Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তাহারা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্ক
(p. 8) aṅka বি. 1 চিহ্ন; রেখা; 2 কলঙ্ক; 3 (গণি.) রাশি, number, digit, figure (বি. প.); আঁক; সংখ্যা; গণনা: 4 পরিমাণ (টাকার অঙ্ক, মুনাফার অঙ্ক); 5 ক্রোড়, কোল (মাতৃঅঙ্কে শিশু); 6 নাটকের পরিচ্ছেদ বা বিভাগ, act; 7 (প্রাণি.) উদর বা পেশি বা অস্হির উদ্গত বা ন্যুজ্বাকৃতি অংশ; 8 (উদ্ভি.) পাতার উপরিভাগ, venter (বি. প.)। [সং. √ অঙ্ক্+অ]। অঙ্ক করা, অঙ্ক কষা ক্রি. বি. আঁক কষা, হিসাব করা, গণনা করা। ̃ .গত বিণ. ক্রোড়াস্হিত। ̃ .দেশ বি. ক্রোড়, কোল; (উদ্ভি.) পাতার উপরিস্হ তল, ventral surface (বি.প.)। ̃ .পাত বি. সংখ্যা স্হাপন; চিহ্নিতকরণ ('চাপরাসী তাহার বাহুতে সেই মৃত্তিকাদ্বারা কি অঙ্কপাত করিতেছে': সঞ্জী.)। ̃ পাতন বি. (গণি.) প্রতীক চিহ্নের দ্বারা অঙ্ক লিখন, notation (বি.প.)। ̃ .বাচক বিণ. সংখ্যা নির্দেশক, cardinal (বি.প.)। ̃ বিত্, ̃ বিদ বি. গণিতজ্ঞ ব্যক্তি। ̃ .বিদ্যা বি. গণিতশাস্ত্র। ̃ .লক্ষ্মী বি. 1 অঙ্কস্হিতা লক্ষ্মী; 2 পত্নী। ̃ .শায়ী বিণ. কোলে শয়নকারী। স্ত্রী. ̃ শায়িনী। ̃ শাস্ত্র বি. গণিতবিদ্যা, গণিতশাস্ত্র। ̃ স্হিত বিণ. 1 কোলে অবস্হিত; 2 অতি নিকটবর্তী। 26)
অনু-চর
(p. 25) anu-cara বি. বিণ. 1 সহচর, সঙ্গী; 2 অনুগমনকারী; 3 ভৃত্য, ('তাহার কত অনুচর, কত ভক্ত': শরত্)। [সং. অনু + √ চর্ + ইন্]। 83)
আহার
(p. 111) āhāra বি. 1 খাদ্যগ্রহণ, ভোজন; 2 খাদ্য (আহার জোটানো); 3 আহরণ, সংগ্রহ। [সং. আ + √ হৃ + অ]। আহারবিহার বি. ভোজন ও ভ্রমণ; খাওয়াদাওয়া। আহারান্ত বি. আহারের বা ভোজনের শেষ। আহারার্থী (-র্থিন্) বিণ. বি. ভোজন করতে ইচ্ছুক, খেতে চায় এমন (ব্যক্তি)। আহারী (-রিন্) বিণ. 1 ভোজনকারী (মিতাহারী); 2 প্রচুর আহার করতে পারে এমন। আহারীয় বিণ. ভোজনের যোগ্য। 20)
ইস্তাহার
(p. 116) istāhāra বি. বিজ্ঞপ্তি; প্রচারপত্র; বিজ্ঞাপন। [আ. ইশ্তিহার]। 43)
ঘোষণ, ঘোষণা
(p. 272) ghōṣaṇa, ghōṣaṇā বি. 1 সর্বসাধারণকে জানানো, বিজ্ঞপ্তি প্রচার; 2 উচ্চ শব্দ। [সং. √+ ঘুষ্ + অন, + আ]। ঘোষ-পত্র, ঘোষণা-পত্র বি. বিজ্ঞাপন, ইস্তাহার। 22)
ঝাঁপা৩
(p. 336) jhām̐pā3 ক্রি. (প্রা. বাং.) 1 মনে পড়া ('তাহার রূপ সদা মনে ঝাঁপে গো': চণ্ডী); 2 (প্রা. বাং.) ক্ষেপণ করা ('হাতে লই জাল তুরিতে ঝাঁপায় তারে': চণ়্ডী); 3 আচ্ছাদন করা, ঢাকা ('বদন ঝাঁপিব বাসে': জ্ঞান.)। [প্রাকৃ. √ ঝংপ + বাং. আ]। 19)
তঁহি
(p. 363) tam̐hi (অব্য.) (ব্রজ. ও প্রা. বাং) 1 সেখানে; 2 সে; 3 তা, তাহা; 4 তাতে, তাহাতে। [সং. তস্মিন্]। 8)
তদনু-রূপ
(p. 365) tadanu-rūpa বিণ. সেইরকম, সেইরূপ, তাদৃশ, তার মতো, তত্তুল্য (তদনুরূপ চারিত্রিক দৃঢ়তা আর দেখিনি)। ক্রি-বিণ. সেইমতো, সেইরূপভাবে, তদনুসারে (তাহারা তদনুরূপ করিল)। [সং. তদ্ + অনুরূপ]। 20)
তদন্তর
(p. 365) tadantara ক্রি-বিণ. তারপর (তদন্তর বহুদিন তাহাদের সাক্ষাত্ হয় নাই)। [সং. তদ্ + অন্তর]। 23)
তাও2
(p. 373) tāō2 সর্ব. তাহাও, ওটিও, উহাও (সেই যে কলমটা? তাও চুরি হয়ে গেছে)। অব্য. তবুও (অনেক অনুরোধ করেছি, তাও এল না)। [সং. তদ্ বাং. তাহা + ও]। 4)
তাকর
(p. 373) tākara সর্ব. (ব্রজ.) তার, তাহার। [ সং. তত্]। 19)
তার-পর
(p. 375) tāra-para ক্রি-বিণ. পরে, অতঃপর, তার পরে। অব্য. অতঃপর। [ বাং. তাহার + পর]। 66)
তাহা
(p. 375) tāhā সর্ব. (সাধু ভাষায় ও কাব্যে) সেই বস্তু বা বিষয়, তা (সে কী চায় তাহা আমি জানি না)। [সং. তদ্]। ̃ ই সর্ব. সেই বস্তুই বা সেই কাজই, তাই। ̃ কে, (পদ্যে) ̃ রে সর্ব. (দ্বিতীয়া বিভক্তি) তাকে, সেই ব্যক্তিকে। ̃ তে সর্ব. (7মী) 1 তার মধ্যে (তাহাতে কী কী ছিল?); 2 তার জন্য, সেই কারণে (তাহাতে ক্ষতি কী?); 3 তা শুনে, তার ফলে, সেই প্রসঙ্গে (তাহাতে আমি এই কথা বলিলাম); 4 তার সঙ্গে (তাহাতে আমাতে সদ্ভাব নাই); 5 তা দিয়ে, তার দ্বারা (তাহাতে কি আমার অভাব ঘুচিবে?)। সমু. অব্য. 1 তথাপি, তা সত্ত্বেও (যদি না পার তাহাতে ক্ষতি নাই); 2 পক্ষান্তরে, আবার, তার উপর (একে ধনী, তাহাতে উচ্চপদস্হ)। ̃ দিগকে, ̃ দের সর্ব. (2য়া বহুবচন) সেই ব্যক্তিদের বা সেই বস্তুগুলিকে (তাহাদিগকে জানাইয়া দাও)। ̃ র বি. সর্ব. (6ষ্ঠী) সেই ব্যক্তির, বস্তুর বা বিষয়ের। 111)
তেঁ1
(p. 375) tē1 সর্ব. (প্রা. বাং.) তারা, তাহারা ('তেঁ সহ্মে চোরায়ল': শ্রীকৃ.)। [সং. তে]। 263)
ধস্তা-ধস্তি
(p. 433) dhastā-dhasti বি. 1 পরস্পরের প্রতি টানাটানি, হাতাহাতি; 2 দলবদ্ধভাবে হাতাহাতি, টানাটানি বা বলপ্রয়োগ (দূরে দাঁড়িয়ে সেই ধস্তাধস্তি দেখতে লাগলাম); 3 দরকষাকষি (দোকানদারের সঙ্গে দাম নিয়ে ধস্তাধস্তি)। [দেশি]। 13)
নিয়ত2
(p. 461) niẏata2 বিণ. 1 অপরিবর্তনীয় (বিধাতার নিয়ত বিধান); 2 স্হির; 3 নিয়মিত (নিয়ত যোগাভ্যাস করা); 4 সংযত। ক্রি-বিণ. 1 সর্বদা ('এ কথা নিয়ত স্মরি'); 2 প্রত্যহ, প্রায় (নিয়ত আসে যায়)। [সং. নি + √ যম্ + ত]। নিয়তাচার বি. নিয়মিত বা অপরিবর্তনীয় আচার-অনুষ্ঠান। বিণ. নিয়মিতভাবে শাস্ত্রীয় অনুষ্ঠানাদি পালন করে এমন। নিয়তাত্মা (-ত্মন্) বিণ. সংযমী। নিয়তাশন, নিয়তাহার বিণ. মিতাহারী। বি. নিয়মিত ও পরিমিত ভোজন। 111)
প্রচার
(p. 538) pracāra বি. 1 প্রচলন; 2 সকলের অবগতির জন্য সবিশেষ বিজ্ঞপ্তি (ধর্মপ্রচার, সংবাদপ্রচার); 3 রটনা (কথাটাকে প্রচার করে বেড়িয়ো না); 4 প্রকাশ। [সং. প্র + √ চর্ + অ]। ̃ ক বিণ. প্রচারকারী। ̃ ণ, ̃ ণা বি. প্রচারের কাজ; প্রচার। প্রচারিত বিণ. প্রচার করা হয়েছে এমন। ̃ পত্র বি. ইস্তাহার বা ঘোষণাপত্র। ̃ মাধ্যম বি. যার মাধ্যমে প্রচার করা হয়, প্রচারযন্ত্র, গণমাধ্যম-অর্থাত্ রেডিয়ো, সংবাদপত্র, টেলিভিশন ইত্যাদি। ̃ যন্ত্র বি. প্রচারমাধ্যম -এর অনুরূপ। 16)
বাত1
(p. 596) bāta1 বি. 1 কথা, বাক্য ('শুনিতে তাহারি বাত': চণ্ডী); 2 (বিদ্রুপে) গালভরা কথা, বড়ো বড়ো কথা (আর বাত দিয়ো না); 3 খবর, সংবাদ ('ঘরে বসে পুছে বাত': খ. ব.)। [সং. বার্তা]। 33)
বাসা2
(p. 605) bāsā2 ক্রি. 1 মনে করা (তাহারে বেসেছি ভালো, 'নিমিখে শতেক যুগ হারাই হেন বাসি': বৈ. প.); 2 বোধ করা, অনুভব করা (লাজ বাসি মনে, এখন কেমন বাসছ?); 3 ভালোবাসা ('তুমি অবসর মতো বাসিয়ো': রবীন্দ্র)। [সং. √ বস্ + বাং. + আ]। 17)
বাহু
(p. 605) bāhu বি. 1 ভুজ, কাঁধ থেকে হাতের আঙুল পর্যন্ত দেহাংশ; 2 (জ্যামি.) চতুর্ভুজ ত্রিভুজ প্রভৃতির পার্শ্বরেখা। [সং. √ বাধ্ + উ]। ̃ ডোর বি. প্রীতি বা সোহাগ জানাতে দুই হাতে মালার মতো ঘিরে রাখা অবস্হা, বাহুবন্ধন। ̃ ত্র, ̃ ত্রাণ বি. যোদ্ধাদের হাতকে রক্ষা করার জন্য বর্মবিশেষ। ̃ বন্ধ বি. বাহুতে পরিধেয় গহনাবিশেষ, বাজুবন্ধ। ̃ বন্ধন বি. আলিঙ্গন। ̃ বল বি. গায়ের জোর। ̃ মূল বি. বগল, কক্ষ। ̃ যুদ্ধ বি. 1 কুস্তি, মল্লযুদ্ধ; 2 হাতাহাতি। ̃ লতা বি. (সচ. নারীর) লতার মতো কোমল ও সুন্দর বাহু। 52)
বিজ্ঞাপন
(p. 611) bijñāpana বি. 1 দূরদর্শন, প্রাচীরপত্র, সংবাদপত্র ইত্যাদির সাহায্যে সাধারণ লোকের কাছে প্রচার, advertisement; 2 নিবেদন; 3 বিজ্ঞপ্তি, notice; 4 ইস্তাহার। [সং. বি + জ্ঞাপন]। বিজ্ঞাপনী বি. বিজ্ঞাপনপত্র, ইস্তাহার। বিজ্ঞাপনীয় বিণ. জানাবার যোগ্য; প্রচার করতে হবে এমন। বিজ্ঞাপিত বিণ. 1 বিজ্ঞাপন দ্বারা ঘোষিত বা প্রচারিত; 2 নিবেদিত, প্রকাশিত। 51)
বেইজ্জত
(p. 633) bēijjata বিণ. 1 ইজ্জত, শ্লীলতা বা সম্মান নষ্ট হয়েছে এমন; 2 অপমানিত, অপদস্হ। বি. সম্মানহানি; শ্লীলতাহানি। [ফা. বে + আ. ইজ্জত্]। বেইজ্জতি বি. সম্মানহানি; শ্লীলতাহানি। 99)
ব্যতি-হার
(p. 648) byati-hāra বি. 1 বিনিময়, পরিবর্ত; 2 একাধিক ব্যক্তির যুগপত্ একই আচরণ। [সং. বি + অতি + √ হৃ + অ]। ব্যতিহার বহুব্রীহি বি. (ব্যাক.) সমাসবিশেষ যাতে পরস্পর ক্রিয়াবিনিময় বোঝায়; যথা-লাঠালাঠি, হাতাহাতি। 18)
মলিন
(p. 688) malina বিণ. 1 ময়লাযুক্ত, অপরিচ্ছন্ন (মলিন বস্ত্র, মলিন বেশ); 2 উজ্জ্বল বা ফরসা নয় এমন ('মলিন আলোয় আমি তাহাদের দেখিলাম': জী. দা.); 3 কলঙ্কিত (ধুলিমলিন, মলিন চরিত্র, মলিন জীবন); 4 বিষন্ন, ম্লান (মলিন মুখ) 5 মোহাচ্ছন্ন (বুদ্ধি মলিন হওয়া) [সং. √ মল্ + ইন্]। বি. ̃ তা, ̃ ত্ব, মালিন্য, মলিনিমা। স্ত্রী. মলিনা। 3)
মল্ল
(p. 688) malla বি. কুস্তিগির, পালোয়ান। [সং. √ মল্ল্ + অ]। ̃ ভূমি বি 1 যে স্হানে কুস্তি লড়া হয়, মল্লগণের রণস্হল; 2 বাঁকুড়ার বিষ্ণুপুর ও তত্সন্নিহিত স্হানের প্রাচীন নাম। ̃ যুদ্ধ বি. 1 বাহুযুদ্ধ হাতাহাতি লড়াই; 2 কুস্তি। 4)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535176
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140643
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730951
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943153
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838524
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603114

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us