Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দূষক। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকলঙ্ক
(p. 2) akalaṅka বিণ. কলঙ্কশূন্য, নির্দোষ, অনিন্দা ('অকলঙ্ক নামে তব কলঙ্ক রটিবে')। [সং. ন+কলঙ্ক]। অকলঙ্কিত বিণ. কলঙ্কিত বা দূষিত নয় এমন, নির্মল। অকলঙ্কী (-ঙ্কিন্) বিণ. নিষ্কলঙ্ক, নির্দোষ, নির্মল ('অকলঙ্কী চাঁদ')। 22)
অপবিত্র
(p. 34) apabitra বিণ. অশুচি, অশুদ্ধ; দূষিত। [সং. ন + পবিত্র]। 109)
কুল৩
(p. 199) kula3 বি. 1 বংশ, গোত্র, গোষ্ঠী (কুলের গৌরব, কুলের কলঙ্ক); 2 সদ্বংশ (তাঁর কুলের উপযুক্ত অনুষ্ঠান); 3 সন্তানসন্ততি (তার কুল আজও আছে); 4 কৌলীন্য, বংশমর্যাদা, আভিজাত্য (কুলশীল); 5 গৃহ; সমাজ; কুলধর্ম (কুলত্যাগ); 6 আবাস, ভবন (গুরুকুল); 7 জাতি, বর্ণ (রক্ষঃকুল); 8 গণ; সমুহ (বানরকুল, জীবকুল)। [সং. কু + √ লা + অ]। কুল করা ক্রি. বি. কুলীন বংশের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্হাপন করা; নিজ কুলের উপযুক্ত বা নিজ কুলের সঙ্গে তুলনীয় অন্য কুলে পুত্রকন্যার বিবাহ দেওয়া। কুল মজানো ক্রি. বি. বংশের সুনাম নষ্ট করা। কুলে কালি দেওয়া ক্রি. বি. কুকার্য করে নিজের বংশকে কলঙ্কিত করা। কুলে বাতি দেওয়া ক্রি. বি. বংশের অস্তিত্ব টিকিয়ে রাখা (তার মৃত্যুতে তার কুলে বাতি দেওয়ার কেউ রইল না)। কুলের বাহির (বার) হওয়া ক্রি. বি. (স্ত্রীলোক সম্বন্ধে) স্বামীর গৃহ বা পিতৃগৃহ ত্যাগ করে কুলটা হওয়া। কুল-রাখি কি শ্যাম রাখি (প্র.) একদিকে (শ্যামের সঙ্গে) প্রণয় এবং অন্যদিকে সতীত্বধর্ম ও বংশের সম্মান -এই দুই বিপরীত আকর্ষণের মধ্যে পড়ে (রাধিকার) মানসিক দ্বন্দ্ব; (আল.) উভয়সংকট। ̃ কণ্টক বি. বংশের কাঁটা বা কলঙ্কস্বরূপ ব্যক্তি। ̃, ̃ নারী বি. সত্কুলজাত কন্যা বা নারী; সতী নারী। ̃ কর্ম, ̃ ক্রিয়া বি. কুলোচিত কাজকর্ম; কুলের প্রথানুযায়ী বা কুলীন বংশে পুত্রকন্যার বিবাহদান। ̃ কলঙ্ক বি. বংশের লজ্জাস্বরূপ ব্যক্তি। ̃ কলঙ্কিনী বি. (স্ত্রী.) যে রমণীর চরিত্রদোষে বংশের সুনাম ও গৌরব নষ্ট হয়। ̃ কামিনী বি. (স্ত্রী.) সত্কুলের বধূ। ̃ ক্রিয়া, কুলকর্ম -র অনুরূপ। ̃ ক্ষয় বি. বংশনাশ। ̃ গর্ব বি. বংশের মর্যাদার গর্ব, আভিজাত্য গর্ব। ̃ গুরু বি. বংশপরম্পরায় সকলেই যে-গুরুর শিষ্য। ̃ গৌরব বি. বংশের মর্যাদা; বংশের গৌরবস্বরূপ ব্যক্তি। ̃ ঘ্ন বিণ. বংশনাশক। ̃ জ বিণ. সত্কুলজাত, কুলীন। ̃ জি, (বর্জি.) ̃ জী বি. বংশতালিকা; বংশপরিচয়। [সং. কুলপঞ্জি, কুলপঞ্জী]। ̃ টা বিণ. বি. (স্ত্রী.) কুলত্যাগিনী, ভ্রষ্টা; স্বামীর গৃহ বা পিতার গৃহ ত্যাগ করে যে (নারী)। ̃ তিলক বিণ. বি. বংশের তিলক বা অলংকারস্বরূপ (ব্যক্তি); কুলচূড়ামণি। ̃ ত্যাগ বি. কুলটা হওয়া; সমাজ কুলধর্ম বা স্বামীর গৃহ ত্যাগ। ̃ ত্যাগিনী বিণ. (স্ত্রী.) কুলটা। ̃ দূষক, ̃ দূষণ বিণ. বি. কুলাঙ্গার; কুলের সুনাম নষ্ট করে এমন (ব্যক্তি)। &tilde ; দেবতা বি. বংশপরম্পরায় পূজিত দেবতা। ̃ ধর্ম বি. বংশগত আচার-আচরণ; কুলাচার। ̃ নারী বি. সত্ কুলের বধূ, কুলকামিনী। ̃ নাশন বিণ. কুলক্ষয়কারী। ̃ পঞ্জি, ̃ পঞ্জী বি. কুলজি। ̃ পতি বি. গোষ্ঠীপতি; দশ সহস্র মুনির প্রতিপালক ও শিক্ষাদাতা বিপ্রর্ষি। ̃ পুত্র বি. সত্কুলজাত পুরুষ। ̃ পুরোহিত বি. বংশপরম্পরাগত যাজক ব্রাহ্মণ। ̃ প্রদীপ বিণ. বি. নিজ বংশের গৌরববৃদ্ধিকারী (ব্যক্তি)। ̃ বতী, ̃ বধূ বি. সচ্চরিত্রা স্ত্রী। ̃ বালা বি. কুলকন্যা, কুলবধূ। ̃ ভঙ্গ বি. (সাধারণত হীনতর বংশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্হাপনের ফলে) কৌলীন্যনাশ বা বংশমর্যাদাহানি। ̃ ভূষণ বিণ. বি. বংশের গৌরব। ̃ ভ্রষ্ট বিণ. নিজ বংশ থেকে চ্যুত। ̃ মর্যাদা বি. বংশের মানসম্মান; আভিজাত্য; কুলীনের প্রাপ্য দক্ষিণা; পারিবারিক গৌরব চিহ্ন। ̃ মান বি. বংশের সম্মান। ̃ লক্ষণ বি. সত্ কুলের গুণাবলি-যথা আচার, বিনয়, বিদ্যা, প্রতিষ্ঠা, তীর্থদর্শন, নিষ্ঠা, বৃত্তি, তপঃ ও দান; কৌলীন্যের পরিচায়ক গুণ। ̃ লক্ষ্মী বি. সাধ্বী গৃহস্হ নারী; বংশের কল্যাণস্বরূপা গৃহিণী; বংশের অধিষ্ঠাত্রী ও হিতকারিণী দেবী। ̃ শীল বি. বংশ ও চরিত্র। 26)
কূপিত
(p. 197) kūpita বিণ. 1 ক্রুদ্ধ, রুষ্ট, কোপযুক্ত; 2 (বৈদ্য.) বৃদ্ধিপ্রাপ্ত, দূষিত (কুপিত বায়ু)। [সং. √ কুপ্ + ত]। বিণ. (স্ত্রী.) কুপিতা। 8)
ক্ষারিত
(p. 217) kṣārita বিণ. 1 স্রাবিত, গলানো হয়েছে এমন; 2 অপবাদগ্রস্ত; 3 দূষিত। [সং. √ ক্ষর্ + ণিচ্ + ত]। 29)
খারাপ
(p. 226) khārāpa বিণ. 1 মন্দ, বদ (খারাপ কাজ, খারাপ লোক); 2 খেলো, নিকৃষ্ট, বাজে (খারাপ কাপড়) ; 3 দুষ্ট, নষ্ট (খারাপ চরিত্রের লোক); 4 অভদ্র (খারাপ ব্যবহার); 5 অশ্লীল, অশালীন (খারাপ কথা); 6 রুক্ষ, উগ্র (খারাপ মেজাজ) ; 7 দুঃখিত, ব্যথিত (মন খারাপ); 8 অসুস্হ (শরীর খারাপ) ; 9 বিকল, অব্যবহার্য (ফোন খারাপ হয়েছে); 1 দুর্দশাগ্রস্ত (খারাপ অবস্থা); 11 দুশ্চিকিত্ স্য ; সংক্রামক (খারাপ রোগ); 12 দূষিত (খারাপ রক্ত) ; 13 অশুভ (খারাপ দিন); 14 কুশ্রী, অসুন্দর (খারাপ চেহারা) ; 15 বিকৃত (মাথা খারাপ); 16 নোংরা (মুখ খারাপ করা); 17 অসত্ মতলব বা অভিপ্রায়যুক্ত (খারাপ নজর, খারাপ দৃষ্টি)। [আ. খরাব্]। 78)
দুষ্ট
(p. 416) duṣṭa বিণ. 1 দোষযুক্ত, দূষিত (দুষ্টব্রণ, দুষ্টক্ষত); 2 অসত্, মন্দ (দুষ্টচরিত্র); 3 অশুভ (দুষ্টগ্রহ); 4 অশান্ত, দুরন্ত (দুষ্ট ছেলে)। [সং. √ দুষ্ + ত]। ̃ কর্মা (-র্মন্) বিণ. বি. কুকাজকারী। ̃ ক্ষুধা বি. পেট ভরতি থাকা সত্ত্বেও ক্ষুধাবোধ। ̃ গ্রহ বি. অশুভ বা ক্ষতিকর গ্রহ। ̃ চক্র বি. 1 কুকর্মকারীদের গোষ্ঠী বা দল; 2 এক মন্দ বা ভ্রম থেকেই আর এক মন্দ বা ভ্রমের ক্রমাগত উত্পত্তি, vicious circle. ̃ বুদ্ধি বি. 1 কুবুদ্ধি; 2 চালাকি বুদ্ধি (ছেলেটার দুষ্টবুদ্ধি কম নয়)। ̃ ব্রণ বি. মারাত্মক ফোড়াবিশেষ। দুষ্টা বিণ. (স্ত্রী.) কুচরিত্রা; ব্যভিচারিণী। দুষ্টাশয় বিণ. দুর্বৃত্ত, অসত্ চরিত্রবিশিষ্ট। 38)
দূষক
(p. 418) dūṣaka বি. বিণ. 1 দোষদায়ক, যে দোষ দেয় বা দেখায়; 2 নিন্দাকারী (আমি দূষকদের দলে নেই)। [সং. √ দূষি (=√ দূষ্ + ণিচ্) + অক]। 2)
দূষণ
(p. 418) dūṣaṇa বি. 1 দোষারোপ, দোষ দেওয়া, দোষ দেখানো; 2 অপবিত্র করা; 3 কলুষ সৃষ্টি (পরিবেশ দূষণ); 4 রামায়ণোক্ত রাক্ষসবিশেষ। বিণ. দূষক। [সং. √ দুষ্ + ণিচ্ = দূষি + অন]। দূষণীয়, দূষ্য বিণ. দোষারোপযোগ্য, নিন্দনীয় (বাল্যবিবাহ সর্বৈব দূষণীয়)। দূষয়িতা (-তৃ) বি. দূষক, যে দোষারোপ করে। দূষিত বিণ. দোষযুক্ত, কলুষিত, অপবিত্র, বিষিত (দূষিত বায়ু, দূষিত চরিত্র)। স্ত্রী. দূষিতা। 3)
দোষ
(p. 425) dōṣa বি. 1 পাপ, অপরাধ (কর্মদোষ); 2 কুস্বভাব, কুরীতি (পানদোষ, আলস্যদোষ); 3 ত্রুটি, খুঁত (কাজে দোষ ধরা); 5 কুপ্রভাব, ফের (গ্রহের দোষ, ভাগ্যদোষ)। [সং. √ দুষ্ + অ]। ̃ কীর্তন বি. ত্রুটি বা অপরাধের কথা বারবার বলা; নিন্দাবাদ। ̃ ক্ষালন বি. অপরাধ বা ত্রুটি মোচন। ̃ গ্রাহী (-হিন্), ̃ দর্শী (-র্শিন্) বিণ. কেবল অন্যের দোষ দেখে বা ধরে এমন, ছিদ্রান্বেষী। ̃ জ্ঞ বিণ. দোষগুণ বিচারে সমর্থ। বি. 1 পণ্ডিত; 2 চিকিত্সক, বৈদ্য। ̃ ণ বি. দোষ দেওয়া বা দেখানো। ̃ ত্রয় বি. 1 বাত পিত্ত কফ-এই তিন দোষ; 2 রাগ দ্বেষ মোহ-এই তিন দোষ। ̃ দর্শী (-র্শিন্) দোষগ্রাহী -র অনুরূপ। ̃ ল বিণ. দোষযুক্ত। দোষা ক্রি. 1 দুষা-র চলিত রূপ (আমায় দোষো কেন?); 2 দূষিত হওয়া ('হাওয়া দূষিয়া উঠিল': রবীন্দ্র)। দোষাবহ বিণ. দোষযুক্ত; দোষজনক। দোষারোপ বি. অভিযোগ করা, দোষ দেওয়া, বদনাম দেওয়া (দোষারোপ করা)। দোষাশ্রিত বিণ. দোষযুক্ত। দোষী (-ষিন্) বিণ. দোষকারী, অপরাধী। স্ত্রী. দোষিণী। দোষৈক-দর্শী (-র্শিন্) বিণ. (গুণ না দেখে) কেবল দোষই দেখে এমন। 10)
নর্ম
(p. 447) narma (-র্মন্) বি. 1 ক্রীড়া; 2 রঙ্গ, কৌতুক; 3 প্রমোদ, প্রমোদবিহার (নর্মসহচরী); 4 পরিহাস (নর্মযুক্ত বচন)। [সং. √ নৃ + মন্]। ̃ সখী, ̃ সঙ্গিনী, ̃ সহচরী বি. ক্রীড়াসঙ্গিনী প্রমোদসঙ্গিনী। ̃ সচিব, ̃ সহচর বি. ক্রীড়াসঙ্গী; বিদূষক; পারিষদ, মোসাহেব। 81)
পঙ্ক্তি
(p. 484) paṅkti বি. 1 সারি, শ্রেণি, পাঁতি; 2 লেখার লাইন। [সং. √ পঞ্চ্ + তি]। ̃ দূষক বিণ. বি. যার সঙ্গে একই পঙ্ক্তিতে বসে ভোজন করলে দোষ হয়, অপাঙ্ক্তেয় ব্যক্তি। ̃ ভোজন বি. একসঙ্গে অনেক লোকের পাশাপাশি বসে আহার। 7)
পচা
(p. 484) pacā ক্রি. বিকৃত হওয়া, খারাপ বা নষ্ট হওয়া, গলে যাওয়া (ফল পচে, ডিম পচেছে)। বি. পচন। বিণ. 1 পচে গেছে এমন, বিকৃত (পচা ডিম); 2 গুমট, ভ্যাপসা (পচা গরম); 3 যখন সবকিছু পচে ওঠে এমন (পচা ভাদ্র); 4 দূষিত (পচা ঘা)। [সং. √ পচ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. বিকৃত, নষ্ট, গলিত বা দূষিত করা। বিণ. উক্ত সব অর্থে। পচানি বি. 1 পচা জিনিসের রস; 2 পচন। 16)
পটি1
(p. 486) paṭi1 বি. 1 কাপড়ের ছোটো খণ্ড; 2 (দূষিত বা ক্ষত স্হানে জড়াবার জন্য) কাপড়ের লম্বা ফালি (জলপটি), bandage (বি.প.)। [সং. পট্টিকা]। 17)
পরি-বেশ, পরি-বেষ
(p. 499) pari-bēśa, pari-bēṣa বি. 1 পরিধি; 2 পরিবেষ্টন; মণ্ডল; 3 চারপাশের অবস্হা (শান্তির পরিবেশ); 4 পারিপার্শ্বিক আবহাওয়া (পরিবেশ দূষণ)। [সং. পরি + √ বিশ্ (=উপভোগ), ̃বিষ্ (=ব্যাপ্তি) + অ]। 30)
পুঁজ
(p. 523) pun̐ja বি. (পেকে ওঠার পরে) ফোঁড়া বা ক্ষতের দূষিত সাদা রস। [সং. পূয]। 21)
পৃথিবী
(p. 530) pṛthibī বি. 1 সূর্যকে প্রদক্ষিণকারী নবগ্রহের অন্যতম গ্রহবিশেষ; 2 ভূমণ্ডল; ভূ, ধরা, ধরণী, জগত্, পৃথ্বী। [সং. √ প্রথ্ + ইব + ঈ]। ̃ পতি বি. ভূপতি, রাজা, সম্রাট। ̃ ব্যাপী বিণ. পৃথিবী জুড়ে হচ্ছে এমন (পৃথিবীব্যাপী দূষণ)। ̃ শ বি. রাজা, সম্রাট। 12)
প্রকুপিত
(p. 537) prakupita বিণ. 1 অত্যন্ত রুষ্ট বা রাগান্বিত; 2 অত্যন্ত দূষিত (বায়ু বা পিত্ত প্রকুপিত হওয়া)। [সং. প্র + কুপিত]। স্ত্রী. প্রকুপিতা। 9)
বদ
(p. 575) bada বিণ. 1 খারাপ, মন্দ (বদগন্ধ); 2 অসত্ (বদ সঙ্গ, বদ বুদ্ধি); 3 রুক্ষ, রূঢ় (বদমেজাজ); 4 দূষিত (বদরক্ত); 5 ভিন্ন, অন্য ('বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন উড়ে যায়')। [ফা. বদ]। ̃ খত বিণ. 1 হাতের লেখা ভালো নয় এমন; 2 বেয়াড়া, দুষ্টু। ̃ খেয়াল বি. অসত্ প্রবৃত্তি। ̃ জবান বি. কুবাক্য, গালি। ̃ জাত, ̃ জাতি যথাক্রমে বজ্জাত ও বজ্জাতি -র মূল রূপ। ̃ নাম বি. দুর্নাম, অখ্যাতি, অপযশ। ̃ নেশা বি. খারাপ নেশা বা অভ্যাস। ̃ বু বি. বাজে গন্ধ, দুর্গন্ধ। ̃ বুদ্ধি বি. অসত্ বুদ্ধি; দুষ্ট বুদ্ধি। ̃ ভ্যাস বি. খারাপ বা ক্ষতিকর অভ্যাস। ̃ মতলব বি. বদবুদ্ধি -র অনুরূপ। ̃ মাশ, ̃ মায়েশ, ̃ মাইশ বিণ. দুষ্ট, দুর্বৃত্ত। বি. ̃ মাশি, ̃ মায়েশি, ̃ মাইশি। ̃ মেজাজ বি. রুক্ষ বা উগ্র মেজাজ। বিণ. উগ্র বা রুক্ষ মেজাজযুক্ত। ̃ মেজাজি বিণ. বদমেজাজবিশিষ্ট। ̃ রং বি. 1 বেরং বা ভিন্ন রঙের তাস; 2 খারাপ রং। বিণ. বিবর্ণ। ̃ রসিকতা বি. স্হূল বা কুরুচিপূর্ণ রসিকতা। ̃ রাগি বিণ. রগচটা, একটুতেই রেগে যায় এমন, বদমেজাজি। ̃ হজম বি. অজীর্ণ, হজম না হওয়া। 43)
বায়ু
(p. 600) bāẏu বি. 1 পৃথিবীকে ঘিরে রেখেছে এমন অক্সিজেন ও নাইট্রোজেনজাত গ্যাসীয় বস্তু, হাওয়া, বাতাস; 2 দেহমধ্যস্হ পঞ্চবায়ু; 3 (আয়ু.) দেহমধ্যস্হ ধাতুবিশেষ (কুপিত বায়ু, বায়ুরোগ); 4 বাতিক, বাই। [সং. √ বা + উ]। ̃ কেতু বি. ধূলি, বাতকেতু। ̃ কোণ বি. উত্তর ও পশ্চিম দিকের মধ্যবর্তী কোণ। ̃ গতি-বিদ্যা বি. বায়ুর গতি বা প্রবাহসংক্রান্ত বিদ্যা, aerodynamics.̃ গ্রস্ত বিণ. বায়ু রোগে আক্রান্ত; বাতিকগ্রস্ত। ̃ জীবী (-বিন্) বিণ. কেবলমাত্র বায়ু আহার করে জীবনধারণকারী, বায়ুভূক, aerobic (বি. প.)। ̃ তাড়িত বিণ. বাতাস তাড়িয়ে নিয়ে গেছে এমন। ̃ দূষণ বি. বাতাস দূষিত হওয়া, air pollution. ̃ নিরোধক বিণ. বায়ুর প্রবেশ বন্ধকারী. airtight. ̃ পথ বি. আকাশ। ̃ পরিবর্তন বি. স্বাস্হ্যোন্নতির জন্য অন্য স্হানে যাওয়া। ̃ প্রবাহ বি. ধাবমান বায়ুর স্রোত বা বেগ। ̃ ভুক (-ভুজ্) বিণ. 1 বায়ু ভক্ষণকারী; 2 (ব্যঙ্গে বা কৌতুকে) অনাহারী। বি. সাপ। ̃ মণ্ডল বি. পৃথিবীর উপরিস্হ যে-স্হান পর্যন্ত বায়ু আছে; পৃথিবীর উপরিস্হ বায়ু, atmosphere. ̃ রোগ বি. 1 কুপিত বায়ুজনিত রোগ; 2 উন্মাদ রোগ। ̃ শূন্য বিণ. বায়ুহীন; বায়ু নেই এমন। ̃ সেবন বি. উন্মুক্ত স্হানের বিশুদ্ধ বায়ু শ্বাসপ্রশ্বাসের সঙ্গে দেহের মধ্যে গ্রহণ। ̃ স্তর বি. 1 বায়ুমণ্ডল; 2 বায়ুর থাক। 42)
বিগর্হিত
(p. 605) bigarhita বিণ. 1 অতিশয় নিন্দিত বা তিরস্কৃত; 2 নিষিদ্ধ; 3 বিশেষ কলঙ্কজনক বা নিন্দাজনক (বিগর্হিত আচরণ); 4 দূষিত। [সং. বি + গর্হিত]। তু. গর্হিত। 127)
বিদূষক
(p. 614) bidūṣaka বি (নাট্যে) নায়কের রসিক সহচর; ভাঁড়। বিণ. নিন্দুক, যে নিন্দা করে। [সং. বি + √ দূষি + অক]। 24)
বিদূষণ
(p. 614) bidūṣaṇa বি. 1 অপবাদ নিন্দা বা দোষ দেওয়া; 2 অপবাদ, নিন্দা; 3 দূষিত বা কলুষিত করা (জলবায়ুর বিদূষণ)। [সং. বি + √ দূষি + অন]। বিদূষিত বিণ. দূষিত বা কলূষিত হয়েছে এমন। 25)
বেল্লিক
(p. 642) bēllika বিণ. 1 বেহায়া, নির্লজ্জ; 2 লম্পট; 3 দুশ্চরিত্র; 4 ভাঁড় বা বিদূষক। [সং. ব্যলীক]। 34)
ভাঁড়ামি, ভাঁড়ামো
(p. 660) bhān̐ḍ়āmi, bhān̐ḍ়āmō বি. (সচ. নিন্দায়) লঘু রঙ্গপরিহাস বা কৌতুক; বিদূষকের আচরণ। [বাং. ভাঁড়3 + আমি, আমো]। 3)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535025
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140554
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730816
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943020
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883617
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696705
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603097

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us