Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ক্রম এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ক্রম এর বাংলা অর্থ হলো -

(p. 215) krama বি. 1 ধারাবাহিকতা, পরম্পরা (ক্রমানুসারে); 2 প্রণালী, পদ্ধতি, রীতি (কার্যক্রম); 3 নির্দেশ, নিয়ম (পাঠ্যক্রম); 4 অনুসার, অনুসরণ (অনুমতিক্রমে, ভাগ্রক্রমে); 5 গমন; পদক্ষেপ (পরিক্রম); 6 অতিক্রম (কালক্রমে); 7 বিন্যাস (বর্ণানুক্রম)।
[সং. √ ক্রম্ + অ]।
ণ বি. গমন; পদক্ষেপ; পায়চারি।
নিম্ন
বিণ. ঢালু, গড়ানে, ক্রমশ নিচু হয়ে গেছে এমন (ক্রমনিম্ন পথ)।
পর্যায়
বি. ধাপে ধাপে অগ্রগতি, gradation.বর্ধ-মান বিণ. ক্রমশ বৃদ্ধিশীল, ক্রমশ বাড়ছে এমন।
বিকাশ
বি. ক্রমোন্নতি; বিবর্তন; বিবর্ধন।
ভঙ্গ
বি. পর্যায়চ্যুতি, ধারাবাহিকতা লঙ্ঘন; নিয়মলঙ্ঘন; বিশৃঙ্খলা।
মাণ বিণ. ইতস্তত গমনশীল।
শ, (বর্জি.)শঃ (-শস্) ক্রি-বিণ. ক্রমে ক্রমে; পর্যায়ক্রমে; ধীরে ধীরে।
হ্রাস-মাণ
বিণ. ক্রমশ কমে আসছে এমন।
ক্রমাগত বিণ. 1 পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা); 2 ধারাবাহিক; 3 অবিরাম (ক্রমাগত পরিশ্রম)।
ক্রি-বিণ. সর্বদা, কেবলই (ক্রমাগত বৃষ্টি হচ্ছে)।
ক্রমাঙ্কন বি. পরপর অংশ চিহ্নিত করা, graduation (বি.প.)।
ক্রমান্বয় বি. ধারাবাহিকতা, পারস্পর্য।
ক্রমান্বয়ে ক্রি-বিণ. পর্যায়ক্রমে, একের পর এক করে, পরপর (তোমাদের প্রত্যেককে ক্রমান্বয়ে ডাকা হবে)।
ক্রমায়াত বিণ. ক্রম অনুসারে আগত, পরপর এসেছে এমন, successive. ক্রমিক বিণ. ক্রমাগত, ধারাবাহিক (ক্রমিক সাফল্য)।
ক্রমে ক্রি-বিণ. 1 ক্রমানুযায়ী, একের পর এক করে; ধারাবাহিকভাবে; 2 এইভাবে কিছু সময় কাটবার পর (ক্রমে তিনি নগরে পৌঁছলেন)।
ক্রমোত্-কর্ষ বি. ক্রমশ উত্কর্ষ লাভ, ক্রমোন্নতি।
ক্রমোন্নত বিণ. 1 ক্রমশ উত্কর্ষপ্রাপ্ত, ক্রমশ উন্নতি লাভ করেছে এমন; 2 ক্রমে উঁচু হয়ে গেছে এমন।
ক্রমোন্নতি বি. 1 ক্রমশ উন্নতি বা উত্কর্ষ লাভ; 2 ক্রমশ উচ্চতা।
5)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কুলীন
কার1
(p. 181) kāra1 কাহার -এর চলিত রূপ। 123)
কিচ্ছু
(p. 188) kicchu দ্র কিছু। 65)
কাকোদর
(p. 177) kākōdara বি. সর্প, সাপ। [সং. কাক (বক্র) উদর যার]। 23)
কদন্ন
(p. 160) kadanna বি. 1 কুখাদ্য; খাওয়া যায় না এমন খাবার; 2 বাসি খাবার বা ভাত। [সং. কু (মন্দ) + অন্ন]। 20)
কবে2
(p. 164) kabē2 অব্য. ক্রি-বিণ. কোন দিন, কোন কালে, কোন সময়। [কব2 দ্র]। ̃ কার বিণ. 1 কোন দিনের; 2 বহুদিন আগেকার (সেই কবেকার কথা)। 32)
কাষ্ঠা
(p. 188) kāṣṭhā বি. 1 সীমা (পরাকাষ্ঠা); 2 অতি সূক্ষ্ম কালপরিমাণবিশেষ। [সং. কাষ্ঠ + আ]। 35)
কোঙা
কালাচাঁদ
(p. 186) kālācān̐da দ্র কালা2। 40)
কুশী-লব2
(p. 201) kuśī-laba2 বি. রামচন্দ্রের পুত্রদ্বয়; কুশ ও লব। [সং. কুশ + লব, ঈ আগম]। 26)
কার্ষ্ণ
কৌম
(p. 210) kauma বি. জনগোষ্ঠী, জনসমাজ। [হি. কৌম]। 82)
কার-কুন
কৃশানু
(p. 205) kṛśānu বি. অগ্নি, আগুন ('জানুভানু কৃশানু শীতের পরিত্রাণ': ক. ক.)। [সং. √কৃশ + আনু]। 2)
কিশলয়, কিসলয়
(p. 191) kiśalaẏa, kisalaẏa বি. 1 গাছের কচি পাতা, নবপল্লব; 2 নতুন পাতাযুক্ত শাখা। [সং. কিং (কিছু) + √ শল্ (√ সল্) + অয়]। 8)
কুলায়
কশা1, কষা
(p. 172) kaśā1, kaṣā বি. চাবুক। [সং. √ কশ্ + অ + স্ত্রী. আ]। ̃ ঘাত বি. চাবুকের আঘাত, চাবুকের ঘা। ̃ হত বিণ. চাবুক দিয়ে আঘাত করা হয়েছে এমন। 48)
কুমরে পোকা
কুশাঙ্কুর
(p. 201) kuśāṅkura বি. কুশতৃণের নবজাত পাতা বা ফলা, নবজাত কুশ। [সং. কুশ + অঙ্কুর]। 16)
কৃতি
(p. 204) kṛti বিণ.A 1 সম্পাদন, করণ (স্বীকৃতি); 2 নির্মাণ, রচনা (কবিকৃতি); 3 সম্পাদিত কর্ম (সুকৃতি); 4 সাধনা, যত্ন (কৃতিসাধ্য)। [সং. √কৃ + তি]। ̃ স্বত্ব বি. কোনো পন্যদ্রব্য তার আবিষ্কারক বা উদ্ভাবক ভিন্ন অন্য কেউ যাতে তৈরি করতে বা বিক্রয় করতে না পারে তার জন্য আইনগত ব্যবস্হা, patent (স.প.)। 10)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534694
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140207
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730362
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942538
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883488
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838434
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696599
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603049

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us