Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তিরের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অংশু
(p. 1) aṃśu বি. 1 কিরণ, রশ্মি, প্রভা; 2 আঁশ, তন্তু, সুতোর সূক্ষ্ম অংশ। [সং. অন্শ্+উ]। ̃ ক বি. বস্ত্র, সূক্ষ্ম বস্ত্র; রেশম পাট ইত্যাদিতে প্রস্তুত বস্ত্র (চীনাংশুক)। ̃ জাল বি. কিরণরাশি, কিরণমালা। ̃ ধর বি. অংশুর ধার; সূর্য। ̃ মতী বিণ. (স্ত্রী) কিরণময়ী, জ্যোতির্ময়ী। ̃ মান (-মত্) 1 সূর্য; 2 সূর্যবংশীয় সগর রাজার পৌত্র। ̃ মালা বি. রশ্মিজাল, কিরণমালা। ̃ মালী (-লিন্) বি. সূর্য। ̃ ল বিণ. কিরণময়, কিরণবিশিষ্ট। 14)
অণীক
(p. 14) aṇīka বি. বাণ বা তিরের লোহার তৈরি অগ্রভাগ। [বৈদিক সং.]। 5)
অনি-বার্য
(p. 25) ani-bārya বিণ. 1 নিবারণ করা বা রোধ করা সম্ভব নয় এমন (জীবনে দুঃখকষ্ট একরকম অনিবার্য, অনিবার্য কারণে); 2 প্রতিহত বা প্রতিরোধ করা যায় না এমন (অনিবার্য গতি, অনিবার্য বেগ)। [সং. ন + নি + √ বৃ + ণিচ্ + য]। 36)
অন্তর্ধান
(p. 34) antardhāna বি. তিরোধান; অদৃশ্য হওয়া। [সং. অন্তর্ + √ ধা + অন]। বিণ. অন্তর্হিত। 4)
অন্তর্হিত
(p. 34) antarhita বিণ. তিরোধান করেছে এমন; অদৃশ্য হয়ে গেছে বা দৃষ্টির অগোচরে চলে গেছে এমন। [সং. অন্তর্ + √ ধা + ত]। বি. অন্তর্ধান। 27)
অপ্রকট
(p. 40) aprakaṭa বিণ. গোপন, অপ্রকাশিত; অন্তর্হিত, তিরোহিত। [সং. ন + প্রকট]। অপ্রকট হওয়া ক্রি. বি. (ধার্মিক পুরুষ বা মহাপুরুষদের সম্বন্ধে) দেহত্যাগ করা, মারা যাওয়া। অপ্রকটিত বিণ. অপ্রকাশিত, গোপন; গুপ্ত। 50)
অপ্রতি-রোধ্য
(p. 42) aprati-rōdhya বিণ. প্রতিরোধ করা বা নিবারণ করা বা এড়ানো যায় না এমন (অপ্রতিরোধ্য বাসনা)। [সং. ন + প্রতিরোধ্য (প্রতি + √ রুধ্ + য)। 3)
অসম্বাধ
(p. 70) asambādha বিণ. 1 বাধাহীন, অবাধ; 2 সংঘর্ষহীন; 3 অপ্রতিরোধ্য, বাধা দেওয়া যায় না এমন। [সং. ন + সম্বাধা]। 34)
আড়৫
(p. 85) āḍ়5 বি ণ. তেরছা, বাঁকা, তির্যক (আড়চোখে তাকানো)। বি. দেহের বা উচ্চারণের জড়তা (কথার আড়)। [সং. অরাল; তু. হি. আড়]। আড় ভাঙা ক্রি. বি. 1 সোজা করা; 2 (দেহের বা উচ্চারণের) জড়তা দূর করা। আড় হওয়া ক্রি. বি. কাত হয়ে শোয়া বা দাঁড়ানো। ̃ কোলা বিণ. পাঁজাকোলা, শিশুকে দুধ খাওয়ানোর সময় বা তাকে যেভাবে কোলে শোয়ানো হয় সেইভাবে শায়িত। ̃ খেমটা বি. সংগীত নৃত্য প্রভৃতির তালবিশেষ। ̃ ঘোমটা বি. আধাআধি টানা ঘোমটা, অর্ধ-অবগুণ্ঠন। ̃ চোখ, ̃ নয়ন বি. কটাক্ষ, চোরা-চাহনি। ̃ পাগলা বিণ. আধপাগল, পাগলাটে। ̃ মোড়া বি. শরীর সোজা করে আড়ষ্টতা ও জড়তা ভাঙা। ̃ বাঁশি বি. আড়ভাবে বা আড়াআড়িভাবে ধরে যে বাঁশি বাজাতে হয়। 80)
আলোক
(p. 106) ālōka বি. 1 দীপ্তি, জ্যোতি, প্রভা বা উজ্জ্বলতা, যার সাহায্যে সমস্ত কিছু দৃশ্যমান হয়; 2 কিরণ (সূর্যালোক)। [সং. আ + √লোক্ + অ]। ̃ চিত্র বি. ফোটোগ্রাফ। ̃ চ্ছটা বি. আলোকরশ্মি। ̃ পাত বি. জ্ঞানের আলো নিক্ষেপ, অজানা তথ্যাদি পরিবেষণ (এ বিষয়ে আলোকপাত করুন)। ̃ বর্ষ বি. (জ্যোতি.) এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে, light year. ̃ বিজ্ঞান বি. আলোক ও দৃষ্টিসম্বন্ধীয় তত্ত্ব, দৃষ্টিবিজ্ঞান, optics. ̃ লতা বি. পরগাছাবিশেষ। ̃ শক্তি বি. শক্তিরূপ আলোক, শক্তিতে রূপান্তরিত বা শক্তি হিসাবে ব্যবহৃত আলোক, light energy. ̃ সংকেত বি. জাহাজ বিমানপোত প্রভৃতিকে আলো দেখিয়ে পথের নিশানা জানাবার বিশেষ ব্যবস্হা, beacon. ̃ সজ্জা বি. আলো বা প্রদীপ জ্বেলে মণ্ডপসজ্জা। ̃ সপ্পাত বি. সিনেমা থিয়েটায় ইত্যাদিতে নানা কোণ থেকে নানাভাবে আলো ফেলবার কৌশল। ̃ স্তম্ভ বি. (সচ. সমুদ্রতীরে) জাহাজকে আলো দেখাবার জন্য স্হাপিত উঁচু বাতিঘর, light house. আলোকিত বিণ. আলোকের দ্বারা উজ্জ্বল বা দীপ্তিমান; দীপ্ত, উদ্ভাসিত। আলোকোজ্জ্বল বিণ. উদ্ভাসিত, দীপ্ত। 59)
উদর
(p. 126) udara বি. 1 পেট, জঠর (উদরপূর্তি); 2 অভ্যন্তর (পর্বতোদরে)। [সং. উত্ + √ ঋ + অ]। ̃ পরায়ণ. &tilde সর্বস্ব বিণ. পেটুক, খাওয়াই যার প্রধান কাজ, ঔদরিক। ˜ সাত্ বিণ. খেয়ে ফেলা হয়েছে এমন, ভক্ষিত। উদরাধ্মান বি. পেটফাঁপা। উদরান্ন বি. পেটের ভাত। উদরাময় বি. পেটের অসুখ। উদরী বি. পেটের স্ফীতিরোগ, যাতে পেটে জল জমে, dropsy.
কুল-কুণ্ডলিনী
(p. 199) kula-kuṇḍalinī বি. (তন্ত্রশাস্ত্র ও যোগশাস্ত্রমতে) দেহমধ্যে মূলাধার পদ্মে অর্থাত্ অধোমুখে, তিনটি বেষ্টনে কুণ্ডলীভাবে বিরাজিত জীবগণের পরমাশক্তি বা শিবশক্তি; এই শক্তি জীবগণের নিশ্বাস-প্রশ্বাসের মধ্যে জীবনদায়ী শক্তিরূপে বিরাজ করে। [সং. কুল2 কুণ্ডলিনী]। 29)
কৌমার
(p. 210) kaumāra বি. 1 পঞ্চম থেকে দশম (তান্ত্রিকমতে ষোড়শ) বর্ষ পর্যন্ত অবস্হা; 2 অবিবাহিত অবস্হা। বিণ. কুমারসম্বন্ধীয়; কুমারের (কৌমারব্রত)। [সং. কুমার + অ]। কৌমারী বি. কার্তিকেয় শক্তি, মাতৃকাবিশেষ। ̃ ভৃত্য, ̃ ভৃত্য-তন্ত্র বি. আয়ুর্বেদীয় প্রণালীতে শিশুব্যাধি ও প্রসূতিরোগের চিকিত্সাশাস্ত্র। 83)
খগোল
(p. 221) khagōla বি. 1 নভোমণ্ডল; 2 নভোমণ্ডলের প্রতিরূপক কৃত্রিম গোলক। [সং. খ + গোল]। ̃ বিদ্যা বি. নভোবিজ্ঞান; জ্যোতির্বিজ্ঞান, astronomy. 11)
খাতির
(p. 226) khātira বি. 1 সম্মান, সমাদর, কদর (সেখানে সে খুব খাতির পেল); 2 প্রভাব (তার খাতিরেই কাজটা হল); 3 সৌহার্দ্য, সম্প্রীতি (তার সঙ্গে আমার যথেষ্ট খাতির আছে) ; 4 কারণ, গরজ, নিমিত্ত (সত্যের খাতিরে বলতেই হয়, চাকরির খাতিরে)। [আ. খাতর্]। খাতির করা ক্রি. বি. সমাদর বা আপ্যায়ন করা। ̃ জমা বি. নিশ্চয়তা; দৃঢ় ধারণা; নিশ্চিন্ততা। বিণ. নিশ্চিন্ত। ̃ দারি বি. সমাদর; আতিথ্য। ̃ নাদারত, ̃ নাদারদ বিণ. যে কাউকে খাতির করে কথা বলে না, যে কারও খাতিরে উচিত কথা বলতে পিছপা নয়; স্পষ্ট বক্তা। বি. উপেক্ষা। 28)
গোলক
(p. 256) gōlaka বি. 1 গোলাকৃতি বস্তু (ভূগোলক); 2 ভাঁটা, কন্দুক, বাঁটুল, বল; 3 যে বর্তুলের উপর পৃথিবীর প্রতিরূপ অঙ্কিত থাকে, globe. [সং. গোল3+ ক (স্বার্থে)]। 140)
গ্রহ
(p. 261) graha বি. 1 (জ্যোতি.) সূর্যকে প্রদক্ষিণকারী পৃথিবীবুধাদি জ্যোতিষ্ক, planet; 2 গ্রহণ, ধারণ (রূপগ্রহ, দারগ্রহ); 3 উপলব্ধি (অর্থগ্রহ) ; 4 গ্রহবৈগুণ্য, কুগ্রহ (গ্রহের ফের), দুরদৃষ্টি। [সং. √গ্রহ্ + অ]। ̃ দেবতা বি. (জ্যোতিষ.) গ্রহের অধিদেবতা। ̃ দোষ বি. (জ্যোতিষ.) গ্রহের বিরুদ্ধ বা প্রতিকূল দৃষ্টি বা আচরণ। ̃ পতি বি. সূর্য। ̃ বিদ্যা বি. জ্যোতিষবিদ্যা। ̃ বিপাক বি. অশুভ গ্রহের প্রভাবের ফলে বিপত্তি। ̃ বিপ্র বি. জ্যোতিষী, গ্রহাচার্য। ̃ বৈগুণ্য বি. গ্রহদোষ -এর অনুরূপ। ̃ মণ্ডল বি. জ্যোতির্মণ্ডল, গ্রহজগত্। ̃ রাজ বি. 1 সূর্য; 2 চন্দ্র; 3 বৃহস্পতি। ̃ শান্তি অশুভ গ্রহের প্রভাব দূর করার জন্য পূজা বা স্বস্ত্যয়ন। ̃ স্ফুট বি. (জ্যোতিষ.) গ্রহের স্হিতিস্হাপক রাশি। গ্রহের ফের বি. 1 কুগ্রহের বা অদৃষ্টের প্রতিকূল আচরণ ; 2 বিপদ। 53)
চোলাই
(p. 298) cōlāi বি. 1 চুয়ানো (মদ চোলাই); 2 ঊর্ধ্বপাতন বা তির্যক্পাতন, রাসায়নিক প্রক্রিয়াবিশেষ, distillation. [তু. হি. চোলানা]। 28)
ছায়া
(p. 304) chāẏā বি. 1 কোনোকিছুর দ্বারা আলোকরশ্মির গতিপথ রুদ্ধ হওয়ার ফলে উত্পন্ন প্রতিবিম্ব, shadow (গাছের ছায়া); 2 রৌদ্রের অভাব (এসো, ছায়ায় বসি); 3 প্রতিরূপ, সাদৃশ্য (মৃত্যুর ছায়া, কালের করাল ছায়া); 4 অশরীরী অবয়ব (ছায়াময় দেহ); 5 দীপ্তি, প্রভা (রত্নচ্ছায়া); 6 আশ্রয় ('দেহ পদচ্ছায়া'); 7 সূর্যের পত্নী। [সং. √ ছো + য + আ]। ̃ চিত্র বি. সিনেমার ছবি। ̃ চ্ছন্ন বিণ. ছায়ায় ঢাকা; অন্ধকার। ̃ তরু বি. ছায়াপ্রধান গাছ, যে গাছের ছায়া বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ̃ ত্মজ বি. ছায়ার পুত্র অর্তাত্ শনিদেব। ̃ দেহ, ̃ শরীর বি. অশরীরী মূর্তি। ̃ নট বি. রাগবিশেষ। ̃ পথ বি. (জ্যোতি.) শুভ্র মেঘের মতো নক্ষত্রপুঞ্জবিশেষ, আকাশগঙ্গা, যমের জাঙ্গাল, milky way. ̃ বাজি বি. 1 ছায়া-দেখানো খেলা; 2 ম্যাজিক লণ্ঠন; 3 ভেলকিবাজি। ̃ মণ্ডপ বি. চাঁদোয়া-ঢাকা স্হান; ছাঁদনাতলা। ̃ ময় বিণ. 1 ছায়ায় ভরা বা ছায়ায় ঢাকা (ছায়াময় গাছ); 2 ছায়ায় গঠিত অর্থাত্ ভূতুড়ে (ছায়াময় রূপ)। ছায়া মাড়ানো ক্রি. বি. (আল.) কোনোরকম সংস্রব রাখা (তোর ছায়া মাড়ালেও পাপ হয়)। ̃ মূর্তি বি. অশরীরী বা বায়বীয় মূর্তি। ̃ সুত বি. শনি। 45)
জ্যোতি
(p. 331) jyōti (-তিস্, তিঃ) বি. 1 আলোক; 2 দীপ্তি; 3 গ্রহনক্ষত্রাদি (জ্যোতিঃপুঞ্জ); 4 দৃষ্টিশক্তি (চোখের জ্যোতি)। [সং. √ দ্যুত্ + ইস্]। জ্যোতিঃপথ বি. 1 জ্যোতিতে পূর্ণ পথ; 2 সূর্যচন্দ্রের পরিভ্রমণ পথ। জ্যোতিঃপুঞ্জ বি. আকাশের দীপ্তিমান গ্রহনক্ষত্রাদি। জ্যোতিঃশাস্ত্র - জ্যোতির্বিদ্যা -র অনুরূপ। জ্যোতিরিঙ্গণ বি. জোনাকি পোকা, খদ্যোত। জ্যোতির্বিদ, জ্যোতির্বেত্তা বিণ. বি. 1 জ্যোতিঃশাস্ত্রজ্ঞ; 2 জ্যোতিষী। জ্যোতির্বিদ্যা বি. 1 গ্রহনক্ষত্রাদিসম্বন্ধীয় বিজ্ঞানশাস্ত্র astronomy; 2 গ্রহনক্ষত্রাদির গতি, স্হিতি ও সঞ্চার অনুসারে শুভাশুভ নিরূপণবিষয়ক শাস্ত্র, astrology. জ্যোতির্মণ্ডল বি. যাবতীয় গ্রহনক্ষত্রের সমষ্টি। জ্যোতির্ময় বিণ. জ্যোতিঃপূর্ণ, দীপ্তিময় ('জ্যোতির্ময় টিকা মলিন ললাটে': রবীন্দ্র)। স্ত্রী. জ্যোতির্ময়ী। জ্যোতিশ্চন্দ্র বি. 1 রাশিচক্র; 2 জ্যোতির্মণ্ডল। 58)
জ্যোতিষ্ক
(p. 331) jyōtiṣka বি. সূর্য চন্দ্র প্রভৃতি জ্যোতির্ময় গ্রহনক্ষত্রাদি। [সং. জ্যোতিস্ + ক]। 60)
টানা2
(p. 343) ṭānā2 ক্রি. 1 আকর্ষণ করা (কাছে টানা); 2 আঁকা (রেখা টানা); 3 বহন করা (মাল টানা); 4 পক্ষপাতী হওয়া (তার দিকে টেনে কথা বলা); 5 ব্যয়সংকোচ করা (যথেষ্ট টেনে সংসার চালাতে হয়); 6 ধূমপান করা (বিড়ি টানা); 7 শোষণ করা, শুষে নেওয়া (জল বা রস টেনে নেওয়া); 8 (অশা.) প্রচুর খাওয়া (ভোজবাড়িতে গিয়ে প্রচুর টেনেছ মনে হচ্ছে); 9 (অশা.) মদ ইত্যাদি খাওয়া (লোকটা কি টেনে এসেছে?)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 বাহিত (ঘোড়ায়-টানা গাড়ি); 2 হাতে টেনে চালাতে হয় এমন (টানা পাখা, টানা রিকশা); 3 সোজা (টানা পথ); 4 ছেদহীন, নিরবচ্ছিন্ন (টানা দুঘণ্টা); 5 মন্হন করা বা মাখন তোলা হয়েছে এমন (টানা দুধ); 6 বিস্তৃত, আয়ত (টানা চোখ); 7 অঙ্কিত (কালি দিয়ে টানা রেখা); 8 জড়িত, ছাড়া ছাড়া নয় এমন (টানা হাতের লেখা)। [বাং. √ টান + আ সং. √ তন্]। টানা-জাল বি. একসঙ্গে বহু মাছ ধরার জন্য নদী পুকুর ইত্যাদির মধ্যে দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে এমন বড় জালবিশেষ। টানা টানা বিণ. আয়ত (টানা টানা চোখ); বাঁকা, তির্যক (টানা টানা কথা)। ̃ টানি বি. 1 পরস্পর আকর্ষণ; টানাহেঁচড়া; 2 অভাব-অনটন (টানাটানির সংসার)। ̃ বোনা বি. বিণ. ক্রি. কষ্টেসৃষ্টে কার্যসিদ্ধি বা কার্যসিদ্ধি করা (টেনেবুনে সংসার চালানো)। ̃ হেঁচড়া, ̃ হ্যাঁচড়া বি. হেঁচড়ে হেঁচড়ে বা অনিচ্ছার সঙ্গে জোর করে টানা; কষ্টেস়ৃষ্টে চালানো; জোর করে কোনো কাজে প্রবৃত্ত করা। 29)
টেড়ি, টেরি
(p. 347) ṭēḍ়i, ṭēri বি. 1 সিঁথি; 2 বাঁকা বা বাঁকানো সিঁথি (টেড়ি কাটা)। [সং. তির্যক্-তু. হি. টেড়ী]। 14)
টের2
(p. 347) ṭēra2 বি. 1 বাঁক; 2 প্রান্ত, কোণ, অন্যের কাছ থেকে দূরে একান্ত স্হান (একটেরে পড়ে আছি)। [সং. তির্যক্]। 30)
ঠুকর, (চলিত) ঠোকর
(p. 350) ṭhukara, (calita) ṭhōkara বি. 1 পাখির ঠোঁটের অগ্রভাগ দিয়ে আঘাত; 2 কিছুর মুখ বা অগ্রভাগ দিয়ে আঘাত (বুটের ঠোকর); 3 হোঁচট (দেওয়ালে ঠোকর খাওয়া); 4 কঠিন ধমক (মনিবের কাছে ঠোকর খেয়েছে); 5 অযাচিত মন্ত্রব্যাদির দ্বারা বাধাদান বা তির্যক মন্তব্য (প্রতি কথায় ঠোকর দেয়)। [ধ্বন্যা.]। ঠুকরা, ঠোকরা ক্রি. ঠোকর দেওয়া, ঠোঁট বা কোনোকিছুর ডগা দিয়ে আঘাত করা; খোঁটা। বি. বিণ. উক্ত অর্থে। 43)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534999
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140529
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730785
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942974
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883602
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696694
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us