Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দংশিত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আশী
(p. 108) āśī বি. সাপের বিষদাঁত (আশীবিষ)। [সং. আ + √ শাস্ + ক্বিপ্]। ̃ বিষ বি. যার দাঁতে বিষ থাকে অর্থাত্ সাপ (আশীবিষের দংশন)। 25)
কাটব
(p. 179) kāṭaba ক্রি. (ব্রজ.) কাটবে; দংশন করবে। [বাং. √ কাট্]। 17)
কামড়
(p. 181) kāmaḍ় বি. 1 দংশন, দন্তাঘাত (বিড়ালের কামড়); 2 দাঁত দিয়ে আঁকড়ে ধরা (মরণকামড়); 3 নির্দয় বা অত্যধিক দাবি (মহাজনের সুদের কামড়); 4 বেদনা, যন্ত্রণা (পেটের কামড়); 5 তীব্রতা (শীতের কামড়)। [দেশি]। কামড়া, কামড়ানো ক্রি. বি. দংশন করা, দাবি করা; সবলে চেপে ধরা (মেশিনটা তার হাত কামড়ে ধরেছে); দৃঢ়সংলগ্ন হয়ে থাকা (মাটি কামড়ে থাকা)। কামড়ানি, কামড়ি1 বি. কামড়ের ভাব বা যন্ত্রণাবোধ। কামড়া-কামড়ি বি. 1 পরস্পর ক্রমাগত দংশন; 2 মারামারি। 85)
খাওয়া
(p. 224) khāōẏā ক্রি. 1 ভোজন করা, আহার করা; 2 পান করা (চা দুধ খাওয়া) ; 3 সেবন করা (হাওয়া খেতে বেরিয়েছি); 4 ভোগ করা, সহ্য করা (মার খাওয়া, গালি খাওয়া); 5 উত্কোচ বা ঘুষ নেওয়া (পয়সা খেয়েছে, ঘুষ খেয়েছে); 6 দংশন করা (সাপে খেয়েছে); 7 নষ্ট করা, কলঙ্কিত করা (চোখের মাথা খেয়েছ নাকি?) ছেলেটার মাথা খাচ্ছ কেন?); 8 গ্রাস করা (আমার সব সম্পত্তি মহাজনে খেয়েছে); 9 শেষ করা, বিনষ্ট করা (স্বামী-পুত্র খেয়ে এখন বাপের বাড়িতে এসে উঠেছে); 1 টেনে নেওয়া, শোষা (যন্ত্রটা বেশ তেল খায়) ; 11 (চুম্বন ইত্যাদি) দেওয়া (চুমু খাওয়া); 12 (আদর) পাওয়া (মায়ের আদর খাচ্ছে); 13 খাটা, উপযুক্ত হওয়া (খাপ খায় না)। বি. ভোজন। বিণ. খাওয়া হয়েছে এমন। [বাং. √খা + আ]। ̃ দাওয়া বি. পানভোজন ; আহারাদি। ̃ নো ক্রি. (অন্যকে) ভোজন বা পান করানো। বি. বিণ. উক্ত অর্থে। ̃ পরা বি. খাওয়াদাওয়া ও পোশাক-আশাক (আমি কারও খাওয়াপরার দায়িত্ব নিতে পারব না)। ̃ র জল. খাবার জল বি. পানীয় জল। 49)
ঘা
(p. 266) ghā বি. 1 আঘাত, চোট (মাথায় ঘা লেগেছে); 2 প্রহার (দিয়েছি ঘা-কতক) ; 3 ক্ষত (ঘায়ে মলম লাগানো); 4 মনঃকষ্ট (অভিমানে ঘা লাগ); 5 শোক; 6 ক্ষতি (ব্যাবসায় ঘা। [সং. ঘাত-তু. সাঁও. ঘাও]। ঘা করা ক্রি. বি. ক্ষত সৃষ্টি করা (খুঁচিয়ে ঘা করা)। ঘা খাওয়া ক্রি. বি. (প্রধানত মনে) আঘাত বা বেদনা পাওয়া; ক্ষতিগ্রস্ত হওয়া। ঘা দেওয়া ক্রি. বি. 1 (প্রধানত মনে) আঘাত বা বেদনা দেওয়া; 2 (সর্পের দংশন সম্বন্ধে) দংশন করা (জাতসাপে ঘা দিয়েছে)। ঘা মারা ক্রি. বি. আঘাত করা। ঘা শুকানো ক্রি. বি. ক্ষত আরোগ্য হওয়া (এ ঘা শুকোতে সময় লাগবে)। ঘা সওয়া ক্রি. বি. আঘাত বা ক্ষতি সহ্য করা (এ জীবনে অনেক ঘা সয়েছি)। ঘা-সওয়া বিণ. আঘাত বা ক্ষতি সহ্য করেছে এমন। ঘা হওয়া ক্রি. বি. ক্ষত হওয়া। ঘা-কতক বি. বেশকিছু প্রহার। ঘা-কতক খাওয়া ক্রি. বি. ভালোরকম মার খাওয়া। ঘা-কতক দেওয়া, ঘা-কতক বসিয়ে দেওয়া ক্রি. বি. ভালোরকম মার দেওয়া, উত্তম-মধ্যম প্রহার করা। খুঁচিয়ে ঘা করা ক্রি. অকারণ খোঁচাখুঁচির ফলে সুস্হ স্হান ক্ষত করা; (আল.) অনাবশ্যক আলোচনার দ্বারা অপ্রিয় অবস্হার সৃষ্টি করা। 43)
ডাঁশ
(p. 355) ḍām̐śa বি. বৃহদাকার মশাবিশেষ (সাধারণত গোরু-মোষের গায়ে বসে এমন), দংশমক্ষিকা, gadfly. [সং. দংশ]। 8)
তক্ষক
(p. 363) takṣaka বি. 1 যে তক্ষণ করে অর্থাত্ ছুতোর; 2 অর্জুনের পৌত্র পরীক্ষিত্কে দংশনকারী সাপবিশেষ, অষ্টনাগের অন্যতম; 3 গিরগিটিজাতীয় প্রাণিবিশেষ। [সং. তক্ষ্ + অক]। 24)
দংশক
(p. 395) daṃśaka বিণ. দংশনকারী, যে কামড়ায়। বি. ডাঁশ, বড় মশা। [সং. √ দন্শ্ + অক]। 8)
দংশন
(p. 395) daṃśana বি. 1 কামড়, দাঁতের আঘাত; 2 হুল ফোটানো (মৌমাছির দংশন)। [সং. √ দন্শ্ + অন]। 9)
দংশল
(p. 395) daṃśala ক্রি. (ব্রজ.) দংশন করল, কামড় দিল। [সং. √ দন্শ্]। 10)
দংশা
(p. 395) daṃśā ক্রি. (সচ. কাব্যে) দংশন করা, কামড়ানো ('দংশিল কেবল ফণী': মধু.)। [সং. √ দন্শ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. দংশন করা। বিণ. উক্ত অর্থে। 11)
দংশিত
(p. 395) daṃśita বিণ. দংশন করা বা ছোবল মারা হয়েছে এমন, দষ্ট। [সং. √ দন্শ্ + ণিচ্ + ত]। 12)
দংষ্ট্র
(p. 395) daṃṣṭra বি. যা দিয়ে দংশন করা হয়, দাঁত। [সং. √ দন্শ্ + ত্র]। 13)
দশন
(p. 401) daśana বি. 1 দাঁত; 2 দংশন (দশনদন্ত)।[সং. √ দন্শ্ + অন]। 9)
দষ্ট
(p. 401) daṣṭa বিণ. 1 দংশন করা বা কামড়ানো হয়েছে এমন, দংশিত (সর্পদষ্ট); 2 দাঁতের সাহায্যে বিদীর্ণ, ছিন্ন (কীটদষ্ট) [সং. √ দন্শ্ + ত]। 21)
বিদংশ
(p. 614) bidaṃśa বি. 1 চাট, অবদংশ; মদ ইত্যাদির সঙ্গে ভক্ষ্য রুচিকর খাবার; 2 দংশন। [সং. বি + √ দন্শ্ + অ]। 2)
বৃশ্চিক
(p. 633) bṛścika বি. 1 বিছে; 2 (জ্যোতিষ.) রাশিচক্রের অষ্টম রাশি, scorpion. [সং. √ ব্রশ্চ্ + ইক]। ̃ দংশন বি. 1 বিছের কামড়; 2 (আল.) নিদারুণ মর্মজ্বালা। 77)
বোলতা
(p. 646) bōlatā বি. দংশনকারী হলুদ রঙের বিষাক্ত পতঙ্গবিশেষ। [সং. বরটা]। 63)
মশক1
(p. 688) maśaka1 বি. দংশনকারী ও রক্তপায়ী ক্ষুদ্র পতঙ্গবিশেষ, মশা। [সং. √ মশ্ + অক]। 8)
মশা
(p. 688) maśā বি. দংশনকারী ক্ষুদ্র পতঙ্গবিশেষ, মশক। সং. মশ, মশক]। মশা মারতে কামান দাগা সামান্য কাজের জন্য বিপুল আড়ম্বর করা। 15)
মশারি
(p. 688) maśāri বি. মশার দংশন এড়াবার জন্য বিছানার উপর খাটানোর উপযোগী সূক্ষ কাপড়ের আবরণ। [সং. মশহরী]। 18)
সন্দংশ, সন্দংশিকা, সন্দংশী
(p. 803) sandaṃśa, sandaṃśikā, sandaṃśī বি. (যা সম্যক দংশন করে এই অর্থে) সাঁড়াশি, চিমটে, জাঁতি ইত্যাদি যন্ত্র। [সং. সম্ + √ দন্শ্ + অ, ক + আ, ঈ]।
সাঁড়াশি
(p. 823) sān̐ḍ়āśi বি. এঁটে ধরবার জন্য চিমটেজাতীয় যন্ত্রবিশেষ। [সং. সন্দংশিকা]। 6)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534893
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140432
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730657
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942851
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883576
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838484
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696658
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us