Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দাবা1। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

খেলুড়ে, খেলুড়িয়া
(p. 232) khēluḍ়ē, khēluḍ়iẏā বি. 1 খেলোয়াড়, যে খেলে (ও তো ভালো দাবা-খেলুড়ে); 2 খেলার সাথি। [বাং. খেলা + ড়িয়া ড়ে]। স্ত্রী. খেলুড়ি। 44)
অন্ন
(p. 34) anna বি. 1 ভাত; 2 খাদ্যদ্রব্য (অন্নদাতা)। [সং. √ অদ্ + ত]। ̃ কষ্ট, অন্নভাব বি. খাদ্যের অভাব; দুর্ভিক্ষ। ̃ কূট বি. অন্নের পাহাড় বা স্তূপ; রাশি রাশি খাদ্য বিতরণের উত্সব। ̃ ক্ষেত্র, ̃ সত্র বি. যে জায়গা থেকে অন্ন বিতরণ করা হয়। ̃ গত বিণ. খাদ্যের উপর একান্ত নির্ভরশীল। ̃ গত-প্রাণ বিণ. অন্ন না পেলে বাঁচে না এমন। ̃ চিন্তা বি. আহার জোটানোর চিন্তা। অন্নচিন্তা চমত্কারা আহার জোটানোর চিন্তা কঠিন ব্যাপার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আহার বিনা কোনো গুণেরই বিকাশ হয় না। ̃ ছত্র বি. অন্নসত্র -র রূপভেদ। ̃ জল বি. দানাপানি; খাবারদাবার; মৃতের আত্মার তৃপ্তির জন্য হিন্দু অনুষ্ঠানবিশেষ। ̃ দা বিণ. স্ত্রী. অন্নদানকারিণী। বি. ভগবতী; দুর্গা, অন্নপূর্ণা। ̃ দাতা (-তৃ) বিণ. 1 অন্নদানকারী; 2 প্রতিপালনকারী। ̃ দাত্রী বিণ. (স্ত্রী.) অন্নদানকারিণী। ̃ দাস বি. কেবল পেটের খোরাকের জন্য পরের দাসত্ব করে এমন ব্যক্তি। ̃ ধ্বংস বি. (ব্যঙ্গে) ভাত ও অন্যান্য খাদ্য ভোজন (বসে বসে কেবল অন্নধ্বংস করে চলেছ)। ̃ নালী বি. যে নালী দিয়ে খাদ্যদ্রব্য কণ্ঠ থেকে পাকস্হলীতে যায়, oesophagus. ̃ পূর্ণা বি. (স্ত্রী.) অন্নদা, দুর্গা। ̃ প্রাশন বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান, 'ভাত', মুখে-ভাত। অন্নপ্রাশনের ভাত উঠে আসা বমির উদ্রেক হওয়া। ̃ ময় বিণ. খাদ্যে পূর্ণ; খাদ্য দিয়ে গঠিত (অন্নময় কোষ)। অন্নময় কোষ স্হূল দেহ। ̃ রস বি. ভুক্ত খাদ্যদ্রব্য থেকে উত্পন্ন এবং দেহগঠনের সহায়ক রসবিশেষ, chyle, ̃ সংস্হান বি. আহারের ব্যবস্হা; জীবিকার্জন। ̃ সত্র বি. খাদ্য বিতরণের স্হান, অন্নক্ষেত্র, অন্নছত্র। ̃ হীন বিণ. আহারের সংস্হান নেই এমন, নিরন্ন। 45)
ইনকিলাব
(p. 114) inakilāba বি. বিপ্লব; আমূল পরিবর্তন। [ফা. ইন্কিলাব্]। ইনকিলাব জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক। 27)
উঠ-কিস্তি, উঠ-কিশতি
(p. 119) uṭha-kisti, uṭha-kiśati বি. দাবাখেলায় বোড়ে সরাতে গেলেই যে কিস্তি পড়ে। [বাং. উঠা + ফা. কিশতি]। 79)
উপর
(p. 133) upara বি. 1 ঊর্ধ্বভাগ, উপরিভাগ (জলের উপরটা দেখো); 2 চল, ছাদ। বিণ. 1 ঊর্ধ্বে স্হিত; উচ্চ (উপরমহল); 2 অতিরিক্ত, বাড়তি (উপর-পাওনা)। অব্য. প্রতি (প্রজাদের উপর জমিদারের অত্যাচার)। [সং. উপরি]। ̃ অলা, ̃ ওয়ালা বিণ. ঊর্ধ্বতন। বি. ঊর্ধ্বতন কর্মচারী। [বাং. উপর + ফা. বালা]। উপর-উপর অব্য. ক্রি-বিণ. বিণ. ভাসাভাসা, অগভীরভাবে (বইখানা উপর-উপর দেখেছি)। উপর-চড়া, উপর-চড়াও বিণ. ক্রি-বিণ. অকারণ; গায়ে-পড়া; গায়ে পড়ে (উপর চড়া হয়ে ঝগড়া করা, লোকটি ভারি উপর-চড়া)। ̃ চাল বি. 1 লোক-দেখানো ভাবভঙ্গি; 2 (দাবা খেলায়) দর্শকের বলে-দেওয়া চাল। ̃ চালাক বিণ. (যথার্থ বুদ্ধিমান না হয়েও) মাত্রাধিক চালাকি করে এমন; ফাজিল। ̃ টপকা বিণ. ক্রি-বিণ. 1 উপর-উপর; 2 উপর-পড়া। ̃ তলা বি. 1 পাকা বাড়ির একতলার উপরের অংশ; 2 (আল.) সম্পন্ন বা ধনী লোকের অবস্হান (উপরতলার লোক)। ̃ নীচ করা ক্রি. বি. বারবার ওঠা ও নামা। ̃ পড়া বিণ. স্বয়ংপ্রবৃত্ত, উপযাচক। 35)
কিস্তি৩
(p. 191) kisti3 বি. দাবাখেলায় বিপক্ষের রাজাকে সরাসরি আক্রমণ বা তার চলাচল রোধের জন্য চালবিশেষ। [ফা. কিশ্ত্]। ̃ মাত বি. দাবাখেলায় বিপক্ষের রাজার সমস্ত চলাচলপথ বন্ধ হয় যে চালে; সম্পূর্ণ জয় বা সাফল্য লাভ। 19)
কোপিত
(p. 210) kōpita বিণ. ক্রুদ্ধ করা হয়েছে এমন, রোষিত, যাকে রাগিয়ে দেওয়া হয়েছে (ক্রমাগত নিন্দাবাদে কোপিত হয়ে তিনি উঠে গেলেন)। [সং. √ কুপ্ + ণিচ্ + ত]। কোপী (-পিন্) বিণ. রাগী, ক্রোধী, ক্রুদ্ধ। 23)
খাগড়াই
(p. 226) khāgaḍ়āi বিণ. মুরশিদাবাদ জেলার অন্তর্গত খাগড়ানামক স্হানে নির্মিত (খাগড়াই বাসন)। [বাং. খাগড়া + ই]। 3)
খানা৪
(p. 226) khānā4 বি. 1 মুসলমানি বা বিলাতি কায়দায় রান্না-করা খাবারদাবার (আজ কোথায় খানা খাবে?); 2 ভোজ (খানাপিনা ভালোই হয়েছে)। [হি. খানা]। ̃ পিনা বি. পানভোজন; আহারাদি। 48)
গজ2
(p. 236) gaja2 বি. 1 হাতি; 2 দাবা খেলার বল বা ঘুঁটিবিশেষ; 3 শিবের হাতে নিহত অসুরবিশেষ। [সং. √গজ্ + অ]। ̃ কচ্ছপ বি. 1 পুরাণোক্ত দুই সহোদর মুনিকুমার যারা শাপগ্রস্ত হয়ে হাতি ও কচ্ছপের দেহ ধারণ করে পরস্পরের সঙ্গে দীর্ঘকাল লড়াই করতে করতে অবশেষে গরুড়ের হাতে নিহত হয় ; 2 (আল.) দুই বলশালী, স্হূলকায় ও প্রবল প্রতিপক্ষ; 3 (ব্যঙ্গে) অতিকায় ব্যক্তি। গজ-কচ্ছপের লড়াই বি. প্রবল যুদ্ধ; দুই বলশালী প্রতিপক্ষের প্রবল ও দীর্ঘস্হায়ী যুদ্ধ। ̃ কুম্ভ বি. হাতির মাথায় কুম্ভের মতো মাংসপিণ্ড। ̃ গতি বিণ. হাতির মতো ধীর ও গম্ভীর গতিবিশিষ্ট। বি. 1 হাতির গমনভঙ্গি ; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ গামী (-মিন্) বিণ. 1 গজে চড়ে যায় এমন; 2 হাতির মতো ধীর ও গম্ভীর গমনভঙ্গি যার। স্ত্রী. ̃ গামিনী। ̃ ঘণ্টা বি. দূর থেকে লোকজনকে সাবধান করে দেবার জন্য হাতির গলায় যে বৃহদাকার ঘণ্টা বেঁধে দেওয়া হয়। ̃ চক্ষু বি. ঈষত্ বাঁকা এবং দেহের তুলনায় ছোট চোখ। ̃ দন্ত বি. 1 হাতির দাঁত, ivory; 2 মানুষের একটি দাঁতের উপরে যে দাঁত ওঠে, উঁচু দাঁত; 3 গণেশ। ̃ পতি বি. 1 শ্রেষ্ঠ হাতি; 2 হাতিদের প্রধান; 3 ওড়িশার প্রাচীন নৃপতিদের উপাধিবিশেষ। ̃ বীথি বি. হাতিদের সুবিন্যস্ত ও সুশৃঙ্খল শ্রেণি। ̃ ভুক্ত-কপিত্থ-বত্ অব্য. ক্রি-বিণ. ভিতরে সারবস্তু কিছুই অবশিষ্ট নেই এইভাবে; অন্তঃসারহীনভাবে; গজ নামের ক্ষুদ্র কীটে খাওয়া কয়েতবেল যেমন বাইরে অটুট কিন্তু ভিতরে অন্তঃসারশূন্য, সেইরকম। ̃ মোতি, ̃ মুক্তা বি. হাতির মাথায় যে মুক্তা জন্মে বলে প্রবাদ আছে। গজাজিন বি. গজাসুরের চামড়া, শিবের পরিধেয়। গজানন বি. যার মুখ হাতির মতো, গণেশ। গজানীক বি. গজারোহী সৈন্যদল। গজারি বি. 1 হাতির শত্রু সিংহ; 2 গজাসুরের হন্তা শিব ; 3 গাছবিশেষ। গজারূঢ় বিণ. হাতির পীঠে চড়ে আছে এমন। গজারোহী বি. বিণ. হাতির পিঠে আরোহণ করে আছে যে (গজারোহী রাজা)। 14)
গুটি2, গুটিকা
(p. 250) guṭi2, guṭikā বি. 1 বটিকা, বাড়ি (ঔষধের গুটিকা); 2 গুলি, ছোট ডেলা; 3 ঘুঁটি (দাবার গুটি); 4 নবজাত ফল, কুশি (আমের গুটি) ; 5 ছোট ছোট দানা বা গোলাকার বস্তু ; 6 বসন্ত ইত্যাদি রোগের ব্রণ (মারীগুটিকা); 7 রেশমের কোষ (রেশমের গুটি); 8 কোষকীট (গুটি পোকা)। [সং. √গুড়্ (=গুট্) + ই (স্বার্থে) + আ]। ̃ পোকা বি. রেশমকীট, তুঁতপোকা। 55)
ঘুঁটি
(p. 269) ghun̐ṭi বি. দাবা পাশা প্রভৃতি খেলার গুটিকা। [সং. গুটিকা]। ঘুঁটি চালা ক্রি. বি. দাবা পাশা প্রভৃতি খেলায় দান দেওয়া। 19)
ঘোড়া
(p. 272) ghōḍ়ā বি. 1 অশ্ব, তৃণভোজী দ্রুতগামী চতুষ্পদ প্রাণিবিশেষ-ভারবাহী ও যাত্রীবাহী হিসাবে বহুলব্যবহৃত; 2 দাবা খেলার বলবিশেষ; 3 বন্দুকের বারুদে আগুন ধরাবার বা গুলিনিক্ষেপের চাবি। [সং. ঘোটক]। স্ত্রী. ঘুড়ি, ঘোড়ি। ঘোড়া ঘোড়া খেলা বি. ছোট ছেলেমেয়েদের ঘোড়া সেজে ছোটাছুটি করা খেলাবিশেষ। ঘোড়ার ডিম - ডিম দ্র। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ক্রি. বি. (আল.) যথার্থ ক্ষমতাশালী ব্যক্তিকে অতিক্রম করে কার্যোদ্ধারের চেষ্টা করা। ঘোড়া দেখে খোঁড়া হওয়া ক্রি. বি. আরাম পাবার উপায় থাকলে তারই ভরসায় নিশ্চেষ্ট হয়ে থাকা। ̃ মুখো বিণ. ঘোড়ার মতো লম্বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখি। ̃ মুগ বি. নিকৃষ্ট ধরনের মুগকলাইবিশেষ। ̃ রোগ বি. 1 উত্কট বাতিক; 2 গরিবের অত্যধিক খরচ করে বড়মানুষি করার প্রবৃত্তি; 3 ঘোড়দৌড়, বাজি জেতার নেশা, রেস খেলার নেশা। ̃ শাল বি. আস্তাবল, ঘোড়ার থাকার জায়গা। 11)
চতুরঙ্গ
(p. 277) caturaṅga বিণ. 1 হস্তী, অশ্ব, রথ ও পদাতি-এই চার শাখাবিশিষ্ট (চতুরঙ্গ সেনা); 2 চার অঙ্গবিশিষ্ট; 3 সর্বাঙ্গসম্পন্ন। বি. 1 হস্তী অশ্ব রথ ও পদাতি-এই চার অঙ্গবিশিষ্ট সৈন্যবাহিনী; 2 সংগীতের প্রকারভেদ; 3 দাবা খেলা, শতরঞ্জ খেলা। [সং. চতুর্ + অঙ্গ]। 4)
চালা1
(p. 281) cālā1 ক্রি. 1 সঞ্চালন করা, নাড়া (হাত চালা, মাথা চালা); 2 চালুনির সাহায্যে পরিষ্কার করা বা ঝাড়া (শস্য চালা); 3 দাবা পাশা ইত্যাদি খেলায় ঘুঁটির দান দেওয়া; 4 মন্ত্রবলে গতিশীল করা (বাটি চালা); 5 খাটানো, প্রয়োগ করা (চাল চালা); 6 চালানো (ব্যাবসা চালাচ্ছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √চালি + বাং. আ]। ̃ চালি বি. নাড়ানাড়ি, ইতস্তত সঞ্চালন (কথা চালাচালি)। 172)
চাল৩
(p. 281) cāla3 বি. 1 জীবনযাত্রার ধরন (বনেদি চাল); 2 প্রথা, কর্মপ্রণালী, আচারব্যবহার (চালচলন); 3 ফন্দি, কৌশল (চাল ফসকানো, বুদ্ধির চাল); 4 গতিভঙ্গি (গদাইলশকরি চাল); 5 দাবা লুডো পাশা প্রভৃতি খেলায় ঘুঁটির দান (এবার তুমি চাল দেবে); 6 মিথ্যা বা ফাঁকা বড়াই (চালবাজ, চাল মারা)। [দেশি-তু. সং. √চল্]। চাল কমানো ক্রি. বি. জীবনযাত্রার আড়ম্বর কমানো; ব্যয় সংকোচ করা। চাল চালা ক্রি. বি. ফন্দি খাটানো; 3 দাবা পাশা ইত্যাদি খেলায় দান দেওয়া। চাল বাড়ানো ক্রি. বি. জীবনযাত্রার আড়ম্বর বাড়ানো; ব্যয় বৃদ্ধি করা। চাল মারা বি. ক্রি. মিথ্যা বড়াই করা; ফাঁকি দেওয়া। ̃ চলন বি. রীতিনীতি; স্বভাবচরিত্র; আচারব্যবহার। ̃ বাজ বিণ. মিথ্যা বড়াইকারী; ফন্দিবাজ। ̃ বাজি বি. মিথ্যা বড়াই; ফাঁকিবাজি; ফন্দিবাজি। 163)
ছক
(p. 301) chaka বি. 1 দাবা পাশা ইত্যাদি খেলার ঘর; 2 নকশা, কোনোকিছুর পরিকল্পিত আদল। [দেশি]। ছক কাটা ক্রি. বি. 1 রেখা দ্বারা চারকোনা ঘরে বিভক্ত করা; 2 (আল.) কোনোকিছু করার আগে স্পষ্ট পরিকল্পনা করে নেওয়া। ছক-কাটা বিণ. চৌকো ঘর কাটা হয়েছে এমন; চৌকো খোপযুক্ত (ছক-কাটা কাগজ)। ছক-বাঁধা বিণ. পূর্বপরিকল্পনার মধ্যে আবদ্ধ, অপরিবর্তনীয়। ছকা ক্রি. ছক বা নকশা অঙ্কন করা; পরিকল্পনার বা কাজের মুসাবিদা বা খসড়া করা (আগে প্ল্যানটা ঠিকমতো ছকে নাও)। 5)
দাওয়া1
(p. 402) dāōẏā1 বি. 1 স্বত্ব, অধিকার; 2 পাওনা (দাবিদাওয়া)। [আ. দাওয়া-তু. হি. দাবা]। 22)
দাব2
(p. 405) dāba2 বি. 1 বন (দাবানল); 2 বনের আগুন, বনাগ্নি; 3 আগুন; 4 তাপ।[সং. √ দু + অ]। ̃ দগ্ধ বিণ. বনাগ্নিতে দগ্ধ হয়েছে এমন। ̃ দাহ বি. 1 বনাগ্নির তাপ; 2 (আল.) তীব্র দাহরূপ যন্ত্রণা। 8)
দাবা-বড়ে, দাবা-বোড়ে
(p. 405) dābā-baḍ়ē, dābā-bōḍ়ē বি. দাবা খেলা বা ওই খেলার ঘুঁটি। [বাং. দাবা2 + বড়ে (সং. বটিকা)]। 16)
দাবা1
(p. 405) dābā1 ক্রি. 1 দমন করা, চেপে রাখা (দাবিয়ে রাখা); 2 চাপা, টেপা (পা দাবা)। বি. উক্ত দুই অর্থে। [দাপ দ্র]। ̃ নো ক্রি. 1 দমন করা (শত্রুকে দাবিয়ে রাখা); 2 টেপা বা টেপানো (পা দাবানো); 3 জোরে চাপ দিয়ে নিচু করা (মাটি দাবানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। 11)
দাবা2
(p. 405) dābā2 বি. 1 শতরঞ্জ খেলা; 2 ওই খেলার ঘুঁটিবিশেষ, মন্ত্রী। [দেশি]। 12)
দাবাগ্নি, দবানল
(p. 405) dābāgni, dabānala বি. বনের গাছে গাছে ঘর্ষণের ফলে যে আগুনের সৃষ্টি হয়। [সং. দাব2 + অগ্নি, অনল]। 13)
দাবাড়ু, দাবাড়ে
(p. 405) dābāḍ়u, dābāḍ়ē বি. শতরঞ্জ বা দাবা খেলোয়াড় বা ওই খেলায় পটু ব্যক্তি। [বাং. দাবা2 + ড়িয়া ড়ে, ড়ু]। 14)
দাবানো
(p. 405) dābānō দ্র দাবা1। 15)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535202
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140656
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730974
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943159
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838531
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696749
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us