Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চৌ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চৌ এর বাংলা অর্থ হলো -

(p. 299) cau বিণ. চার।
[সং.চতুর্]।
কাঠ,কাট
বি. দরজার চার পাশের কাঠের চৌকো ফ্রেম।
[তু. হি. চৌখট্]।
কো বিণ. চারকোনা, চার চোণবিশিষ্ট, চতুষ্কোণ।
কোনা
- চৌকো -র অনুরূপ।
খণ্ড,খণ্ডি
বি. 1 চারচালা ঘর; 2 চৌকি।
খণ্ডিয়া
বিণ. 1 চার পায়ওয়ালা ('চৌখণ্ডিয়া পীড়ি': ক. ক.); 2 চার দিকে ধারওয়ালা ('চৌখণ্ডিয়া কাঁড়': ক. ক.)।
খুপি
বি. চৌকো খোপ, চেক।
বিণ. চার খোপওয়ালা।
গুণগুনো
বিণ. চারগুণ, চতুর্গুণ।
গোঁপ্পা
বি. যে দাড়ি দুই ভাগে ভাগ করে গোঁফের সঙ্গে উপরের দিকে তুলে দেওয়া হয়।
বিণ. এইরকম দাড়িওয়ালা।
ঘাট বি. চার ঘাট; চার দিকের ঘাট; চতুর্দিক।
ঘুড়ি
বি. চার ঘোড়ায় টানা গাড়ি।
চাকা,চাক্কা
বিণ. চার চাকাবিশিষ্ট।
চাপটে,চাপড়ে
ক্রি-বিণ. 1 চার দিকে; সর্বত্র; 2 সকল বিষয়ে; 3 সর্বতোভাবে; 4 সটানভাবে (চৌচাপটে আছাড় খাওয়া)।
চালা
বি. চারটি চালবিশিষ্ট ঘর।
চির বিণ. 1 চার খণ্ডে বিভক্ত; 2 খণ্ডবিখণ্ড (ভেঙে চৌচির)।
ঠা বি. বিণ. মাসের চতুর্থ দিন বা সেই দিনের।
তলা,তালা
বিণ. চার তলাবিশিষ্ট।
বি. চতুর্থ তল।
তারা
বি. 1 চত্বর, চবুতরা; 2 চারটি তারবিশিষ্ট বাদ্যযন্ত্র।
তাল বি. সংগীতের বারো মাত্রার তালবিশেষ।
ত্রিশ
বি. বিণ. 34 সংখ্যা বা সংখ্যক।
[সং. চতুস্ত্রিংশত্]।
দিক বি. চার দিক; সর্বদিক ('চৌদিকে মোর সুরের জাল বুনি': রবীন্দ্র)।
দিশে,দিশা
- চৌদিক -এর অনুরূপ।
দুলি
বি. চতুর্দোলাবাহক সম্প্রদায়বিশেষ।
দোলা
বি. শিবিকা, চতুর্দোলা।
পদী বি. চার চরণবিশিষ্ট পদ্যছন্দ বা কবিতা।
বিণ. চার চরণবিশিষ্ট।
পর বি. চার প্রহরকাল।
ক্রি-বিণ. সমস্ত দিনরাত ধরে, সর্বক্ষণ ('চৌপর দিনভর': স. দ.)।
পল বিণ. চার পলবিশিষ্ট; চারকোনা।
পায়া
বি. চৌকি।
মাথা,মোহনা,রাস্তা
বি. চারপথের মিলনস্হল।
রাশি
বি. বিণ. 84 সংখ্যা বা সংখ্যক, চুরাশি।
রি বিণ. চারখানি চালযুক্ত।
বি. চারটি চালযুক্ত ঘর।
ষাট্টি
বি. বিণ. 64 সংখ্যা বা সংখ্যক।
চৌষট্টি কলা বি. 64 প্রকার কলাবিদ্যা।
5)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চিজ2
(p. 288) cija2 বি. দুধের তৈরি জমাট খাবারবিশেষ, পনির। [ইং. cheese]। 13)
চট-চট2
(p. 275) caṭa-caṭa2 অব্য. আঠালো ভাব প্রকাশ (চটচট করছে)। [দেশি]। চট-চটে বিণ. আঠালো। 24)
চন্দ্রাতপ
(p. 278) candrātapa বি. 1 চাঁদোয়া, শামিয়ানা; 2 জ্যোত্স্না। [সং. চন্দ্র + আতপ]। 16)
চারপায়া, চারপো, চারপোয়া
(p. 281) cārapāẏā, cārapō, cārapōẏā দ্র চার4। 148)
চিড়-বিড়
(p. 288) ciḍ়-biḍ় অব্য. বি. 1 অস্হিরতার ভাব (এমন চিড়বিড় করছ কেন?); 2 শরীরের কোনো স্হানে চুলকানি বা সুড়সুড়ির মতো অনুভূত হওয়া (পিঠে কেমন যেন চিড়বিড় করছে)। [দেশি-ধ্বন্যা.]। 22)
চূষণীয়, চূষ্য
(p. 294) cūṣaṇīẏa, cūṣya বিণ. চোষার যোগ্য। [সং. √চূষ্ + অনীয়, য]। 41)
চাহন2
চল-মান
(p. 281) cala-māna বিণ. চলন্ত, চলছে এমন (চলমান জীবন)। [সং. √চল্ + শানচ্ (পাণিনির সূত্রমতে শীল অর্থে]। 7)
চুনা2, (কথ্য) চুনো
(p. 290) cunā2, (kathya) cunō বি. অতি ছোট মাছ। বিণ. অতি সংকীর্ণ (চুনাগলি)। ̃ পুঁটি বি. খুব ছোট ছোট পুঁটিমাছ; (ব্যঙ্গে) সামান্য বা গুরুত্বহীন লোক (চুনোপুঁটিদের শাস্তি দেওয়া সহজ। আসল চাঁইদের ধরতে পারবে?)। ̃ মাছ বি. ছোট ছোট মাছ।[সং. চূর্ণ]। 87)
চূড়
(p. 294) cūḍ় দ্র চুড়। 35)
চক্রী
(p. 275) cakrī (ক্রিন্) বিণ. 1 চক্রধারী; 2 চক্রান্তকারী; 3 খল, কুটিল। বি. 1 বিষ্ণু; 2 কৃষ্ণ; 3 সাপ। [সং. চক্র + ইন্]। 5)
চটু
(p. 275) caṭu বি. চাটু, প্রিয়বাক্য; তোষামোদ। [সং. √চট্ + উ]।
চার৪
(p. 281) cāra4 বি. বিণ. 4 সংখ্যা বা সংখ্যক। [সং. চতুর্]। চার আনা বি. সিকি অংশ; এক টাকার চার ভাগের এক ভাগ। চার আনি বি. সিকি টাকা মূল্যের মুদ্রা; কোনোকিছুর চতুর্থাংশ, সিকিভাগ। ̃ কোনা বিণ. চারটি কোণযুক্ত। ̃ গুণ বিণ. চতুর্গুণ, কোনো সংখ্যার বা পরিমাণের চৌগুণ; বহুগুণ। ̃ চালা বিণ. চার দিকে ঢালুভাবে তৈরি চারটি চালবিশিষ্ট। বি. ওইরকম ঘর। ̃ চৌকা, (কথ্য) ̃ চৌকো বিণ. চারটি কোণবিশিষ্ট; সমচতুষ্ক। ̃ টা (কথ্য) ̃ টে বি. (ঘড়িতে) চার ঘটিকা। বিণ. চারখানি (চারটে বই)। ̃ টি, ̃ টি-খানি বিণ. (আল.) অল্প কিছু, যত্সামান্য। চার ধার বি. চার দিক, চতুষ্পার্শ্ব; সবদিক। ̃ পায়া বি. চারটি পায়াযুক্ত (প্রধানত দড়ির তৈরি) খাটিয়াবিশেষ। ̃ পেয়ে বিণ. চার পায়াযুক্ত। চার পো, চার পোয়া বিণ. সম্পূর্ণ, পরিপূর্ণ। বি. এক সের পরিমাণ। চার চক্ষু এক হওয়া, চার চোখের মিলন 1 দুজনের দৃষ্টি মিলিত হওয়া, দুজনের দৃষ্টিবিনিময়; 2 বিবাহকালে শুভদৃষ্টি। চার সন্ধ্যা বি. প্রভাত মধ্যাহ্ন সন্ধ্যামধ্যরাত্রি। চার হাত এক করা ক্রি. বি. বিবাহ দেওয়া; বিবাহের ব্যবস্হা করা। 140)
চপ্পল
চিকুর
চতুর্দিক
চালশে
চৌঙকি
(p. 299) cauṅaki অস-ক্রি. (ব্রজ.) চমকে ('চৌঙকি চলয়ে ক্ষণে ক্ষণে': বিদ্যা.)। [সং. চমক]। 9)
চুঁই-চুঁই
(p. 290) cum̐i-cum̐i অব্য. জল শোষণ, ক্ষুধা, আগুনে জ্বাল দেওয়া প্রভৃতির সূচক মৃদু অনুভূতি বা শব্দ (খিদেয় পেট চুঁইচুঁই করছে)। [ধ্বন্যা.]। 63)
চেলো
(p. 294) cēlō বি. বেহালার মতো কিন্তু আকারে বড় বাদ্যযন্ত্রবিশেষ। [ইং. cello]। 82)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614737
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227928
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839855
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098911
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916358
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856857
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719472
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649150

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us