Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ত্রায়ক দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অবশ্য2
(p. 46) abaśya2 অব্য. ক্রি-বিণ. বিণ-বিণ. 1 নিশ্চয়, নিশ্চিতভাবে (অবশ্যপালনীয়, অবশ্য করতে হবে); নিংসংশয়ে, বলা বাহুল্য; 2 তবে, পক্ষান্তরে (মাংস খাওয়া ভালো, অবশ্য পরিমিত মাত্রায়)। [সং. অবশ্যম্]. অবশ্য অবশ্য ক্রি-বিণ. নিশ্চয়ই, বলা বাহুল্য। ̃ করণীয়, ̃ কর্তব্য, ̃ কার্য বিণ. করতেই হবে এমন। ̃ ম্ভাবী (-বিন্) বিণ. নিশ্চয় ঘটবে এমন (মৃত্যু একটি অবশ্যম্ভাবী ঘটনা)। অবশ্যম্ভাবিতা বি. নিশ্চয়তা। 25)
আগস্ত্য, অগস্তি
(p. 6) āgastya, agasti বি. 1 স্বনামপ্রসিদ্ধ মুনিবিশেষ; 2 (জ্যোতি.) যে নক্ষত্রের উদয়ে শরত্ ঋতু সূচিত হয়, Canopus [সং. অগ+√ স্তৈ+অ়]। ̃ .যাত্রা বি. যে যাত্রায় বিদেশযাত্রী আর ফিরে আসে না; নিষিদ্ধ যাত্রা (অগস্ত্য মুনি পয়লা ভাদ্র বিন্ধ্যপর্বত অতিক্রম করে দক্ষিণাপথে গমন করেছিলেন এবং আর ফিরে আসেননি বলে এই দিনটিতে যাত্রা নিষিদ্ধ); মাসের প্রথম দিন; শেষ যাত্রা, চিরপ্রস্হান। অগস্ত্যোদয় বি. ভাদ্রের 17/18 তারিখে অগস্ত্য নক্ষত্রের উদয়। 23)
এবার
(p. 148) ēbāra বি. ক্রি-বিণ. 1 এই সময়ে (এবার আবার শুরু হল, এবার যাব); 2 এই যাত্রায় (এবার তুমি পেলে না); 3 এখন (এবার তবে আসি); 4 এই বছর (এবার তেমন ধান হয়নি); 5 এই জীবন, এই জীবনে (এবারের খেলা সাঙ্গ হল)। [বাং. এ (এই) + বার]। ̃ কার বিণ. এবারের। এবারের মতো ক্রি-বিণ. এ যাত্রায়. এই দফায়; এই জন্মের মতো। 11)
কুযাত্রা
(p. 198) kuyātrā বি. অসময়ের বা অশুভ সময়ে যাত্রা; যে যাত্রায় ভালো ফল হয় না। [সং. কু + যাত্রা]। 20)
খোঁয়াড়ি, খোঁয়ারি
(p. 234) khōm̐ẏāḍ়i, khōm̐ẏāri বি. মদের নেশা কেটে যাবার পর অবসাদ। [তু. আ. খুমার]। খোঁয়ারি ভাঙা ক্রি. বি. মদের নেশার পর যে অবসাদ আসে তা দূর করার জন্য পুনরায় অল্পমাত্রায় মদ খাওয়া। 4)
চলচ্চিত্র
(p. 279) calaccitra বি. 1 বায়োস্কোপ বা সিনেমার ছবি; 2 সিনেমা। [সং. চলত্ + চিত্র]। চলচ্চিত্রায়ণ বি. 1 চলচ্চিত্র নির্মাণ; 2 চলচ্চিত্রে রুপায়ণ।
চিত্রায়ণ
(p. 288) citrāẏaṇa বি. 1 চিত্রে রূপায়ণ; 2 চিত্রনির্মাণ। [সং. চিত্র + ক্যঙ্ + অন]। চিত্রায়িত বিণ. চিত্রে রূপায়িত; চিত্রিত। 58)
তকত-নামা, তক্ত-নামা, তখত-নামা
(p. 363) takata-nāmā, takta-nāmā, takhata-nāmā বি. (মুসলমানদের) বিবাহ বা অন্য উত্সবে শোভাযাত্রায় ব্যবহৃত মানুষে-টানা যানবিশেষ। [ফা. তখত্নুমা]। 12)
ত্রাণ
(p. 387) trāṇa বি. 1 (বিপদ, পাপ প্রভৃতি থেকে) উদ্ধার, রক্ষা, নিষ্কৃতি, মুক্তি ('মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ': রবীন্দ্র); 2 (বন্যা, দুর্ভিক্ষ ইত্যাদি দুর্যোগে) সাহায্য, relief (দুর্গতদের ত্রাণ পাঠানো হচ্ছে)। [সং. √ ত্রৈ + অন়]। ত্রাত বিণ. ত্রাণপ্রাপ্ত, যাকে ত্রাণ করা হয়েছে এমন। ত্রাতা (-তৃ), ত্রায়ক বিণ. বি. ত্রাণকারী ('জনগণদুঃখ-ত্রায়ক')। ত্রায়.মাণ বিণ. ত্রাণ লাভ করছে বা ত্রাণ করছে এমন। 87)
পরা-হত
(p. 496) parā-hata বিণ. 1 পরাজিত; 2 আক্রান্ত; 3 বাধাপ্রাপ্ত, ব্যাহত (জীবনযাত্রায় পরাহত, সুদূরপরাহত)। [সং. পরা2 + √ হন্ + ত]। 16)
পুরা-দস্তুর
(p. 526) purā-dastura ক্রি-বিণ. বিণ-বিণ. পূর্ণমাত্রায়, পুরোপুরি (পুরাদস্তুর নির্বোধ)। বিণ. সম্পূর্ণ (পুরাদস্তুর বাবু, পুরাদস্তুর সাহেব)। [বাং. পুরা2 + ফা. দস্তুর]। কথ্য - পুরো-দস্তুর। 43)
যন্ত্র
(p. 723) yantra বি. 1 মেশিন, কল (বৈদ্যুতিক যন্ত্র); 2 শিল্পদ্রব্যাদি নির্মানের হাতিয়ার (ছুতোরের যন্ত্র); 3 বৈজ্ঞানিক সরঞ্জাম (তাপমান যন্ত্র); 4 সংগীত সাধনার উপকরণ, বাদ্য (বাদ্যযন্ত্র, যন্ত্রসংগীত); 5 জীবদেহের ক্রিয়াসাধক অঙ্গ (হৃদযন্ত্র, শ্বাসযন্ত্র); 6 জাঁতা; 7 (তন্ত্রশাস্ত্রে) দেবতাদের অধিষ্ঠানচক্র অর্থাত্ আসনের রেখাঙ্কন; ̃ (জ্যোতিষ.) গ্রহাদির অবস্হানচিত্র; 9 (আল.) যে ব্যক্তিকে কার্যদ্ধারের জন্য হাতিয়ারস্বরূপ ব্যবহার করা হয়। [সং. √ যন্ত্র্ + অ]। ̃ .কুশল বিণ. যন্ত্রাদির ব্যবহারে প়টু। বি. ̃ .কৌশল। ̃ .তন্ত্র, ̃ .পাতি বি. যন্ত্রসমূহ, যন্ত্র ও অনুরূপ অন্যান্য সরঞ্জাম। ̃ .দানব বি. জীবনযাত্রায় যন্ত্রের অতিরিক্ত প্রধান্যের জন্য দানব হিসাবে কল্পিত যন্ত্র। ̃ .বত্ বিণ. যন্ত্রের মতো কাজ করে এমন। ̃ .বিদ (-বিদ্) বিণ. বি. যন্ত্রের গঠন ও ব্যবহার সম্বন্ধে অভিজ্ঞ ব্যক্তি, যন্ত্রবিশারদ। ̃ .বিদ্যা, ̃ .বিজ্ঞান বি. যন্ত্র নির্মাণ ও ব্যবহারের বিদ্যা, mechanics, mechanical engineering. ̃ .যুগ বি. যে যুগে মানুষের জীবনযাত্রায় যন্ত্র বিশেষ প্রাধান্য লাভ করেছে। ̃ .শালা বি. যে ঘরে যন্ত্রের দ্বারা কাজ চলে, মেশিনঘর। ̃ .শিল্পী বি. 1 যন্ত্রাদি প্রয়োগে বা নির্মাণে দক্ষ বা অভিজ্ঞ ব্যক্তি, মেকানিক, এঞ্জিনিয়ার; 2 বাদ্যযন্ত্র বাজানোয় দক্ষ ব্যক্তি। ̃ .সংগীত বি. বাদ্যযন্ত্র সহযোগে সংগীত। ̃ স্হ বিণ. (বইপত্র) ছাপার কাজ চলছে এমন, শীঘ্রই ছেপে বেরোবে এমন। 21)
রাক্ষস
(p. 738) rākṣasa বি. 1 পুরাণোক্ত ভীষণদর্শন নরখাদক জাতিবিশেষ, রক্ষ; 2 (ব্যঙ্গে) অতিমাত্রায় পেটুক ব্যক্তি। বিণ. রাক্ষসসম্বন্ধীয়, রাক্ষসোচিত। [সং. রক্ষস্ + অ]। স্ত্রী. রাক্ষসী। ̃ .গণ বি. (জ্যোতিষ.) জাতকের ত্রিবিধ প্রকৃতির অন্যতম। রাক্ষস বিবাহ কন্যাকে অপহরণ করে বলপূর্বক বিবাহ। রাক্ষসী বেলা পনেরো ভাগে বিভক্ত দিনের শেষ তিন ভাগ, দিনের শেষ আড়াইঘন্টা কাল। রাক্ষুসি-রাক্ষসী -র আঞ্চ. ও কথ্য রূপ। রাক্ষুসে বিণ. 1 রাক্ষসের তুল্য ভয়ংকর (রাক্ষুসে কুকুর); 2 প্রচণ্ড, অত্যন্ত অধিক (রাক্ষুসে খিদে); 3 মস্ত বড়ো, প্রকাণ্ড (রাক্ষুসে মুলো)। 33)
রেসালা
(p. 749) rēsālā বি. 1 অশ্বারোহী সৈন্য; 2 (বাং.) বিবাহাদিতে শোভাযাত্রায় অংশগ্রহণকারী। [আ. রিসালা]। 27)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578340
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186117
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786399
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027580
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901305
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848262
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708723
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620533

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us