Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দয়ালু দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকরুণ
(p. 2) akaruṇa বিণ. দয়াহীন, নির্দয়, নিষ্ঠুর, করুণা নেই এমন (অকরুণ ভাগ্য)। [সং. ন+করুণা]। 15)
অপেক্ষা
(p. 40) apēkṣā বি. 1 প্রতীক্ষা (তোমার অপেক্ষায় আছি); 2 ভরসা (তাঁর দয়ার অপেক্ষায় বসে আছে); 3 দেরি, বিলম্ব (আর অপেক্ষা না করাই ভালো); 4 খাতির, তোয়াক্কা (সে কারও অপেক্ষা রাখে না)। অনু. চেয়ে, থেকে তুলনায় (বিন্ধ্য অপেক্ষা হিমালয় উচ্চতর)। [সং. অপ + √ ঈক্ষ্ + অ + আ]। ̃ কারী (-রিন্) বিণ. অপেক্ষা করে এমন। অপেক্ষক বিণ. অপেক্ষাকারী; অভিলাষী, কোনোকিছুর প্রত্যাশা করে এমন। বি. (গণি.) ভিন্ন সংখ্যা বা রাশির পরিবর্তনে যে সংখ্যা বা রাশির পরিবর্তন হয়, function. অপেক্ষ-মাণ বিণ. প্রতীক্ষা করছে এমন, প্রতীক্ষারত। অপেক্ষা-কৃত বিণ-. -বিণ. তুলনামূলকভাবে (অপেক্ষাকৃত ভালো)। অপেক্ষিত বিণ. প্রতীক্ষা করা হচ্ছে এমন, প্রত্যাশিত, ঈপ্সিত। অপেক্ষী (-ক্ষিন্) বিণ. অপেক্ষাকারী, প্রত্যাশী (মুখাপেক্ষী)। 42)
অমন
(p. 55) amana বিণ. বিণ-বিণ. ক্রি-বিণ. ওই রকম (অমন রূপ, অমন ছেলে, অমন কথা, অমন দয়ালু, অমন হাসে)। [সং. অমুষ্মিন্ ?]। অমনই বিণ. বিণ. বিণ-বিণ. ক্রি-বিণ. ওইরকমই। ̃ .ধারা বিণ. (কথা) ওইরকম (অমনধারা কথা বোলো না)। 43)
অস্তোদয়
(p. 73) astōdaẏa বি. 1 সূর্যের অস্ত ও উদয়; 2 সূর্যের অস্তগমন থেকে পুনরায় উদয় পর্যন্ত সময় ('উদয়াস্ত অস্তোদয় করিল বিস্তার': ভা. চ.)। [সং. অস্ত + উদয়]। 12)
আর্য
(p. 104) ārya বি. 1 প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে যে (আর্যভাষী) জাতি এসেছিল; 2 আর্যাবর্তের সম্মানীয় ব্যক্তি; 3 গুরুজন। বিণ. 1 মান্য, পূজা; 2 শ্রেষ্ঠ; 3 সত্কুলজাত; 4 সুসভ্য। [সং. √ঋ + য]। ̃ তা বি. আর্যের ভাব; সদাচার। ̃ পুত্র বি. (সংস্কৃতে সম্বোধনে) স্বামী। ̃ সমাজ বি. দয়ানন্দ সরস্বতীর প্রতিষ্ঠিত বৈদিক ধর্মানুগামী সম্প্রদায়। আর্যা বিণ. আর্য-র স্ত্রীলিঙ্গ। বি. 1 শাশুড়ি; 2 মাননীয়া নারী; 3 সংস্কৃত ছন্দোবিশেষ; 4 (বাংলায়) পদ্যে রচিত গণিতের সূত্র (শুভংকরের আর্যা)। আর্যাবর্ত বি. (প্রাচীন আর্যদের দ্বারা অধ্যুষিত বলে) ভারতের উত্তরাংশ, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্যপর্বত পর্যন্ত বিস্তৃত ভূখণ্ড। [সং. আর্য + আবর্ত]। 46)
আলু2
(p. 106) ālu2 সংস্কৃত কৃত্প্রত্যয়বিশেষ, আলুচ্ (নিদ্রালু, দয়ালু, তন্দ্রালু)। 43)
উদয়
(p. 126) udaẏa বি. 1 আবির্ভাব, প্রথম প্রকাশ (সূর্যোদয়, সৌভাগ্যের উদয়); 2 উত্পত্তি, লাভ (ফলোদয়); 3 উত্কর্ষ, উন্নতি (উদয়ের পথে); 4 সঞ্চার, উদ্রেক (দয়ার উদয়, চেতনার উদয়)। [সং. উত্ + √ ই + অ]। ̃ গিরি, উদয়াচল বি. পূর্ব দিকের যে কল্পিত পর্বত থেকে সূর্যের উদয় হয়। উদয়াস্ত ক্রি. বিণ. দিনভোর, সকাল থেকে বিকেল পর্যন্ত, সূর্যের উদয় থেকে অস্ত পর্যন্ত। বি. সূর্যের উদয় থেকে অস্ত পর্যন্ত সময়; উদয় ও অস্ত। 29)
উদয়াচল, উদয়াস্ত
(p. 126) udaẏācala, udaẏāsta দ্র উদয়। 31)
উষসী1, ঊষসী1
(p. 139) uṣasī1, ūṣasī1 বি. 1 উষা, প্রভাতকাল ('স্বর্গের উদয়াচলে মূর্তিমতী তুমি হে উষসী': রবীন্দ্র); 2 (বিরল) সন্ধ্যাকাল। [সং. উষস্ + √ সো + ঈ]। 9)
করুণা
(p. 167) karuṇā বি. দয়া, কৃপা, অনুগ্রহ। [সং.√ কৃ (চিত্ত বিক্ষিপ্ত হওয়া) + উন + আ]। ̃ নিদান, ̃ নিধান, ̃ নিধি, ̃ নিলয়, ̃ ময় বিণ. (সচ. ঈশ্বর সম্বন্ধে প্রযুক্ত) দয়ালু, দয়াময়। বিণ. (স্ত্রী.) ̃ ময়ী। 42)
কাট-খোট্টা
(p. 179) kāṭa-khōṭṭā বিণ. গোঁয়ার; রুক্ষপ্রকৃতি; শুষ্কহৃদয়, দয়ামায়াহীন। [দেশি]। 13)
কারুণ্য
(p. 185) kāruṇya বি. করুণার ভাব, দয়াগুণ; অনুকম্পা (তাঁর অন্তর কারুণ্যে পূর্ণ)। [সং. করুণা + য (স্বার্থে)]। 33)
কৃপা
(p. 204) kṛpā বি. 1 দয়া, করুণা (কৃপাময়); 2 অনুকম্পা (কৃপার পাত্র); 3 প্রসন্নতা, অনুগ্রহ (কৃপাদৃষ্টি)। [সং. √কৃপ্ + অ + আ]। ̃. দৃষ্টি বি. অনুগ্রহ। ̃ ব.লোকন বি. দয়াপূর্ণ দৃষ্টি, সদয় দৃষ্টি। ̃. ময় বিণ. দয়ালু, করুণাময়। ̃. লু বিণ. দয়ালু। ̃. সিন্ধু বিণ. বি. দয়ার সাগর। 27)
গায়ত্রী
(p. 246) gāẏatrī বি. 1 বেদমাতা; 2 সন্ধ্যাহ্নিক প্রভৃতিতে জপ্য ত্রিপাদ মন্ত্রবিশেষ (যথা-'তত্ সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি। ধিয়ো যো নঃ প্রচোদয়াত্'); 3 বৈদিক ছন্দোবিশেষ। [সং. গায়ত্ + √ত্রৈ + অ + ঈ]। 79)
ঘৃণা
(p. 270) ghṛṇā বি. 1 (নোংরামির কারণে) বিরাগ; বিদ্বেষ; বিতৃষ্ণা; অবজ্ঞা ও অশ্রদ্ধা; 2 লজ্জাবোধ বা অপমানবোধ (গালাগালিতে তার ঘৃণা হয় না); 3 দয়া, করুণা। [সং. √ঘৃণ্ + অ + আ]। ̃ র্হ, ঘৃণ্য বিণ. ঘৃণার যোগ্য। ̃ স্পদ বিণ. ঘৃণার পাত্র। ঘৃণিত বিণ. 1 ঘৃণা করা হয়েছে এমন; 2 ঘৃণার বিষয়ীভূত; 3 কদর্য, গর্হিত (ঘৃণিত কাজ)। ঘৃণী (-ণিন্) বিণ. 1 ঘৃণাকারী; 2 দয়ালু। 24)
তে2
(p. 375) tē2 বিভক্তিবিশেষ; 1 কর্তৃত্বসূচক (পাখিতে খায়, তোমাতে আমাতে যাব); 2 দ্বারা বা দিয়ে অর্থবাচক (ছুরিতে কেটেছে); 3 হইতে বা থেকে অর্থবাচক (দয়াতে বঞ্চিত); 4 ক্রিয়া-বিশেষণসূচক (দ্রুতগতিতে হাঁটা)। 252)
দম2
(p. 398) dama2 বি. 1 নিশ্বাসপ্রশ্বাস (দম বন্ধ হয়ে যাচ্ছে); 2 গৃহীত শ্বাস, প্রশ্বাস (দম ফুরিয়ে আসছে); 3 প্রাণবায়ু (দম বেরিয়ে যায়); 4 গাঁজা তামাক ইত্যাদির ধোঁয়া জোর টান দিয়ে পান (গাঁজায় দম); 5 ভাঁওতা, বোকা বানানো (দম দিয়ে ভুলানো); 6 ভাপ, মৃদু আঁচ (দমে বসানো মাংস); 7 ব্যঞ্জনবিশেষ (আলুর দম); 8 স্প্রিংযুক্ত যন্ত্রকে মোচড় বা পাক দিয়ে সচল করা (ঘড়িতে দম দেওয়া, খেলনায় দম দেওয়া)। [ফা. দম্]। দম দেওয়া ক্রি. বি. 1 ঘড়ির মেশিন ইত্যাদি চালু করার জন্য স্প্রিঙে পাক দেওয়া; 2 গাঁজা ইত্যাদির নেশা করা। দম নেওয়া ক্রি. বি. প্রশ্বাস নেওয়া, শ্বাস নেওয়া। দম ফাটা ক্রি. বি. শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে না পারার ফলে বুক ফেটে যাওয়া; (আল.) গোপন হৃদয়াবেগে অস্হির হওয়া। ̃ ফাটা হাসি বি. বুক ফেটে যাবার উপক্রম হয় এমন প্রবল হাসি। দম ফুরানো ক্রি. বি. ক্লান্ত হয়ে পড়া। দম বার হওয়া, দম বেরিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত শ্রান্ত বা ক্লান্ত হওয়া। 9)
দয়া
(p. 399) daẏā বি. 1 অন্যের দুঃখ অনুভব করা ও তা দূর করার প্রবৃত্তি (গরিবের প্রতি দয়া); 2 বদান্যতা, অনুগ্রহ (তাদের দয়ায় বেঁচে থাকতে চাই না); 3 ক্ষমা (এবারের মতো দয়া করুন)। [সং. √ দয়্ + অ + আ]। ̃ দাক্ষিণ্য বি. দয়া, দান ইত্যাদি, বদান্যতা। ̃ নিধি বি. দয়াবান; দয়াময়; করুণাময় ঈশ্বর। ̃ পরতন্ত্র, ̃ পরবশ বিণ. দয়ার বশবর্তী বা বশীভূত; সদয়। ̃ বান (বত্), ̃ ময়, ̃ ল, ̃ লু, ̃ শীল বিণ. সদয়, কৃপাময়। স্ত্রী. ̃ বতী, ̃ ময়ী, ̃ শীলা। ̃ র্দ্র বিণ. দয়ায় বা করুণায় হৃদয় কোমল হয়েছে এমন, দয়াপরবশ। 5)
দয়াময়, দয়ার্দ্র, দয়ালু, দয়াশীল
(p. 399) daẏāmaẏa, daẏārdra, daẏālu, daẏāśīla দ্র দয়া। 6)
নির্দয়
(p. 468) nirdaẏa বিণ. দয়াহীন, নিষ্ঠুর (নির্দয় আচরণ, নির্দয় শাসন)। [সং. নির্ + দয়া]। বি. ̃ তা। 59)
নির্মায়িক
(p. 468) nirmāẏika বিণ. মায়াদয়াহীন, নির্মম ('ভৃত্যদিগের প্রতি যেরূপ নির্মায়িক ব্যবহার করিয়া থাকেন': রাজনারায়ণ বসু)। [সং. নির্ + মায়িক (মায়া + ইক)]। 140)
পাষাণ
(p. 519) pāṣāṇa বি. 1 পাথর, প্রস্তর; 2 (আল.) নিষ্ঠুর ব্যক্তি, দয়ামায়াহীন ব্যক্তি; 3 (বাং.) তুলাদণ্ডের ফের (পাষাণ ভাঙা); 4 তুলাদণ্ডের পাষাণ ভাঙার জন্য ব্যবহৃত পাথর বা বাটখারা (পাষাণ চাপানো)। বিণ. প্রস্তরবত্, পাথরের মতো (পাষাণভার, পাষাণহৃদয়)। [সং. √ পিষ্ (=পাষ্) + আন]। স্ত্রী. পাষাণী। ̃ ভেদী (-দিন্) বিণ.পাথর ভেদ করতে পারে এমন, পাষাণ ভেদ করে এমন। ̃ মূর্তি বি. পাথরের মূর্তি; (আল.) পাথরের মূর্তির মতো অচল ও নিষ্প্রাণ মূর্তি। 3)
বেগ2
(p. 633) bēga2 বি. 1 দ্রুত গতি, ত্বরা (বেগে ছোটা); 2 গতি (দ্রুত বেগ); 3 গতির পরিমাণ (ঘণ্টায় ষাট মাইল বেগে চলে); 4 প্রবাহ, স্রোত (বেগহীন নদী); 5 আয়াস, ক্লেশ (কাজটা করতে খুব বেগ পেতে হয়েছে); 6 প্রকোপ, প্রবলতা (প্রাণের বেগে, 'ভারের বেগেতে চলেছি কোথায়': রবীন্দ্র); 7 মলমূত্রাদি ত্যাগের প্রবৃত্তি (পায়খানার বেগ)। [সং. √ বিজ্ + অ]। ̃ বান (-বত্) বিণ. 1 দ্রুতগতিসম্পন্ন; 2 খরস্রোত (বেগবান বায়ু); 3 দুর্দমনীয় (বেগবান হৃদয়াবেগ)। স্ত্রী. ̃ বতী। বেগার্ত বিণ. অতিশয় বেগপূর্ণ ('বেগার্ত নদীর বাঁক': বিষ্ণু)। বেগিত, বেগী (-গিন্) বিণ. বেগযুক্ত। 122)
ভাপ
(p. 661) bhāpa বি. 1 গরম বাষ্প (ফুটন্ত জলের ভাপ লেগেছে); 2 তাপ, উত্তাপ (রোদের ভাপ); 3 গরম সেক (চোখে ভাপ দাও); 4 (আল.) মনের আবেগ, হৃদয়াবেগ। [ সং. বাষ্প]। 50)
ভাব
(p. 661) bhāba বি. 1 মানসিক অবস্হা (ভাবান্তর); 2 অস্তিত্ব, সত্তা; 3 অভিপ্রায়; 4 জন্ম, উত্পত্তি, সৃষ্টি; 5 স্বভাব, প্রকৃতি (পাশ্চাত্য ভাবাপন্ন); 6 প্রীতি, প্রণয়, সুসম্পর্ক (দুজনের মধ্যে বেশ ভাব আছে); 7 প্রকার, রকম (সম্পূর্ণভাবে, একভাবে); 8 নিগূঢ় অর্থ, অন্তরের কথা, মর্ম (কবিতার ভাব); 9 চিন্তা, ধ্যান (ভাবমগ্ন); 1 ভক্তি, আবেগ (ভাবে বিভোর); 11 অনুভূতির গভীরতা বা আধিক্য, হৃদয়াবেগ, emotion. [সং. √ ভূ + অ]।
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535113
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140614
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730923
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943113
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883639
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838516
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696732
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603109

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us