Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তুমিও দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগতি
(p. 6) agati বিণ. 1 গতিহীন, স্হির, নিশ্চল; 2 নিরুপায়। বি. 1 নিরুপায় ব্যক্তি ('অগতির গতি তুমি': কা.প্র.ঘো.); 2 মৃতের সত্কার বা প্রেতকার্য না হওয়া। [সং. ন+গতি]। 12)
অঙ্গ
(p. 8) aṅga বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তত্সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ̃ .গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ̃ চালন, ̃ সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ̃ চ্ছেদ, ̃ চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ̃ জ, .জনু বিণ. দেহ থেকে জাত বা উত্পন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। বি. সন্তান। ̃ জা বি. বিণ. কন্যা। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ̃ .ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ̃ প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ̃ .প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ̃ বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ̃ বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ̃ বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ̃ .বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ̃ ঙঙ্গ, ̃ ভঙ্গি, ̃ ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ̃ মর্দন বি. গা টেপা, massage, ̃ মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ̃ .রক্ষা, ̃ .রাখা বি. আংরাখা; জামা। ̃ রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ̃ .রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ̃ .রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ̃ .সংস্হান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ̃ সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ̃ .হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ̃ .হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ̃ .হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী। 36)
অজানা, অজানিত
(p. 8) ajānā, ajānita বিণ. অচেনা, জানা নয় এমন, অপরিচিত (অজানা পথের পথিক)। বি. 1 অচেনা লোক, অপরিচিত ব্যক্তি; চেনা নয় এমন লোক বা বস্তু ('কত অজানারে জানাইলে তুমি': রবীন্দ্র); 2 অজ্ঞাত স্হান ('মন যেতে চায় কোন অজানায়': রবীন্দ্র; 'ঝাঁপ দিয়ে পড় অজানিতের খোঁজে': রবীন্দ্র)। [সং. ন+বাং. জানা, জানিত]। 112)
অদর্শন
(p. 17) adarśana বি. দেখা না হওয়া, দৃষ্টির আড়ালে থাকা (তার অদর্শনে তুমি কাতর হয়েছ)। বিণ. দৃষ্টির অগোচর (মুহুর্তে সে অদর্শন হল)। [সং. ন+দর্শন]। 3)
অনার্তবা
(p. 25) anārtabā বিণ. (স্ত্রীলোক সম্বন্ধে) ঋতুমতী হয়নি এমন, যে নারীর রজোদর্শন হয়নি। [সং. ন + আর্তবা]। 11)
অনাহুত
(p. 25) anāhuta বিণ. যাকে ডাকা হয়নি বা আহ্বান করা হয়নি, অনিয়ন্ত্রিত ('তুমি এলে অনাহুত প্রেতস্তব্ধ গৃহে': সু. দ.)। [সং. ন + আহুত]। 25)
অনু-বেদন
(p. 29) anu-bēdana বি. 1 জ্ঞানদান, জ্ঞাপন; 2 সহানুভূতি, অনুগ্রহ ('তুমি অনুবেদন করিলে পাই হরি': শি.)। [সং. অনু + √ বিদ্ + অন]। 27)
অরজা, অরজাঃ
(p. 60) arajā, arajāḥ বিণ. 1 এখনও ঋতুমতী হয়নি এমন (অরজা বালিকা); 2 রজোগুণ নেই এমন, রজোগুণরহিত, 3 ধূলিশূন্য; নির্মল। [সং. ন + রজঃ + আ (স্ত্রী.)]। 28)
আনন্দ
(p. 94) ānanda বি. 1 হর্ষ, তৃপ্তি ('আনন্দেরই সাগর হতে': রবীন্দ্র); 2 সুখ, আহ্লাদ ('সদা থাকো আনন্দে': রবীন্দ্র); 3 স্ফুর্তি (সকলে মিলে আজ একটু আনন্দ করতে চাই); 4 সত্যের উপলব্ধি থেকে উত্পন্ন গভীর অনুভূতি এবং সেইরূপ সত্তা ('আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি': রবীন্দ্র); 5 আনন্দজনক বস্তু ('তোমার আনন্দ ওই এল দ্বারে': রবীন্দ্র); 6 মদ। বিণ. আনন্দিত, আনন্দময়, আনন্দপূর্ণ ('আজি এ আনন্দ সন্ধ্যা': রবীন্দ্র)। [সং. আ + √ নন্দ্ + অ]। ̃ .কন্দ বি. সমস্ত আনন্দের মূল। ̃ .ঘন বিণ. আনন্দময়। ̃ .ধাম বি. যে গৃহে আনন্দ বিরাজ করে। ̃ .ধারা বি. আনন্দের স্রোত। ̃ .ন বি. আনন্দ সৃষ্টি, আনন্দ উত্পাদন। বিণ. আনন্দদায়ক। ̃ .নাড়ু বি. চালের গুঁড়ো, নারকেল, গুড় প্রভৃতি দিয়ে তৈরি গোলাকার না়ড়ু বা নাড়ুজাতীয় খাবার। ̃ .বিধান বি. আনন্দ দান, আনন্দ উত্পাদন। ̃ .ময় বিণ. আনন্দে পূর্ণ। বি. ঈশ্বর (আনন্দময় ও মঙ্গলময় বলে)। ̃ .লহরি, ̃ .লহরী বি. 1 আনন্দের ঢেউ; নিরবচ্ছিন্ন আনন্দ; 2 (সচ. পল্লিসংগীতে ব্যবহৃত) বাদ্যযন্ত্রবিশেষ। ̃ .সাগর বি. আনন্দরূপ সাগর; বিপুল আনন্দ। আনন্দা ক্রি. আনন্দিত করা। আনন্দাশ্রু বি. আনন্দের আবেগজনিত চোখের জল। .আনন্দিত বিণ. প্রফুল্ল, হৃষ্ট; পুলকিত। 6)
আপ
(p. 95) āpa বি. নিজে, আপনি (আপ ভালা তো জগত্ ভালা)। বিণ. নিজের, আপন (আপরুচি খানা)। [প্রাকৃ. আপ্পা; তু. হি. আপ্ (=আপনি, ইনি, উনি, তুমি)]। 34)
আপনি
(p. 95) āpani সর্ব. 1 তুমি-র সম্ভ্রমসূচক রূপ (আপনি আসুন) 2 স্বয়ং, নিজে ('রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান': রবীন্দ্র)। [সং. আত্মন্; প্রাকৃ, অপ্পাণ; হি. আপ্নে, আপনা]। আপনি বাঁচলে বাপের নাম বংশমর্যাদা বা অন্য সবকিছুর চেয়ে নিজের জীবনের মূল্য বেশি। 48)
আপসে, আপোশে
(p. 95) āpasē, āpōśē ক্রি-বিণ. 1 আপনাআপনির মধ্যে (আপসে ঝগড়া করা); 2 উভয়পক্ষের সম্মতিক্রমে (আপোশে মেটা); 3 বন্ধুভাবে (আপোসে কুস্তি লড়া); 4 আপনা থেকে; সহজে, অনায়াসে (তুমি কি ভেবেছ কাজটা আপসেই হয়ে যাবে ?)। [হি. আপ্ + সে]। 54)
আপোড়া
(p. 97) āpōḍ়ā বিণ. 1 পোড়া বা পোড়ানো নয় এমন, অদগ্ধ; 2 কাঁচা; 3 ঈষত্ গদ্ধ, আধপোড়া, অল্প পোড়া; 4 শবদাহহীন, যেখানে শবদাহ হয় না এমন ('আপোড়া পৃথিবী যদি তুমি কোথা কাশী)। [বাং]. আ + পোড়া। 16)
আর
(p. 103) āra সমু. অব্য. 1 এবং, ও (তুমি আর আমি); 2 এর বেশি (অনেক লিখেছি, আর কী লিখব?); 3 অতঃপর (রাত হয়েছে, আর গল্প নয়); 4 অথবা, কিংবা (চাও আর না চাও); 5 যুগপত্ (এইসব দেখি আর দুঃখ পাই); 6 পক্ষান্তরে, কিন্তু (শক্তের ভক্ত আর নরমের যম); 7 পুনরায়, আবার (আর সেকথা কেন?); 8 এখনও (আর কেন বৃথা চেষ্টা); 9 এখন (আর সেদিন নেই); 1 কখনো (ধানগাছে কি আর তক্তা হয়); 11 আগে বা পরে কখনো (এমনটি আর হবে না); 12 অবশ্য (তুমি তো আর গরিব নও); 3 তদবধি (গেলে আর ফিরলে না)। বিণ. 1 অন্য, অপর (আর কেউ, আর পারে আমবন); 2 দ্বিতীয়, অন্য একটি (আর এমন লোক পাবে না); 3 বিগত (আর বছর এসেছিল); 4 আগামী (আর শনিবারে যাব)। সর্ব. অন্য কিছু (এক করতে আর হয়)। [সং. অপর আবার আর]। আর-আর অব্য. বিণ. অন্যান্য (আর-আর লোকে, আর-আর দিন)। আরও অব্য. বিণ. বিণ-বিণ. ক্রি-বিণ. 1 অধিকতর (আরও কষ্ট, আরও ভালো, আরও কাঁদবে); 2 এ ছাড়া অন্য (আরও লোকে জানে); 3 অধিকন্তু (আরও শোনো)। 29)
আরে
(p. 104) ārē অব্য. বিস্ময়, লজ্জা, বিরক্তি, ক্রোধ প্রভৃতিসূচক ও সম্বোধনসূচক শব্দ (আরে, তুমি কখন এলে!)। [তু. সং. অরে]। 26)
ইল্লি
(p. 116) illi বি. (সচ. ছোটদের মধ্যে প্রচলিত) অবিশ্বাসসূচক শব্দ (তুমি এ কাজ করেছ ? ইল্লি আর কী?)। [দেশি?]। 20)
উপ-যাচক
(p. 133) upa-yācaka বিণ. বি. স্বতঃপ্রবৃত্ত, বিনা আহ্বানে আপনা থেকে এসে (অন্যের কাজ বা দায়িত্ব নিতে) প্রার্থনাকারী; উপর-পড়া (কেন তুমি উপযাচক হয়ে তাকে সাহায্য করতে গেলে?)। [সং. উপ + √ যাচ্ + অক]। উপযাচিকা বিণ. (স্ত্রী.) উপর-পড়া; স্বতঃপ্রবৃত্ত হয়ে সাহায্য করতে এগিয়ে যায় এমন। বি. যে নারী উপর-পড়া হয়ে অনুরাগ প্রকাশ বা সম্ভোগ প্রার্থনা করে। উপ-যাচিত বিণ. উপর-পড়াভাবে প্রার্থিত; প্রার্থিত। 30)
উলটা, উলটো
(p. 133) ulaṭā, ulaṭō বিণ. 1 নীচের দিকে মুখ রয়েছে এমন; 2 স্বাভাবিক অবস্হার বিপরীত; 3 বিপর্যস্ত। [প্রাকৃ. অল্লট্ট; তু. হি. উল্লাট]। উলটা, উলটানো ক্রি-বি. 1 উলটো করা বা হওয়া, উপুড় হওয়া বা উপুড় করা; 2 প্রত্যাহার করা (কথা উলটানো)। উলটে ক্রি-বিণ. পক্ষান্তরে (তুমি আমার কাছে কিছুই পাও না, উলটে আমিই তোমার কাছে টাকা পাই)। উলটো-পালটা, উলট-পালট বিণ. 1 বিপর্যস্ত, বিশৃঙ্খল, বিপরীত (উলটোপালটা ঢে়উ, ঘরের জিনিসপত্র সব উলটোপালটা হয়ে আছে); 2 নড়চড়, খেলাপ (কথার উলটোপালটা যেন না হয়)। উলটো-রথ বি. রথযাত্রার আট দিন পরে জগন্নাথদেবের পুনর্যাত্রা বা দক্ষিণ দিকে যাত্রা। উলটা বুঝলি রাম (উক্তি) ভালো কথার বা সদুপদেশের বিপরীত অর্থ করা। উলটি-পালটি ক্রি-বিণ. 1 ঘুরিয়ে ফিরিয়ে; 2 তন্নতন্ন করে; 3 গড়াগড়ি দিয়ে। 156)
উষসী1, ঊষসী1
(p. 139) uṣasī1, ūṣasī1 বি. 1 উষা, প্রভাতকাল ('স্বর্গের উদয়াচলে মূর্তিমতী তুমি হে উষসী': রবীন্দ্র); 2 (বিরল) সন্ধ্যাকাল। [সং. উষস্ + √ সো + ঈ]। 9)
উসকা
(p. 139) usakā ক্রি. 1 বাড়িয়ে দেওয়া (আগুনটা উসকে দাও); 2 উত্তেজিত করা; 3 প্ররোচিত করা (তুমি কেন ছেলেটাকে উসকে দিচ্ছ ?); 4 (ফোঁড়া ইত্যাদির মুখ) খোঁচা দিয়ে ফাটিয়ে দেওয়া। [বাং. √ উসকা]। ̃ নো ক্রি. বি. প্ররোচনা; উত্তেজিত করা। বিণ. প্ররোচিত; উত্তেজিত; বর্ধিত। উসকানি বি. প্রবর্ধন; উত্তেজনা; প্ররোচনা (তোমার উসকানিতেই ছেলেটা এ কাজ করেছে)। 17)
ঋতু
(p. 141) ṛtu বি. 1 প্রাকৃতিক অবস্হা অনুযায়ী বছরের বিভাগ, যথা গ্রীষ্ম বর্ষা শীত ইত্যাদি; 2 মেয়েদের মাসিক রজস্রাব, স্ত্রীরজ। [সং. √ ঋ + তু]। ̃ কাল বি. মাসের যে কয়দিন মেয়েদের ঋতুস্রাব চলে। ̃ পতি, ̃ রাজ বি. ঋতুশ্রেষ্ঠ বসন্ত। ̃ পরিবর্তন বি. এক ঋতুর পরে আর এক ঋতুর আগমন, ঋতু বদলে যাওয়া। ̃ মতী বিণ. রজস্বলা, যার ঋতুস্রাব হয় এমন। ̃ স্নান বি. ঋতুমতী হওয়ার পর চতুর্থ দিন স্নান করার সংস্কার। 13)
একেশ্বর
(p. 146) ēkēśbara বি. একমাত্র ঈশ্বর বা প্রভু। বিণ. 1 সার্বভৌম; সর্বময় কর্তৃত্বসম্পন্ন; 2 একক; একলা ('একেশ্বর যাবে তুমি')। [সং. এক + ঈশ্বর]। স্ত্রী. একেশ্বরী। ̃ বাদ বি. ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এই দার্শনিক মত। ̃ বাদী (-দিন্) বি. বিণ. একেশ্বরবাদের মত মানে এমন (ব্যক্তি)। 3)
এখান
(p. 146) ēkhāna বি. এই জায়গা, এই স্হান (তুমি এখন এখান থেকে যাও); এই জগত্, এই সংসার (এবার এখান থেকে যাবার সময় হল)। [বাং. এ (এই) + খান (সংস্হান)]। ̃ কার বিণ. এই স্হানের। 16)
এগনো, এগোনো
(p. 146) ēganō, ēgōnō ক্রি. অগ্রসর হওয়া; সামনে যাওয়া (তুমি এগোচ্ছ না কেন?)। বি. অগ্রসর হওয়া (বারবার এমন এগোনো-পেছোনো করছ কেন?)। [বাং. এগা + আনো]। এগিয়ে দেওয়া ক্রি. বি. আগে যেতে বা অগ্রসর হতে সাহায্য করা; অন্যের অভীষ্টলাভের সুযোগ সৃষ্টি করা। 19)
এদিক
(p. 146) ēdika বি. 1 এই দিক; এই দেশ অঞ্চল বা স্হান; 2 এই পক্ষ (আমি এদিকের হয়ে লড়ব)। [বাং. এ (এই) + সং. দিক্]। এদিক-ওদিক বি. ক্রি-বিণ. 1 চার দিক (এদিক-ওদিক থেকে খবর আসছে); 2 ইতস্তত (তুমি এদিক-ওদিক করছ কেন?); 3 ত্রুটি (একটু এদিক-ওদিক হলে কী আসে যায়?)। এদিকে ক্রি-বিণ. 1 এই দিকে, অঞ্চলে বা স্হানে; 2 এই পক্ষে; 3 এই সঙ্গে; 4 এই অবস্হায়; 5 পক্ষান্তরে (ঘরে হাঁড়ি চড়ে না, এদিকে বাবুর বিলাসের ধুম কত)। 55)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535202
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140657
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730975
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943160
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838531
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696749
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us