Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চৌ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চৌ এর বাংলা অর্থ হলো -

(p. 299) cau বিণ. চার।
[সং.চতুর্]।
কাঠ,কাট
বি. দরজার চার পাশের কাঠের চৌকো ফ্রেম।
[তু. হি. চৌখট্]।
কো বিণ. চারকোনা, চার চোণবিশিষ্ট, চতুষ্কোণ।
কোনা
- চৌকো -র অনুরূপ।
খণ্ড,খণ্ডি
বি. 1 চারচালা ঘর; 2 চৌকি।
খণ্ডিয়া
বিণ. 1 চার পায়ওয়ালা ('চৌখণ্ডিয়া পীড়ি': ক. ক.); 2 চার দিকে ধারওয়ালা ('চৌখণ্ডিয়া কাঁড়': ক. ক.)।
খুপি
বি. চৌকো খোপ, চেক।
বিণ. চার খোপওয়ালা।
গুণগুনো
বিণ. চারগুণ, চতুর্গুণ।
গোঁপ্পা
বি. যে দাড়ি দুই ভাগে ভাগ করে গোঁফের সঙ্গে উপরের দিকে তুলে দেওয়া হয়।
বিণ. এইরকম দাড়িওয়ালা।
ঘাট বি. চার ঘাট; চার দিকের ঘাট; চতুর্দিক।
ঘুড়ি
বি. চার ঘোড়ায় টানা গাড়ি।
চাকা,চাক্কা
বিণ. চার চাকাবিশিষ্ট।
চাপটে,চাপড়ে
ক্রি-বিণ. 1 চার দিকে; সর্বত্র; 2 সকল বিষয়ে; 3 সর্বতোভাবে; 4 সটানভাবে (চৌচাপটে আছাড় খাওয়া)।
চালা
বি. চারটি চালবিশিষ্ট ঘর।
চির বিণ. 1 চার খণ্ডে বিভক্ত; 2 খণ্ডবিখণ্ড (ভেঙে চৌচির)।
ঠা বি. বিণ. মাসের চতুর্থ দিন বা সেই দিনের।
তলা,তালা
বিণ. চার তলাবিশিষ্ট।
বি. চতুর্থ তল।
তারা
বি. 1 চত্বর, চবুতরা; 2 চারটি তারবিশিষ্ট বাদ্যযন্ত্র।
তাল বি. সংগীতের বারো মাত্রার তালবিশেষ।
ত্রিশ
বি. বিণ. 34 সংখ্যা বা সংখ্যক।
[সং. চতুস্ত্রিংশত্]।
দিক বি. চার দিক; সর্বদিক ('চৌদিকে মোর সুরের জাল বুনি': রবীন্দ্র)।
দিশে,দিশা
- চৌদিক -এর অনুরূপ।
দুলি
বি. চতুর্দোলাবাহক সম্প্রদায়বিশেষ।
দোলা
বি. শিবিকা, চতুর্দোলা।
পদী বি. চার চরণবিশিষ্ট পদ্যছন্দ বা কবিতা।
বিণ. চার চরণবিশিষ্ট।
পর বি. চার প্রহরকাল।
ক্রি-বিণ. সমস্ত দিনরাত ধরে, সর্বক্ষণ ('চৌপর দিনভর': স. দ.)।
পল বিণ. চার পলবিশিষ্ট; চারকোনা।
পায়া
বি. চৌকি।
মাথা,মোহনা,রাস্তা
বি. চারপথের মিলনস্হল।
রাশি
বি. বিণ. 84 সংখ্যা বা সংখ্যক, চুরাশি।
রি বিণ. চারখানি চালযুক্ত।
বি. চারটি চালযুক্ত ঘর।
ষাট্টি
বি. বিণ. 64 সংখ্যা বা সংখ্যক।
চৌষট্টি কলা বি. 64 প্রকার কলাবিদ্যা।
5)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চলাচল
চিবা
(p. 290) cibā ক্রি. চর্বণ করা। [সং. √চর্ব্ + বাং. আ]। ̃ নো, চিবোনো ক্রি. চর্বণ করা (বাদাম চিবোচ্ছে, এত শক্ত পেয়ারা চিবানো যায় না)। বি. বিণ. উক্ত অর্থে। চিবিয়ে চিবিয়ে কথা বলা ক্রি. বি. বক্তব্য পরিষ্কার করে না বলা। চিবুনি বি. চর্বণ। 26)
চেটো
(p. 294) cēṭō বি. করতল বা পদতল (হাতের চেটো)। [বাং. চপেট সং. চপট]। 58)
চাটি1, চাঁটি
(p. 281) cāṭi1, cān̐ṭi বি. 1 চপেটাঘাত (তবলায় চাটি দেওয়া); 2 (অবজ্ঞায়) চড় (মারব এক চাঁটি)। [সং. চপেট]। 85)
চণ্ডী
চম্পা2
(p. 279) campā2 বি. চাঁপাফুলের গাছ বা তার ফুল। [সং. চম্পক]। 19)
চর্বি
চার2
(p. 281) cāra2 বি. 1 গুপ্তচর; 2 বাঁশের সাঁকো বা পুল। [সং. চর + অ (স্বার্থে)]। 138)
চূল, চূলক
(p. 294) cūla, cūlaka বি. চূল, কেশ। [সং. চুল-তু. সং. চূড়]। 40)
চমক
(p. 279) camaka বি. 1 ঝলক, ঝলকানি (বিদ্যুতের চমক); 2 বিস্ময় (দেখলে চমক লাগে); 3 আতঙ্ক; 4 চৈতন্য, জ্ঞান, হুঁশ (এতক্ষণে চমক হয়েছে)। [সং. চমত্]। ̃ ই, ̃ য়ে ক্রি. (প্রা. বাং) চমকিত হয় ('শুনইতে চমকই গৃহপতি রাব': গো. দা.)। চমক ভাঙা ক্রি. বি. হঠাত্ হুঁশ হওয়া; অন্যমনষ্ক ভাব সহসা কেটে যাওয়া। চমকা ক্রি. 1 হঠাত্ ভীত বা বিস্মিত করা, চমকিত করা। চমকানো ক্রি. চমকা। বি. বিণ. উক্ত সব অর্থে। চমকানি বি. হঠাত্ ঝলকানি, ঝিলিক। চমকিত বিণ. চমকে উঠেছে বা গেছে এমন। স্ত্রী. চমকিতা। 7)
চুঁচি
(p. 290) cun̐ci বি. (অশি.) স্তন বা স্তনের বোঁটা। [সং. চুচুক]। 65)
চঙ্গ1
(p. 275) caṅga1 বিণ. 1 সুস্হ; 2 সবল, সতেজ। [সং. চঙ্ + √গম্ + অ]। তু. হি. চংগা বাং. চাঙ্গা, চাঙা]। 9)
চবু-তর, চবু-তরা, চবু-তারা
(p. 279) cabu-tara, cabu-tarā, cabu-tārā বি. চত্বর, চাতাল। [সং. চত্বর-তু. হি. চউতরা]। 5)
চৈত্রী
চুপসা, চোপসা
(p. 290) cupasā, cōpasā বিণ. 1 বসে বা তুবড়ে গেছে এমন (চোপসা গাল); 2 ভিতরের জিনিস বেরিয়ে যাওয়ার ফলে সংকুচিত (চোপসা ফোড়া)। ক্রি. 1 তুবড়ে যাওয়া; 2 নীরস হওয়া এবং শুকিয়ে যাওয়া; 3 সংকুচিত হওয়া (বকুনি শুনে চুপসে যাওয়া)। [সং. √চুষ্ + বাং. সা = চুপসা]। ̃ নো ক্রি. 1 শুষে নেওয়া; 2 তুবড়ে যাওয়া; 3 সংকুচিত হওয়া। বি. বিণ. উক্ত সব অর্থে। 94)
চাদর
চাঁদিনি
চাম
(p. 281) cāma বি. (আঞ্চ. কথ্য) চামড়া, ত্বক (গায়ের চাম)। [সং. চর্ম]। 126)
চচ্চড়
চিঠা
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2069720
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767128
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364289
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720412
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697121
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593981
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543185
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541919

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন