Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কোপিত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কোপিত এর বাংলা অর্থ হলো -

(p. 210) kōpita বিণ. ক্রুদ্ধ করা হয়েছে এমন, রোষিত, যাকে রাগিয়ে দেওয়া হয়েছে (ক্রমাগত নিন্দাবাদে কোপিত হয়ে তিনি উঠে গেলেন)।
[সং. √ কুপ্ + ণিচ্ + ত]।
কোপী (-পিন্) বিণ. রাগী, ক্রোধী, ক্রুদ্ধ।
23)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কদু
(p. 160) kadu বি. লাউ। [ফা. কদ্দু, হি. কদ্দু]। 35)
কর৩
(p. 166) kara3 বি. হস্ত, হাত (করজোড়ে, করপুট); 2 হাতির শুঁড়; 3 আঙুলের ভাঁজের দাগ (কর গুনে যোগবিয়োগ করা)। [সং. √ কৃ + অ]। ̃ কবলিত বিণ. হস্তগত, অধিকৃত। ̃ কমল বি. 1 হস্তরূপ পদ্ম; 2 পদ্মের মতো হাত। ̃ কমলেষু বি. প্রীতিভাজন ব্যক্তিকে পুস্তকাদি উপহারদানের উত্সর্গপত্রে প্রাপকের নামসহ এই সপ্তমী বিভক্তিযুক্ত পদটির প্রয়োগ হয়। ̃ কোষ্ঠী বি. করতলের রেখা, যা ভবিষ্যত্ গণনায় কোষ্ঠীর কাজ করে; কররেখা নির্ণীত কোষ্ঠী। ̃ গ্রহ, ̃ গ্রহণ বি. 1 হস্তধারণ, হাত ধরা; 2 বিবাহ। ̃ গ্রাহক, ̃ গ্রাহী (-হিন্) বিণ. বি. পাণিগ্রহণকারী; স্বামী, পতি। ̃ জোড়ে ক্রি-বিণ. দুই হাত যুক্ত করে। ̃ তল বি. হাতের তেলো, palm. ̃ তল-গত বিণ. হস্তগত, আয়ত্ত। ̃ তালি বি. হাততালি। ̃ ন্যাস বি. পূজার সময় মন্ত্রোচ্চারণের সঙ্গে করচিহ্নে বৃদ্ধাঙুলি স্পর্শ করা। ̃ পদ্ম বি করকমল এর অনুরূপ। ̃ পল্লব বি. ফুলের নরম পাতার মতো হাত; সুন্দর হাত। ̃ পীড়ন বি. বিবাহ। ̃ পুট বি. জোড়হাত। ̃ ভূষণ বি. হাতের গয়না। ̃ মর্দন বি. দুইজনে প্রীতিভরে পরস্পরের হাত ঝাঁকুনি, handshake. ̃ মুক্ত বিণ. হস্তচ্যুত; হাত ছাড়িয়েছে এমন। 19)
কুযাত্রা
(p. 198) kuyātrā বি. অসময়ের বা অশুভ সময়ে যাত্রা; যে যাত্রায় ভালো ফল হয় না। [সং. কু + যাত্রা]। 20)
কোরা1
(p. 210) kōrā1 বিণ. 1 সম্পূর্ণ নতুন; আগে ব্যবহৃত হয়নি এমন; 2 (ধুতি, শাড়ি ইত্যাদি সম্পর্কে) আধোয়া; 3 মাড়যুক্ত। [হি. কোরা]। কোরা কাগজ বি. সাদা বা অব্যবহৃত কাগজ; যে কাগজে লেখা হয়নি। কোরা মার্কিন বি. আধোয়ামাড়-দেওয়া নতুন মার্কিন কাপড়। আন-কোরা দ্র আনকোরা। 39)
কূট-যন্ত্র
(p. 202) kūṭa-yantra বি. ফাঁদ; জাল (কূটযন্ত্রে আবদ্ধ পশু)। [সং. কূট + যন্ত্র]। 27)
কেলি
কেক
কোআর্টার, কোয়ার্টার
কঠোর
(p. 158) kaṭhōra বিণ. 1 কঠিন, শক্ত, দৃঢ় (কঠোর শাসনে রাখা); 2 নির্মম, নিষ্ঠুর (কঠোর বাক্য); 3 ভীষণ (কঠোর পরীক্ষা, কঠোর সংগ্রাম); 4 দুঃসহ (কঠোর পরিশ্রম); 5 শুষ্ক, নীরস (কঠোর স্বর, কঠোর চিত্ত); 6 পূর্ণ (কঠোরগর্ভা)। [সং. √ কঠ্ + ওর]। বি. ̃ তা। 15)
কত2
(p. 160) kata2 বিণ. 1 কী পরিমাণ, কয়টি, কয়জন (কত দুধ? কত আম? কত লোক?); 2 বহু (কত লোকেই তো জানে)। ক্রি-বিণ. বহু পরিমাণে (কত এল, কত গেল)। সর্ব. কী পরিমাণ (আমার কাছে টাকা আছে, তোমার কত চাই?)। [সং. কতি]। কত করে 1 কী দামে, কী দরে (মাছ কত করে কিনলে); 2 বহু অনুনয়বিনয় করে (কত করে বললাম তবু শুনল না); 3 বহু চেষ্টার ফলে (কত করে পাশ করেছি)। ̃ ক বিণ. কিছু পরিমাণ (কতক লোক, কতক জল, ঘা কতক)। ক্রি-বিণ. অংশত (বইখানা কতক পড়েছি)। সর্ব. কিছু অংশ (আমগুলোর কতক কতক টক)। বি. কিছুসংখ্যক লোক (দেশের কতক অনাহারে কাটাচ্ছে)। ̃ কটা বিণ. কিছুপরিমাণ (কতকটা পথ গেছে)। ক্রি-বিণ. কিছু পরিমাণে (কতকটা তাই-ই হয়েছে)। কত কী বি. সর্ব. বিণ. নানারকম (কত কী খাবার, কত কী ঘটবে, কত কী দেখছি)। ̃ ক্ষণ বি. 1 কিছু সময়; 2 বহু সময়। ক্রি-বিণ. 1 কিছু সময় ধরে (কতক্ষণ নীরব রইল); 2 কত সময় পূর্বে (কতক্ষণ এসেছ?)। ̃ টা বিণ. কতখানি, কী পরিমাণ (কতটা দুধ পড়েছে?)। সর্ব. বি. কোনো জিনিসের কতটা, কতখানি বা কতগুলি জিনিস (তুমি কতটা খেয়েছ?)। ̃ দূর বি. কিছু দূর; অনেক দূর। ক্রি-বিণ. কিছু দূরে; কত দূরে (সে কত দূর গেছে)। কত-না বিণ. বহু, অসংখ্য; বহু পরিমাণ (কত-না দুঃখ পেয়েছ, কত-না কেঁদেছি)। ̃ বার ক্রি-বিণ. 1 কয়বার (কতবার ওখানে গেছে?); 2 বহুবার ('কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া': রবীন্দ্র)। ̃ মতো বিণ. ক্রি-বিণ. বহুপ্রকার, বহুপ্রকারে (কতমতো চেষ্টা করলাম, কতমতো করে দেখেছি)। ̃ শত বিণ. অসংখ্য (কতশত লোক)। ̃ হুঁ (ব্রজ.) বিণ. কতই, বিবিধ; বহু ('চুম্বন করল কতহুঁ ছন্দ': বিদ্যা)। 3)
কুঁড়
(p. 192) kun̐ḍ় বি. 1 স্তূপ, গাদা (পাঁশকুঁড়); 2 বড় গর্ত, কুণ্ড। [সং. কুণ্ড]। 27)
কঠ
(p. 158) kaṭha দ্র কঠোপনিষত্। 12)
কুম্ভ-কর্ণ
করভ1
(p. 167) karabha1 বি. মণিবন্ধ বা কবজি থেকে কড়ে আঙুলের মূল পর্যন্ত করতল বা হাতের বাইরের অংশ। [সং. কর + √ ভা + অ]। 18)
কল্প-বিজ্ঞান
কালো
(p. 188) kālō বিণ. 1 কৃষ্ণবর্ণ, অন্ধকারের রং (কালো চুল); 2 ময়লা, মলিন (জামাকাপড় কালো হয়েছে); 3 বিষণ্ণ, গোমড়া (মুখ কালো করা)। [ সং. কাল3]। ̃ টাকা বি. বেআইনিভাবে আয় করা টাকা; হিসাববহির্ভূত টাকা। ̃ বাজার বি. সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস বিক্রয়ের বাজার; নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস কেনা-বেচা। ̃ বাজারি বি. কালোবাজারে জিনিস বিক্রির কাজ। 21)
কদর্য
(p. 160) kadarya বিণ. 1 অত্যন্ত কুত্সিত, জঘন্য, হীন, নীচ; 2 (মূল অর্থ কিন্তু বর্ত. বিরল) কৃপণ। [সং. কু + অর্য]। বি. ̃ তা। 27)
কূর্মী2
(p. 202) kūrmī2 দ্র কুর্মি -র বর্জি. বানান। 40)
কড়মা
কুঠি
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614706
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227909
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839810
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856844
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us