Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দেশীয়]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্তর্দেশ
(p. 34) antardēśa বি. 1 ভিতরের অংশ; মধ্যবর্তী স্হান; 2 দেশের মধ্যভাগ; 3 হৃদয়। [সং. অন্তর্ + দেশ]। অন্তর্দেশীয় বিণ. দেশের ভিতরে ঘটে বা রয়েছে এমন, inland. 2)
অস্মদ্দেশীয়
(p. 75) asmaddēśīẏa বিণ. আমাদের দেশের (অস্মদ্দেশীয় সাহিত্য)। [সং. অস্মদ্ + দেশীয়]। 10)
আঁদরু-পেঁদরু
(p. 80) ān̐daru-pēn̐daru বি. সাহেবিয়ানার উগ্র অনুকরণকারী দেশীয় খ্রিস্টান। [ইং. Andrews Pedro]। 6)
আর-মানি
(p. 104) āra-māni বি. আরমিনিয়ার অধিবাসী। বিণ. আরমিনিয়াদেশীয়; আরমিনিয়াসংক্রান্ত (আরমানি গির্জা)। [ইং. Armenia আরমান + ই]। 12)
আরব1
(p. 104) āraba1 বি. 1 আরবদেশ; 2 আরবের অধিবাসী, আরবজাতি। [আ.]। আরবি বিণ. 1 আরব দেশে জাত বা উত্পন্ন; 2 আরবদেশসম্বন্ধীয় (আরবি রীতি)। বি. 1 আরবের অধিবাসী; 2 আরবদের ভাষা। আরব্য বিণ. আরবদেশীয় (আরব্য উপন্যাস)। 8)
এতত্
(p. 146) ētat (-তদ্) সর্ব. বিণ. এই, ইনি, উপস্হিত ব্যক্তি বা বস্তু (এতদ্বিষয়ে, এতদ্দেশে, এতদ্দ্বারা)। [সং. এতদ্]। ̃ কালীন বিণ. এইসময়ের; একালের, ইদানীন্তন। এতদতিরিক্ত বিণ. এর বেশি; এ ছাড়া। এতদবস্হা বি. এই অবস্হা। এতদর্থে ক্রি-বিণ. এই জন্য; এই মর্মে। এতদীয় বিণ. এই ব্যক্তি বা বস্তুসম্বন্ধীয়, এতত্সংক্রান্ত। এতদুদ্দেশ্যে ক্রি-বিণ. এই অভিপ্রায়ে; এই জন্য; এই উপলক্ষ্যে। এতদ্দেশ বি. এই দেশ। এতদ্দেশীয় বিণ. এই দেশের। এতদ্রূপ বিণ. এইরূপ, এইরকম। এতদ্ব্যতীত অব্য. এ ছাড়া। এতদ্ভিন্ন অব্য. এ ছাড়া। 41)
কনৌজ
(p. 162) kanauja বি. প্রাচীন কান্যকুব্জ। [সং. কান্যকুব্জ]। কনৌজিয়া বিণ. কনৌজদেশীয়। বি. কনৌজদেশীয় ব্রাহ্মণ। 11)
কাবুলি, কাবলি
(p. 181) kābuli, kābali বিণ. কাবুলদেশীয়। বি. কাবুলের লোক। [ফা.কাবুল্ + বাং. ই]। ̃ ওয়ালা বি. কাবুলের লোক। 79)
কাশ্মীরি
(p. 188) kāśmīri বিণ. কাশ্মীরদেশীয়। বি. 1 কাশ্মীরের অধিবাসী; 2 কাশ্মীরদেশে জাত শাল বা অন্য শীতবস্ত্র। [সং. কাশ্মীর + বাং. ই]। 31)
কুংফু
(p. 192) kumphu বি. চীনদেশীয় কারাটে; খালি হাতে আত্মরক্ষার চীনদেশীয় পদ্ধতিবিশেষ। [ইং. kungfu চৈ.]। 10)
কেরল
(p. 207) kērala বি. ভারতের দক্ষিণ-পশ্চিম প্রান্তস্হিত অঞ্চলবিশেষ; ওই অঞ্চলের অধিবাসী। [সং.]। কেরলি বি. (বাং.) 1 (স্ত্রী.) কেরলদেশীয় রমণী; 2 কেরলবাসী। বিণ. (বাং.) 1 কেরলসম্বন্ধীয়; 2 কেরলের। 12)
খোরাসানি
(p. 234) khōrāsāni বিণ. খোরাসানদেশীয় (খোরাসানি পোশাক)। বি. খোরাসানের লোক; খোরাসানের সৈনিক (দলে দলে খোরাসানি আসছে)। [খুরাসান, খোরাসান + বাং. ই]। 30)
গজল
(p. 236) gajala বি. (পারস্যদেশীয়) সংগীতের সুরবিশেষ; প্রেমসংগীতবিশেষ। [ফা. গজ.ল]। 19)
গান্ধার
(p. 246) gāndhāra বি. 1 কান্দাহারের প্রাচীন নাম; 2 (সংগীতে) স্বরগ্রামের তৃতীয় স্বর, গা ; 3 সংগীতের রাগবিশেষ। বিণ. গান্ধারদেশীয়; গান্ধারদেশবাসী। গান্ধারী বি. (স্ত্রী.) গান্ধার রাজকন্যা, দুর্যোধনের জননী। 57)
গুলতি
(p. 253) gulati বি. বাঁটুল, ছোট পাথর, মাটির গুলি ইত্যাদি ছোড়ার প্রাচীন ও দেশীয় অস্ত্রবিশেষ। [দেশি]। 41)
গৌড়
(p. 261) gauḍ় বি. বাংলাদেশের, বিশেষত উত্তরবঙ্গের প্রাচীন নাম। [সং. গুড় + অ]। গৌড়ী বি. 1 সংগীতের রাগিণীবিশেষ; 2 কাব্যের রীতিবিশেষ; 3 গুড় থেকে প্রস্তুত মদবিশেষ। বিণ. গৌড়সম্বন্ধীয়। গৌড়ীয় বিণ. 1 গৌড়দেশে উত্পন্ন ; 2 গৌড়দেশসম্বন্ধীয়; 3 গৌড়দেশের বা গৌড়দেশীয় (গৌড়ীয় মঠ)। 26)
চীনা2, চিনা2
(p. 290) cīnā2, cinā2 বি. চীনদেশের অধিবাসী। বিণ. চীনদেশীয়, চৈনিক। [সং. চীন + বাং. আ]। চীনাংশুক বি. চীনদেশীয় রেশমি বস্ত্রবিশেষ। ̃ মাটি বি. সাদা মাটিবিশেষ যা দিয়ে কাপ ডিশ ইত্যাদি তৈরি হয়, কড়েমাটি, Chinaclay, poreelain. 59)
জাতীয়
(p. 321) jātīẏa বিণ. 1 জাতিসম্বন্ধীয়, জাতিগত বহা শ্রেণিগত; 2 প্রকারবাচক (অশ্বজাতীয় প্রাণী, নানাজাতীয় ফুল); 3 দেশীয়, জাতির প্রকৃতিগত (জাতীয় জীবন, জাতীয় আদর্শ); 4 সমগ্র জাতির (জাতীয় সভা)। [সং. জাতি + ঈয়]। স্ত্রী. জাতীয়া। 15)
জাপানি
(p. 322) jāpāni বি. জাপানের অধিবাসী (জাপানিরা কষ্টসহিষ্ণু জাতি)। বিণ. জাপানদেশীয় (জাপানি রীতি, জাপানি পোশাক)। [জাপান + বাং. ই]। 26)
তুরানি
(p. 375) turāni বিণ. তুরস্কদেশীয়। বি. তুরকি যোদ্ধা। [সং. তুরুষ্ক-'ইরানি'-র প্রভাবে সৃষ্ট]। 207)
তেলেঙ্গা
(p. 375) tēlēṅgā বিণ. তৈলঙ্গদেশীয়, অন্ধ্রপ্রদেশসম্বন্ধীয়। [সং. ত্রিকলিঙ্গ]। 317)
দাক্ষিণাত্য
(p. 402) dākṣiṇātya বিণ. দক্ষিণদেশীয়; দক্ষিণাপথে অবস্হিত বা জাত। বি. বিন্ধ্যপর্বতের দক্ষিণদিকস্হ ভারতবর্ষের অংশ, দক্ষিণাপথ। [সং. দক্ষিণা + ত্য]। 41)
দেশীয়, দেশ্য
(p. 421) dēśīẏa, dēśya বিণ. 1 দেশজ, দেশে উত্পন্ন (দেশীয় সম্পদ); 2 দেশসম্বন্ধীয় (দেশীয় ইতিহাস, দেশীয় অর্থনীতি); 3 দেশে প্রচলিত (দেশীয় আচার, দেশীয় রীতিনীতি)। [সং. দেশ + ঈয়, য]। 39)
পরক
(p. 488) paraka বিণ. ভিন্নদেশীয়, alien (স. প.)। [সং. পর3 + ক]। 104)
পারসি
(p. 513) pārasi বি. 1 পারস্যদেশীয় ভাষা, ফারসি; 2 প্রাচীনকালে পারস্যদেশ থেকে আগত জরথুস্ত্রপন্হী ভারতীয় জাতিবিশেষ। বিণ. 1 পারস্যদেশজাত; 2 পারসি জাতি-সম্বন্ধীয় (পারসি রীতিনীতি)। [সং. পারস্য + বাং. ই]। ̃ ক বিণ. পারস্যদেশীয়। বিণ. বি. পারস্য দেশবাসী। 111)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535184
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140652
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730958
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943155
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883664
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838525
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696739
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603116

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us