Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তুই এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তুই এর বাংলা অর্থ হলো -

(p. 375) tui সর্ব. তুচ্ছার্থে বা অনাদরে তুমি -র রূপভেদ; নিম্নপদস্হ, কনিষ্ঠ বা অত্যন্ত অন্তরঙ্গ ব্যক্তির প্রতি প্রযোজ্য।
[সং. ত্বম্]।
তোকারি
বি. তুই, তোর ইত্যাদি শব্দ ব্যবহার করে অসম্মান দেখানো।
172)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তাহে
(p. 375) tāhē সমু. অব্য. (ব্রজ.) অধিকন্তু, তাতে আবার ('একে কুহু যামিনী, তাহে কুলকামিনী)। সর্ব. (কাব্যে) 1 তাকে; 2 তাতে (তাহে ক্ষতি নাই)। [বাং. তাহা ( সং. তদ্) + এ]। 112)
তত্
(p. 365) tat (তদ্) সর্ব. 1 সে; তিনি; 2 সেই, তা (তদবধি, তত্কালে)। [সং. √ তন্ + অদ্]। ̃ কাল বি. সেইসময়, সেই কাল, সেই যুগ (তত্কালে এমন হইত না)। ̃ কালীন বিণ. সেই সময়কার, তদানীন্তন (তত্কালীন অবস্হা)। ̃ ক্ষণাত্ ক্রি-বিণ. সেই মুহূর্তে, অবিলম্বে। ̃ পর ক্রি-বিণ. তারপর, তদনন্তর। বিণ. 1 পটু, দক্ষ (কর্মতত্পর); 2 যত্নবান; 3 উদ্যমী; সচেষ্ট; 4 সতর্ক। ̃ পরতা বি. পটুতা; প্রযত্ন; সচেষ্টতা, উদ্যম, সতর্কতা। ̃ পরায়ণ বিণ. তাতে মনোযোগী বা অত্যন্ত আসক্ত। বি. ̃ পরায়ণতা। ̃ পুরুষ বি. 1 পরমপুরুষ ভগবান; 2 (ব্যাক.) সমাসবিশেষ-এই সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং প্রায়শ পরপদের প্রাধান্য হয়। যেমন, গৃহ থেকে আগত = গৃহাগত, গাছে পাকা = গাছপাকা। ̃ সংক্রান্ত বিণ. সেই সম্পর্কিত, সেই বিষয় সম্পর্কিত। ̃ সদৃশ বিণ. সেইরকম, তদ্রূপ, তার তুল্য। ̃ সম বি. বিণ. তার সদৃশ, তার মতো; (ব্যাক.) সংস্কৃত থেকে গৃহীত এবং বাংলা ভাষায় অবিকৃতরূপে প্রচলিত (তত্সম শব্দ-যেমন বিদ্যা, আলোক, চন্দ্র)। ̃ স্হলাভি-ষিক্ত বিণ. তার স্হানে বা পদে নিযুক্ত বা অধিষ্ঠিত; তার প্রতিনিধিস্বরূপ। ̃ স্বরূপ বিণ. তত্সদৃশ -র অনুরূপ। 4)
তমসা
(p. 367) tamasā বি. 1 নদীবিশেষ; 2 অন্ধকার ('ঘন তমসাময়': রবীন্দ্র)। [সং. তম্ + অস্ + আ (স্ত্রী)]। 69)
তারণ
(p. 375) tāraṇa বিণ. ত্রাণকারী, উদ্ধারকর্তা (দীনতারণ, অধমতারণ)। বি. উদ্ধার, ত্রাণ, পারকরণ। [সং. √ তৃ + ণিচ্ + অন]। তারণি বি. নৌকা বা অন্য জলযান, যার সাহায্যে পার হওয়া যায়। 64)
তত2
(p. 365) tata2 অব্য. বিণ. 1 সেই পরিমাণ (যত হাসি তত কান্না, যত টাকা চাও তত পাবে না); 2 তেমন, সেইরকম; আশানুরূপ (বইটি তত ভালো নয়)। [সং. ততি]। ̃ ক্ষণ ক্রি-বিণ. 1 ততখানি সময়, সেই পর্যন্ত (ততক্ষণ তুমি কী করবে? যতক্ষণ না আসি ততক্ষণ থেকো); 2 সেই সময়ের মধ্যে (ততক্ষণ নিশ্চয় সে ফিরে আসবে)। ̃ হি, ̃ হিঁ (ব্রজ.) ক্রি-বিণ. তাতে ('ততহি বয়ান পুছন্দ': বিদ্যা)। 2)
ত্যজ্য-মান
(p. 387) tyajya-māna বিণ. ত্যাগ করা হচ্ছে এমন, পরিত্যক্ত হচ্ছে এমন। [সং. √ ত্যজ্ + আন]। 72)
তোয়2
(p. 387) tōẏa2 সর্ব. (ব্রজ.) তোমাকে, তোমার প্রতি ('মাধব, বহুত মিনতি করি তোয়': বিদ্যা.)। [বাং. তুঅ]। 23)
তুরিত, তুরিতে
তুলা1
(p. 375) tulā1 বি. 1 কার্পাস; 2 কার্পাস শিমূল প্রভৃতি ফলের আঁশ। [সং. তূল]। 223)
তিন্দু, তিন্দুক
(p. 375) tindu, tinduka বি. গাব গাছ। [সং. √ তিম্ + উ, মতান্তরে √ তিজ্ + কু]। 130)
তর2
(p. 367) tara2 বিণ. 1 বিভোর, চুর (নেশার তর হওয়া); 2 নেশায় চুর (মদ খেয়ে তর হওয়া)। [ফা. তর্]। 85)
তুখড়, তুখোড়
(p. 375) tukhaḍ়, tukhōḍ় বিণ. 1 চালাকচতুর (তুখো়ড় ছেলে); 2 ওস্তাদ, দক্ষ, নিপুণ। [সং. তীক্ষ্ণ?]। 179)
তেজা, ত্যজা
(p. 375) tējā, tyajā ক্রি. (কাব্যে) ত্যাগ করা ('রোষে লাজভয় তাজি': মধু.)। [বাং. √ তেজ্ (সং. √ তাজ্) + আ]। তেজই (ব্রজ.) ক্রি. ত্যাগ করে। তেজলি (ব্রজ.) ক্রি. ত্যাগ করল। তেজলু, তেজলুঁ ক্রি. (ব্রজ.) ত্যাগ করলাম। তেজাব ক্রি. (ব্রজ.) ত্যাগ করব। 276)
তড়-বড়
(p. 364) taḍ়-baḍ় বি. অতিরিক্ত ব্যস্ততা বা তাড়াহুড়োর ভাব (অত তড়বড় করে কথা বলছ কেন, সব কাজে বড্ড তড়বড় করে)। [দেশি]। তড়-বড়া, তড়-বড়ানো ক্রি. তড়বড় করা। বি. উক্ত অর্থে। তড়-বড়ানি বি. তড়বড় করার ভাব (সব ব্যাপারে এত তড়বড়ানি ভালো নয়)। তড়-বড়ে বিণ. তড়বড় করে এমন। 24)
তৃষা, তৃষ্ণা
তাক৩
(p. 373) tāka3 সর্ব. (ব্রজ ও প্রা. বাং.) তাকে; তার। [ সং. তত্]। 17)
তেজস্কর
তোড়
(p. 387) tōḍ় বি. স্রোতের বেগ বা ধাক্কা (জলের তোড়ে ভেসে গেল)। [সং. √ তুড়্ + বাং. অ]। মুখের তোড় বি. বাক্যস্রোত, অনর্গল কথা। 8)
ত্রেতা
তসবি
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577874
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185654
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785746
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026894
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901143
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848132
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708615
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620283

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us