Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তাকত। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অংশাব-তার
(p. 1) aṃśāba-tāra বি. দেবতাকর্তৃক আংশিকভাবে জীবদেহ ধারণ; দেবতার অংশরূপে জন্মগ্রহণ (অবতার দ্র)। অংশিত বিণ. বিভিন্ন অংশে বিভক্ত, বিভক্ত বিভাজিত। 11)
অব-লোকন
(p. 46) aba-lōkana বি. দৃষ্টিপাত, দর্শন, দেখা, তাকানো (প্রাণভরে সেই দৃশ্য অবলোকন করলেন)। [সং. অব + √ লোক্ + অন]. অব-লোকিত বিণ. দেখা হয়েছে এমন, দৃষ্ট। 16)
অশোক
(p. 66) aśōka বিণ. শোকহীন। বি. 1 গাঢ় লাল রঙের ফুলযুক্ত গাছবিশেষ; 2 মৌর্য বংশের তৃতীয় রাজা। [সং. ন + শোক]। ̃ .কানন, ̃ .বন বি. অশোক বৃক্ষে পূর্ণ বন বা বাগান; লঙ্কার যে বনে সীতা বন্দি হয়ে ছিলেন। ̃ লিপি বি. সম্রাট অশোকের লেখ অর্থাত্ পাথরস্তম্ভ ইত্যাদির গায়ে খোদাই-করা অনুশাসন। ̃ ষষ্ঠী বি. চৈত্রমাসের শুক্লা ষষ্ঠী। ̃ স্তম্ভ বি. সারনাথে অশোক কর্তৃক নির্মিত প্রস্তরস্তম্ভ। [অশোকস্তম্ভের শীর্ষে রয়েছে তিনটি সিংহমূর্তি এবং তাদের মাঝখানে তিনটি চক্র। স্তম্ভটি স্বাধীন ভারতের সরকারী প্রতীক চিহ্ন হিসাবে এবং অশোকচক্র স্বাধীন ভারতের জাতীয় পতাকায় স্হান পেয়েছে]। অশোকাষ্টমী বি. চৈত্র মাসের শুক্লা অষ্টমী। 12)
আঁখি
(p. 79) ān̐khi বি. চোখ (নিদ্রাহীন আঁখি)। [সং. অক্ষি]। ̃ জল বি. চোখের জল, অশ্রু। ̃ ঠার বি. চোখের ইশারা বা ইঙ্গিত। ̃ পাত বি. 1 তাকানো, দৃষ্টিপাত, চাউনি; 2 চোখের পাতা ('চলে আসে আঁখিপাতে': নজরুল)। 4)
আড়৫
(p. 85) āḍ়5 বি ণ. তেরছা, বাঁকা, তির্যক (আড়চোখে তাকানো)। বি. দেহের বা উচ্চারণের জড়তা (কথার আড়)। [সং. অরাল; তু. হি. আড়]। আড় ভাঙা ক্রি. বি. 1 সোজা করা; 2 (দেহের বা উচ্চারণের) জড়তা দূর করা। আড় হওয়া ক্রি. বি. কাত হয়ে শোয়া বা দাঁড়ানো। ̃ কোলা বিণ. পাঁজাকোলা, শিশুকে দুধ খাওয়ানোর সময় বা তাকে যেভাবে কোলে শোয়ানো হয় সেইভাবে শায়িত। ̃ খেমটা বি. সংগীত নৃত্য প্রভৃতির তালবিশেষ। ̃ ঘোমটা বি. আধাআধি টানা ঘোমটা, অর্ধ-অবগুণ্ঠন। ̃ চোখ, ̃ নয়ন বি. কটাক্ষ, চোরা-চাহনি। ̃ পাগলা বিণ. আধপাগল, পাগলাটে। ̃ মোড়া বি. শরীর সোজা করে আড়ষ্টতা ও জড়তা ভাঙা। ̃ বাঁশি বি. আড়ভাবে বা আড়াআড়িভাবে ধরে যে বাঁশি বাজাতে হয়। 80)
ইট
(p. 114) iṭa বি. পাকা ইমারত তৈরির জন্য রোদে বা আগুনে পুড়িয়ে শক্ত করা মাটির আয়তাকার পিণ্ডবিশেষ, ইষ্টক। [প্রাকৃ. ইট্টা সং. ইষ্টক]। ̃ খোলা বি. যে জায়গায় মাটি কেটে ছাঁচে ফেলা হয় ও সেই পিণ্ড আগুনে পুড়িয়ে শক্ত ইট তৈরি হয়। ̃ পাটকেল বি. পুরো বা টুকরো ইট, ইট বা তার টুকরো। ইটটি মারলে পাটকেলটি খেতে হয় কারও সঙ্গে দুর্ব্যবহার করলে বিনিময়ে দুর্ব্যবহার পেতেও হয়। ইটের পাঁজা পোড়াবার জন্য রাখা ইটের স্তূপ বা পোড়ানো ইটের স্তূপ। 6)
ইন্তাকাল, ইন্তেকাল
(p. 114) intākāla, intēkāla বি. ম়ৃত্যু, দেহাবসান। [আ. ইন্তকাল]। 37)
উড্ডীয়, উড্ডীয়-মান
(p. 119) uḍḍīẏa, uḍḍīẏa-māna বিণ. উড়ন্ত, উড়ছে এমন, উড্ডয়নশীল (পতাকা উড্ডীন)। [সং. উত্ + √ ডী + ত, মান (শানচ্)]। 88)
উত্তল
(p. 125) uttala বিণ. যার উপরের ভাগ উঁচু ও অর্ধবৃত্তাকার, convex. [সং. উত্ + তল]। 20)
উদ্বেগ, উদ্-বেগ
(p. 128) udbēga, ud-bēga বি. উত্কণ্ঠা, দুশ্চিন্তা; সংশয়জনিত ব্যাকুলতা ('উদ্বেগে তাকায়ো না বাইরে': রবীন্দ্র)। [সং. উত্ + √ বিজ্ + অ]। ̃ শূন্য, ̃ হীন বিণ. উত্কণ্ঠা নেই এমন। বি. ̃ শূন্যতা, ̃ হীনতা। 24)
কট-মট
(p. 156) kaṭa-maṭa বিণ. 1 কঠিন (কটমট করে তাকানো); 2 নীরস; 3 দুর্বোধ্য। কট-মটি বি. নীরসতা, দুর্বোধ্যতা। [বাং. কট (সং. কঠিন) + মট (অনুকার শব্দ)। 67)
কট1
(p. 156) kaṭa1 অব্য. শক্ত জিনিস কাটবার বা কামড়ে ভাঙবার শব্দবিশেষ। [সং. কট্ট]। কট-কট অব্য. কট করে কামড়ালে যেমন ব্যথা বোধ হয় সেইরকম (কান কটকট করা). কট-কটে বিণ. 1 কটকট শব্দকারী (কটকটে ব্যাঙ); 2 কঠোর, কর্কশ; 3 মর্মভেদী; 4 নীরস (কটকটে কথা)। কট-মট অব্য. ক্রোধের ভাব প্রকাশ (কটমট করে তাকানো)। কট-মটে বিণ. নীরস, কঠোর। 61)
কপি1
(p. 163) kapi1 বি. বানর, বাঁদর। [সং. √ কপ্ + ই]। ̃ কেতন, ̃ ধ্বজ বি. 1 অর্জুন (কপি বা হনুমান কেতন বা ধ্বজা অর্থাত্ পতাকা যাঁর); 2 অর্জুনের রথ। 14)
কর্ম
(p. 169) karma (-র্মন্) বি. 1 যা করা হয়, কার্য; 2 কর্তব্য; 3 উপযোগিতা (সে কোনো কর্মের নয়); 4 বিবাহাদি সামাজিক অনুষ্ঠান; ধর্মানুষ্ঠান (ক্রিয়াকর্ম); 5 বৃত্তি, পেশা, ব্যবসায় (চিকিত্সকের কর্ম, কর্মস্হল); 6 (ব্যাক.) কর্মপদ বা কর্মকারক, object. objective case. [সং. √ কৃ + মন্]। ̃ কর্তা (-র্তৃ) বি. কাজকর্মের ব্যাপারে প্রধান ব্যক্তি। ̃ কর্তৃ-বাচ্য বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই কর্তা বলে প্রতীত হয় এবং ক্রিয়াটি আপনাআপনিই নিষ্পন্ন হচ্ছে বলে মনে হয়, যথা, ভাত ফুটছে, বাঁশি বাজছে। ̃ কাণ্ড বি. 1 বেদের যে অংশে যজ্ঞাদি কর্মের বিধান আছে; 2 কর্মসমূহ। ̃ কারী (-রিন্) বিণ. বি. কর্মী, কর্ম করে এমন (ব্যক্তি)। ̃ কুশল বিণ. কার্যদক্ষ, কাজেকর্মে পটু। ̃ ক্ষম বি. কাজের জায়গা। ̃ চারী (-রিন্) বি. নির্দিষ্ট কাজের জন্য বেতনভোগী ব্যক্তি, যে বেতনের বিনিময়ে কাজ করে। ̃ ঠ বিণ. কার্যক্ষম, কাজ করতে সমর্থ। ̃ ণ্য বিণ. কার্যক্ষম; কাজের উপযোগী। ̃ ত্যাগ বি. কাজ ছাড়া; চাকরি ছেড়ে দেওয়া। ̃ দোষ বি. কুকর্ম বা অন্যায় কাজ করার জন্য অপরাধ; পূর্বজন্মে কৃত পাপ; দুরদৃষ্ট। ̃ নাশা বিণ. কাজ পণ্ড করে এমন। বি. নদীবিশেষ। ̃ নিষ্ঠ বিণ. কাজে মনোযোগী; কর্তব্যপরায়ণ। ̃ ফল বি. কৃতকর্মের ফল (বিশেষত যা জন্মান্তরেও ভোগ করতে হয়)। ̃ বাচ্য বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই প্রধান হয়ে ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে। ̃ বাদ বি. যে মতবাদ অনুসারে কৃতকর্মের ফল ইহজন্মেই হোক বা পরজন্মেই হোক ভোগ করতে হবে। ̃ বাদী (-দিন্) বিণ. কর্মবাদ মানে এমন। ̃ বিপাক বি. কর্মের পরিণাম বা শেষ ফল; কৃতকর্মের ফলভোগ। ̃ বিরতি বি. কোনো দাবি আদায়ের জন্য বা কোনো কিছুর প্রতিবাদে কর্মচারী শ্রমিক ইত্যাদির সাময়িক কাজ বন্ধ, cease-work. ̃ বীর বিণ. অসাধারণ কর্মী, কাজে উত্সর্গীকৃত জীবন যার। ̃ ভূমি বি. কর্মক্ষেত্র, কাজের জায়গা; সংসার। ̃ ভোগ বি. কর্মের ফলভোগ; বৃথা কষ্টভোগ; অনর্থক পরিশ্রম। ̃ মুখী বিণ. কর্ম অর্থাত্ বৃত্তি বা ব্যবসায় যার লক্ষ্য (কর্মমুখী শিক্ষা)। ̃ যোগ বি. 1 চিত্তের সংযম ও শুদ্ধিকারক শাস্ত্রোক্ত কর্ম; 2 গীতায় নির্দিষ্ট নিষ্কাম অর্থাত্ ফলের আকাঙ্ক্ষা না করে কর্মের দ্বারা আত্মোন্নতিবিধান। &tilde ; যোগী (-গিন্) বিণ. বি. কর্মযোগে বিশ্বাসী; কর্মযোগপালনকারী। ̃ শালা বি. কর্মস্হান; কারখানা। ̃ শীল বিণ. কার্যসাধনে তত্পর, কর্মে নিষ্ঠা আছে এমন। ̃ সচিব বি. 1 কার্য পরিচালনে সহায়তাকারী, সহকারী; 2 কার্যপরিচালক মন্ত্রী। ̃ সাক্ষী (-ক্ষিন্) বি. সকল কর্মের সাক্ষাত্ দ্রষ্টা; চন্দ্রসূর্যাদি। ̃ সিদ্ধি বি. কাজে সাফল্য; ইষ্টপূরণ। ̃ সূত্র বি. 1 কাজের নিয়ম, ক্রম বা প্রয়োজন; 2 কর্মফল; 3 নিয়তি। ̃ সূত্রে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে (কর্মসূত্রে একবার সেখানে গিয়েছিলাম); নিয়তির বন্ধনে; কর্মফলস্বরূপ। ̃ স্হল বি. কাজের জায়গা; কার্যালয়, অফিস। 20)
কৃষ্ণ
(p. 205) kṛṣṇa বি. বিষ্ণুর অবতার; কানাই, শ্যাম। বিণ. 1 কালো বা নীল (কৃষ্ণবর্ণ, কৃষ্ণতিল); 2 অন্ধকারময় (কৃষ্ণরাত্রি, কৃষ্ণপক্ষ) [সং. √কৃষ্ + ন]। ̃. কথা বি. কৃষ্ণলীলা, কৃষ্ণবিষয়ক কাহিনী।) ̃. কলি বি. ফুলবিশেষ বা তার গাছ। ̃. কীর্তন বি. 1 কৃষ্ণবিষয়ক লীলাগান বা কাব্য; 2 বড়ু চণ্ডীদাসরচিত শ্রীকৃষ্ণের লীলাবিষয়ক (সংগীত) কাব্য। ̃. দ্বৈপায়ন বি. ব্যাসদেব। ̃. পক্ষ বি. প্রতিবাদ জানাবার জন্য বা শোকপ্রকাশের জন্য ব্যবহৃত কালো রঙ্গের পতাকা। ̃. প্রাপ্তি বি. মৃত্যু। ̃. বর্ত্মা (-র্ত্মন্) বি. 1 অগ্নি; 2 রাহু। ̃. ভক্ত বি. কৃষ্ণের অনুরাগী। ̃. যাত্রা বি. শ্রীকৃষ্ণের জীবন বা জীবনকাহিনী। ̃. সর্প বি. কালসাপ, কেউটে। ̃. সার, ̃. শার বি. মৃগবিশেষ। ̃. সারথি বি. কৃষ্ণ যাঁর রথের সারথি অর্থাত্ অর্জুন। ̃. সীস বি. গ্রাফাইট, graphite. ̃. কৃষ্ণা বি. (স্ত্রী.) 1 দ্রৌপদী; 2 দাক্ষিণাত্যের নদীবিশেষ। বিণ. (স্ত্রী.) কৃষ্ণবর্ণা। কৃষ্ণাগুরু বি. কালাগুরু, কৃষ্ণচন্দন। কৃষ্ণাজিন বি. কৃষ্ণসার মৃগের চামড়া। কৃষ্ণাভ বিণ. কালো আভাযুক্ত। কৃষ্ণাষ্টমী বি. ভাদ্রমাসের কৃষ্ণপক্ষীয় অষ্টমী তিথি অর্থাত্ কৃষ্ণের জন্মতিথি। 11)
কেতন
(p. 206) kētana বি. পতাকা, ধ্বজ, নিশান ('মরুবিজয়ের কেতন উড়াও': রবীন্দ্র)। [সং. √ কিত + অন]। 13)
কেতু
(p. 206) kētu বি. 1 (জ্যোতিষ.) নবমগ্রহ; 2 পতাকা, নিশান (ধূমকেতু)। [সং. √ চায়্ (=কে, পূজা করা) + তু]। 16)
খচা1
(p. 221) khacā1 বিণ. খচিত, শোভিত ('তাকাও যখন তারাখচা মহাকাশে': সু. দ.)। [সং. √ খচ্ + বাং. আ]। 15)
গরম
(p. 242) garama বি. 1 উত্তাপ, উষ্ণতা (চৈত্রের গরম); 2 গ্রীষ্ম (গরমের সময়) ; 3 ঔদ্ধত্য (কথার গরম); 4 দর্প, দম্ভ, অহংকার (টাকার গরম); 5 বিকার, রোগ (পেট গরম)। বিণ. 1 উষ্ণ, তপ্ত (গরম জল); 2 গ্রীষ্ম (গরম কাল) ; 3 শীতনিবারক (গরম জামা); 4 উদ্ধত; উগ্র, গর্বিত, ক্রুদ্ধ (গরম চোখে তাকানো, গরম মেজাজ); 5 কড়া, তিরস্কারপূর্ণ (গরম গরম কথা); 6 চড়া, মহার্ঘ (বাজার খুব গরম) ; 7 উত্তেজনাপূর্ণ, যুদ্ধোম্মুখ (গরম পরিস্হিতি); 8 টাটকা (গরম খবর)। [ফা. গর্ম্]। গরম গরম, গরমা-গরম বিণ. একেবারে সদ্য-ভাজা (গরমাগরম লুচি); টাটকা (গরমাগরম খবর)। গরম মশলা বি. এলাচ দারচিনি ও লবঙ্গ এই তিনটি উত্তেজক মশলা। গরম মোজা বি. পশমি মোজা। কুসুমকুসুম গরম বিণ. ঈষদুষ্ণ. কবোষ্ণ। গুমোট গরম, ভ্যাপসা গরম যে গরমে বায়ুপ্রবাহ বন্ধ থাকে এবং খুব ঘাম হয়। পচা গরম ভ্যাপসা গরম, বেশি ঘাম হয় এমন গরম। 21)
গির্দা
(p. 250) girdā বি. তাকিয়া; পাশবালিশ। [ফা. গির্দ্]। 5)
গুণীভূত ব্যঙ্গ্য
(p. 250) guṇībhūta byaṅgya বি. (অল.) কাব্যাদি যে রচনায় ব্যঙ্গ্যার্থ বা অভিভাবিতা (suggestiveness) অপেক্ষা বাচ্যার্থ (primary meaning) অধিক চিত্তাকর্ষক। [সং. গুণীভূত (গৌণ) + ব্যঙ্গ্য]। 83)
গোল৩
(p. 256) gōla3 বিণ. গোলাকার, বৃত্তাকার, বর্তুলাকার, round (গোল মাঠ)। বি. 1 বৃত্ত, বৃত্তাকৃতি বস্তু; 2 মণ্ডল (ভূগোল); 3 কন্দুক, গোলক, ball. [সং. গুড়্ + অ]। ̃ গাল বিণ. প্রায় গোলাকৃতি; হৃষ্টপৃষ্ট (গোলগাল চেহারা)। 139)
গোস্তাকি
(p. 261) gōstāki বি. ঔদ্ধত্য, বেয়াদপি (হুজুর আমার গোস্তাকি মাফ করবেন)। [ফা. গুস্তাখী]। 22)
চক্র
(p. 274) cakra বি. 1 চাকা (রথচক্র); 2 চাকার মতো আকারবিশিষ্ট বস্তু (কুম্ভকারের চক্র); 3 যথানিয়মে যা ঘুরছে (কালচক্র); 4 ভ্রমণ, ঘুরপাক (চক্র দিচ্ছে); 5 চক্রাকার পৌরাণিক অস্ত্রবিশেষ (সুদর্শন চক্র); 6 চাকার মতো আকৃতিযুক্ত ও বিস্তারবিশিষ্ট বস্তু (আলোকচক্র); 7 গ্রহমণ্ডল; 8 তান্ত্রিক সাধনার মণ্ডলী (ভৈরবচক্র); 9 (জ্যোতিষ.) রাশি বা গ্রহগুলির অবস্হাননির্দেশক ছক (রাশিচক্র); 1 পতাকীচক্র ইত্যাদির চিত্র; 11 হাতের তালুতে বা আঙুলে এবং পদতলে মণ্ডলাকার রেখা; 12 গ্রামসমূহের সমষ্টি, চাকলা; 13 বহুবিস্তৃত রাজ্য বা দেশসমূহ; 14 চক্রান্ত, ষড়যন্ত্র (দশচক্র); 15 ক্রম, পরম্পরা (ঘটনাচক্র); 16 গুচ্ছ, বর্গ; 17 সাপের ফণা। [সং. √কৃ + অ (ক ঘঞর্থে) নি.]। ̃ গতি বি. আবর্তন, ঘূর্ণন, গোল হয়ে ঘোরা। ̃ ধর বি. 1 বিষ্ণু; 2 রাজা, নৃপতি; 3 ফণাযুক্ত সাপ। ̃ ধুরা বি. চাকার মধ্যবর্তী দণ্ড, অক্ষদণ্ড। ̃ নাভি বি. চক্রের কেন্দ্রস্হিত অংশ। ̃ নেমি বি. চাকার বেড়। ̃ পাণি বি. 1 কৃষ্ণ; 2 বিষ্ণু। ̃ বক্র বি. কূটকৌশল, ছল; ফন্দিফিকির। ̃ বর্তী (-র্তিন্) বি. 1 বহুধাবিস্তৃত রাজ্যের রাজা, সম্রাট, সার্বভৌম নৃপতি; 2 ব্রাহ্মণের পদবিবিশেষ। ̃ বাক বি. হাঁসজাতীয় পাখিবিশেষ, চখা। স্ত্রী. ̃ বাকী। ̃ বাত বি. ঘূর্ণিবায়ু, ঝঞ্ঝাবাত, cyclone. ̃ বাল, (বিরল) ̃ বাড় বি. দিঙ্মণ্ডল, দিগন্তবৃত্ত, আকাশকক্ষ, দূর থেকে তাকালে যেখানে আকাশ পৃথিবীর সঙ্গে মিশেছে বলে মনে হয়, horizon. ̃ ব্যূহ বি. চক্রাকারে বা মণ্ডলাকারে সৈন্যসমাবেশ। ̃ বৃদ্ধি বি. সুদের সুদ, compound interest. 18)
চাওয়া2
(p. 281) cāōẏā2 ক্রি. 1 দৃষ্টিপাত করা, দেখা, তাকানো (আমার দিকে চাও, আকাশের দিকে চেয়ে আছে); 2 উন্মীলন করা (চোখ চাওয়া)। বি. উক্ত সব অর্থে। [তু. হি. √চাহ্ সং. √চক্ষ্]। ̃ চাওয়ি বি. পরস্পরের প্রতি দৃষ্টিপাত করা; তাকাতাকি। ̃ নো ক্রি. চোখ খোলানো, দৃষ্টিপাত করানো। বি. উক্ত অর্থে। 26)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534816
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140317
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730501
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942698
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883528
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838456
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696619
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603063

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us