Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঢাকনি। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আচ্ছাদক
(p. 85) ācchādaka বিণ. আবৃত করে এমন; আচ্ছাদনকারী। বি. যা দিয়ে আচ্ছাদন করা হয়। [সং. আ + √ ছদ্ + ণিচ্ + অক]। আচ্ছাদ, আচ্ছাদন বি. 1 আবরণ; 2 ঢাকনি; ছাউনি; 3 পরিধেয় বস্ত্র (গ্রাসাচ্ছাদন)। আচ্ছাদনীয়, আচ্ছাদ্য বিণ. আচ্ছাদনের যোগ্য। আচ্ছাদা ক্রি. আচ্ছাদন করা। আচ্ছাদিত বিণ. আচ্ছাদন করা হয়েছে এমন। আচ্ছাদনী বি. আবরণী, আচ্ছাদক; ঢাকনি। 16)
আবরক
(p. 98) ābaraka বিণ. ঢাকে বা ঢেকে রাখে এমন, আবরণকারী, আচ্ছাদনকারী। বি. ঢাকনি; ঘোমটা। [সং. আ + √ বৃ + অক]। 18)
আবরণ
(p. 98) ābaraṇa বি. 1 আচ্ছাদন, আবৃতকরণ (গাত্রাবরণ); 2 আচ্ছাদনী, ঢাকনি (মাথার উপর কোনো আবরণ ছিল না)। [সং. আ + √ বৃ + অন]। আবরণী বি. ঢাকনি। আবরিত বিণ. আবৃত, ঢাকা রয়েছে এমন, আচ্ছাদিত ('বর্ম-আবরিত দ্বারীর চোখে') 19)
উপচ্ছদ
(p. 131) upacchada বি. ঢাকনি; আবরণী। [সং. উপ + √ ছাদি + অ]। 25)
ওয়াড়, ওড়
(p. 153) ōẏāḍ়, ōḍ় বি. বালিশ লেপ ইত্যাদির ঢাকনা খোল বা আবরণ। [সং. অববেষ্ট-তু. হি. মরা. ওঢ়ণী]। 31)
কৌটা, কৌটো
(p. 210) kauṭā, kauṭō বি. ঢাকনিযুক্ত ছোট পাত্রবিশেষ (মশলার কৌটো)। [দেশি]। 73)
ক্যাপ
(p. 210) kyāpa বি. 1 পাতলা টুপি (ক্যাপ মাথায় দেওয়া); 2 ছোটদের খেলনা বন্দুক বা পিস্তলের টোটা হিসাবে ব্যবহৃত বাবুদের টিপ (পুজোর সময় সব ছেলেই ক্যাপ ফাটায়) ; 3 শিশিবোতলের ধাতব ঢাকনি। [ইং. cap]। 122)
খঞ্চা
(p. 221) khañcā বি. বড় থালা; বারকোশ। [ফা. খঞ্চহ্]। ̃ পোষ, খঞ্চি-পোষ বি. খঞ্চার ঢাকনি বা আবরণ। 21)
খুঞ্চি
(p. 231) khuñci বি. বারকোশ। [ফা. খঞ্জহ] ̃. পোষ বি. খুঞ্চির ঢাকনা বা আবরণ। 2)
ঘেরা, ঘিরা
(p. 270) ghērā, ghirā ক্রি. 1 বেষ্টন করা (বেড়া দিয়ে ঘেরা); 2 চার পাশে বেষ্টনী দেওয়া বা বেষ্টন করা (বাড়িটাকে ঘিরতে হবে); 3 আবৃত বা আচ্ছাদিত করা ('আকাশ ঘিরে মেঘ জুটেছে': রবীন্দ্র)। বি. বেষ্টন; আচ্ছাদন; পরিবেষ্টিত স্হান; ঘের। বিণ. 1 বেষ্টিত (ঘেরা বারান্দা); 2 আবৃত। [হি. ঘির-তু. সং. √ঘৃ]। ̃ ও বি. 1 বেষ্টন; 2 অবরোধ; দাবিপূরণের জন্য কর্তৃপক্ষীয় ব্যক্তিকে আটক বা অবরোধ। বিণ. 1 ঘেরাও করা হয়েছে এমন (অফিসারটি সারাদিন নিজের ঘরে ঘেরাও হয়ে বসে আছেন) ; 2 বেষ্টিত, পরিবেষ্টিত। ̃ টোপ বি. 1 সর্বাঙ্গ ঢেকে পরবার মতো জামাবিশেষ; 2 বোরখা; 3 (গাড়ি পালকি প্রভৃতি) সম্পূর্ণ ঢেকে রাখার জন্য ঢাকনা। ̃ নো ক্রি. বি. পরিবেষ্টিত বা অবরুদ্ধ করানো। বিণ. উক্ত অর্থে। 46)
চর্ম
(p. 279) carma বি. 1 চামড়া, ত্বক; 2 বল্কল, গাছের ছাল; 3 ঢাল। [সং. √চর্ + মন্]। ̃ কার বি. চামার; মুচি। ̃ চক্ষু বি. 1 রক্তমাংসে গড়া চোখ; 2 (আল.) স্হূলদৃষ্টি; স্বাভাবিক দৃষ্টি। ̃ চটক (পুং) বি. বাদুড়। ̃চটিকা, ̃ চটী (স্ত্রী) বি. 1 চামচিকা; 2 বাদুড়। ̃ জ বিণ. চামড়ার তৈরি; চামড়া থেকে উত্পন্ন। ̃ ধারী (রিন্) বিণ. ঢালহাতে যুদ্ধ করে এমন, ঢালী। ̃ পেটিকা বি. 1 চামড়ার বাক্স বা থলি; 2 চামড়ার তৈরি কোমরবন্ধ। ̃ রোগ বি. গায়ের চামড়ার রোগ। ̃ শিল্প বি. চামড়ার জিনিস তৈরির শিল্প; চামড়ার কাজ। ̃ স্হলী বি. চামড়ার থলি বা ব্যাগ। চর্মাবরণ বি. চামড়ার ঢাকনি। চর্মার বি. চামার, মুচি। চর্মাসন বি. চামড়ার তৈরি আসন। 45)
ঝাঁজর2, ঝাঁঝর2
(p. 336) jhān̐jara2, jhān̐jhara2 বিণ. বহু ছিদ্রযুক্ত, ফোঁপরা। [তু. সং. জর্জরীক (বহুছিদ্র)]। ঝাঁজরা, ঝাঁঝরা বিণ. 1 বহুছিদ্রযুক্ত (গুলিতে বুকটা ঝাঁজরা হয়ে গেছে); 2 জীর্ণ; 3 শূন্যগর্ভ। বি. বহুছিদ্রযুক্ত হাতা, ঝাঁঝরি, ছানতা। ঝাঁজরি, ঝাঁঝরি বি. 1 বহুছিদ্রযুক্ত হাতাবিশেষ; 2 নর্দমার মুখের লোহার ঢাকনি; 3 জল ছিটাবার ছিদ্রযুক্ত পাত্রবিশেষ, ঝারি। 7)
ঝাঁপ1
(p. 336) jhām̐pa1 বি. 1 আচ্ছাদন, ঢাকনি; 2 বাঁশ দরমা ইত্যাদির ঝুলানো কপাট (দোকানের ঝাঁপ ফেলা); 3 তাঁতে টানার সুতোর যে ফাঁকের মধ্য দিয়ে মাকু চলে। [হি.-তু. ঝাঁপা3]। 13)
ঝাঁপি
(p. 336) jhām̐pi বি. ঢাকনিযুক্ত ছোট পেটিকাবিশেষ (পয়সার ঝাঁপি, লক্ষ্মীর ঝাঁপি)। [বাং. ঝাঁপ1 + ই]। 22)
ঠুলি
(p. 350) ṭhuli বি. গোরু ঘোড়া প্রভৃতি পশুর চোখে ঢাকনি পরানো হয়, চোখের ঢাকনি, চোখের খাপ ('খুলে দে মা চোখের ঠুলি': রা. প্র.)। [বাং. ঠোলা + ই]। 50)
ডালা
(p. 355) ḍālā বি. 1 বেত চাঁচাড়ি প্রভৃতি দ্বারা নির্মিত ছোট ঝুড়িবিশেষ; 2 পূজার অর্ঘ্য বা উপহারের সামগ্রীপূর্ণ পাত্র (কালীবাড়িতে ডালা দেওয়া); 3 (আল.) পরিপূর্ণ বা প্রাচুর্যপূর্ণ আধার (রূপের ডালা); 4 বাক্স তোরঙ্গ প্রভৃতির ঢাকনি। [সং. ডল্লক]। 49)
ঢাকনা, ঢাকনি, ঢাকন
(p. 360) ḍhākanā, ḍhākani, ḍhākana বি. 1 আচ্ছাদন (সুটকেসের ঢাকনা সরিয়ে ফেলল); 2 বাক্স ডেস্ক সিন্দুক প্রভৃতির ডালা; 3 হাঁড়ি কলসি প্রভৃতির সরা; 4 চোখের ঠুলি। [ঢাকা দ্র]। 22)
ঢাকা
(p. 360) ḍhākā বি. 1 ঢাকনা; 2 আবরণ ('খুলে দিলে স্তব্ধতার ঢাকা': রবীন্দ্র)। বিণ. ঢাকা দেওয়া রয়েছে এমন (মেঘে ঢাকা তারা, ঢাকা খাবার)। ক্রি. 1 আবৃত করা, আচ্ছাদিত করা; 2 ছেয়ে ফেলা (আকাশ মেঘে ঢেকেছে); 3 চাপা দেওয়া, গোপন করা, লুকানো (কথা ঢাকা)। [প্রাকৃ. √ ঢক্ক-তু. হি. √ ঢাক]। 23)
পিধান
(p. 521) pidhāna বি. 1 (তলোয়ার ছোরা প্রভৃতির) খাপ, কোষ ('ঝনঝনিল অসি পিধানে': মধু.); 2 ঢাকনি, আবরণ। [সং. অপি + √ ধা + অন]। 13)
বাক্স, বাক্স
(p. 591) bāksa, bāksa বি. ঢাকনা বা ডালাওয়ালা এবং সচ. চৌকো আধারবিশেষ; পেটিকা। [ইং. box]। ̃ জাত, ̃ বন্দি বিণ. বাক্সের মধ্যে আবদ্ধ। ক্যাশবাক্স বি. নগদ টাকাপয়সা রাখার বাক্স। হাতবাক্স বি. নগদ টাকাপয়সা ও ছোটোখাটো নিত্যব্যবহার্য জিনিসপত্র রাখার ছোটো বাক্সবিশেষ। 38)
বাস্কেট
(p. 605) bāskēṭa বি. ঝুড়ি; ঢাকনাওয়ালা এবং বাক্সের আকারের ঝুড়ি। [ইং. basket]। 26)
মুখটি1
(p. 708) mukhaṭi1 বি. (শিশিবোতল ইত্যাদি) মুখের ঢাকনা বা ছিপি। [সং. মুখ + বাং. টি]। 7)
মুড়ি2
(p. 710) muḍ়i2 বি. 1 বস্ত্রাদি ভাঁজ করার কিনারা (মুড়ি সেলাই); 2 আবরণ, ঢাকনা (লেপমুড়ি দেওয়া)। [মুড়া1 দ্র]। 28)
শরা, সরা
(p. 772) śarā, sarā বি. মাটির তৈরি অগভীর পাত্র বা হাঁড়ি-কলসির ঢাকনি। [সং. শরাব, সরাব]। 11)
সর-পোশ
(p. 817) sara-pōśa বি. (প্রধানত গেলাস ঘটি প্রভৃতির) ঢাকনি। [ফা. সর্পোষ]। 25)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614722
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227926
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839846
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098907
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649148

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us