Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চাওয়া2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চাওয়া2 এর বাংলা অর্থ হলো -

(p. 281) cāōẏā2 ক্রি. 1 দৃষ্টিপাত করা, দেখা, তাকানো (আমার দিকে চাও, আকাশের দিকে চেয়ে আছে); 2 উন্মীলন করা (চোখ চাওয়া)।
বি. উক্ত সব অর্থে।
[তু. হি. √চাহ্ সং. √চক্ষ্]।
চাওয়ি
বি. পরস্পরের প্রতি দৃষ্টিপাত করা; তাকাতাকি।
নো ক্রি. চোখ খোলানো, দৃষ্টিপাত করানো।
বি. উক্ত অর্থে।
26)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চিত1
(p. 288) cita1 বি. পদ্যে চিত্ত -র কোমল রূপ ('হেন বুঝি চিতে', চিতচকোর)। 26)
চারু
(p. 281) cāru বিণ. 1 সুন্দর, মনোরম, সুদর্শন (চারুনেত্র); 2 ললিত, সুকুমার (চারুকলা)। [সং. √চর্ + উ]। ̃ কলা - কলা1 দ্র। বি. ̃ তা। ̃ শীলা বিণ. (স্ত্রী.) সত্স্বভাবা। 156)
চিটা2, চিটে2
(p. 288) ciṭā2, ciṭē2 বিণ. চিটযুক্ত, ঈষত্ চটচটে বা আঠালো। বি. চিটা গুড়। [বাং. চিট + আ, এ]। ̃ গুড় বি. (সচ. তামাক মাখার কাজে ব্যবহৃত) ঘন কালো চটচটে গুড়বিশেষ, কোতরা গুড়। 17)
চাক্ষুষ
চারণ1
চাহা2
চালনি, চালুনি
(p. 281) cālani, cāluni বি. গম আটা ইত্যাদির অখাদ্য বা অসার অংশ ঝেড়ে ফেলার জন্য ছিদ্রবহুল পাত্রবিশেষ; বৃহদাকার ছাকনিবিশেষ। [সং. √চল্ + ণিচ্ + অন + বাং. ই-তু. হি. চালনা]। 169)
চাপড়
(p. 281) cāpaḍ় বি. আলতো চড় বা থাপ্পড় (মাথায় চাপড় মারা) [সং. চপেট]। 112)
চোগা
(p. 297) cōgā বি. ঢোলা বহির্বাসবিশেষ; লম্বা ঢিলা জামাবিশেষ (চোগা চাপকান)। [ফা. চোগা]। 8)
চাপা
(p. 281) cāpā ক্রি. 1 চাপ দেওয়া, ভর দেওয়া, ভার দেওয়া (চেপে বসা, বোঝা হয়ে চেপে থাকা); 2 টেপা (গলা চেপে ধরা); 3 ঢাকা, লুকানো (কথাটা চেপে গেছি); 4 ব্যাপ্ত করা ('পাঞ্চগৌড় চাপিয়া গৌড়েশ্বর রাজা': কৃত্তি.); 5 আরোহণ করা (গাড়ি চেপে যাওয়া, ঘোড়ায় চাপা, মায়ের কোলে চেপে)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 রুদ্ধ (চাপা গলায় কথা); 2 পিষ্ট (গাড়ি চাপা পড়েছে); 3 আবৃত, আচ্ছাদিত (জায়গাটা কাঁটা ঝোপে চাপা); 4 অস্পষ্ট, অনুচ্চ (চাপা সুর); 5 গুপ্তভাবে রচিত বা প্রচলিত (চাপা গুজব); 6 টোল-খাওয়া, বসে-যাওয়া (মেরুদেশ কিঞ্চিত্ চাপা); 7 অব্যক্ত, প্রকাশ করে না এমন (চাপা দুঃখ); 8 মনের কথা সহজে প্রকাশ করে না এমন (চাপা স্বভাবের লোক)। [সং. √চপ্ + বাং. আ]। চাপা দেওয়া ক্রি. বি. 1 ঢাকা দেওয়া বা ভার চাপানো (কাগজটা চাপা দাও); 2 গোপন করা (একথা চাপা দেওয়া যাবে না)। চাপা পড়া ক্রি. বি. 1 ঢেকে যাওয়া (লতাপাতায় চাপা পড়েছে); 2 স্মরণ বা আলোচনার বাইরে থাকা (আমার কথাটা চাপা পড়ে গেল); 3 ভারের চাপে পড়া বা পিষ্ট হওয়া (গাড়ির নীচে চাপা পড়েছে)। চেপে ধরা ক্রি. বি. (আল.) বিশেষভাবে অনুরোধ বা পীড়াপীড়ি করা। চেপে যাওয়া বি. ক্রি. না বলে চুপ করে থাকা। চেপে বসা বি. ক্রি. 1 ঠেলে বসা; 2 কায়েম হয়ে বসা, দীর্ঘকালের জন্য বসা; উঠতে না দেওয়া; সম্পূর্ণভাবে অধিকার করা। ̃ চাপি বি. 1 পীড়াপীড়ি; 2 ঢাকাঢাকি; গোপনতা। ̃ চুপি বি. গোপনতা। 119)
চিত্রক৩
(p. 288) citraka3 বিণ. চিত্রাঙ্কনকারী। [সং. √চিত্র্ + অক]। 45)
চার ডবল
(p. 281) cāra ḍabala বিণ. চারগুণ (চার ডবল টাকা খরচ হয়ে গেল); (আল.) অনেক বেশি। [বাং. চার + ডবল ইং. double]। 144)
চখা
(p. 275) cakhā বি. চক্রবাক পাখি। [সং. চক্রবাক]। স্ত্রী. চখি। চকা দ্র। 7)
চূর্ণ
চাপান
(p. 281) cāpāna (উচ্চা চাপান্) বি. 1 কবিগান তরজা প্রভৃতিতে এক পক্ষ অপর পক্ষকে সমাধানের জন্য যে সমস্যা দেয় (তু. কাটান); 2 যা চাপানো হয়। [বাং. √চাপা + আন]। 121)
চুলা-চুলি, (কথ্য) চুলো-চুলি
(p. 294) culā-culi, (kathya) culō-culi বি. 1 পরস্পর চুল ধরে টানাটানি; 2 (আল.) তুমুল ঝগড়া বা দ্বন্দ্ব (সামান্য একটা ব্যাপার নিয়ে যে এমন চুলোচুলি হবে তা কে জানত?)। [বাং. চুল + আ + চুল + ই]। 30)
চোয়াড়
চিরা, চেরা
(p. 290) cirā, cērā ক্রি. 1 বিদারণ করা, বিদীর্ণ করা (বুক চিরে রক্তদান) ফাড়া; 2 লম্বা ফালি করা (কাঠ চেরা)। বি. বিদারণ; ছেদন (কাঠ চেরার কাজ করে)। বিণ. বিদীর্ণ, বিদারিত; ছিন্ন; চিরে বার করা হয়েছে এমন (চেরা কাঠ, দুভাগে চেরা থান কাপড়)। [সং. চীর্ণ + বাং. আ]। ̃ ই বি. 1 বিদারণ; 2 চেরবার মজুরি। ̃ নো ক্রি. অন্যকে দিয়ে বিদারণ করানো; ফাড়ানো। বি. উক্ত অর্থে। 40)
চুরা-নব্বই, চুরা-নব্বুই
(p. 294) curā-nabbi, curā-nabbui বি. বিণ. 94 সংখ্যা বা সংখ্যক। [তু. হি. চৌরানবে]। 22)
চলন2
(p. 281) calana2 বি. 1 প্রচলন, রেওয়াজ (এখন আর এর তেমন চলন নেই); 2 আচরণ (চালচলন); 3 রীতি, ধারা (সাবেকি চলন)। [বাং. √চল্ + অন]। ̃ সই বিণ. কাজ চালানো গোছের, কোনোমতে কাজ চলতে পারে এমন; মাঝামাঝি রকমের। 5)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614706
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227909
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839810
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856844
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us