Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তাগা। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনন্ত
(p. 22) ananta বিণ. অন্তহীন, যার শেষ নেই; অক্ষয়; চিরস্হায়ী। বি. 1 বিষ্ণু; 2 সর্পরাজ শেষনাগ; 3 বলরাম; 4 (বাং.) কনুইয়ের উপরে পরিধেয় বালার মতো অলংকারবিশেষ, তাগা। [সং. ন+অন্ত]। ̃ কাল বি. ক্রি-বিণ. চিরকাল; চিরকাল ধরে। ̃ চতুর্দশী বি. ভাদ্র মাসের শুক্লা চতুর্দশী, হিন্দুদের ব্রতদিবসবিশেষ। ̃ নিদ্রা বি. যে ঘুম ভাঙে না, চিরনিদ্রা; মৃত্যু। ̃ মূল বি. শ্যামালতা, শারিবা, একরকম মূলপ্রধান লতা। ̃ রূপী (-পিন্) বিণ. অসংখ্য আকৃতি আছে এমন। ̃ বি. বিষ্ণু। ̃ শয়ন, ̃ শয্যা বি. 1 মৃত্যু, শেষ শয্যা; 2 ক্ষীরোদসমুদ্রে অনন্তনাগের উপর বিষ্ণুর শয়ন। 13)
আল-কুশি
(p. 104) āla-kuśi বি. হুলের মতো আলযুক্ত লতাগাছ বা তার ফল। [বাং. আল2 + কুশি]। 54)
ওকড়া
(p. 152) ōkaḍ়ā বি. লতাগাছবিশেষ; তার ফল বা পাতা [দেশি]। 10)
ওস্তাগর
(p. 153) ōstāgara বি. 1 নিপুণ কারিগর বা শিল্পী; 2 রাজমিস্ত্রী; 3 দরজি; 4 মুসলমানদের উপাধিবিশেষ। [ফা. উস্তাদ্গর]। 68)
কর্মানু-বন্ধ
(p. 169) karmānu-bandha বি. কাজের প্রয়োজন বা তাগিদ, কাজের বাঁধন। [সং. কর্মন্ + অনুবন্ধ]। 26)
কার্য
(p. 186) kārya বি. 1 কাজ, কর্ম; 2 প্রয়োজন (কোন কার্যে এখানে আগমন?); 3 ফল, উপকার (এতে কোনো কার্য দর্শাবে কি?)। বিণ. কর্তব্য, করণীয় (অবশ্যকার্য)। [সং. √ কৃ + য]। ̃ কর, ̃ কারী (কারিন্) বিণ. উপযোগী; ফলদায়ক। স্ত্রী. ̃ করী, ̃ কারিণী। ̃ করতা, ̃ কারিতা বি. উপযোগিতা, প্রয়োজন সাধনের ক্ষমতা। ̃ কলাপ বি. কাজকর্ম, নানাবিধ কাজ। ̃ কারণ সম্বন্ধ বি. কার্য ও তার কারণের মধ্যে আপেক্ষিক সম্বন্ধ। ̃ কাল বি. চাকরি প্রভৃতির ব্যাপ্তিকাল; প্রয়োজন (কার্যকালে বন্ধুদের দেখা পাওয়া যায় না)। ̃ কুশল বিণ. দক্ষ, কর্মণিপুণ। ̃ ক্রম বি. করণীয় কাজের ক্রমানুযায়ী তালিকা, programme. ̃ ক্ষম বিণ. কাজ করতে সমর্থ; কর্মদক্ষ। ̃ গতিকে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে বা তাগিদে। ̃ ঞ্চাগে অব্য. লিপি, দলিল প্রভৃতির প্রারম্ভিক পাঠবিশেষ, যার অর্থ: কাজের আদেশ দেওয়া হচ্ছে। [সং. কার্যম্ + চ + বাং. আগে]। ̃ ত (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. ফলত, প্রকৃতপ্রস্তাবে; প্রয়োজনের সময়, কার্যকালে। ̃ পরম্পরা বি. ক্রমানুযায়ী কাজ, কাজের ক্রম। ̃ বশত (বর্জি.) বশতঃ অব্য. ক্রি-বিণ. কার্যানুরোধে, কাজের জন্য। ̃ বাহ বি. সভাসমিতিতে আলোচিত বা নির্বাহিত বিষয়সমুহ, proceeding (স.প.)। ̃ সিদ্ধি বি. অভীষ্টলাভ; সাফল্য। কার্যাকার্য বি. কাজ ও অকাজ; বিধেয় ও অবিধেয় কর্ম। কার্যানুরোধে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে, কাজের তাগিদে, কাজের দাবিতে; কাজের জন্য। কার্যান্তর বি. ভিন্ন কর্ম, অন্য কাজ। কার্যোদ্ধার বি. কার্যসিদ্ধি, কাজ সম্পাদন, কাজ হাসিল। কার্যোপলক্ষ্যে ক্রি-বিণ. কাজের জন্য, কাজের উদ্দেশ্যে। 18)
খেঁচকা
(p. 232) khēn̐cakā বি. পিছন দিকে টান; হেঁচকা টান। [তু. হি. খিচনা]। ̃ নো ক্রি. বি. সজোরে টান দেওয়া; ক্রমাগত অনুরোধ জানিয়ে বা তাগাদা দিয়ে বিরক্ত করা। 8)
গতাগত, গতাগতি
(p. 239) gatāgata, gatāgati বি. 1 যাতায়াত; আসা-যাওয়া; 2 জন্ম ও মৃত্যু ('করমবিপাকে গতাগতি পুন পুন': বিদ্যা.)। [সং. গত (=গমন) + আগত, আগতি (=আগমন)]। 8)
গতায়তি, গতায়াত
(p. 239) gatāẏati, gatāẏāta যথাক্রমে গতাগতি ও গতাগত -র রূপভেদ ('এই পথে নিতি কর গতায়তি': চণ্ডী)। 11)
চিন্তা
(p. 290) cintā বি. 1 মনন (ব্যাপারটা একটু চিন্তা করে দেখতে হবে); 2 ধ্যান (ঈশ্বরচিন্তা); 3 স্মরণ (ভালো করে চিন্তা করে দেখো, ঠিক মনে পড়বে); 4 কল্পনা, বিচার, প্রভৃতি মানসিক কাজ, ভাবনা (চিন্তার বিষয়); 5 উদ্বেগ (চিন্তাকুল); 6 ভয়, আশঙ্কা (তোমার কোনো চিন্তা নেই)। [সং. √চিন্ত্ + অ + আ]। চিন্তনীয়, চিন্ত্য বিণ. গুণদোষ বিচার করতে হয় এমন, চিন্তা করতে হয় বা চিন্তা করা উচিত এমন। ̃ কুল, ̃ কুলিত বিণ. চিন্তায় বা উদ্বেগে আকুল (চিন্তাকুল মনে এগিয়ে চললেন)। ̃ গম্য বিণ. চিন্তা করে যা বোঝা যায়, ভাবনাচিন্তা করা যায় এমন (চিন্তাগম্য বিষয়)। ̃ জনক বিণ. ভাবনা বা চিন্তা জন্মায় এমন, চিন্তায় ফেলে এমন। ̃ তীত বিণ. চিন্তা বা ধারণা করা যায় না এমন, চিন্তার অতীত। ̃ ন্বিত বিণ. ভাবনাগ্রস্ত, উদ্বিগ্ন। ̃ পর বিণ. চিন্তামুক্ত, চিন্তিত। ̃ প্রবণ বিণ. চন্তাভাবনা করতে অভ্যস্ত (চিন্তাপ্রবণ মন)। ̃ মগ্ন বিণ. চিন্তায় ডুবে আছে এমন, চিন্তায় বিভোর। ̃ মণি বি. 1 যে মণি অভীষ্ট ফল জোগায়; স্পর্শমণি; 2 ভগবান; 3 ব্রহ্মা; 4 নারায়ণ। ̃ শক্তি বি. চিন্তা করার ক্ষমতা। ̃ শীল বিণ. 1 ভাবুক; 2 চিন্তা করে বিচার করেত সমর্থ (চিন্তাশীল মনীষী)। 16)
তাকত, তাগদ
(p. 373) tākata, tāgada বি. শক্তি, সামর্থ্য; ক্ষমতা (দেখব তোমার তাকত কতখানি)। [আ. তাকত্]। 18)
তাগড়া, তাগড়াই
(p. 373) tāgaḍ়ā, tāgaḍ়āi বিণ. বলিষ্ঠ; লম্বা-চওড়া (তাগড়াই চেহারা)। [হি. তগ্ড়া]। 23)
তাগদ
(p. 373) tāgada দ্র তাকত। 24)
তাগা
(p. 373) tāgā বি. 1 বাহুতে পরবার অলংকারবিশেষ; 2 হাত কোমর প্রভৃতি শরীরের নানা জায়গায় বাঁধবার মন্ত্রপূত তাবিজ, মাদুলি বা সুতো; 3 সরু দড়ি; 4 সর্পাঘাতে ক্ষত স্হানে রক্তচলাচল বন্ধ করার জন্য বাঁধন। [হি. তাগ, তাগা প্রাকৃ. তগ্গ]। 25)
তাগাড়, তাগাড়ি
(p. 373) tāgāḍ়, tāgāḍ়i বি. 1 রাজমিস্ত্রিরা চুন, বালি, সিমেণ্ট প্রভৃতি জলে মিশিয়ে যে-মশলা প্রস্তুত করে বা ওই মশলা প্রস্তুত করবার জন্য যে-কুণ্ড খোঁড়ে; 2 বীজধান তোলবার সময় চষা জমিতে জল সেচন করে যে-কাদা তৈরি করা হয়। [তুর. তগার্]। 26)
তাগাদা
(p. 373) tāgādā বি. 1 বারবার অনুরোধ, কিছু পাবার জন্য বারবার দাবি (টারাব তাগাদা, লেখার জন্য তাগাদা); 2 স্মরণ করিয়ে দেওয়া। [আ-তকাজা] 27)
তাগারি
(p. 373) tāgāri বি. 1 তাগাড়ি; 2 বড় গামলাবিশেষ। [তাগাড় দ্র]। 28)
তাগিদ
(p. 373) tāgida বি. 1 বারবার অনুরোধ বা দাবি, তাগাদা; 2 প্রেরণা, উত্সাহ (অন্তরের তাগিদ); 3 জরুরি প্রয়োজন (তাড়াতাড়ি পৌঁছনোর তাগিদ আছে)। [আ. তাকিদ্]। 29)
তাড়া৩
(p. 373) tāḍ়ā3 বি. 1 তাগিদ, ব্যস্ততা (কাজের তাড়ায় সব ভুলে যাচ্ছে); 2 প্রয়োজন, শীঘ্রতার প্রয়োজন (এখন আর আমার তেমন তাড়া নেই); 3 শীঘ্র করবার জন্য পীড়াপীড়ি (এত তাড়া দিচ্ছ কেন?)। [সং. ত্বরা]। 47)
ত্বরা
(p. 387) tbarā বি. 1 দ্রুততা; 2 ব্যস্ততা, তাড়া; 3 দ্রুততার প্রয়োজন, তাগাদা (কোনো ত্বরা নেই)। [সং. √ ত্বর্ + অ + আ]। ̃ য় ক্রি-বিণ. দ্রুত, শীঘ্র, সত্বর (ত্বরায় এসো)। 62)
ধাগা
(p. 433) dhāgā বি. 1 কাঁথা, তোশক প্রভৃতি সেলাইয়ের উপযোগী মোটা সুতো; 2 মোটা সুতোর সেলাই। [হি. তাগা, ধাগা (=সুতো)]। 24)
বাজু
(p. 595) bāju বি. 1 তাগাজাতীয় হাতের গয়নাবিশেষ; 2 বাহু (বাজুবন্ধ); 3 পার্শ্ব; side; 4 খাটের পাশের কাঠ; 5 দরজার চৌকাঠের দুই পাশের কাঠ। [ফা. বাজু]। ̃ বন্ধ বি. তাগাজাতীয় বাহুর অলংকার। 23)
বিপাক
(p. 619) bipāka বি. 1 দুর্ভোগ, সংকট, বিড়ম্বনা (ভারী বিপাকে পড়েছে লোকটি, দৈববিপাক); 2 (জীব.) দেহে খাদ্যের পরিণাম, metabolism (বি. প.); 3 পরিপাক, জীর্ণকরণ; 4 (সং.) (এই জন্মের বা জন্মান্তরের) কর্মফল ('করমবিপাকে গতাগতি পুনপুন')। [সং. বি + √ পচ্ + অ]। বিপাকীয় বিণ. বিপাক সম্বন্ধীয়, metabolic. 18)
মেখলা
(p. 714) mēkhalā বি. 1 কটিভূষণ, চন্দ্রহার গোট প্রভৃতি অলংকার; কোমরের তাগা; 2 খড়্গাদির মুখের চামড়ার বেষ্টনী। [সং. √ মি + খল + আ]। 32)
যখন
(p. 722) yakhana ক্রি-বিণ. 1 যে সময়ে (যখন আসবে তখন দেব); 2 যেহেতু (দেরি যখন হলই তখন কথাটা শুনেই যাও)। [সং. যত্ক্ষণ]। ̃ ই, যখনি ক্রি-বিণ. যেইমাত্র (যখনই খিদে পাবে তখনই খেয়ে নেবে)। কার বিণ. যেসময়ের (যখনকার কাজ তখন করবে। যখনকার যা তখনকার তা সময়ের কাজ সময়ে করা উচিত। যখনতখন ক্রি-বিণ. 1 সময়-অসময় বিচার না করে (যখনতখন তাগাদা দেয়); 2 ঘনঘন, প্রায়ই (যখন-তখন জ্বর আসছে)। যখন যেমন তখন তেমন অবস্হানুযায়ী আচরণ বা ব্যবস্হা। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535028
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140555
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730819
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943023
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883618
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696705
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603097

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us