Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দংশা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দংশা এর বাংলা অর্থ হলো -

(p. 395) daṃśā ক্রি. (সচ. কাব্যে) দংশন করা, কামড়ানো ('দংশিল কেবল ফণী': মধু.)।
[সং. √ দন্শ্ + বাং. আ]।
নো ক্রি. বি. দংশন করা।
বিণ. উক্ত অর্থে।
11)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দোমালা
দূতিয়ালি, দূতীয়ালি
(p. 416) dūtiẏāli, dūtīẏāli বি. দূতীর কাজ। [সং. দূতি (দূতী) + বাং. আলি]। 63)
দই
(p. 395) di বি. দধি, দুধের বিকারবিশেষ, দুধ থেকে প্রস্তুত খাদ্যবিশেষ। [সং. দধি]। দই পাতা ক্রি. বি. দই তৈরি করার জন্য দুধে দম্বল বা সাজা দিয়ে পাত্রে রাখা। ̃ বড়া বি. দইসহযোগে খেতে হয় এমন বড়া, দক্ষিণ ভারতীয় খাবারবিশেষ। 5)
দরি1, (বর্জি.) দরী
(p. 399) dari1, (barji.) darī বি. 1 গুহা, কন্দর; 2 গভীর ও সংকীর্ণ উপত্যকা ('গিরিদরী-বিহারিণী হরিণীর লাস্যে': স.দ.)। [সং. দর1 + বাং. ই]। 29)
দানেশ-মন্দ
দৃপ্ত, দৃপ্র
(p. 418) dṛpta, dṛpra বিণ. 1 দর্পযুক্ত, দর্পিত, গর্বিত, উদ্ধত; 2 তেজঃপূর্ণ (দৃপ্তকণ্ঠে বলা)। [সং. √ দৃপ্ + ত, র]। 6)
দ্যোতনা
(p. 426) dyōtanā বি. 1 ইঙ্গিত, ব্যঞ্জনা; 2 প্রকাশ। [সং. √ দ্যুত্ + অন + আ]। ̃ ময় বিণ. ব্যঞ্জনাময়, ইঙ্গিতময়। 55)
দাগ
(p. 402) dāga বি. 1 চিহ্ন, ছাপ (কালির দাগ); 2 মরচে, জং (লোহার দাগ ধরা); 3 কলঙ্ক (চরিত্রে কোনো দাগ পড়েনি); 4 রেখাঙ্কন (এইখানে দাগ দাও); 5 (আল.) মালিন্য, অভিমান (মনের দাগ সহজে যাবে না)। [ফা. দাগ্]। ̃ বিলি বি. জমি ও প্রজার বিবরণ। 45)
দেরাজ
দর্শক
(p. 400) darśaka বি. বিণ. 1 দর্শনকারী, যে দেখে; 2 তত্ত্বাবধায়ক, পরিদর্শনকারী। [সং. √ দৃশ্ + অক]; 3 যে দেখায়, প্রদর্শক। [সং. √ দর্শি (√ দৃশ্ + ণিচ্) + অক]। 10)
দ্বৈরাজ্য
দামোদর
দূর
(p. 416) dūra বি. 1 ব্যবধান, অন্তর (কত দূর?); 2 দূরবর্তী স্হান, নিকট নয় এমন দেশ বা স্হান (দূর থেকে দেখা, 'দূরের বন্ধু': রবীন্দ্র); 3 অবিষয় (ভালো খেলা দূর থাক, সে তো খেলেই না)। বিণ. 1 অনিকট, কাছের নয় এমন ('দূরদেশী সেই রাখাল ছেলে': রবীন্দ্র); 2 ব্যাপক, গভীর (দূরদৃষ্টি); 3 বিস্তৃত (দূরপথ); 4 বিতাড়িত, বহিষ্কৃত (বাড়ি থেকে দূর করা, আপদ দূর হয়েছে); 5 অপগত, দূরীভূত (বিপদ দূর হয়েছে)। অব্য. ঘৃণা লজ্জা বিরক্তি অবিশ্বাস অসম্মতি প্রভৃতি ভাবপ্রকাশক (দূর ছাই, দূর দূর, ভালো লাগে না)। [সং. দূর + √ ই + র]। দূর করা ক্রি. বি. বিতাড়িত বহিষ্কৃত বা দূরীভূত করা (ময়লা দূর করা, অশিক্ষা দূর করা, রোগ দূর করা)।̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. দূরে গমন করে এমন। স্ত্রী. ̃ গামিনী। দূর-ছাই করা ক্রি. বি. অবজ্ঞা করা (এটা কিন্তু দূর-ছাই করার মতো জিনিস নয়)। ̃ ত (-তস্), (বর্জি.) ̃ তঃ অব্য. ক্রি-বিণ. দূর থেকে। ̃ তা, ̃ ত্ব বি. ব্যবধান; পার্থক্য। ̃ দর্শন বি. 1 দূর থেকে নিরীক্ষণ; 2 যে যন্ত্রের সাহায্যে দূরের বস্তু দেখতে পারা যায়, television; 3 পরিণামদর্শন, দূরদৃষ্টি। ̃ দর্শী (-দর্শিন্) বিণ. পরিণামদর্শী, বিচক্ষণ, যার ভবিষ্যদ্দৃষ্টি আছে। বি. ̃ দর্শিতা। দূর দূর অব্য. (বিতাড়নসূচক বা বিরক্তি ইত্যাদি সূচক) দূর হও, ছি ছি। ̃ দূরান্ত বি. বহু দূরবর্তী স্হান। ̃ দৃষ্টি বি. ভবিষ্যদ্দৃষ্টি। ̃ বর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্হিত, দূরস্হ (দূরবর্তী দেশ)। বি. ̃ বর্তিতা। স্ত্রী. ̃ বর্তিনী। ̃ বীক্ষণ, ̃ বিন বি. দূরের বস্তু স্পষ্টভাবে দেখবার যন্ত্রবিশেষ, telescope. ̃ ভাষ বি. যে যন্ত্রের সাহায্যে দূরবর্তী স্হান থেকে কথা বলা ও শোনা যায়, telephone. ̃ শ্রুত বিণ. দূর থেকে ভেসে এসে শ্রুত হচ্ছে এমন, দূরের কথা বা শব্দ শোনা যাচ্ছে এমন। ̃ স্হ, ̃ স্হিত বিণ. দূরের, দূরবর্তী। ̃ হি ক্রি-বিণ. (ব্রজ.) দূরে। দূর হোক অব্য. বিরক্তিপ্রকাশক উক্তি। দূরাগত বিণ. দূর থেকে আগমনকারী বা আগত (দূরাগত ধ্বনি)। দূরান্তর বি. বহুদূরব্যাপী ব্যবধান। দূরিত বিণ. দূর করা হয়েছে এমন (বিপদ দূরিত হয়েছে)। দূরীকরণ বি. বিতাড়ন, অপসারণ, বহিষ্কার, সরানো। দূরী-কৃত বিণ. বিতাড়িত, অপসৃত, সরানো হয়েছে এমন, বহিষ্কৃত। দূরী-ভবন বি. অপসরণ; বিতাড়িত হওয়া, বহিষ্কৃত হওয়া। দূরী-ভূত বিণ. অপসৃত, বিতাড়িত, বহিষ্কৃত। 64)
দাদ1
দশা
(p. 401) daśā বি. 1 অবস্হা (এ কী দশা? শেষ দশা, দুর্দশা); 2 ধরন, গতিক (মনের দশা); 3 প্রদীপের পলতে বা সলতে; 4 মানুষের মনের দশ অবস্হা-অভিলাষ চিন্তা স্মৃতি গুণকীর্তন উদ্বেগ প্রলাপ ব্যাধি জড়তা মরণ উন্মাদ; 5 মানবজীবনের দশ অবস্হা-গর্ভবাস জন্ম বাল্যকৈশোর কৌমার পৌগণ্ড যৌবন স্হবিরতা জরা প্রাণরোধ মৃত্যু; 6 মানুষের উপর জন্মকালে রাশিচক্রের অবস্হানজনিত প্রভাব (বৃহস্পতির দশা, শনির দশা); 7 পরলোকগত ব্যক্তির মৃত্যুর পর দশম দিনে আচরণীয় সংস্কারবিশেষ (এখনও তার দশা কাটেনি); 8 (বৈ. শা.) শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন পাদসেবন দাস্য সখ্য আত্মনিবেদন স্বীয়ভাব-এই দশটি ভক্তিভাব; 9 সমাধি, ভাবাবেশ; 1 বস্ত্রের প্রান্ত। [সং. √ দন্শ্ + অ + আ]। দশায় পড়া বি. ক্রি. কীর্তন করতে করতে ভাবস্হ বা সমাধিস্হ হওয়া। দশাবিপর্যয়, ̃ স্তর বি. দুরবস্হা, দুর্দশা। 11)
দরদ2
(p. 399) darada2 বি. 1 সমবেদনা (পরস্পরের প্রতি দরদ); 2 দয়া, মমতা (প্রাণে এতটুকু দরদ নেই); 3 ব্যথা, যন্ত্রণা (সারা গায়ে দরদ)। [ফা দর্দ]। 18)
দ্রোণ
দংশ
(p. 395) daṃśa বি. ডাঁশ, বড় মশা। [সং. √ দন্শ্ + অ]। স্ত্রী. দংশী। 7)
দানা2
দানো
(p. 402) dānō বি. 1 দানব -এর কথ্য রূপ (দত্যিদানো); 2 অপদেবতা। [সং. দানব দানও]। দানোয় পাওয়া ক্রি. বি. (কুসংস্কারে) অপদেবতার প্রভাবে পড়া। 80)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534914
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140458
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730670
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942868
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883580
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838489
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696663
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us