Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দরজি। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপাবরণ
(p. 40) apābaraṇa বি. আবরণ মোচন, উন্মোচন; উদ্ঘাটন। [সং. অপ + আচরণ]। অপাবৃত বিণ. আচরণমুক্ত; উন্মোচিত; উদ্ঘাটিত (দরজা ইত্যাদি) খুলে দেওয়া হয়েছে এমন। 12)
অর্গল
(p. 61) argala বি. 1 দরজার খিল, হুড়কো; 2 বাধা, প্রতিবন্ধক (অনর্গল কথা)। [সং. √. অর্জ্ + অল]। অর্গলিত বিণ. বন্ধ (অর্গলিত দ্বার); অবরুদ্ধ। 24)
অর্ন্তদ্বার
(p. 34) arntadbāra বি. গোপন দরজা; খিড়কি। [সং. অন্তর্ + দ্বার]। 3)
আঁটা
(p. 79) ān̐ṭā ক্রি. 1 কষে বা শক্ত করে বাঁধা ('তোমার রাখি বাঁধো আঁটি': রবীন্দ্র); 2 বাঁধা, পরা (পাগড়ি আঁটা); 3 বন্ধ করা, লাগানো (দরজায় খিল আঁটা); 4 সংকুলান হওয়া (এই ঘরে এত লোক আঁটবে না); 5 সমকক্ষ হওয়া (বুদ্ধিতে তাকে আঁটা মুশকিল)। বিণ. বদ্ধ, আঁটকানো (আঁটা খাম)। [বাং. √ আট্ + আ]। ̃ নো ক্রি. বি. ধরানো (চেপে চেপে রাখলে ওই হাঁড়িতেই সব আটা আঁটানো যাবে) এঁটে ওঠা ক্রি. বি. সমকক্ষ হওয়া, সমানভাবে পাল্লা দেওয়া (বুদ্ধিতে তার সঙ্গে এঁটে ওঠা কঠিন)। 18)
আওজানো
(p. 77) āōjānō ক্রি. বি. ভেজানো, আলতো করে বন্ধ করা (দরজা আওজানো)। বিণ. ভেজিয়ে দেওয়া হয়েছে এমন (আওজানো দরজা খুলে ঢুকল)। [ সং. আ + √ বৃজ্]। 28)
আগ.দুয়ার
(p. 82) āga.duẏāra বি. 1 বাইরের দরজা; 2 বাহির বাড়ি। বিপ. পাছদুয়ার। [সং. অগ্রদ্বার]। 42)
আগ়ড়, আগল
(p. 82) āg়ḍ়, āgala বি. 1 দরজার মতো করে ব্যবহৃত ঝাঁপ, টাটি; 2 খিল; 3 বাধা। [সং. অর্গল]। 37)
আলগা
(p. 104) ālagā বিণ. 1 আটকানো বা সংলগ্ন নয় এমন; 2 এলায়িত, শিথিল (ফাঁস আলগা করা, আলগা খোঁপা); 3 ফসকা (আলগা গেরো); 4 অনাবৃত, পোশাক পরা নয় এমন (আলগা গা); 5 আঢাকা (আলগা ভাত, তরকারিটা আলগা আছে); 6 খোলা (দরজা আলগা); 7 বেফাঁস, অসংযত (মুখ আলগা); 8 আন্তরিকতাহীন (আলগা সোহাগ); 9 অসাবধান, উদাসীন (আলগা পুরুষ); 1 সহজেই কাবু হয় এমন (আলগা শরীর)। [সং. অলগ্ন - তু. হি. অলগ্, অল্গা]। 56)
ওস্তাগর
(p. 153) ōstāgara বি. 1 নিপুণ কারিগর বা শিল্পী; 2 রাজমিস্ত্রী; 3 দরজি; 4 মুসলমানদের উপাধিবিশেষ। [ফা. উস্তাদ্গর]। 68)
কড়া1
(p. 158) kaḍ়ā1 বি. ধাতুর বালা; বালার মতো হাতল (দরজার কড়া); আংটা। [সং. কটক]। 26)
কপাট
(p. 163) kapāṭa বি. দরজার পাল্লা, কবাট; আবরণ (মনের কপাট খুলে দিয়েছি)। [সং. + ক √ পাটি = √ পট্ + ণিচ্ + অ]। ̃ ক বি. হৃত্পিণ্ডের কোটর দুটির মধ্যস্হ দরজার মতো রক্তনিয়ামক আবরণ, valve (বি. প.)। ̃ সন্ধি বি. দরজা ও চৌকাঠের সংযোগস্হান। 5)
কিশোর
(p. 191) kiśōra বিণ. বাল্য ও যৌবনের মধ্যবর্তী বয়সী, সাধারণত দশ-এগারো থেকে পনেরো-ষোলো বছর বয়সী (তখন আমার কিশোর কাল)! বি. কিশোর বয়স্ক অর্থাত্ অপ্রাপ্তবয়স্ক পুরুষ (দরজায় দাঁড়িয়ে একটি কিশোর)। বিণ. বি. (স্ত্রী.) কিশোরী। ̃ সাহিত্য বি. সাধারণত অপ্রাপ্তবয়স্কদের জন্য রচিত সাহিত্য। 9)
কুমরে পোকা
(p. 198) kumarē pōkā বি. ঘরের দেওয়ালে, দরজায় বা জানালায় মাটির বাসা নির্মাণকারী পোকাবিশেষ। [বাং. কুমার (কুমোর) পোকা]। 3)
খট, খট্
(p. 221) khaṭa, khaṭ অব্য. বি. কাঠ, শক্ত মেঝে প্রভৃতি কঠিন পদার্থে ধাক্কা খাওয়ার আওয়াজ (দরজায় খটখট আওয়াজ); শক্ত সোলের জুতো শক্ত মেঝেতে ঠোকার আওয়াজ; ঘোড়ার খুরের আওয়াজ। [দেশি]। খটখট, খটাখট অব্য. ক্রমাগত 'খট' শব্দ; অতি শুষ্কতার লক্ষণ প্রকাশ (শুকিয়ে খটখট করা)। খট-খটে বিণ. শুকনো, জলহীন (খটখটে মেঝে, খটখটে দিন)। 27)
খলিফা
(p. 224) khaliphā বি. 1 ওস্তাদ কারিগর; 2 দরজি; 3 মুসলমানজগতের শ্রেষ্ঠ নৃপতি ও ধর্মনেতার উপাধি; 4 (ব্যঙ্গে) ওস্তাদ বা ধূর্ত ব্যক্তি। বিণ. (ব্যঙ্গে) ওস্তাদ বা ধূর্ত (আচ্ছা খলিফা লোক তো!)। [আ. খলীফা]। 37)
খিড়কি
(p. 229) khiḍ়ki বি. বাড়ির পিছনের দরজা (খিড়কি দিয়ে চোর পালিয়েছে)। [ হি. খড়ক্কী]। খিড়কি পুকুর বি. বাড়ির পিছন দিকের পুকুর, সাধারণত যেখানে মেয়েরা বাসন মাজে ও কাপড় কাচে। 24)
খিল1
(p. 230) khila1 বি. 1 (দরজা ইত্যাদির) অর্গল, হুড়কো; 2 খেঁচুনি, মাংসপেশির বা হাত-পায়ের আড়ষ্ট অসাড় ভাব (হাসতে হাসতে পেটে খিল ধরা)। [সং.কীলক]। 2)
খোলা1, খুলা
(p. 235) khōlā1, khulā ক্রি. 1 উন্মুক্ত করা (দরজা খোলো); 2 বন্ধনমুক্ত করা (জাহাজ খোলা) ; 3 শিথিল করা (খোঁপা খোলা); 4 খসানো, অবিন্যস্ত করা (চুল খোলা); 5 পরিত্যাগ করা, ছাড়া (জামা খোলা); 6 প্রতিষ্ঠা করা, স্হাপন করা (একটা স্কুল খুলেছি); 7 আরম্ভ হওয়া (আজ স্কুল খুলবে); 8 বিকশিত হওয়া, শোভা পাওয়া (তোমার গায়ে জামাটা বেশ খুলেছে) ; 9 আড়ষ্টতা ত্যাগ করা (হাত খুলে খেলো); 1 অকপট হওয়া (মন খুলে কথা বলা); 11 স্খলিত হওয়া (ইট খুলে খুলে পড়ছে)। বি. উক্ত সব অর্থে। বিণ. উক্ত সব অর্থে, এবং বিশেষত উন্মুক্ত; বন্ধনহীন; অকপট (খোলা মন); [বাং. √খুল্ সং. স্খল্ + বাং. আ]। &tilde ;খুলি বিণ. অকপট, স্পষ্ট (খোলাখুলি কথা)। ক্রি-বিণ. অকপটে, স্পষ্টভাবে (একটা কথা তোমাকে খোলাখুলি বলব)। বি. অকপটতা, স্পষ্টতা; বারবার খোলা ও বাঁধা (পঞ্চাশবার এই খোলাখুলি কার ভালো লাগে?)। ̃ নো ক্রি. বি. অন্যকে দিয়ে খুলিয়ে নেওয়া। 6)
গেট
(p. 256) gēṭa বি. ফটক, সদর দরজা। [ইং. gate]। 22)
গোবরাট, গোবরাঠ
(p. 256) gōbarāṭa, gōbarāṭha বি. দরজার বা জানালার চৌকাঠের নিম্নস্হ কাঠ (গোবরাটে পা দিয়ে দাঁড়াল)। [দেশি]। 109)
গ্রিল
(p. 261) grila বি. (জানালা দরজায় ব্যবহৃত) লোহার জাফরি বা জাফরির মতো গরাদ। [ইং. grill]। 71)
চিচিং-ফাঁক
(p. 288) cici-mphān̐ka বি. (আরব্যোপন্যাসে বর্ণিত) দরজা-কবাট ইত্যাদি উন্মোচনের গুপ্ত মন্ত্রবিশেষ; বুদ্ধদ্বারের উন্মোচন। [গি. ঘো. উদ্ভাবিত]। 9)
চৌ
(p. 299) cau বিণ. চার। [সং.চতুর্]। ̃ কাঠ, ̃ কাট বি. দরজার চার পাশের কাঠের চৌকো ফ্রেম। [তু. হি. চৌখট্]। ̃ কো বিণ. চারকোনা, চার চোণবিশিষ্ট, চতুষ্কোণ। ̃ কোনা - চৌকো -র অনুরূপ। ̃ খণ্ড, ̃ খণ্ডি বি. 1 চারচালা ঘর; 2 চৌকি। ̃ খণ্ডিয়া বিণ. 1 চার পায়ওয়ালা ('চৌখণ্ডিয়া পীড়ি': ক. ক.); 2 চার দিকে ধারওয়ালা ('চৌখণ্ডিয়া কাঁড়': ক. ক.)। ̃ খুপি বি. চৌকো খোপ, চেক। বিণ. চার খোপওয়ালা। ̃ গুণ ̃ গুনো বিণ. চারগুণ, চতুর্গুণ। ̃ গোঁপ্পা বি. যে দাড়ি দুই ভাগে ভাগ করে গোঁফের সঙ্গে উপরের দিকে তুলে দেওয়া হয়। বিণ. এইরকম দাড়িওয়ালা। ̃ ঘাট বি. চার ঘাট; চার দিকের ঘাট; চতুর্দিক। ̃ ঘুড়ি বি. চার ঘোড়ায় টানা গাড়ি। ̃ চাকা, ̃ চাক্কা বিণ. চার চাকাবিশিষ্ট। ̃ চাপটে, ̃ চাপড়ে ক্রি-বিণ. 1 চার দিকে; সর্বত্র; 2 সকল বিষয়ে; 3 সর্বতোভাবে; 4 সটানভাবে (চৌচাপটে আছাড় খাওয়া)। ̃ চালা বি. চারটি চালবিশিষ্ট ঘর। ̃ চির বিণ. 1 চার খণ্ডে বিভক্ত; 2 খণ্ডবিখণ্ড (ভেঙে চৌচির)। ̃ ঠা বি. বিণ. মাসের চতুর্থ দিন বা সেই দিনের। ̃ তলা, ̃ তালা বিণ. চার তলাবিশিষ্ট। বি. চতুর্থ তল। ̃ তারা বি. 1 চত্বর, চবুতরা; 2 চারটি তারবিশিষ্ট বাদ্যযন্ত্র। ̃ তাল বি. সংগীতের বারো মাত্রার তালবিশেষ। ̃ ত্রিশ বি. বিণ. 34 সংখ্যা বা সংখ্যক। [সং. চতুস্ত্রিংশত্]। ̃ দিক বি. চার দিক; সর্বদিক ('চৌদিকে মোর সুরের জাল বুনি': রবীন্দ্র)। ̃ দিশে, ̃ দিশা - চৌদিক -এর অনুরূপ। ̃ দুলি বি. চতুর্দোলাবাহক সম্প্রদায়বিশেষ। ̃ দোলা বি. শিবিকা, চতুর্দোলা। ̃ পদী বি. চার চরণবিশিষ্ট পদ্যছন্দ বা কবিতা। বিণ. চার চরণবিশিষ্ট। ̃ পর বি. চার প্রহরকাল। ক্রি-বিণ. সমস্ত দিনরাত ধরে, সর্বক্ষণ ('চৌপর দিনভর': স. দ.)। ̃ পল বিণ. চার পলবিশিষ্ট; চারকোনা। ̃ পায়া বি. চৌকি। ̃ মাথা, ̃ মোহনা, ̃ রাস্তা বি. চারপথের মিলনস্হল। ̃ রাশি বি. বিণ. 84 সংখ্যা বা সংখ্যক, চুরাশি। ̃ রি বিণ. চারখানি চালযুক্ত। বি. চারটি চালযুক্ত ঘর। ̃ ষাট্টি বি. বিণ. 64 সংখ্যা বা সংখ্যক। চৌষট্টি কলা বি. 64 প্রকার কলাবিদ্যা। 5)
ছিট-কানি2
(p. 304) chiṭa-kāni2 বি. দরজা-জানলা ইত্যাদি বন্ধ করার ছোট হুক বা হুড়কোবিশেষ। [হি. সিটকিনী]। 62)
ঝন-কাঠ, ঝন-কাট
(p. 334) jhana-kāṭha, jhana-kāṭa বি. (আঞ্চ.) দরজার মাথার কাঠ, কপালি। [দেশি]। 25)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535025
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140555
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730816
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943021
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883617
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696705
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603097

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us