Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দুর্দশাগ্রস্ত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধো-গতি, অধো-গমন
(p. 20) adhō-gati, adhō-gamana বি. 1 নিম্নগতি, নীচের দিকে গতি; 2 হ্রাস; 3 অবনতি, অধঃপতন; 4 দুর্দশা; 5 নরকে যাওয়া; 6 (পরজন্মে) হীনতর দশাপ্রাপ্তি। [সং. অধঃ+গতি, গমন]। অধো-গত বিণ. যার অবনতি হয়েছে; দুর্দশাগ্রস্ত; নীচে পতিত। অধো-গামী (-মিন্) বিণ. নীচে নামছে এমন; যার অধঃপতন ঘটছে; কমছে এমন। 14)
অবনত
(p. 44) abanata বিণ. 1 নিচু, নত; আনত (অবনত মস্তকে, বিনয়াবনত); 2 পতিত, হীনাবস্হাপ্রাপ্ত; দুর্দশাগ্রস্ত (অবনত জাতি)। [সং. অব + নত]। অব-নতি বি. 1 অবনত ভাব (ভূমির অবনতি); 2 অধোগতি, দুর্দশা (দেশের আর্থিক অবনতি, চারিত্রিক অবনতি)।
অলক্ষ্মী
(p. 64) alakṣmī বি. 1 দুর্ভাগ্যের দুষ্ট লক্ষ্মী দেবী, যে দেবী দুর্ভাগ্যের অধিষ্ঠাত্রী; 2 দুর্ভাগ্যের জন্য দায়ী নারী; 3 গৃহকর্মে অনিপুণা ও স্বভাবে অগোছালো স্ত্রীলোক। [সং. ন + লক্ষ্মী]। অলক্ষ্মীতে পাওয়া ক্রমাগত দুর্দশাগ্রস্ত হওয়া (গোটা পরিবারটাকেই যেন অলক্ষ্মীতে পেয়েছে)। অলক্ষ্মীর দশা বি. শ্রীহীনতা; দারিদ্র। অলক্ষ্মীর দৃষ্টি বি. অভাব-অনটন, দারিদ্র; দুর্ভাগ্য। 3)
খারাপ
(p. 226) khārāpa বিণ. 1 মন্দ, বদ (খারাপ কাজ, খারাপ লোক); 2 খেলো, নিকৃষ্ট, বাজে (খারাপ কাপড়) ; 3 দুষ্ট, নষ্ট (খারাপ চরিত্রের লোক); 4 অভদ্র (খারাপ ব্যবহার); 5 অশ্লীল, অশালীন (খারাপ কথা); 6 রুক্ষ, উগ্র (খারাপ মেজাজ) ; 7 দুঃখিত, ব্যথিত (মন খারাপ); 8 অসুস্হ (শরীর খারাপ) ; 9 বিকল, অব্যবহার্য (ফোন খারাপ হয়েছে); 1 দুর্দশাগ্রস্ত (খারাপ অবস্থা); 11 দুশ্চিকিত্ স্য ; সংক্রামক (খারাপ রোগ); 12 দূষিত (খারাপ রক্ত) ; 13 অশুভ (খারাপ দিন); 14 কুশ্রী, অসুন্দর (খারাপ চেহারা) ; 15 বিকৃত (মাথা খারাপ); 16 নোংরা (মুখ খারাপ করা); 17 অসত্ মতলব বা অভিপ্রায়যুক্ত (খারাপ নজর, খারাপ দৃষ্টি)। [আ. খরাব্]। 78)
দুরবস্হ
(p. 413) durabasha বিণ. 1 দুরবস্হাযুক্ত, দুর্দশাগ্রস্ত; 2 দরিদ্র।[সং. দুর্ + অবস্হা (সমাসান্ত)]। দুরবস্হা বি. দুর্দশা; দারিদ্র। 12)
দুর্গত
(p. 414) durgata বিণ. 1 দুর্দশাগ্রস্ত, বিপন্ন; 2 দরিদ্র; 3 দুঃখী। [সং. দুর্ + √ গম্ + ত]। 7)
বিপন্ন
(p. 619) bipanna বিণ. বিপদে পতিত, বিপদ্গ্রস্ত; দুর্দশাগ্রস্ত। [সং. বি + √ পদ্ + ত]। স্ত্রী. বিপন্না। 8)
বেহাল
(p. 642) bēhāla বি. 1 দুর্দশা, দুরবস্হা; 2 নিয়ন্ত্রণের অসাধ্য অবস্হা; 3 বিশৃঙ্খলা। বিণ. 1 দুর্দশাগ্রস্ত; 2 নিয়ন্ত্রণের অসাধ্য (নৌকোর বেহাল অবস্হা); 3 বিশৃঙ্খল (বিদ্যুতের বেহাল অবস্হা)। [ফা. বে + আ. হাল]। 63)
সারা৩
(p. 830) sārā3 ক্রি. 1 সাবধানে বা সঙ্গোপনে রাখা (সে টাকাগুলি সেরে রেখেছে); 2 সম্পাদন করা বা সমাপ্ত করা (দায় সারা); 3 সর্বনাশ করা, বিপদে বা দুর্দশায় ফেলা (জুয়ায় তাকে সেরেছে); 4 নষ্ট করা বা পণ্ড করা (দফা সেরেছে); 5 মেরামত করা (ভাঙা ঘড়ি সারা); 6 সংশোধন করা, শোধরানো (চরিত্র সারা, ভুল সারা, হাতের লেখা সারা); 7 আরোগ্যলাভ করা (রোগ সারা, সেরে ওঠা)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 লুক্কায়িত; 2 মেরামত-করা; 3 দুর্দশাগ্রস্ত; নষ্ট; পণ্ড। [সং. √ সৃ + বাং. আ]। ̃ নো ক্রি. মেরামত করানো (বাড়ি সারানো); 2 সংশোধন করানো; 3 সমাপ্ত করানো; 4 মুক্ত করা (রোগ সারানো); 5 নীরোগ করা (শরীর সারানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। 23)
হত
(p. 858) hata বিণ. 1 হত্যা করা বা বধ করা হয়েছে এমন (যুদ্ধে হত সৈনিক); 2 নষ্ট, নাশপ্রাপ্ত (হতগৌরব); 3 লুপ্ত, লোপপ্রাপ্ত (হতচেতন, হতবুদ্ধি); 4 ব্যাহত (হতোদ্যম); 5 মন্দ (হতভাগা)। [সং. √ হন্ + ত]। ̃ চেতন, ̃ জ্ঞান বিণ. অচেতন; মূর্ছিত। ̃ চ্ছাড়া বিণ. লক্ষ্মীছাড়া, হতভাগ্য, দুর্দশাগ্রস্ত। ̃ দর্প বিণ. (যার) দর্প বা অহংকার নষ্ট হয়েছে এমন। ̃ প্রায় বিণ. প্রায় বিনষ্ট; মরোমরো। ̃ বল বিণ. নষ্টশক্তি, বলহীন। ̃ বাক বিণ. 1 বাক্যহারা; 2 অবাক, বিস্মিত। ̃ বুদ্ধি, ̃ ভম্ব বিণ. বুদ্ধি ঘুলিয়ে গেছে এমন, কিংকর্তব্যবিমূঢ়। ̃ ভাগ্য, ̃ ভাগা বিণ. ভাগ্য খারাপ এমন, মন্দভাগ্য, দুর্ভাগা। স্ত্রী. ̃ ভাগ্যা, ̃ ভাগিনী, ̃ ভাগী। ̃ মান বিণ. সম্মানহারা; অবমানিত। ̃ শ্রদ্ধ বিণ. যার শ্রদ্ধা বা আস্হা লুপ্ত হয়েছে। ̃ শ্রদ্ধা বি. (বাং.) অশ্রদ্ধা, অবজ্ঞা। ̃ শ্রী বিণ. শ্রীভ্রষ্ট; সম্পদহারা (হতশ্রী পল্লি, হতশ্রী গ্রাম)। 30)
হীন
(p. 869) hīna বিণ. 1 বিরহিত, শূন্য (পিতৃহীন, ভাগ্যহীন, তৃপ্তিহীন); 2 নীচ, অধম, হেয়, ঘৃণার্হ (হীন চরিত্র, 'নহি কভু হীন'); 3 দুর্দশাগ্রস্ত, দীন, দরিদ্র (হীনাবস্হা); 4 অত্যধিক নতভাব-যুক্ত (হীনভাবে আবেদন); 5 ক্ষীণ, হ্রাসপ্রাপ্ত (হীনবল, হীনপ্রভ)। [সং. √ হা + ত]। স্ত্রী. হীনা। ̃ তা বি. ('স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়', দাসত্বের হীনতা)। ̃ প্রাণ বিণ. সংকীর্ণচেতা; মুমূর্ষু; অল্পজীবী। স্ত্রী. ̃ প্রাণা। ̃ মন্যতা বি. নিজের সম্পর্কে হীনতাবোধ, inferiority complex. ̃ যান বি. বৌদ্ধধর্মের প্রাচীন শাখা; পালি ত্রিপিটকে বর্ণিত বৌদ্ধমত (তু. মহাযান)। হীনাবস্হ বিণ. দুর্দশাগ্রস্ত, দরিদ্র, দীন। 47)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534799
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140307
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730492
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942670
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883520
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838453
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696618
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603057

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us