Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দৈত্যকে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

উশনা
(p. 139) uśanā (-নস্) বি. 1 দৈত্যগুরু, শুক্রাচার্য; 2 শুক্রগ্রহের অধিদেবতা; 3 শুক্রগ্রহ। [সং. √ বশ্ (=কান্তি) + অনস্]। 6)
কচ2
(p. 156) kaca2 বি. দেবগুরু বৃহস্পতির পুত্র ও দৈত্যগুরু শুক্রাচার্যের শিষ্য। [সং. √ কচ্ + অ]। 33)
কেশী
(p. 207) kēśī (-শিন্) বিণ. 1 সুদীর্ঘ বা ঘন কেশযুক্ত; 2 কেশবিশিষ্ট। বি. কৃষ়্ণের দ্বারা নিহত দৈত্যরাজ কংসের মল্লবিশেষ। [সং. কেশ + ইন্]। বিণ. স্ত্রী. কেশিনী। 31)
ঘাত
(p. 266) ghāta বি. 1 আঘাত, ঘা ('নাশো কঠিন ঘাতে': রবীন্দ্র); 2 প্রহার ; 3 ক্ষত, ঘা; 4 হিংসা, হত্যা (পশুঘাত-তু. পশুঘাতী); 5 (গণি.) কোনো রাশিকে সেই রাশি দ্বারা বারংবার গুণ করে প্রাপ্ত ফল, power (বি.প.)। [সং. √হন্ + অ]। ̃ ক বি. বিণ. 1 হত্যাকারী (গুপ্তঘাতক) ; 2 জল্লাদ। ̃ চিহ্ন বি. (গণি.) বর্গ ঘন প্রভৃতি সূচক অঙ্ক। ̃ ন1 বি. 1 হত্যা; 2 যজ্ঞের প্রয়োজনে বধ, বলি; 3 আঘাত। ̃ ন2 বি. 1 অন্যের দ্বারা বধ করানো; 2 প্রহার করার অস্ত্র। বিণ. নাশক, ঘাতক, হত্যাকারী (দৈত্যঘাতন, অসুরঘাতন)। ঘাত-প্রতিঘাত বি. 1 আঘাত-প্রত্যাঘাত; 2 ক্রিয়া ও প্রতিক্রিয়া (ঘটনার ঘাত-প্রতিঘাত)। ̃ সহ বিণ. আঘাত সহ্য করতে পারে এমন; ঘা দিলে ভাঙে না বরং বিস্তৃত হয় এমন, malleable. ঘাতী (-তিন্) বিণ. (সমাসের উত্তরপদে) হত্যাকারী (পুত্রঘাতী, নারীঘাতী)। স্ত্রী. ঘাতিনী। ঘাতুক বিণ. 1 হিংস্র, নিষ্ঠুর, ক্রূর; 2 নাশক, হত্যাকারী, ঘাতক। ঘাত্য বিণ. বধ্য; ঘাতযোগ্য; আঘাত করার বা বধ করার যোগ্য। 58)
চণ্ড
(p. 276) caṇḍa বিণ. 1 ভীষণ, প্রচণ্ড (চণ্ড বিক্রম); 2 অত্যন্ত কোপন, বা ক্রুদ্ধ (চণ্ড প্রকৃতি); 3 উগ্র (চণ্ড নীতি, চণ্ড রশ্মি)। বি. দৈত্যবিশেষ, মুণ্ড নামের দৈত্যের ভ্রাতা ও শুম্ভ-নিশুম্ভের অনুচর। [সং. √চণ্ড্ + অ]। স্ত্রী. চণ্ডা, চণ্ডী। 24)
চামুণ্ডা
(p. 281) cāmuṇḍā বি. দুর্গাদেবীর রূপবিশেষ-এই রূপে দুর্গা চণ্ড ও মুণ্ড নামে দুই দৈত্যকে বিনাশ করেছিলেন। [সং. চণ্ড-মুণ্ড]। 136)
দিতি
(p. 408) diti বি. কশ্যপমুনির পত্নী, দৈত্যদের মাতা। [সং. √ দো + তি]। 17)
দৈত্য
(p. 421) daitya বি. 1 কশ্যপপত্নী দিতির পুত্র, অসুর; 2 দানব। [সং. দিতি + য (অপত্যার্থে)]। ̃ কুল বি. দানব বংশ। ̃ গুরু বি. শুক্রাচার্য। ̃ মাতা (-তৃ) বি. দিতি। দৈত্যারি বি. 1 দৈত্যের শত্রু; 2 দেবতা; 3 বিষ্ণু। 57)
নিধন1
(p. 461) nidhana1 বি. 1 সংহার, বিনাশ (দৈত্যনিধন); 2 মৃত্যু (সত্পথে থেকে নিধনও ভালো, 'স্বধর্মে নিধনং শ্রেয়ঃ'); 3 (জ্যোতিষ) রাশিচক্রের লগ্ন থেকে অষ্টম স্হান। [সং. নি + √ ধা + 'উণাদি' অন]। 29)
নিসূদন
(p. 475) nisūdana বি. বিনাশকরণ, হনন। বিণ. বিনাশকারী (দৈত্যনিসূদন শ্রীহরি)। [সং. নি + √ সূদ্ + অন]। 47)
নেড়া-পোড়া
(p. 479) nēḍ়ā-pōḍ়ā বি. দোলের আগের দিন অনুষ্ঠিত আগুনের উত্সববিশেষ, চাঁচর। [বাং. নেড়া সং. মেঢ়া (কৃষ্ণের হাতে নিহত দৈত্যবিশেষ) + পোড়া]। 18)
নৈর্ঋত
(p. 480) nairṛta বি. 1 দক্ষিণ-পশ্চিম কোণ; 2 দৈত্যদানব। [সং. নির্ঋতি + অ]। 36)
বলি1
(p. 580) bali1 বি. 1 যজ্ঞাদিতে নিবেদ্য বস্তু; 2 যজ্ঞাদি উপলক্ষ্যে প্রাণীহত্যা বা হন্তব্য প্রাণী (বলির পাঁঠা); 3 উত্সর্গ, বিসর্জন (নিজের স্বার্থ বলি দেওয়া); 4 উপহার; 5 জীবগণকে খাদ্যদান বা প্রদত্ত খাদ্য (গৃহবলিভুক); 6 ভূতবলিরূপ যজ্ঞ; 7 রাজস্ব; 8 বামন অবতারে বিষ্ণুর দ্বারা পরাজিত দৈত্যরাজ। [সং. √ বল্ + ই]। ̃ দান বি. 1 দেবতার উদ্দেষে উত্সর্গ বা প্রাণীবধ; 2 মহত্ কাজে বিনিয়োগ বা সম্পূর্ণ ত্যাগ (আত্মবলিদান)। ̃ ন্দম বি. বিষ্ণু। ̃ পুষ্ট বি. কাক। ̃ ভুক (-জ্) বি. কাক চড়াই প্রভৃতি যেসব পাখি পরিত্যক্ত খাদ্যাবশেষ খায়। 182)
বাণ
(p. 596) bāṇa বি. 1 ধনুক থেকে যে তীক্ষ্ণাগ্র অস্ত্র নিক্ষিপ্ত হয়, তির, শর; 2 দৈত্যরাজবিশেষ; 3 (বাং.) তান্ত্রিক মারণমন্ত্রবিশেষ। [সং. √ বণ্ + অ]। ̃ দণ্ড বি. কাপ়ড় বোনার যন্ত্রবিশেষ। ̃ ধি বি. তূণ। ̃ মোক্ষণ, ̃ মোচন বি. বাণবর্ষণ, শরত্যাগ, তির ছোড়া। ̃ লিঙ্গ বি. নর্মদা নদীর তীরে আবিষ্কৃত শিবলিঙ্গবিশেষ। বাণাঘাত বি. বাণের আঘাত। 28)
বিরোচন
(p. 625) birōcana বি. 1 সূর্য; 2 অগ্নি; 3 চন্দ্র; 4 দৈত্যবিশেষ, বলির পিতা। [সং. বি + √ রুচ্ + অন]। 6)
মধু
(p. 676) madhu বি. 1 পুষ্পরস, মৌ (ফুলের মধু, পদ্মমধু); 2 মিষ্ট রস, মিষ্ট পদার্থ; 3 মদ্য, সুরা; 4 চৈত্রমাস (মধুমাস); 5 বসন্তকাল ('কালি মধু যামিনীতে': রবীন্দ্র); 6 (আল.) মাধুর্য ('গোকুলে মধু ফুরায়ে গেল': ন. ভ.); 7 দৈত্যবিশেষ। বিণ. 1 মধুবত্ মিষ্ট বা স্বাদু; 2 মধুর (মধুকণ্ঠ); 3 মধুপূর্ণ (মধুমালতী)। [সং √ মন্ (=মধ্) + উ]। ̃ ক, ̃ .কর, ̃ প, ̃ .পায়ী (-য়িন্), ̃ .ব্রত, ̃ .ভৃত্, ̃ .মক্ষিকা বি. 1 ভ্রমর; 2 মৌমাছি। ̃ .কণ্ঠ বিণ. মধুর স্বরবিশিষ্ট। ̃ .করী বি. 1 (স্ত্রী.) ভ্রমরা; 2 স্ত্রী-মৌমাছি। ̃ .কাল বি বসন্তকাল। ̃ .কোষ, ̃ .ক্রম, ̃ .চক্র, ̃ .চ্ছত্র, ̃ .জালক বি মৌচাক। ̃ .চন্দ্র ̃ .চন্দ্রিকা বি. বিবাহের অব্যবহিত পরে নববিবাহিত দম্পতির প্রমোদভ্রমণ, honeymoon. ̃ .নিশি, ̃ .যামিনী, ̃ .রাতি বি. 1 বসন্তকালের রাত্রি; 2 মনোরম রাত্রি। ̃ .পর্ক বি. ঘি মধু দই দুধ শর্করা মিশিয়ে পুণ্যকর্মে ব্যবহৃত বস্তু। ̃ .বন বি. বৃন্দাবনের বনবিশেষ, মথুরার অন্তর্গত বনবিশেষ। ̃ .বর্ষী (-র্ষিন্) বিণ. মধু বর্ষণকারী; অত্যন্ত মধুর। ̃ .মন্তী বি. সংগীতের রাত্রিকালীন রাগিণীবিশেষ। ̃ .ময় বিণ. মধুতে ভরা; মধুমাখা; অতি মধুর। ̃ .মাধব বি. চৈত্র ও বৈশাখ মাস। ̃ .মাধবী বি মদ সুরা। ̃ .মাস বি. চৈত্রমাস। ̃ .লিহ, ̃ .লেহ, ̃ .লেহী বি. ভ্রমর। ̃ .সখ বি. কোকিল। ̃ .স্বর বি. 1 মধুর কণ্ঠস্বর; 2 কোকিল। 87)
মুচু-কুন্দ
(p. 710) mucu-kunda বি. 1 স্বর্ণচাঁপা-জাতীয় ফুলবিশেষ বা তার গাছ; 2 পৌরাণিক মান্ধাতা রাজার পুত্র; 3 মুনিবিশেষ; 4 দৈত্যবিশেষ। [সং. মুচ্ + উ + কুন্দ]। 13)
মুরারি
(p. 712) murāri বি. (মুর-নামক দৈত্যকে বধ করেছিলেন বলে) শ্রীকৃষ্ণ। [সং. মুর + অরি]। 22)
শকট
(p. 768) śakaṭa বি. 1 গাড়ি, যান; 2 দৈত্যবিশেষ। [সং. √ শক্ + অট]। ̃ .চালক বি. গাড়োয়ান, গাড়ির চালক। শকটারি বি. শকট-দৈত্যের বধকারী শ্রীকৃষ্ণ। শকটিকা বি. 1 ছোটো গাড়ি; 2 কাঠ প্রভৃতির দ্বারা নির্মিত খেলনা গাড়ি। 8)
শুক্র
(p. 781) śukra বি. 1 গ্রহবিশেষ, শুকতারা; 2 দৈত্যগুরু শুক্রাচার্য; 3 সপ্তাহের বারবিশেষ; 4 রেতঃ, বীর্য। [সং. √ শুচ্ + র]। ̃ বার বি. সপ্তাহের ষষ্ঠ দিন, শুক্রাচার্য এই দিনের অধিদেবতা। শুক্রাচার্য বি. দৈত্যগুরু। 27)
হিরণ্য
(p. 869) hiraṇya বি. স্বর্ণ। [সং. হিরণ + য]। ̃ কাশিপু বি. দৈত্যরাজবিশেষ (ইনি প্রহ্লাদের পিতা)। ̃ গর্ভ বিণ. স্বর্ণপূর্ণ। বি. সৃষ্টির প্রথম পুরুষ, ব্রহ্মা। ̃ নাভ বি. মৈনাকপর্বত। ̃ বাহ বি. শোণ নদী। ̃ রেতা (-তস্) বি. 1 অগ্নি; 2 সূর্য; 3 শিব। 37)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534931
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140472
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730687
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942895
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696667
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603086

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us