Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তুচ্ছতা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অবজ্ঞা
(p. 44) abajñā বি. 1 উপেক্ষা, তুচ্ছজ্ঞান, তুচ্ছতাচ্ছিল্য; 2 ঘৃণা। [সং. অব + √ জ্ঞা + অ]। অব-জ্ঞাত বিণ. উপেক্ষিত, তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে এমন; অপমানিত। অব-জ্ঞেয় বিণ. অবজ্ঞা বা উপেক্ষার যোগ্য। 7)
উপ-হাস
(p. 133) upa-hāsa বি 1 পরিহাস, ঠাট্টা, ব্যঙ্গবিদ্রুপ; 2 অবজ্ঞা, তুচ্ছতাচ্ছিল্য। [সং. উপ + √ হস্ + অ]। উপহাস্য বিণ. উপহাসের পাত্র বা যোগ্য। বি পরিহাস। 82)
উপেক্ষা, উপেক্ষণ
(p. 133) upēkṣā, upēkṣaṇa বি. 1 অগ্রাহ্য করা, তুচ্ছতাচ্ছিল্য করা (দোষত্রুটি উপেক্ষা করা); 2 অবহেলা (আদেশ উপেক্ষা করা); 3 ঔদাসীন্য, অমনোযোগ; অনাদর; অস্বীকার। ক্রি. গ্রাহ্য না করা; অবহেলা করা; গুরুত্ব না দেওয়া। [সং. উপ + √ ঈক্ষ্ + অ + আ, অন]। উপেক্ষক বিণ. উপেক্ষাকারী; উদাসীন; অমনোযোগী। উপেক্ষণীয় বিণ. উপেক্ষার যোগ্য, উপেক্ষা করা উচিত বা উপেক্ষা করা যায় এমন। উপেক্ষিত বিণ. উপেক্ষা বা অবহেলা করা হয়েছে এমন। স্ত্রী. উপেক্ষিতা। 117)
এটা
(p. 146) ēṭā সর্ব. (তুচ্ছার্থে) এই বস্তু জন্তু বা ব্যক্তি। [বাং. এ + টা]। 30)
ওরে2
(p. 153) ōrē2 অব্য. তুচ্ছার্থে বা আদরে ব্যবহৃত ধ্বনি (ওরে ছাড়্ রে, ওরে বাবারে, ওরে আমার সাত সাগরের মানিক)। 50)
ক2
(p. 156) ka2 ক্রি. (তুচ্ছার্থে) কহ, বল। [বাং. √ কহ্]। 3)
ছকড়া-নকড়া
(p. 301) chakaḍ়ā-nakaḍ়ā বি. 1 তুচ্ছতাচ্ছিল্য; 2 বিশৃঙ্খলা। বিণ. বিশৃঙ্খল। [দেশি]। 6)
ছুঁড়ি
(p. 304) chun̐ḍ়i বি. (সচ. তুচ্ছার্থে) 1 নবযুবতী; 2 কিশোরী; 3 বালিকা, ছুকরি। [সং. ছমণ্ডী]। পুং. ছোঁড়া। ওঠ ছুঁড়ি তোর বিয়ে যথোচিত প্রস্তুতির আগেই হঠাত্ কোনো গুরুতর বা চেষ্টাসাধ্য কাজ করার আহ্বান। 96)
ছুকরি
(p. 304) chukari বি. (সচ. তুচ্ছার্থে) ছুঁড়ি; নবযুবতী; কিশোরী; বালিকা। [হি. ছোকরী]। পু. ছোকরা। 99)
তাচ্ছিল্য, (বিরল) তাচ্ছল্য
(p. 373) tācchilya, (birala) tācchalya বি. তুচ্ছজ্ঞান, অবজ্ঞা; অবহেলা (শত্রুকে তাচ্ছিল্য করা উচিত নয়)। [বাং. সং. তুচ্ছ]। 30)
তুই
(p. 375) tui সর্ব. তুচ্ছার্থে বা অনাদরে তুমি -র রূপভেদ; নিম্নপদস্হ, কনিষ্ঠ বা অত্যন্ত অন্তরঙ্গ ব্যক্তির প্রতি প্রযোজ্য। [সং. ত্বম্]। ̃ তোকারি বি. তুই, তোর ইত্যাদি শব্দ ব্যবহার করে অসম্মান দেখানো। 172)
তুচ্ছ
(p. 375) tuccha বিণ. 1 গুরুত্বহীন, অকিঞ্চিত্কর (তুচ্ছ বিষয়); 2 অত্যল্প, অতি সামান্য (এই তুচ্ছ টাকার জন্য এত ঝগড়া?); 3 নগণ্য, হেয় (তিনি মোটেই তুচ্ছ লোক নন); 4 অসার (জগত্সংসারকে তুচ্ছ জ্ঞান করা)। [সং. তুদ্ + ছ]। বি. ̃ তা। ̃ তাচ্ছিল্য, ̃ তাচ্ছল্য বি. তুচ্ছজ্ঞান, অবহেলা, অনাদর, উপেক্ষা। 182)
তুড়ি
(p. 375) tuḍ়i বি. বুড়ো আঙুলের সঙ্গে মধ্যমা বা অনামিকার সংযোগে কৃত শব্দ। [দেশি]। তুড়ি দিয়ে ওড়ানো, তুড়ি মেরে ওড়ানো ক্রি. বি. বাধাবিঘ্ন অগ্রাহ্য করে অতি সহজে জয়ী হওয়া। তুড়ি মারা ক্রি. বি. (আল.) তুচ্ছজ্ঞান করা, অগ্রাহ্য করা। ̃ লাফ বি. স্ফূর্তির বশে হঠাত্-তিড়িং লাফ। 186)
তৃণ
(p. 375) tṛṇa বি. ঘাস খড় এবং ওইজাতীয় উদ্ভিদ। [সং. √ তৃণ্ + অ]। ̃ জ্ঞান বি. তৃণের মতো তুচ্ছ বা অবজ্ঞার পাত্র বলে বোধ করা। ̃ দ্রূম বি. তাল, নারকেল, খেজুর প্রভৃতি তৃণসদৃশ শাখাহীন গাছ। ̃ ধান্য বি. উড়িধান। ̃ বত্ বিণ. 1 তৃণের সমান; 2 পলকা; 3 তুচ্ছ; 4 দুর্বল। ক্রি-বিণ. নিতান্ত তুচ্ছরূপে (তৃণবত্ গণ্য করা)। ̃ ভোজী (-জিন্), তৃণাদ বিণ. তৃণ আহার করে বেঁচে থাকে এমন। তৃণাসন বি. খড় ঘাস প্রভৃতি দিয়ে তৈরি আসন; কুশাসন। 245)
দেবা
(p. 421) dēbā বি. (ব্যঙ্গে) স্বামী; পুরুষ ('যেমন দেবা তেমনি দেবী': দীন)। [সং. দেব + বাং. আ (তুচ্ছার্থে)]। 6)
দেহাত
(p. 421) dēhāta বি. গ্রাম, পাড়াগাঁ। [ফা. দেহাত্]। দেহাতি বিণ. 1 গ্রামবাসী; 2 গ্রামে ব্যবহৃত; 3 (তুচ্ছার্থে) গ্রাম্য, গেঁয়ো। 45)
দে৩
(p. 418) dē3 অনু-ক্রি. (তুচ্ছার্থে আদরে বা কনিষ্ঠকে) দাও, প্রদান করো ('আমায় দে মা তবিলদারি': রা. প্র.)। [বাং. √ দি]। 12)
ধরা1
(p. 432) dharā1 বি. (যে ধরে বা ধারণ করে এই অর্থে) পৃথিবী (ধরাতল, ধরাধাম)। [সং. √ ধৃ + অ + আ]। ধরাকে সরা দেখা, ধরাকে সরা জ্ঞান করা বি. ক্রি. গর্বে অন্ধ হওয়া, গর্বে সবকিছু তুচ্ছজ্ঞান করা। ̃ তল বি. পৃথিবীপৃষ্ঠ, ভূতল। ̃ ধর বি. পর্বত। ̃ ধাম বি. পৃথিবীরূপ বাসস্হান; সংসার; ইহলোক (ধরাধাম ত্যাগ করা)। ̃ শায়ী (-য়িন্) বিণ. ভূতলে বা মাটিতে শয়ান বা পতিত। 12)
পুঁচকে
(p. 523) pun̐cakē বিণ. (সচ. ব্যঙ্গে বা তুচ্ছার্থে) নিতান্ত ক্ষুদ্র (পুঁচকে ছোঁড়া)। [দেশি]। 19)
বগা
(p. 573) bagā বি. (ব্যঙ্গার্থে বা তুচ্ছার্থে) বক (কাগাবগা)। [বাং. বগ + অ]। 48)
বামন2, বামুন
(p. 600) bāmana2, bāmuna বি. 1 ব্রাহ্মণ, হিন্দু চতুর্বর্ণের শ্রেষ্ঠ বর্ণ (পূজায় বামুনের অধিকার); 2 পুরোহিত; 3 পাচক (বামুন ঠাকুর)। [প্রাকৃ. বম্ভণ সং. ব্রাহ্মণ]। স্ত্রী. বামনি। বামনা বি. (তুচ্ছার্থে) বামন; ব্রাহ্মণ; পাচক; পুরোহিত। বাম-নাই বি. (বিদ্রুপে) ব্রাহ্মণত্বের গর্ব বা আতিশয্য দেখানো। বামুন-ঠাকুর বি. 1 পুরোহিত; 2 পাচকব্রাহ্মণ। 21)
যদু
(p. 723) yadu বি. রাজা যযাতির জেষ্ঠ পুত্র। [সং.] ̃ .কুল-পতি, ̃.নাথ, ̃.পতি বি. শ্রীকৃষ্ণ। ̃. বংশ বি. যে-বংশে। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। (তু. যাদব)। ̃ .মধু বি. (তুচ্ছার্থে) অখ্যাত-অজ্ঞাত লোক, যে-সে, সাধারণ লোক, (যদুমধুকে দিয়ে একাজ হবে না)। 17)
সামান্য
(p. 828) sāmānya বিণ. 1 সাধারণ, গতানুগতিক, বৈশিষ্ট্যবিহীন (সামান্য লোক ছিলেন না); 2 জাতির অথবা বর্গের সকলের মধ্যে বর্তমান (সামান্য ধর্ম); 3 সর্ববিষয়ক; 4 (বাং.) তুচ্ছ (সামান্য ব্যাপার, সামান্য তফাত); 5 অতি অল্প (সামান্য একটু দুধ)। বি. বর্গের সকলের মধ্যে বিদ্যমান লক্ষণসমূহ, জাতিসাধর্ম্য। [সং. সমান + য]। স্ত্রী. সামান্যা। ̃ ত (-তস্), বর্জি. ̃ তঃ অব্য. ক্রি-বিণ. সাধারণত। ̃ তা বি. স্বল্পতা, তুচ্ছতা (আয়োজনের সামান্যতা)। 39)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070814
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767559
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364848
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720614
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697354
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594158
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543972
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542025

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন