Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তস্কর দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনাহত
(p. 25) anāhata বিণ. 1 আঘাত পায়নি এমন, অক্ষত; 2 বাজানো হয়নি এমন ('অনাহত মোর বীণা': রবীন্দ্র)। বি. তস্ত্রোক্ত ষট্চক্রের অন্তর্গত চতুর্থ চক্র; যোগীদের শ্রুতিগোচর দেহাভ্যন্তরস্হ ধ্বনিবিশেষ (তু. 'অণহা ডমরু': চর্যা.)। [সং. ন + আহত]। 23)
অনাহুত
(p. 25) anāhuta বিণ. যাকে ডাকা হয়নি বা আহ্বান করা হয়নি, অনিয়ন্ত্রিত ('তুমি এলে অনাহুত প্রেতস্তব্ধ গৃহে': সু. দ.)। [সং. ন + আহুত]। 25)
অন্ত
(p. 32) anta বি. 1 মৃত্যু; বিনাশ (দেহান্ত); 2 শেষ, অবসান (নিশান্ত, অন্তহীন রাত্রি); 3 প্রান্ত, সীমা (বনান্ত, দিগন্ত) 4 স্বরূপ, হদিশ (অন্ত পাওয়া ভার); 5 জীবনশেষ ('অন্তে দিও গো পদাশ্রয়': সু. দ.)। [সং. অম্ + ত]। ̃ ক বি. যম। বিণ. 1 নাশক; 2 শেষ বা চরম, যার পর আর কিছু নেই, final (দর্শ.)। ̃ কাল বি. মৃত্যুর সময়। &tilde ; ত, (-বর্জি.) ̃ তঃ অব্য. কমপক্ষে। ̃ স্হ বিণ. প্রান্তস্হ। 29)
অন্তস্তল
(p. 34) antastala বি. অভ্যন্তর, ভিতর; হৃদয়, মন (অন্তরের অন্তস্তলে). [সং. অন্তর্ + তল]। 28)
অন্তস্হ
(p. 34) antasha বিণ. শেষে অবস্হিত, শেষে রয়েছে এমন। [সং. অন্ত + √ স্হা + অ]। 29)
অব-ক্ষেপ, অব-ক্ষেপণ
(p. 43) aba-kṣēpa, aba-kṣēpaṇa বি. 1 বিক্ষেপ, ছোড়া, ইতস্তত ছোড়া; 2 নীচের দিকে ছোড়া; 3 তিরস্কার; নিন্দা; শ্লেষ। [সং. অব + √ ক্ষিপ্ + অ, অন]। অব-ক্ষিপ্ত বিণ. বিক্ষিপ্ত; নিচের দিকে নিক্ষিপ্ত; তিরস্কৃত। 28)
আগু
(p. 82) āgu বি. 1 প্রথম; পূর্ব (আগু থেকে); 2 গোড়া, সামনের দিক (আগুপিছু)। বিণ. অগ্রবর্তী; সামনে বা আগে রয়েছে এমন। ক্রি-বিণ. আগে, প্রথমে ('আগু গিয়া রাবণের গলে দিব ফাঁস': কৃত্তি)। [সং. অগ্র]। ̃ তে ক্রি-বিণ. প্রথমে, আগে। ̃ .পাছ, ̃ .পিছু ক্রি-বিণ. 1 অগ্রপশ্চাত্, ভূত-ভবিষ্যত্ (আগুপিছু বিবেচনা করা); 2 ইতস্তত (আগুপিছু করা)। আগু বাড়া-আগ দ্র। ̃ .য়ান, ̃ .সার বিণ. এগিয়ে আছে এমন, অগ্রসর, অগ্রবর্তী। 63)
আগে
(p. 82) āgē ক্রি-বিণ. 1 প্রথমে, পূর্বে; 2 সামনে। [সং. অগ্রে]। ̃ .কার বিণ. প্রথমের, পূর্বের; অতীতের (আগেকার দিনে)। আগে আগে ক্রি-বিণ. সামনে (তার ছেলেটি আগে আগে চলেছে)। ̃ .পাছে ক্রি-বিণ. সামনে ও পিছনে। আগেপাছে করা ক্রি. ইতস্তত করা। ̃ .ভাগে ক্রি-বিণ. সবার আগে, আগে থেকে (আগেভাগে খবর দিয়ো)। 68)
ইতস্তত (বর্জি.) ইতস্ততঃ
(p. 114) itastata (barji.) itastatḥ ক্রি-বিণ. এখানে-সেখানে, এদিকে-অদিকে; নানাদিকে (ইতস্তত ঘুরে বেড়াচ্ছে)। বি. দ্বিধা, সংকোচ; টালবাহানা (কথাট বলতে ইতস্তত করছিল)। [সং. ইতম্ + ততস্]। ইতস্তত করা ক্রি-বি. সংকোচ বা কুণ্ঠা বোধ করা; দ্বিধাগ্রস্ত হওয়া; গড়িমসি করা। ̃ বিক্ষিপ্ত বিণ. এখানে-ওখানে ছড়িয়ে রয়েছে এমন। 11)
উদ্-গীত, উদ্গীত
(p. 126) ud-gīta, udgīta বিণ. উচ্চকণ্ঠ বা উদাত্তস্বরে গীত। [সং. উত্ + গীত]। উদ্-গীতি, উদ্গীতি বি. উচ্চকণ্ঠে বা উদাত্তস্বরে গাওয়া গান। 16)
উপচ্ছায়া
(p. 131) upacchāẏā বি. 1 অপচ্ছায়া; ভূতপ্রেতের অস্পষ্ট ছায়াময় শরীর; 2 অনিষ্টকর ছায়া; 3 (বিজ্ঞা.) প্রচ্ছায়া বা নিবিড় ছায়ার প্রান্তস্হিত লঘু ছায়া, penumbra. [উপ + ছায়া]। 26)
উবু
(p. 133) ubu বিণ. দুই হাঁটু ভাঁজ করে গোড়ালিতে ভর দিয়ে বসা; নিতস্বে ভর না দিয়ে হাঁটু ভাঁজ করে বসা। [প্রাকৃ উব্ভ]। 125)
এতহি
(p. 146) ētahi ক্রি-বিণ. (ব্রজ.) এই জায়গায়, এখানে। [তু. সং. এতস্মিন্]। 46)
এদিক
(p. 146) ēdika বি. 1 এই দিক; এই দেশ অঞ্চল বা স্হান; 2 এই পক্ষ (আমি এদিকের হয়ে লড়ব)। [বাং. এ (এই) + সং. দিক্]। এদিক-ওদিক বি. ক্রি-বিণ. 1 চার দিক (এদিক-ওদিক থেকে খবর আসছে); 2 ইতস্তত (তুমি এদিক-ওদিক করছ কেন?); 3 ত্রুটি (একটু এদিক-ওদিক হলে কী আসে যায়?)। এদিকে ক্রি-বিণ. 1 এই দিকে, অঞ্চলে বা স্হানে; 2 এই পক্ষে; 3 এই সঙ্গে; 4 এই অবস্হায়; 5 পক্ষান্তরে (ঘরে হাঁড়ি চড়ে না, এদিকে বাবুর বিলাসের ধুম কত)। 55)
এধার
(p. 146) ēdhāra বি. এই ধার, এই দিক; এদিক। [বাং. এ (এই) + ধার, তু. হি. ইধর্]। এধার-ওধার বি. ক্রি-বিণ. এদিক-ওদিক; চারিদিক; সর্বত্র; ইতস্তত। 58)
ওয়ারিস, ওয়ারিশ
(p. 153) ōẏārisa, ōẏāriśa বি. উত্তরাধিকারী। [আ. ওয়ারিস্]। ওয়ারিসান, ওয়ারিশান বি. 1 উত্তরাধিকারিগণ; 2 (বাংলায়) উত্তরাধিকারী ('তস্য ওয়ারিশানগণ মালিক দখলিকারস্বত্বে': সু.রা.)। 34)
ককা, ককানো
(p. 156) kakā, kakānō ক্রি. 1 (প্রধানত পীড়িতের ও শিশুর) রুদ্ধস্বরে কাঁদা বা যন্ত্রণায় অস্ফুটভাবে কাঁদা; আর্তস্বরে কাঁদা; 2 অতিশয় অনুনয়বিনয় করা (কেঁদে ককিয়ে আদায় করল)। [সং. √ কক্ + বাং. আ, আনো]। ককানি বি. ককানোরণ কাজ বা শব্দ। 18)
কল-তানি
(p. 169) kala-tāni বি. ক্ষতস্হান থেকে নিঃসৃত রস; লালা, পূঁজ প্রভৃতি ক্লেদ। [দেশি]। 46)
কীর্ণ
(p. 192) kīrṇa বিণ. 1 ইতস্তত ছড়ানো, বিক্ষিপ্ত; 2 ব্যাপ্ত। [সং. √ কৃ + ত]। তু. বিকীর্ণ, পরিকীর্ণ। 2)
কেরল
(p. 207) kērala বি. ভারতের দক্ষিণ-পশ্চিম প্রান্তস্হিত অঞ্চলবিশেষ; ওই অঞ্চলের অধিবাসী। [সং.]। কেরলি বি. (বাং.) 1 (স্ত্রী.) কেরলদেশীয় রমণী; 2 কেরলবাসী। বিণ. (বাং.) 1 কেরলসম্বন্ধীয়; 2 কেরলের। 12)
কোলম্বক
(p. 210) kōlambaka বি. তস্ত্রী বা তার ভিন্ন বীণার বাকি সমুদয় অবয়ব। [সং. √ কুল্ + অম্ব + ক]। 54)
ক্রম
(p. 215) krama বি. 1 ধারাবাহিকতা, পরম্পরা (ক্রমানুসারে); 2 প্রণালী, পদ্ধতি, রীতি (কার্যক্রম); 3 নির্দেশ, নিয়ম (পাঠ্যক্রম); 4 অনুসার, অনুসরণ (অনুমতিক্রমে, ভাগ্রক্রমে); 5 গমন; পদক্ষেপ (পরিক্রম); 6 অতিক্রম (কালক্রমে); 7 বিন্যাস (বর্ণানুক্রম)। [সং. √ ক্রম্ + অ]। ̃ ণ বি. গমন; পদক্ষেপ; পায়চারি। ̃ নিম্ন বিণ. ঢালু, গড়ানে, ক্রমশ নিচু হয়ে গেছে এমন (ক্রমনিম্ন পথ)। ̃ পর্যায় বি. ধাপে ধাপে অগ্রগতি, gradation. ̃ বর্ধ-মান বিণ. ক্রমশ বৃদ্ধিশীল, ক্রমশ বাড়ছে এমন। ̃ বিকাশ বি. ক্রমোন্নতি; বিবর্তন; বিবর্ধন। ̃ ভঙ্গ বি. পর্যায়চ্যুতি, ধারাবাহিকতা লঙ্ঘন; নিয়মলঙ্ঘন; বিশৃঙ্খলা। ̃ মাণ বিণ. ইতস্তত গমনশীল। ̃ শ, (বর্জি.) ̃ শঃ (-শস্) ক্রি-বিণ. ক্রমে ক্রমে; পর্যায়ক্রমে; ধীরে ধীরে। ̃ হ্রাস-মাণ বিণ. ক্রমশ কমে আসছে এমন। ক্রমাগত বিণ. 1 পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা); 2 ধারাবাহিক; 3 অবিরাম (ক্রমাগত পরিশ্রম)। ক্রি-বিণ. সর্বদা, কেবলই (ক্রমাগত বৃষ্টি হচ্ছে)। ক্রমাঙ্কন বি. পরপর অংশ চিহ্নিত করা, graduation (বি.প.)। ক্রমান্বয় বি. ধারাবাহিকতা, পারস্পর্য। ক্রমান্বয়ে ক্রি-বিণ. পর্যায়ক্রমে, একের পর এক করে, পরপর (তোমাদের প্রত্যেককে ক্রমান্বয়ে ডাকা হবে)। ক্রমায়াত বিণ. ক্রম অনুসারে আগত, পরপর এসেছে এমন, successive. ক্রমিক বিণ. ক্রমাগত, ধারাবাহিক (ক্রমিক সাফল্য)। ক্রমে ক্রি-বিণ. 1 ক্রমানুযায়ী, একের পর এক করে; ধারাবাহিকভাবে; 2 এইভাবে কিছু সময় কাটবার পর (ক্রমে তিনি নগরে পৌঁছলেন)। ক্রমোত্-কর্ষ বি. ক্রমশ উত্কর্ষ লাভ, ক্রমোন্নতি। ক্রমোন্নত বিণ. 1 ক্রমশ উত্কর্ষপ্রাপ্ত, ক্রমশ উন্নতি লাভ করেছে এমন; 2 ক্রমে উঁচু হয়ে গেছে এমন। ক্রমোন্নতি বি. 1 ক্রমশ উন্নতি বা উত্কর্ষ লাভ; 2 ক্রমশ উচ্চতা। 5)
ক্ষত
(p. 217) kṣata বি. 1 ঘা (পুরোনো ক্ষত); 2 চোট; 3 শরীরের আঘাতপ্রাপ্ত স্হান ; 4 ব্রণ। বিণ. 1 আঘাতপ্রাপ্ত; 2 ছিন্ন। [সং. √ ক্ষণ্ (=হিংসা) + ত়]। ̃ চিহ্ন বি. ঘা বা আঘাত সেরে যাবার পর যে দাগ থাকে। ̃ বিক্ষত বিণ. (সর্বাঙ্গ) আঘাতে আঘাতে ছিন্নভিন্ন হয়েছে এমন। ̃ স্হান বি. যে স্হানে আঘাত লেগেছে; যে স্হান ক্ষত হয়েছে (ক্ষতস্হানে ওষুধ লাগানো)। ক্ষতশৌচ বি. দেহ আঘাতপ্রাপ্ত হওয়ার দরুন অথবা দেহ থেকে রক্তস্রাবজনিত অশুদ্ধি। 9)
খোঁয়াড়
(p. 234) khōm̐ẏāḍ় বি. 1 শুয়োর ভেড়া ইত্যাদির থাকার স্হান; 2 ইতস্তত ঘুরে-বেড়ানো পশুকে আটকে রাখার স্হান, pound (গোরুটাকে ধরে খোঁয়াড়ে দিয়ে দাও)। [দেশি]। 3)
গলা1
(p. 244) galā1 বি. 1 কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; 2 ঘাড়; গ্রীবা; 3 টুঁটি (গলা চেপে ধরেছে) ; 4 কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; 5 গলার জোর (কী গলা ! চিত্কার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. 1 আকণ্ঠ; 2 অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে। গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)। গলায় লাগা ক্রি. বি. 1 ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; 2 (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা। ̃ কাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)। ̃ গলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা। ̃ টিপি বি. গলা টিপে ধরা। ̃ ধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন। ̃ বন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার। ̃ বাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা। ̃ ভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর। গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535202
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140655
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730974
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943157
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838531
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696747
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us