Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চৌ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চৌ এর বাংলা অর্থ হলো -

(p. 299) cau বিণ. চার।
[সং.চতুর্]।
কাঠ,কাট
বি. দরজার চার পাশের কাঠের চৌকো ফ্রেম।
[তু. হি. চৌখট্]।
কো বিণ. চারকোনা, চার চোণবিশিষ্ট, চতুষ্কোণ।
কোনা
- চৌকো -র অনুরূপ।
খণ্ড,খণ্ডি
বি. 1 চারচালা ঘর; 2 চৌকি।
খণ্ডিয়া
বিণ. 1 চার পায়ওয়ালা ('চৌখণ্ডিয়া পীড়ি': ক. ক.); 2 চার দিকে ধারওয়ালা ('চৌখণ্ডিয়া কাঁড়': ক. ক.)।
খুপি
বি. চৌকো খোপ, চেক।
বিণ. চার খোপওয়ালা।
গুণগুনো
বিণ. চারগুণ, চতুর্গুণ।
গোঁপ্পা
বি. যে দাড়ি দুই ভাগে ভাগ করে গোঁফের সঙ্গে উপরের দিকে তুলে দেওয়া হয়।
বিণ. এইরকম দাড়িওয়ালা।
ঘাট বি. চার ঘাট; চার দিকের ঘাট; চতুর্দিক।
ঘুড়ি
বি. চার ঘোড়ায় টানা গাড়ি।
চাকা,চাক্কা
বিণ. চার চাকাবিশিষ্ট।
চাপটে,চাপড়ে
ক্রি-বিণ. 1 চার দিকে; সর্বত্র; 2 সকল বিষয়ে; 3 সর্বতোভাবে; 4 সটানভাবে (চৌচাপটে আছাড় খাওয়া)।
চালা
বি. চারটি চালবিশিষ্ট ঘর।
চির বিণ. 1 চার খণ্ডে বিভক্ত; 2 খণ্ডবিখণ্ড (ভেঙে চৌচির)।
ঠা বি. বিণ. মাসের চতুর্থ দিন বা সেই দিনের।
তলা,তালা
বিণ. চার তলাবিশিষ্ট।
বি. চতুর্থ তল।
তারা
বি. 1 চত্বর, চবুতরা; 2 চারটি তারবিশিষ্ট বাদ্যযন্ত্র।
তাল বি. সংগীতের বারো মাত্রার তালবিশেষ।
ত্রিশ
বি. বিণ. 34 সংখ্যা বা সংখ্যক।
[সং. চতুস্ত্রিংশত্]।
দিক বি. চার দিক; সর্বদিক ('চৌদিকে মোর সুরের জাল বুনি': রবীন্দ্র)।
দিশে,দিশা
- চৌদিক -এর অনুরূপ।
দুলি
বি. চতুর্দোলাবাহক সম্প্রদায়বিশেষ।
দোলা
বি. শিবিকা, চতুর্দোলা।
পদী বি. চার চরণবিশিষ্ট পদ্যছন্দ বা কবিতা।
বিণ. চার চরণবিশিষ্ট।
পর বি. চার প্রহরকাল।
ক্রি-বিণ. সমস্ত দিনরাত ধরে, সর্বক্ষণ ('চৌপর দিনভর': স. দ.)।
পল বিণ. চার পলবিশিষ্ট; চারকোনা।
পায়া
বি. চৌকি।
মাথা,মোহনা,রাস্তা
বি. চারপথের মিলনস্হল।
রাশি
বি. বিণ. 84 সংখ্যা বা সংখ্যক, চুরাশি।
রি বিণ. চারখানি চালযুক্ত।
বি. চারটি চালযুক্ত ঘর।
ষাট্টি
বি. বিণ. 64 সংখ্যা বা সংখ্যক।
চৌষট্টি কলা বি. 64 প্রকার কলাবিদ্যা।
5)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চিত1
(p. 288) cita1 বি. পদ্যে চিত্ত -র কোমল রূপ ('হেন বুঝি চিতে', চিতচকোর)। 26)
চড়াই1
চোর
(p. 298) cōra বি. যে ব্যক্তি গোপনে অন্যের জিনিস নেয় বা অপহরণ করে, তস্কর। [সং. √চুর্ + অ]। বি. (স্ত্রী.) চোরী, ̃ নি। ̃ কাঁটা বি. তৃণজাতীয় বন্য গুল্মবিশেষ যার কাঁটার মতো ফল কাপড়ে বিঁধে যায়। ̃ কুঠুরি বি. গুপ্তকক্ষ। ̃ চূড়া-মণি বি. (কৌতু.) চোরের রাজা, মার্কামারা চোর। চোর-চোর খেলা বি. ছোটদের খেলাবিশেষ-এতে একজন চোর সাজে এবং অন্যেরা তাকে ধরার চেষ্টা করে। চোর-ছ্যাঁচড় বি. চোর ও প্রতারক। চোরে চোরে মাসতুতো ভাই (মন্দার্থে) একই অন্যায় কাজের কাজি; সমব্যবসায়ী। চোরের উপর বাটপাড়ি চোরের কাছ থেকে চোরাই মাল চুরি। চোরের ধন বাটপাড়ে খায় চোর চুরির ধন প্রায়ই ভোগ করতে পারে না; অর্থাত্ অসত্ উপায়ে অর্জিত ধন ভোগে আসে না। চোরের মায়ের কান্না (আল.) লজ্জাকর বা অন্যায় কাজের জন্য শাস্তিভোগের ফলে নিষ্ফল ও গোপন বিলাপ। চোরের মায়ের বড় গলা যে যত বেশি অসত্ সে-ই তত বেশি সাধুতার ভান করে বা অন্য অপরাধীদের উপর তম্বি করে। 20)
চোবা, চোবানো
(p. 298) cōbā, cōbānō যথাক্রমে চুবা ও চুবানো -র চলিত রূপ। 16)
চঙক্রমণ
চেয়ে1, চাইতে
(p. 294) cēẏē1, cāitē অনু. অপেক্ষা, থেকে (অপমানের চেয়ে মৃত্যুও ভালো, তোমার চাইতে সে বড়)। [বাং. চাহিয়া]। 72)
চাপাটি
(p. 281) cāpāṭi বি. (প্রধানত হাতে চাপড় মেরে তৈরি) রুটি, হাতে-তৈরি রুটি। [সং. চপটী]। 120)
চিত্রিণী
চল্লিশ
চুক-চুক
(p. 290) cuka-cuka অব্য. জিভ দিয়ে আস্তে আস্তে তরল পদার্থ খাওয়ার বা চোষার শব্দ। [ধ্বন্যা.]। 67)
চাতক
(p. 281) cātaka বি. কোকিলবর্গের বৃষ্টিপ্রেমী পাখিবিশেষ, pied crested cuckoo - ভ্রান্ত ধারণা আছে যে এরা মেঘের কাছে জল প্রার্থনা করে এবং কেবল সেই জলই পান করে ('চাতক বারি যাচে রে': স. দ.)। [সং. √চত্ + অক]। স্ত্রী. চাতকী, (অশু.) চাতকিনী। 95)
চীবর
চুল
চতুষ্পাঠী
(p. 277) catuṣpāṭhī বি. 1 যে বিদ্যালয়ে চার বেদ বা ব্যাকরণ কাব্য স্মৃতিদর্শন এই চার শাস্ত্র কিংবা নানা শাস্ত্র পড়ানো হয়; 2 টোল। [সং. চতুঃ + পাঠ + ঈ]। 32)
চিন্ময়
চিঁহি
চৌরি
(p. 299) cauri দ্র চৌ। 25)
চক-মক
চোটা৩
(p. 297) cōṭā3 ক্রি. চোটানো, চোট লাগানো। [হি. চোট + বাং. আ]। ̃ নো বি. ক্রি. 1 আঘাত দেওয়া; 2 রাগ করে ধমক দেওয়া; 3 কোপানো, কোদলানো (মাটি চোটানো)। বিণ. উক্ত সব অর্থে।
চাঁড়াল
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534932
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140473
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730687
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942896
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696667
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603086

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us