Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তেঁ1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তেঁ1 এর বাংলা অর্থ হলো -

(p. 375) tē1 সর্ব. (প্রা. বাং.) তারা, তাহারা ('তেঁ সহ্মে চোরায়ল': শ্রীকৃ.)।
[সং. তে]।
263)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তে1
(p. 375) tē1 বিণ. (প্রা. বাং.) সেই (তেকারণ)। [সং. তদ্]। 251)
তুলট1
(p. 375) tulaṭa1 বিণ. তুলা থেকে প্রস্তুত (তুলট কাগজ)। বি. তুলা থেকে প্রস্তুত কাগজ (তুলটে লেখা পুঁথি)। [সং. তূল + বাং. ট]। 217)
তরশু
(p. 367) taraśu বি. ক্রি-বিণ. 1 গত পরশুর আগের দিন; 2 আগামী পরশুর পরদিন। [সং. তত্পরশ্বঃ বা পরতর + শ্বঃ (পর বর্জিত) = তরশ্বঃ তরশু]। 112)
তৈয়ার, তৈয়ারি, তৈরি
তার৫
তাল2
(p. 375) tāla2 বি. 1 (সংগীতে) সময়ের বিভাগ বা মাত্রা (তালে তালে নৃত্য); 2 করতলে করতলে আঘাত (তাল দেওয়া); 3 সদম্ভে নিজে বাহু বা ঊরুতে চাপড় (তাল ঠোকা)। [সং. √ তল্ + অ]। তাল কাটা ক্রি. বি. (সংগীতে) তাল ভঙ্গ হওয়া, সময়ের মাত্রার সামঞ্জস্যহানি হওয়া। তাল ঠুকে লাগা ক্রি. বি. স্পর্ধা বা সাহসের সঙ্গে কাজ আরম্ভ করা। তাল ঠোকা ক্রি. বি. বাহুতে বা ঊরুতে চাপড় মেরে আস্ফালন করা বা অপরকে দ্বন্দ্বে আহ্বান করা। তাল রাখা ক্রি. 1 অন্যের বেগ বা গতির সঙ্গে নিজের বেগ বা গতির সমতা রক্ষা করা; 2 অন্যের কাজের সঙ্গে নিজের কাজের সংগতি রাখা। ঢিমা তাল বি. 1 সংগীতের বিলম্বিত বা ধীরগতির তাল; 2 (আল.) দীর্ঘসূত্রতা। ̃ কানা বিণ. 1 (সংগীতে) তালজ্ঞানহীন; 2 (আল.) ভালো-মন্দ কাণ্ডজ্ঞানহীন। ̃ ভঙ্গ বি. (সংগীতে) সময়ের বিভাগ বা মাত্রার সামঞ্জস্যহানি। 82)
তন্মনস্ক, তন্মনা, (বর্ত. বিরল) তন্মনাঃ
(p. 367) tanmanaska, tanmanā, (barta. birala) tanmanāḥ বিণ. একাগ্রচিত্ত, তদ্গতচিত্ত, অভিনিবিষ্ট (তন্মনস্ক হয়ে লিখছে)। [সং. তদ্ + মনস্ক, মনস্, বাং. মনা]। 27)
তর-মুজ
(p. 367) tara-muja বি. ফুটিজাতীয় বড় গোলাকার এবং লাল শাঁসযুক্ত সরস ফলবিশেষ, water-melon. [ফা. তরবুজ]। 110)
তিমিত
(p. 375) timita বিণ. 1 সিক্ত, ভেজা; 2 নিশ্চল, স্হির; 3 স্হিমিত, প্রায় নিভে আসছে এমন (তিমিত আলো)। [সং. √ তিম্ + ত]। 135)
তিরি
তপস্যা
(p. 367) tapasyā বি. তপ, যোগ, ব্রত; পাপক্ষয় স্বর্গলাভ ব্রহ্মজ্ঞান জ্ঞানার্জন ইত্যাদি কোনো মহত্ উদ্দেশ্যে কঠোর সাধনা। [সং. তপস্ + য + অ + আ (স্ত্রী.)]। 38)
তুলা2, তোলা
(p. 375) tulā2, tōlā ক্রি. 1 উত্তোলন করা, উঠানো, উঁচু করা (মাটি থেকে তোলা); 2 উন্নীত করা (জাতে তোলা); 3 শুনানো (কথাটা তার কানে তুলতে হবে); 4 উত্থাপন করা (প্রসঙ্গ তোলা); 5 খুঁটে সংগ্রহ করা (শাক তোলা); 6 উত্পাটন করা (দাঁত তোলা); 7 সংগ্রহ করা (চাঁদা তোলা); 8 অপসারিত করা (দাগ তোলা); 9 নির্মাণ করা (ঘর তোলা, দালান তোলা); 1 তীব্রতর করা (তান তোলা, সুর তোলা, গলা তোলা); 11 সৃষ্টি করা (আওয়াজ তোলা); 12 সূচিকর্মের সাহায্যে অঙ্কিত করা (রুমালে ফুল তোলা); 13 উচ্ছেদ করা (বাড়ি থেকে ভাড়াটে তোলা); 14 গাড়িতে চাপানো (তাকে গাড়িতে তুলে দিয়ে এলাম); 15 বমি করা (ছেলেটা দুধ তুলছে); 16 খাটানো (নৌকার পাল তোলা); 17 সম্পর্কের উল্লেখ করে গাল দেওয়া (বাপ তোলা); 18 ত্যাগ করা, নিঃসৃত করা (হাই তোলা); 19 চয়ন করা (ফুল তোলা); 2 গুছিয়ে রাখা (বই তোলা, বিছানা তোলা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ তুল্ + বাং. আ]। ̃ নো ক্রি. অন্যের দ্বারা তোলার কাজ করানো। বি. বিণ. উক্ত অর্থে। তুলে দেওয়া ক্রি. বি. 1 ঘুম থেকে জাগিয়ে দেওয়া; 2 কোনো স্হান থেকে সরিয়ে দেওয়া; 3 উঠিয়ে দেওয়া। তুলে ধরা ক্রি. বি. 1 উত্তোলিত করা (বাক্সটা একটু তুলে ধরো); 2 প্রকাশ বা প্রচার করা (বক্তব্য তুলে ধরা)। তুলে নেওয়া ক্রি. বি. প্রত্যাহার করা (বন্ধ্ তুলে নেওয়া হয়েছে)। 224)
তদ্ভব, তদ্-ভব
(p. 367) tadbhaba, tad-bhaba বিণ. 1 তা থেকে উত্পন্ন; 2 (ব্যাক.) সংস্কৃত থেকে উত্পন্ন, কিন্তু প্রাকৃত ভাষায় এবং তা থেকে বাংলা ভাষায় ক্রমশ পরিবর্তিত রূপে প্রচলিত-যেমন বাং. হাত প্রাকৃ. হত্থ সং. হস্ত। [সং. তদ্ + √ ভূ + অ]। 4)
তগর
(p. 364) tagara বি. টগর ফুল বা তার গাছ। [সং. ত + √ গৃ + অ]। 3)
তমঃ
(p. 367) tamḥ (-মস্) বি. 1 অন্ধকার; 2 প্রকৃতির তৃতীয় বা নিকৃষ্টতম গুণ, তমোগুণ, তামসিক ভাব; 3 মোহ (তমোযুক্ত মন); 4 অজ্ঞান, বোধহীনতা। [সং. তম্ + অস্]। 66)
তোকে
(p. 387) tōkē সর্ব. 'তুই' শব্দের 2য়া ও 4র্থীর একবচনের রূপ। 6)
তালব্য
(p. 375) tālabya বিণ. 1 তালু থেকে উচ্চারিত (তালব্য ধ্বনি); 2 তালুসম্বন্ধীয়। [সং. তালু + য]। তালব্য বর্ণ তালু থেকে উচ্চারিত ধ্বনির প্রতীক বর্ণ অর্থাত্ ই, ঈ, এ, চ, ছ, জ, ঝ, ঞ, য়, শ। 91)
ত্র্যঙ্গুল
(p. 391) tryaṅgula বিণ. তিন আঙুল পরিমিত। [সং. ত্রি + অঙ্গুলি]। 12)
ত্রাস
(p. 387) trāsa বি. ভয়, শঙ্কা। [সং. √ ত্রস্ + অ]। ̃ জনক বিণ. ভীতিজনক, ভয়ংকর। ̃ ন বি. ভীতিসঞ্চার। ত্রাসিত বিণ. ভীত করা হয়েছে এমন, আতঙ্কিত, যাকে ভয় দেখানো হয়েছে এমন। স্ত্রী. ত্রাসিতা। 88)
তেজস্বান, (-স্বত্), তেজস্বী (-স্বিন্)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535054
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140574
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730848
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943044
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883621
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838503
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696716
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603100

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us