Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  আর এর বাংলা অর্থ হলো -

(p. 103) āra সমু. অব্য. 1 এবং, ও (তুমি আর আমি); 2 এর বেশি (অনেক লিখেছি, আর কী লিখব?); 3 অতঃপর (রাত হয়েছে, আর গল্প নয়); 4 অথবা, কিংবা (চাও আর না চাও); 5 যুগপত্ (এইসব দেখি আর দুঃখ পাই); 6 পক্ষান্তরে, কিন্তু (শক্তের ভক্ত আর নরমের যম); 7 পুনরায়, আবার (আর সেকথা কেন?); 8 এখনও (আর কেন বৃথা চেষ্টা); 9 এখন (আর সেদিন নেই); 1 কখনো (ধানগাছে কি আর তক্তা হয়); 11 আগে বা পরে কখনো (এমনটি আর হবে না); 12 অবশ্য (তুমি তো আর গরিব নও); 3 তদবধি (গেলে আর ফিরলে না)।
বিণ. 1 অন্য, অপর (আর কেউ, আর পারে আমবন); 2 দ্বিতীয়, অন্য একটি (আর এমন লোক পাবে না); 3 বিগত (আর বছর এসেছিল); 4 আগামী (আর শনিবারে যাব)।
সর্ব. অন্য কিছু (এক করতে আর হয়)।
[সং. অপর আবার আর]।
আর-আর অব্য. বিণ. অন্যান্য (আর-আর লোকে, আর-আর দিন)।
আরও অব্য. বিণ. বিণ-বিণ. ক্রি-বিণ. 1 অধিকতর (আরও কষ্ট, আরও ভালো, আরও কাঁদবে); 2 এ ছাড়া অন্য (আরও লোকে জানে); 3 অধিকন্তু (আরও শোনো)।
29)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


আলীঢ়
(p. 106) ālīḍh় বিণ. 1 লেহন করা বা চাটা হয়েছে এমন; 2 স্বাদ নেওয়া হয়েছে এমন, আস্বাদিত। বি. বাণ নিক্ষেপের সময় বাম হাঁটু মুড়ে ডান পা সামনের দিকে প্রসারিত করে বসার ভঙ্গি। [সং. আ + √লিহ্ + ত]। 40)
আত্মা-রাম
আনু-তোষিক
(p. 94) ānu-tōṣika বি. ক্ষতিপূরণ হিসাবে বা সাহায্যরূপে প্রদত্ত বৃত্তি, gratuity (স.প.)। [সং. অনুতোষ + ইক]। 30)
আনন্দ
(p. 94) ānanda বি. 1 হর্ষ, তৃপ্তি ('আনন্দেরই সাগর হতে': রবীন্দ্র); 2 সুখ, আহ্লাদ ('সদা থাকো আনন্দে': রবীন্দ্র); 3 স্ফুর্তি (সকলে মিলে আজ একটু আনন্দ করতে চাই); 4 সত্যের উপলব্ধি থেকে উত্পন্ন গভীর অনুভূতি এবং সেইরূপ সত্তা ('আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি': রবীন্দ্র); 5 আনন্দজনক বস্তু ('তোমার আনন্দ ওই এল দ্বারে': রবীন্দ্র); 6 মদ। বিণ. আনন্দিত, আনন্দময়, আনন্দপূর্ণ ('আজি এ আনন্দ সন্ধ্যা': রবীন্দ্র)। [সং. আ + √ নন্দ্ + অ]। ̃ .কন্দ বি. সমস্ত আনন্দের মূল। ̃ .ঘন বিণ. আনন্দময়। ̃ .ধাম বি. যে গৃহে আনন্দ বিরাজ করে। ̃ .ধারা বি. আনন্দের স্রোত। ̃ .ন বি. আনন্দ সৃষ্টি, আনন্দ উত্পাদন। বিণ. আনন্দদায়ক। ̃ .নাড়ু বি. চালের গুঁড়ো, নারকেল, গুড় প্রভৃতি দিয়ে তৈরি গোলাকার না়ড়ু বা নাড়ুজাতীয় খাবার। ̃ .বিধান বি. আনন্দ দান, আনন্দ উত্পাদন। ̃ .ময় বিণ. আনন্দে পূর্ণ। বি. ঈশ্বর (আনন্দময়মঙ্গলময় বলে)। ̃ .লহরি, ̃ .লহরী বি. 1 আনন্দের ঢেউ; নিরবচ্ছিন্ন আনন্দ; 2 (সচ. পল্লিসংগীতে ব্যবহৃত) বাদ্যযন্ত্রবিশেষ। ̃ .সাগর বি. আনন্দরূপ সাগর; বিপুল আনন্দ। আনন্দা ক্রি. আনন্দিত করা। আনন্দাশ্রু বি. আনন্দের আবেগজনিত চোখের জল। .আনন্দিত বিণ. প্রফুল্ল, হৃষ্ট; পুলকিত। 6)
আমুক্ত
(p. 101) āmukta বিণ. 1 ঈষত্ মুক্ত, একটুখানি মুক্ত বা উন্মুক্ত; 2 পরিত্যক্ত। [সং. আ + √মুচ্ + ত]। 46)
আটকে, আটকিয়া
আলী১, ২, ৩ - আলি১, ২, ৩
(p. 106) ālī1, 2, 3-āli1, 2, 3 এর বার্জি. বানানভেদ। 39)
আন্ডিল, (বর্জি.) আন্ডীল
(p. 95) ānḍila, (barji.) ānḍīla বিণ. মহাধনশালী (আন্ডীল লোক)। বি. স্তূপ (টাকার আন্ডীল)। [সং. আন্ডীর]। 19)
আনু-মানিক
আবিল
(p. 99) ābila বিণ. কলুষিত; পঙ্কিল, ঘোলা; অস্বচ্ছ (আবিল দৃষ্টি)। [সং. আ + ̃ বিল্ + অ]। ̃ .তা বি. কলুষ; অস্বচ্ছতা; মলিনতা (কামনার আবিলতা)। 19)
আবরণ
(p. 98) ābaraṇa বি. 1 আচ্ছাদন, আবৃতকরণ (গাত্রাবরণ); 2 আচ্ছাদনী, ঢাকনি (মাথার উপর কোনো আবরণ ছিল না)। [সং. আ + √ বৃ + অন]। আবরণী বি. ঢাকনি। আবরিত বিণ. আবৃত, ঢাকা রয়েছে এমন, আচ্ছাদিত ('বর্ম-আবরিত দ্বারীর চোখে') 19)
আফদ
(p. 97) āphada বি. আপদ, বিপদ; বিপত্তি। [আ. আফত; তু. সং. আপদ্]। 27)
আলিসা -আলসে
(p. 106) ālisā -ālasē র মার্জিত কিন্তু বর্ত. অপ্র. রূপ। [দ্র আলসে1]। 38)
আদম
আয়িডিন-আইয়োডিন
আম্পায়ার
(p. 101) āmpāẏāra বি. ক্রিকেট, হকি ইত্যাদি খেলায় বিচারক। [ইং. umpire]। 52)
আরাব-আরব2
আভীর
(p. 99) ābhīra বি. আহির, গোয়ালাজাতিবিশেষ। [সং. আ + ভী + √রা + অ; তু. হি. অহীর]। বি. (স্ত্রী.) আভীরী, আভীরা, আভীরিণী। ̃পল্লি বি. যে পল্লিতে আভীররা বাস করে, গোয়ালপাড়া। 48)
আদুড়
(p. 89) āduḍ় বিণ. খোলা, নগ্ন, অনাবৃত (আদুড় গায়ে থেকো না)। [বাং. আ + হি. উধড় = আউধড়]। 77)
আনা1
(p. 94) ānā1 বি. (বর্ত. অপ্র.) এক টাকার ষোলো ভাগের এক ভাগ; ষোড়শ ভাগের এক ভাগ (আমি এই সম্পত্তির এক আনার মালিক)। বিণ. ষোড়শাংশ পরিমাণের (এক আনা বখরা)। [সং. আনক]। 15)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534871
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140382
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730595
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942793
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883560
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838478
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696634
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603076

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us