāla বি. শ্যাওলা। [সং. শেবাল + অ]। 35)
শালু
(p. 776) śālu বি. লালরঙের (সচ. লেপ তৈরির জন্য এবং পূজায় ব্যবহৃত) সূতিবস্ত্রবিশেষ। [হি. সাল + বাং. উ]। 19)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614721
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227926
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839846
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098905
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649146

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us