Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আর-মানি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  আর-মানি এর বাংলা অর্থ হলো -

(p. 104) āra-māni বি. আরমিনিয়ার অধিবাসী।
বিণ. আরমিনিয়াদেশীয়; আরমিনিয়াসংক্রান্ত (আরমানি গির্জা)।
[ইং. Armenia আরমান + ই]।
12)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


আনচান, আনছান
(p. 89) ānacāna, ānachāna বিণ. অস্হির, চঞ্চল;, আকুল, উচাটন। [(1)আন (অন্য) + ফা. চয়েন (স্বস্তি); (2) হি. অন্চৈন (অন্চয়েন)] 124)
আশ্লেষ
(p. 108) āślēṣa বি. 1 আলিঙ্গন; 2 মিলন; 3 সংযুক্ত; 4 শ্লেষোক্তিপূর্ণ। [সং. আ + √ শ্লিষ্ + ত]। 41)
আয়ুষ্কাল
(p. 103) āẏuṣkāla বি. জীবিতকাল, জীবনকাল, পরমায়ু। [সং. আয়ুঃ + কাল]। 20)
আনা-রস
(p. 94) ānā-rasa বি. পুরু ও অমসৃণ খোসাযুক্ত এবং মিষ্টি শাঁসযুক্ত রসালো ফলবিশেষ, pineapple. [পো. ananas]। 24)
আকুঞ্চন
আদি
(p. 89) ādi বি. 1 আরম্ভ, উত্পত্তির কারণ, উত্পত্তি ('নাহি তুঁয়া আদি অবসানা': বিদ্যা); 2 উত্পত্তিস্হান; 3 (বহুব্রীহি সমাসনিষ্পন্ন পদান্তে) প্রভৃতি (ইন্দ্রবরুণাদি দেবতা, ) রাবণাদি রাক্ষস)। 1 প্রথম (আদি কবি); 2 মূল (আদি বাসস্হান)। [সং. আ + √ দা + ই]। ̃ .অকৃত্রিম বিণ. মৌলিক, কৃত্রিমতাহীন; অপরিবর্তিত, অবিকৃত। ̃ .কবি বি. প্রথম কবি; ব্রহ্মা; বাল্মীকি। ̃ .কান্ড বি. গ্রন্হাদির (বিশেষত রামায়ণের) প্রথম অধ্যায়। ̃ .কাব্য বি. প্রথম রচিত কাব্য; রামায়ণ। ̃ .কারণ বি. 1 মূল কারণ; 2 পরমব্রহ্ম। ̃ .কাল বি. প্রাচীন কাল। ̃ .দেব বি. প্রথম দেবতা; ব্রহ্মা; বিষ্ণু; শিব। ̃ নাথ বি. ঈশ্বর; মহাদেব। ̃ .পুরাণ বি. ব্রহ্মপুরাণ। ̃ .পুরুষ বি. বংশের প্রথম পুরুষ। ̃ .বাসী (-সিন্) বি. আদিম অধিবাসী বা জাতি। ̃ .ভূত বিণ. প্রথম জাত বা সৃষ্ট; আদ্য; মূলস্বরূপ। স্ত্রী ̃ ভূতা। ̃ .রস বি. অলংকারশাস্ত্রের প্রথম রস, শৃঙ্গার রস, নারী-পুরুষের মিলন বা সম্ভোগসম্বন্ধীয রস। ̃ .রসাত্মক বিণ. আদিরসম্বন্ধীয়, আদিরসমূলক। ̃ .রূপ বি. মূল আদর্শ, archetype. 65)
আগল
(p. 82) āgala বি. 1 খিল, হুড়কো ('দ্বারে দ্বারে ভাঙল আগল'); 2 বাধা (মুখের আগল নেই); 3 বেড়া, ঝাঁপ। [সং. অর্গল]। 49)
আফসানো
(p. 97) āphasānō ক্রি. 1 আস্ফালন করা; 2 বিফল হয়ে খেদ বা ক্রোধ প্রকাশ করা। [বাং. √ আফসা + আনো]। আফসানি বি. আস্ফালন; আপশোস। 29)
আওলাত, আওলাদ
আপাকা
(p. 95) āpākā বিণ. পাকা নয় এমন; ঈষত্ পক্ক, অল্প পাকা। [বাং. আ + পাকা]। 56)
আবিষ্ট
আন্বীক্ষিকী
(p. 95) ānbīkṣikī বি. 1 তর্কশাস্ত্র; 2 ন্যায়দর্শন। [সং. অন্বীক্ষা + ইক + ঈ]। 33)
আখরোট
(p. 82) ākharōṭa বি. শক্ত খোলার মধ্যে শাঁস থাকে এমন পার্বত্য ফলবিশেষ, walnut. [সং. অক্ষোট, প. অখ্রোট্]। 24)
আসুর, আসুরিক
আত্মাপরাধ
(p. 89) ātmāparādha বি. নিজের দোষ। [সং. আত্মন্ + অপরাধ]। 26)
আফিং, আফিঙ-আফিম
(p. 97) āphi, ṃāphiṅa-āphima এর. রূপভেদ। 31)
আইন
(p. 77) āina বি. সরকারি বিধি; বিধান, কানুন; যে নিয়মাবলি দেশের সমস্ত মানুষ মেনে চলে বা মানতে বাধ্য। [আ. আঈন, ফা. আইন]। আইন অমান্য বি. সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানাবার উপায় হিসাবে আইন ভাঙার আন্দোলন, civil disobedience. ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি। ̃ জীবী (-বিন্) বি. উকিল, ব্যারিষ্টার প্রভৃতি যাঁরা ওকালতি করে জীবিকা নির্বাহ করেন। ̃ জ্ঞ বিণ. আইন সম্পর্কে অভিজ্ঞ। ̃ ব্যবসায়ী (-য়িন্) বি. আইনজীবী। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস) ক্রি-বিণ. আইনের বিচারে, আইনের চোখে; আইন অনুসারে। ̃ মাফিক, ̃ মোতাবেক বিণ. ক্রি-বিণ. আইন অনুযায়ী, আইন অনুসারে। ̃ সম্মত, ̃ সংগত বিণ. আইনের দিক দিয়ে সমর্থনযোগ্য। আইনানুগ বিণ. আইনসম্মত; আইন অনুসারী। আইন পাশ করা ক্রি. বি. 1 ওকালতি পরীক্ষায় পাশ করা (আইন পাশ করার পর সে ওকালতি শুরু করল); 2 আইন বা বিধি প্রবর্তন বা চালু করা; সংসদে বিধি প্রবর্তন করা। পাঁচ আইন বি. পুলিশের ক্ষমতাকর্তব্যবিষয়ক আইন। 11)
আবোল-তাবোল
(p. 99) ābōla-tābōla বি অসংবদ্ধ কথা; মানে হয় না এমন বা বা়জে ছড়া। বিণ. অসংবদ্ধ; আজেবাজে ('কী বললি তুই, এ-সব কেবল আবোল-তাবোল বকুনি ?': সু.রা.)। [তু. হি. আন্বোল্-ভব্বোল্।] 33)
আবৃত্ত
(p. 99) ābṛtta বিণ. 1 আবর্তন করা বা ঘোরানো হয়েছে এমন; 2 পুনঃপুনঃ পড়া হয়েছে এমন; 3 প্রত্যাগত, ফিরে এসেছে এমন, পুনরায় আগত। [সং. আ + ̃বৃত + ত]। ̃ .চক্ষু বিণ. ভিতরের দিকে চোখ ফিরিয়ে নিয়েছে এমন। আবৃত দশমিক বি. recurring decimal (পরি.)। 25)
আপন
(p. 95) āpana বিণ. নি়জ, স্বীয়, নিজের; আত্মীয় (আপনজন)। [সং. আত্মন্]। ̃ .কার সর্ব. বিণ. আপনার; নিজের। ̃ .জন বি. নিজের লোক; আত্মীয়। ̃ .পর বি. আত্মীয়- অনাত্মীয়; সত্রু-মিত্র। ̃ .ভোলা বিণ. উদাসীন, নিজের সুখশান্তি সম্বন্ধে খেয়াল নেই এমন; আত্মহারা; তন্ময়। ̃ .মনে ক্রি- বিণ. নিজে নিজে; নিজের মনে; বাইরের সবকিছু সম্বন্ধে নির্লিপ্ত থেকে। ̃ .সর্বস্ব বিণ. স্বার্থপর; কেবল নিজের কথাই ভাবে এমন। ̃ .হারা বিণ. আত্মভোলা; আপনভোলা। আপনার পায়ে কুড়ুল মারা ক্রি. বি. নিজেই নিজের সর্বনাশ ডেকে আনা। 46)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839806
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us