Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দৈত্য এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দৈত্য এর বাংলা অর্থ হলো -

(p. 421) daitya বি. 1 কশ্যপপত্নী দিতির পুত্র, অসুর; 2 দানব।
[সং. দিতি + য (অপত্যার্থে)]।
কুল বি. দানব বংশ।
গুরু
বি. শুক্রাচার্য।
মাতা
(-তৃ) বি. দিতি।
দৈত্যারি বি. 1 দৈত্যের শত্রু; 2 দেবতা; 3 বিষ্ণু।
57)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দেশীয়, দেশ্য
দাপন
(p. 405) dāpana বি. দান করানো। [সং. √ দা + ণিচ্ + অন]। 4)
দুর্ভাবনা
দেবানুগ্রহ
(p. 421) dēbānugraha বি. দেবতার দয়া। [সং. দেব + অনুগ্রহ]। 10)
দক্ষিণ
(p. 395) dakṣiṇa বি. 1 উত্তরের বিপরীত দিক, প্রভাতসূর্যের দিকে মুখ করলে ডান হাতের দিক (সুদূর দক্ষিণ, দক্ষিণে যাওয়া); 2 দাক্ষিণাত্য (দক্ষিণের ভাষা, দক্ষিণের লোক)। বিণ. 1 উত্তরের বিপরীত (দক্ষিণ দিক); 2 ডান, বামেতর (দক্ষিণ হস্ত); 3 দক্ষিণদিগ্বর্তী (দক্ষিণ সমুদ্র); 4 (আল.) যুগপত্ বহু নায়িকার সমানভাবে অনুরক্ত (দক্ষিণ নায়ক); 5 সরল, প্রসন্ন, উদার (রুদ্রের দক্ষিণ মুখ)। [সং. √ দক্ষ্ + ইন]। ̃ কালিকা, দক্ষিণা-কালী বি. শিবহৃদয়ে দক্ষিণপদ স্হাপনকারী কালিকাদেবী যিনি অভয়া, বরদা ও সর্বপাপহরা। দক্ষিণ গোলার্ধ বি. নিরক্ষরেখার দক্ষিণে পৃথিবীর অর্ধাংশ। দক্ষিণ-পশ্চিম বি. নৈর্ঋত কোণ। দক্ষিণ-পূর্ব বি. অগ্নিকোণ। ̃ মেরু দ্র মেরু। দক্ষিণ সমুদ্র দ্র সমুদ্র। ̃ হস্ত বি. 1 ডান হাত; 2 (আল.) প্রধান সহায়, অবলম্বন (তাকে ছাড়া আমার চলবে না, সে-ই তো আমার দক্ষিণহস্ত)। দক্ষিণহস্তের ব্যাপার বি. ভোজন, আহার, খাওয়াদাওয়া। 18)
দমন-নীতি
(p. 398) damana-nīti বি. অন্যকে পীড়ন করার নীতি; অন্যের মতকে সম্পূর্ণ দমন করার স্বৈরাচারী নীতি; পীড়ন। [সং. দমন + নীতি]। 18)
দুষ্কৃতী
(p. 416) duṣkṛtī (-তিন্) বিণ. দুষ্কর্মকারী, দুষ্কৃতকারী; পাপী। [সং. দুর্ + কৃত + ইন্]। 36)
দ্রঢ়ীয়ান,
দলা1
(p. 400) dalā1 বি. ডেলা, পিণ্ডের মতো খণ্ড (ভাতের দলা, দলা-পাকানো কাগজ)। [সং. দল (=খণ্ড) + বাং. আ]। 22)
দর্পণ
দর1
(p. 399) dara1 বি. 1 গহ্বর, গর্ত ('মাতঙ্গ পড়িলে দরে, পতঙ্গ প্রহার করে': ভা. চ.); 2 পর্বতের ফাটল; 3 ভয় ('দর-তিমির'); 4 কম্প; 5 প্রবাহ, স্রোত, ক্ষরণ (দরবিগলিত অশ্রু)। [সং. √ দৃ + অ]। ̃ দর ক্রি-বিণ. প্রবলা ধারায় (দরদর করে ঘাম ঝরছে)। বিণ. প্রবল ধারায় ঝরছে এমন। ̃ বিগলিত বিণ. তরল হয়ে স্রোতের মতো ক্ষরিত হচ্ছে এমন। 8)
দমা
(p. 398) damā ক্রি. বি. 1 দমিত হওয়া (সাহস দমল না, বুদ্ধি দমেনি); 2 হার মানা, বশ মানা (শত্রু এখনও দমেনি); 3 উত্সাহ হারানো, নিরুত্সাহ হওয়া, হতাশ হওয়া (এত সহজে আমি দমবার পাত্র নই); 4 বসে যাওয়া, নিচু হয়ে যাওয়া (ছাদটা দমে গেছে)। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ দম্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. দমন করা; বশে আনা; পরাস্ত করা; নিরুত্সাহ করা; নমিত করা। বিণ. উক্ত সব অর্থে। 25)
দোহদ
দোসর
(p. 425) dōsara বিণ. বি. 1 সহযোগী, সহায় ('তোর নাইকো দোসর ভবের মাঝে': কর্মের দোসর); 2 দ্বিতীয় (এ ব্যাপারে তার দোসর মেলা ভার); 3 ভাগীদার (চোরের দোসর)। [হি. দুসরা]। 12)
দাঁও
(p. 402) dām̐ō বি. সুযোগ, মওকা (দাঁও ফসকে গেল)। [হি দাঁও]। দাঁও মারা ক্রি. 1 সুযোগ পেয়ে নিজের কাজ হাসিল করা; 2 সহজে মোটা লাভ করা। বি. উক্ত অর্থে। 26)
দাওয়া2
(p. 402) dāōẏā2 বি. বারান্দা, রোয়াক (দাওয়ায় বসে হাওয়া খায়)। [দেশি-তু. হি. ঢাবা, সং. দার্বট]। 23)
দরদি, (কাব্যে) দরদিয়া
(p. 399) daradi, (kābyē) daradiẏā বিণ. বি. সমব্যথী; মরমি। [বাং. দরদ2 + ই]। 20)
দুস্তর
(p. 416) dustara বিণ.পার হওয়া দুঃসাধ্য এমন ('দুস্তর পারাবার': নজরুল)। [সং. দুর্ + √ তৃ + অ]। বি. ̃ তা। 52)
দুর্বোধ
(p. 414) durbōdha বিণ. বোঝা শক্ত এমন, দুর্জ্ঞেয় (দুর্বোধ কবিতা)। [সং. দুর্ + √ বুধ্ + অ]। দুর্বোধ্য বিণ. বোঝা শক্ত এমন, দুর্বোধ (দুর্বোধ্য কবিতা, দুর্বোধ্য রহস্য, দুর্বোধ্য আচরণ)। 58)
দাম2
(p. 405) dāma2 বি. 1 মূল্য, দর (জিনিসপত্রের দাম); 2 মর্যাদা, গুরুত্ব (তার কথার দাম নেই)। [সং. দ্রস্ম তু. গ্রি. drachma]। 19)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577665
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185345
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785406
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026206
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901045
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708541
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620019

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us