Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হীন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  হীন এর বাংলা অর্থ হলো -

(p. 869) hīna বিণ. 1 বিরহিত, শূন্য (পিতৃহীন, ভাগ্যহীন, তৃপ্তিহীন); 2 নীচ, অধম, হেয়, ঘৃণার্হ (হীন চরিত্র, 'নহি কভু হীন'); 3 দুর্দশাগ্রস্ত, দীন, দরিদ্র (হীনাবস্হা); 4 অত্যধিক নতভাব-যুক্ত (হীনভাবে আবেদন); 5 ক্ষীণ, হ্রাসপ্রাপ্ত (হীনবল, হীনপ্রভ)।
[সং. √ হা + ত]।
স্ত্রী. হীনা।
তা বি. ('স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়', দাসত্বের হীনতা)।
প্রাণ
বিণ. সংকীর্ণচেতা; মুমূর্ষু; অল্পজীবী।
স্ত্রী.প্রাণা।
মন্যতা
বি. নিজের সম্পর্কে হীনতাবোধ, inferiority complex.যান বি. বৌদ্ধধর্মের প্রাচীন শাখা; পালি ত্রিপিটকে বর্ণিত বৌদ্ধমত (তু. মহাযান)।
হীনাবস্হ বিণ. দুর্দশাগ্রস্ত, দরিদ্র, দীন।
47)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


হাওয়া
হারিত1
(p. 867) hārita1 বিণ. সবুজবর্ণবিশিষ্ট। [সং. হরিত + অ]। 35)
হে
হোঁতকা, হোঁত্কা
হরফ, হরপ
(p. 860) harapha, harapa বি. বর্ণমালার লেখ্য সংকেত বা রূপ, অক্ষর। [আ. হর্ফ্]। 24)
হসন্তিকা, হসন্তী
(p. 862) hasantikā, hasantī বি. 1 আগুনের পাত্র; ধুনুচি; 2 মল্লিকা ফুল। [সং. √ হস্ + অত্ + ক + আ, অত্ + ঈ]। 8)
হাঁ হাঁ
(p. 862) hā m̐hā অব্য. সহসা বারণ-সূচক (হাঁ হাঁ করছ কী)। 36)
হতাদর
(p. 858) hatādara বিণ. আদর বা সম্মান নষ্ট হয়েছে এমন, অনাদৃত। বি. অসম্মান, অমর্যাদা, অনাদর। [সং. হত + আদর]। 31)
হিত
(p. 869) hita বি. উপকার, কল্যাণ। বিণ. কল্যাণকর, উপকারী। [সং. ধা + ত]। ̃ কথা বি. যে-কথা মানলে উপকার হয়; সদুপদেশ। ̃ কর বিণ. মঙ্গলজনক, উপকারী। স্ত্রী. ̃ করী। ̃ কারী (-রিন্) বিণ. বি. মঙ্গলকারী, উপকারক। স্ত্রী. ̃ কারিণী। ̃ বাদী (-দিন্) বিণ. হিতকথা বলে এমন, সদুপদেশক। ̃ সাধন বি. কল্যাণ বা উপকার করা। হিতাকাঙ্ক্ষী (-ঙ্ক্ষিন্), হিতার্থী (র্থিন্) বিণ. বি. হিতকামনাকারী। হিতাহিত বি. উপকারঅপকার। হিতাহিত-জ্ঞান বি. ভালোমন্দবোধ, কীসে উপকার এবং কীসে ক্ষতি হবে সে সম্বন্ধে চেতনা। হিতৈষণা, হিতৈষা, হিতৈষিতা বি. হিতসাধন করবার ইচ্ছা। হিতৈষী (-ষিন্) বিণ. হিতসাধনে ইচ্ছুক। স্ত্রী. হিতৈষিণী। হিতোপ-দেশ বি. কল্যাণকর উপদেশ। হিতোপ-দেষ্টা (-ষ্টৃ) বিণ. কল্যাণকর উপদেশ দেয় এমন। 22)
হলাহল
(p. 860) halāhala বি. দেবাসুরকর্তৃক সমুদ্রমন্হনে উত্থিত তীব্র বিষ, কালকূট। [সং. হল্ + আ + √ হল্ + অ]।
হৌজ
(p. 874) hauja বি. বড়ো চৌবাচ্চা। [আ. হৌজ্]। 16)
হাতুড়ি
(p. 865) hātuḍ়i বি. লোহা পাথর পেরেক প্রভৃতি পিটবার বা ঠুকবার জন্য মোটা ও ভারী লোহার মাথাওয়ালা হাতে ধরে ব্যবহার করার যন্ত্রবিশেষ। [দেশি]। 14)
হুড়ুম1
(p. 871) huḍ়uma1 বি. (আঞ্চ.) মুড়ি, মুড়ির মতো ফুলিয়ে ভাজা চাল বা চিঁড়ে। [সং. হুড়ুম্ব]। 20)
হেনা
(p. 873) hēnā বি. মেহেদি ('উঠল ফুটে হেনার মঞ্জরী': রবীন্দ্র)। [আ. হিনা]। 10)
হারাহারি2
(p. 867) hārāhāri2 দ্র হারা। 32)
হ্রাস
হাঁসলি, হাঁসুলি
(p. 862) hām̐sali, hām̐suli বি. অর্ধচন্দ্রাকৃতি কণ্ঠাভরণবিশেষ। [বাং. হাঁস + লি, উলি (সদৃশার্থে)]। 58)
হেলন1, হেলন2
(p. 873) hēlana1, hēlana2 যথাক্রমে হেলা1 ও হেলা2 দ্র। 20)
হাজি, (বর্জি.) হাজী
হরি
(p. 860) hari বি. 1 নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ; 2 যম; 3 বায়ু; 4 চন্দ্র; 5 সূর্য; 6 সিংহ; 7 অশ্ব। বিণ. হরিত্ কপিল বা পিঙ্গল বর্ণবিশিষ্ট। [সং. √ হৃ + ই]। হরির লুট হরি সংকীর্তনের পর প্রসাদি বাতাসা ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া। ̃ গুণ-গান বি. বিষ্ণুর নাম ও মহিমা কীর্তন। ̃ চন্দন বি. দেবতরুবিশেষ। [চন্দন দ্র]। ̃ জন বি. উচ্চবর্ণ হিন্দু কর্তৃক অস্পৃশ্য বলে অবহেলিত ভারতের হিন্দু সম্প্রদায় বা উক্ত সম্প্রদায়ের লোক; মেথর। [গান্ধিজীর প্রদত্ত নাম]। ̃ দ্বার বি. হিমালয়ের পাদদেশস্হ হিন্দু তীর্থবিশেষ। ̃ নাম বি. হরির নাম, ওই নাম জপ বা কীর্তন। হরি নামের ঝুলি হরিনামের মালা রাখার ঝুলি। হরি নামের মালা হরিনাম জপকালে নামোচ্চারণের সংখ্যা ঠিক রাখার জন্য ব্যবহৃত মালা; বৈষ্ণবের জপমালা। ̃ প্রিয়া বি. (স্ত্রী.) 1 লক্ষ্মীদেবী; 2 তুলসী পাতা বা গাছ। ̃ বাসর বি. 1 দ্বাদশীর প্রথম পাদযুক্ত একাদশীর দিন; 2 (ব্যঙ্গে) উপবাস, অনশন। ̃ বোল বি. (সচ. সমবেতকণ্ঠেউচ্চস্বরে) হরির নামোচ্চারণ (হিন্দুরা পূজান্তে, কীর্তনান্তে এবং শববহনকালেশবদাহকালে এই ধ্বনি উচ্চারণ করে। ̃ ভক্ত বিণ. 1 হরির প্রতি ভক্তিমান; 2 বৈষ্ণব। ̃ ভক্তি বি. হরির প্রতি ভক্তি। হরিভক্তি উবে যাওয়া ক্রি. বি. (ব্যঙ্গে) শ্রদ্ধা নষ্ট হয়ে যাওয়া। ̃ মটর বি. (কৌতু.) উপবাস, অনশন। সংকীর্তন বি. দলবদ্ধভাবে হরিগুণ গান করা। ̃ সভা বি. হরির মহিমা আলোচনার্থ সভা। ̃ হর বি. হরি ও হর, বিষ্ণু ও শিব; বিষ্ণুশিবের অভেদমূর্তি। ̃ হরাত্মা বিণ. বি. অভিন্নহৃদয়, একপ্রাণ একদেহ। 28)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577771
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185488
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785546
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026480
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901087
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848114
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708584
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620134

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us