Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তীর্থবিশেষ। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কাশী
(p. 188) kāśī বি. হিন্দুদের মহাতীর্থবিশেষ, বারাণসী। [সং. √ কাশ্ + অ + ঈ]। ̃ নাথ, ̃ শ, ̃ শ্বর বি. 1 কাশীর অধিদেবতা, শিব; 2 কাশীরাজ। ̃ প্রাপ্তি, ̃ লাভ বি. কাশীতে মৃত্যু; স্বর্গলাভ। ̃ য়াল, কেশেল বি. 1 কাশীর অধিবাসী; 2 স্বদেশে প্রচারিত লোকনিন্দা এড়াবার জন্য কাশীতে আশ্রয়গ্রহণকারী ব্যক্তি; 3 কলঙ্কযুক্ত ব্যক্তি। 30)
কেদার1
(p. 206) kēdāra1 বি. 1 হিমালয় পর্বতে অবস্হিত হিন্দুতীর্থবিশেষ; 2 শিব; 3 কৃষিক্ষেত্র, ক্ষেত; 4 ক্ষেতের আলি; 5 আলবাল। [সং. কে + √ দৃ + অ]। ̃ নাথ বি. শিব, কেদারের অধীশ্বর। 17)
প্রভাস
(p. 548) prabhāsa বি. 1 প্রখর দীপ্তি; 2 পশ্চিম ভারতে দ্বারকার নিকটবর্তী শ্রীকৃষ্ণের স্মৃতিবিজড়িত হিন্দু তীর্থবিশেষ, সোমনাথ বা সোমতীর্থ। বিণ. দীপ্তিশালী। [সং. প্র + √ ভাস্ (=দীপ্তি) + অ]। 32)
প্রয়াগ
(p. 550) praẏāga বি. হিন্দুতীর্থবিশেষ, গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীত্রয়ের সংগমস্হল; এলাহাবাদ। [সং. প্র + √ যজ্ + অ]। 14)
বদরিকাশ্রম
(p. 575) badarikāśrama বি. হিমালয়ের কোলে গা়ড়োয়াল অঞ্চলে অবস্হিত হিন্দুতীর্থবিশেষ। [সং. বদরিকা (দ্বারা সমাবৃত) + আশ্রম]। 50)
শাকম্ভরী
(p. 773) śākambharī বি. 1 দুর্গাদেবী; 2 হিন্দু তীর্থবিশেষ; 3 শম্বরহ্রদ। [সং. শাক + √ ভৃ + অ (+ম্) + ঈ]। 36)
স্বর্গ
(p. 853) sbarga বি. 1 (ধর্মবিশ্বাস অনুযায়ী) পুণ্যবানেরা মৃত্যুর পরে যে-স্হানে বাস করেন; 2 দেবলোক; 3 চিরসুখময় স্হান। [সং. সু + √ ঋজ্ (=অর্জন) + অ]। ̃ গঙ্গা বি. স্বর্গের গঙ্গানদী, গঙ্গার স্বর্গস্হ শাখা, মন্দাকিনী। ̃ গত বিণ. স্বর্গে গত, মৃত। ̃ দ্বার বি. স্বর্গে প্রবেশের পথ; হিন্দুতীর্থবিশেষ। ̃ প্রাপ্তি বি. পরলোকগমন; মৃত্যু। ̃ লাভ বি. স্বর্গে গমন; মৃত্যু। ̃ সুখ বি. একমাত্র স্বর্গে লভ্য অনাবিল ও অতুলন সুখ (ইং. heavenly bliss - এর অনবাদ)। ̃ স্হ বিণ. স্বর্গে অবস্হিত, স্বর্গীয়; মৃত। স্বর্গা-রোহণ বি. 1 স্বর্গে গমন; 2 মৃত্যু। স্বর্গীয় বিণ. 1 স্বর্গসম্বন্ধীয়; 2 স্বর্গসুখজনক (স্বর্গীয় সৌন্দর্য); 3 পবিত্র; 4 (বাং.) স্বর্গগত, মৃত। স্ত্রী. স্বর্গীয়া। স্বর্গ্য বিণ. 1 স্বর্গসম্বন্ধীয়; 2 স্বর্গসুখজনক; 3 স্বর্গলাভে সহায়ক; 4 পবিত্র। স্বর্গ হাতে পাওয়া সুখসম্পদ লাভ করা; অনিবর্চনীয় আনন্দ লাভ করা; অনায়াসে মনস্কামনা পূর্ণ হওয়া। স্বর্গে তুলে দেওয়া অতিরঞ্জিত প্রশংসাদ্বারা উন্নীত করা। স্বর্গে বাতি দেওয়া মৃত পূর্বপুরুষের উদ্দেশে আকাশপ্রদীপ জ্বালা; (আল.) বংশরক্ষা করা বা প্রভূত উপকার করা। 20)
হরি
(p. 860) hari বি. 1 নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ; 2 যম; 3 বায়ু; 4 চন্দ্র; 5 সূর্য; 6 সিংহ; 7 অশ্ব। বিণ. হরিত্ কপিল বা পিঙ্গল বর্ণবিশিষ্ট। [সং. √ হৃ + ই]। হরির লুট হরি সংকীর্তনের পর প্রসাদি বাতাসা ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া। ̃ গুণ-গান বি. বিষ্ণুর নাম ও মহিমা কীর্তন। ̃ চন্দন বি. দেবতরুবিশেষ। [চন্দন দ্র]। ̃ জন বি. উচ্চবর্ণ হিন্দু কর্তৃক অস্পৃশ্য বলে অবহেলিত ভারতের হিন্দু সম্প্রদায় বা উক্ত সম্প্রদায়ের লোক; মেথর। [গান্ধিজীর প্রদত্ত নাম]। ̃ দ্বার বি. হিমালয়ের পাদদেশস্হ হিন্দু তীর্থবিশেষ। ̃ নাম বি. হরির নাম, ওই নাম জপ বা কীর্তন। হরি নামের ঝুলি হরিনামের মালা রাখার ঝুলি। হরি নামের মালা হরিনাম জপকালে নামোচ্চারণের সংখ্যা ঠিক রাখার জন্য ব্যবহৃত মালা; বৈষ্ণবের জপমালা। ̃ প্রিয়া বি. (স্ত্রী.) 1 লক্ষ্মীদেবী; 2 তুলসী পাতা বা গাছ। ̃ বাসর বি. 1 দ্বাদশীর প্রথম পাদযুক্ত একাদশীর দিন; 2 (ব্যঙ্গে) উপবাস, অনশন। ̃ বোল বি. (সচ. সমবেতকণ্ঠে ও উচ্চস্বরে) হরির নামোচ্চারণ (হিন্দুরা পূজান্তে, কীর্তনান্তে এবং শববহনকালে ও শবদাহকালে এই ধ্বনি উচ্চারণ করে। ̃ ভক্ত বিণ. 1 হরির প্রতি ভক্তিমান; 2 বৈষ্ণব। ̃ ভক্তি বি. হরির প্রতি ভক্তি। হরিভক্তি উবে যাওয়া ক্রি. বি. (ব্যঙ্গে) শ্রদ্ধা নষ্ট হয়ে যাওয়া। ̃ মটর বি. (কৌতু.) উপবাস, অনশন। সংকীর্তন বি. দলবদ্ধভাবে হরিগুণ গান করা। ̃ সভা বি. হরির মহিমা আলোচনার্থ সভা। ̃ হর বি. হরি ও হর, বিষ্ণু ও শিব; বিষ্ণু ও শিবের অভেদমূর্তি। ̃ হরাত্মা বিণ. বি. অভিন্নহৃদয়, একপ্রাণ একদেহ। 28)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578298
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186070
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786349
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027562
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901293
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848254
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708713
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620520

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us