Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঝাঁজর2, ঝাঁঝর2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঝাঁজর2, ঝাঁঝর2 এর বাংলা অর্থ হলো -

(p. 336) jhān̐jara2, jhān̐jhara2 বিণ. বহু ছিদ্রযুক্ত, ফোঁপরা।
[তু. সং. জর্জরীক (বহুছিদ্র)]।
ঝাঁজরা, ঝাঁঝরা বিণ. 1 বহুছিদ্রযুক্ত (গুলিতে বুকটা ঝাঁজরা হয়ে গেছে); 2 জীর্ণ; 3 শূন্যগর্ভ।
বি. বহুছিদ্রযুক্ত হাতা, ঝাঁঝরি, ছানতা।
ঝাঁজরি, ঝাঁঝরি বি. 1 বহুছিদ্রযুক্ত হাতাবিশেষ; 2 নর্দমার মুখের লোহার ঢাকনি; 3 জল ছিটাবার ছিদ্রযুক্ত পাত্রবিশেষ, ঝারি।
7)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঝিউড়ি, ঝিয়ারি
(p. 336) jhiuḍ়i, jhiẏāri বি. 1 কন্যা; 2 অবিবাহিতা কন্যা। [বাং. ঝি + উড়ি]। 50)
ঝিমা
(p. 338) jhimā ক্রি. ঝিমানো। [বাং. ঝিম্ + আ]। ̃ নো ক্রি. বি. তন্দ্রা বা নেশার আবেশে চোখ বুজে ঢোলা; নিস্তেজ বা নিরুদ্যম হওয়া (আগুনটা ঝিমিয়ে গেছে; কী ব্যাপার, ঝিমিয়ে পড়লে কেন?)। ঝিমানি, ঝিমুনি বি. তন্দ্রাচ্ছন্ন ভাব, তন্দ্রাবেশে ঢুলুনি। 14)
ঝোলা৪, ঝোলানো১
(p. 340) jhōlā4, jhōlānō1 যথাক্রমে ঝুলা ও ঝুলানো -র চলিত রূপ। 7)
ঝাঁ
(p. 334) jhā অব্য. বি. অত্যন্ত ক্ষিপ্রতার ভাব, ধাঁ, বোঁ, চট। [ধ্বন্যা]। ঝাঁ ঝাঁ বি. 1 তীব্র উত্তাপের ভাব (রোদ ঝাঁ ঝাঁ করছে); 2 জ্বালাবোধ (মাথাটা ঝাঁ ঝাঁ করছে); 3 অত্যন্ত তাড়াতাড়ি (ঝাঁ ঝাঁ করে কাজ সারা)। বিণ. তীব্র উত্তাপের ভাবযুক্ত (এই ঝাঁ ঝাঁ রোদ্দুরে কোথায় যাচ্ছ?)। 52)
ঝুপুর-ঝুপুর, ঝুপুর-ঝাপুর
ঝাঁপ1
(p. 336) jhām̐pa1 বি. 1 আচ্ছাদন, ঢাকনি; 2 বাঁশ দরমা ইত্যাদির ঝুলানো কপাট (দোকানের ঝাঁপ ফেলা); 3 তাঁতে টানার সুতোর যে ফাঁকের মধ্য দিয়ে মাকু চলে। [হি.-তু. ঝাঁপা3]। 13)
ঝম-ঝম
ঝরিত
(p. 334) jharita বিণ. 1 ঝরে পড়েছে এমন, ক্ষরিত (ঝরিত পুষ্প); 2 গলিত (নির্ঝরঝরিত বারিরাশি)। [সং. ঝর + ইত]। 40)
ঝরনা
(p. 334) jharanā বি. 1 নির্ঝর, ফোয়ারা; 2 প্রবাহ (আলোর ঝরনা) [বাং. √ ঝর + না]। ঝরনা কলম বি. ফাউণ্টেন পেন, যে কলমে একবার কালি ভরে অনেকক্ষণ লেখা যায়। 38)
ঝাড়া
(p. 336) jhāḍ়ā ক্রি. 1 ঝাঁটা ঝাড়ন কুলো ইত্যাদি দিয়ে ময়লা দূর করা (ধান চাল ঝাড়া); 2 নাড়া দিয়ে পরিষ্কার করা (চুল ঝাড়া); 3 খালি করা, উজাড় করা (ঝুলি ঝাড়া); 4 যেকোনো পাত্র উপুড় করে নাড়া; 5 নিক্ষেপ করা (মাথায় ইট ঝাড়া); 6 মিটানো (গায়ের ঝাল ঝাড়া); 7 (বিদ্রূপে) দেওয়া, প্রয়োগ করা (কটা টাকা ঝাড়ো তো, বক্তৃতা ঝাড়া); 8 দূর করা (মন থেকে ঝেড়ে ফেলা); 9 আছড়ানো (ধান ঝাড়া); 1 মন্ত্রাদির বলে তাড়ানো (সরষে দিয়ে ভূত ঝাড়া)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 ঝাড়া হয়েছে এমন (ঝাড়া মশলা); 2 পরিষ্কৃত, সাফ; 3 যথাবত্, সম্পূর্ণ (ঝাড়া মুখস্হ); 4 একটানা, অবিরাম (ঝাড়া দুঘণ্টা)। [হি. √ ঝাড়]। ঝাড়-পোঁছ, ঝাড়া-পোঁছা বি. ঝেড়ে ও মুছে (ঘরদোর ইত্যাদি পরিষ্কার করা। ঝাড়-ফুঁক বি. ভূত, বিষ, রোগ প্রভৃতি দূর করার জন্য মন্ত্রপাঠ, ফুত্কার প্রভৃতি। ̃ ই বি. ঝাড়ার কাজ (অনেক ঝাড়াইপোঁছাই করতে হবে)। ̃ ই-বাছাই বি. শোধন, পরিষ্কার করা। ঝাড়ান (উচ্চা. ঝাড়ান্) বি. রোজাকে দিয়ে ঝাঁড়ফুঁক করিয়ে ভূত, বিষ, রোগ প্রভৃতি দূরীকরণ। ̃ নো ক্রি. ঝাড়াই করানো, পরিষ্কৃত করানো; রোজাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে ভূত বিষ রোগ প্রভৃতি দূর করানো। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ বাছা বি. পরিষ্কার করা বা শোধন করা; ঝাড়াইবাছাই। 28)
ঝামটা
(p. 336) jhāmaṭā বি. রুক্ষ মুখভঙ্গিসহ কটু ধমক, দাবড়ি (মুখঝামটা)। [তু. বাং. ঝাম, ঝাপটা; হি. ঝমাকা]। 35)
ঝাঁপান
ঝম্প
(p. 334) jhampa বি. ঝাঁপ, লাফ। [সং. √ ঝম্ + প]। ̃ ন বি. লাফ, লাফ দেওয়া, ঝাঁপ দেওয়া। 33)
ঝুনো
(p. 339) jhunō দ্র ঝুনা। 3)
ঝলসা
ঝুম-ঝুম
(p. 339) jhuma-jhuma বি. মৃদু ঝমঝম শব্দ; ঘুঙুর পরে নাচের শব্দ। [ধ্বন্যা.]। 8)
ঝাঁকড়-মাকড়, ঝাঁকড়া-মাকড়া
ঝেঁটা, ঝেঁটানো
ঝাঁকি
(p. 336) jhān̐ki বি. উঁকি; ঝুঁকে দেখা। [বাং. √ ঝাঁক্ + ই]। ঝাঁকি দর্শন বি. 1 খুব অল্প সময়ের জন্য দেখা; অল্প সময়ের জন্য দেখা দিয়ে চলে যাওয়া; 2 লুকিয়ে দেখা; 3 ঝুঁকে পড়ে দেখা। 2)
ঝুপ
(p. 339) jhupa বি. ঝাঁপ দেওয়ার বা জলে ভারী জিনিস পড়ার মৃদু শব্দ। [ধ্বন্যা.]। ̃ ঝুপ, ̃ ঝাপ বি. ক্রমাগত 'ঝুপ' শব্দ; ক্রমাগত উপর থেকে পড়ার বা জলে ভারী জিনিস পড়ার শব্দ (ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, নদীর পাড় ঝুপঝুপ করে ভেঙে পড়ছে)। 4)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534871
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140375
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730589
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942789
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883560
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838478
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696634
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603076

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us