Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নগ্না দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অজ্ঞান
(p. 8) ajñāna বিণ. 1 জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত (আমি অবোধ অজ্ঞান); 2 মূর্ছিত, অচেতন, সংজ্ঞাহীন (প্রচণ্ড আঘাতে সে অজ্ঞান হয়ে গেল)। বি. 1 জ্ঞানের অভাব; 2 অবিদ্যা (এই অজ্ঞানই দেশের অনগ্রসরতার জন্য দায়ী); 3 মায়া, মোহ। [সং. ন+জ্ঞান]। ̃ তা বি. (বাং.) মূর্খতা, জ্ঞানহীনতা। ̃ কৃত বিণ. না জেনে না বুঝে করা হয়েছে এমন। ̃ তিমির বি. মূর্খতারূপ অন্ধকার, অজ্ঞানের অন্ধকার, মায়াঘোর। ̃ বাদ, অজ্ঞা-বাদ (পরি.) দার্শনিক তত্ত্ববিশেষ, যে তত্ত্ব বলে যে ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাইরে কিছুর অস্তিত্ব থাকলেও তা জানা মানুষের অসাধ্য, agnosticism. অজ্ঞা-বাদী (-দিন্) বিণ. বি. অজ্ঞাবাদে বিশ্বাসী বা ওই মতে বিশ্বাসী ব্যক্তি। অজ্ঞানী বিণ. জ্ঞানহীন; তত্ত্বজ্ঞানহীন; মূর্খ। অজ্ঞানে বি. (কাব্যে) জ্ঞানহীনকে, অবোধকে ('অজ্ঞানে কর হে ক্ষমা')। ক্রি-বিণ. না জেনে, অজ্ঞাতসারে। 132)
অনগ্র-সর
(p. 21) anagra-sara বিণ. অগ্রসর বা আগুয়ান নয় এমন; পিছিয়ে আছে এমন (আমাদের এই অনগ্রসর দেশ)। [সং. ন+অগ্রসর]। ̃ তা বি. অগ্রসর বা আগুয়ান নয় এমন অবস্হা বা দশা; পিছিয়ে-প়ড়া অবস্হা। 15)
অনম্বর
(p. 23) anambara বিণ. আচরণ বা আচ্ছাদন নেই এমন, অনাবৃত, নগ্ন। বি. 1 আকাশ ('অনম্বর পথে সুকেশিনী': মধু.); 2 দিগম্বর জৈন বা বৌদ্ধ সন্যাসী। [সং. ন+অম্বর]। 21)
অনুন্নত
(p. 28) anunnata বিণ. উন্নত বা উচু নয় এমন; অনগ্রসর (অনুন্নত সম্প্রদায়)। [সং. ন (অন্) + উন্নত]। 24)
অন্ন
(p. 34) anna বি. 1 ভাত; 2 খাদ্যদ্রব্য (অন্নদাতা)। [সং. √ অদ্ + ত]। ̃ কষ্ট, অন্নভাব বি. খাদ্যের অভাব; দুর্ভিক্ষ। ̃ কূট বি. অন্নের পাহাড় বা স্তূপ; রাশি রাশি খাদ্য বিতরণের উত্সব। ̃ ক্ষেত্র, ̃ সত্র বি. যে জায়গা থেকে অন্ন বিতরণ করা হয়। ̃ গত বিণ. খাদ্যের উপর একান্ত নির্ভরশীল। ̃ গত-প্রাণ বিণ. অন্ন না পেলে বাঁচে না এমন। ̃ চিন্তা বি. আহার জোটানোর চিন্তা। অন্নচিন্তা চমত্কারা আহার জোটানোর চিন্তা কঠিন ব্যাপার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আহার বিনা কোনো গুণেরই বিকাশ হয় না। ̃ ছত্র বি. অন্নসত্র -র রূপভেদ। ̃ জল বি. দানাপানি; খাবারদাবার; মৃতের আত্মার তৃপ্তির জন্য হিন্দু অনুষ্ঠানবিশেষ। ̃ দা বিণ. স্ত্রী. অন্নদানকারিণী। বি. ভগবতী; দুর্গা, অন্নপূর্ণা। ̃ দাতা (-তৃ) বিণ. 1 অন্নদানকারী; 2 প্রতিপালনকারী। ̃ দাত্রী বিণ. (স্ত্রী.) অন্নদানকারিণী। ̃ দাস বি. কেবল পেটের খোরাকের জন্য পরের দাসত্ব করে এমন ব্যক্তি। ̃ ধ্বংস বি. (ব্যঙ্গে) ভাত ও অন্যান্য খাদ্য ভোজন (বসে বসে কেবল অন্নধ্বংস করে চলেছ)। ̃ নালী বি. যে নালী দিয়ে খাদ্যদ্রব্য কণ্ঠ থেকে পাকস্হলীতে যায়, oesophagus. ̃ পূর্ণা বি. (স্ত্রী.) অন্নদা, দুর্গা। ̃ প্রাশন বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান, 'ভাত', মুখে-ভাত। অন্নপ্রাশনের ভাত উঠে আসা বমির উদ্রেক হওয়া। ̃ ময় বিণ. খাদ্যে পূর্ণ; খাদ্য দিয়ে গঠিত (অন্নময় কোষ)। অন্নময় কোষ স্হূল দেহ। ̃ রস বি. ভুক্ত খাদ্যদ্রব্য থেকে উত্পন্ন এবং দেহগঠনের সহায়ক রসবিশেষ, chyle, ̃ সংস্হান বি. আহারের ব্যবস্হা; জীবিকার্জন। ̃ সত্র বি. খাদ্য বিতরণের স্হান, অন্নক্ষেত্র, অন্নছত্র। ̃ হীন বিণ. আহারের সংস্হান নেই এমন, নিরন্ন। 45)
অব্যূঢ়
(p. 50) abyūḍh় বিণ. অবিবাহিত, বিয়ে হয়নি এমন। [সং. ন + ব্যূঢ়]। স্ত্রী. অব্যূঢ়া। অব্যূঢ়ান্ন বি. আইবুড়ো ভাত, বিবাহের পূর্বে পাত্র-পাত্রীর অবিবাহিত অবস্হার শেষ অন্নগ্রহণ অনুষ্ঠান। 42)
আদুড়
(p. 89) āduḍ় বিণ. খোলা, নগ্ন, অনাবৃত (আদুড় গায়ে থেকো না)। [বাং. আ + হি. উধড় = আউধড়]। 77)
উদলা
(p. 127) udalā বিণ. (মূলত আঞ্চ.) অনাবৃত (উদলা গা); নগ্ন। [দেশি]। 2)
উপ-জাতি
(p. 131) upa-jāti বি. 1 সংস্কৃত ছন্দোবিশেষ; 2 প্রধান জাতির অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম, এবং বহু ক্ষেত্রে অপেক্ষাকৃত অনগ্রসর, জাতি বা সম্প্রদায়। [সং. উপ (অপ্রধান) + জাতি]। 30)
উপ-বেশন, উপ-বেশ
(p. 133) upa-bēśana, upa-bēśa বি. 1 আসনগ্রহণ, বসা। [সং. উপ + √ বিশ্ + অন, অ]; 2 বসানো। [উপ + √ বিশ্ + ণিচ্ + অন, অ]। উপ-বেশয়িতা (-তৃ) বিণ. যে বসার বা বসিয়ে দেয়। উপ-বেশিত বিণ. বাসিয়ে দেওয়া হয়েছে এমন। উপ-বিষ্ট বিণ. বসে আছে এমন। 19)
উলঙ্গ
(p. 133) ulaṅga বিণ. 1 বিবস্ত্র, নগ্ন, দেহ সম্পূর্ণ অনাবৃত এমন (উলঙ্গ শিশু); 2 উন্মুক্ত (উলঙ্গ অসি); 3 অকপট ('শিশুসম উলঙ্গ পরাণ': মা. ব.)। [সং. উন্নগ্ন]। স্ত্রী. উলঙ্গা, উলঙ্গী, উলঙ্গিনী। 155)
কুণ্ঠ
(p. 194) kuṇṭha বিণ. 1 (অন্য শব্দের পরে সমাসবদ্ধভাবে ব্যবহৃত) অনিচ্ছুক, কাতর (ব্যয়কুণ্ঠ, শ্রমকুণ্ঠ); 2 সংকুচিত, কুণ্ঠিত (অকুণ্ঠ)। [সং. √ কুণ্ঠ্ + অ]। কুণ্ঠা বি. সংকোচ; জড়তা; লজ্জা; দ্বিধা; ভয়। কুণ্ঠিত বিণ. কুণ্ঠাযুক্ত; সংকুচিত; দ্বিধাগ্রস্ত; লজ্জিত (দানগ্রহণে কুণ্ঠিত); অপ্রতিভ। বিণ. (স্ত্রী.) কুণ্ঠিতা। 73)
কোষ
(p. 210) kōṣa বি. 1 আধার, পাত্র, (অণ্ডকোষ, বীজকোষ); 2 খাপ (কোষবদ্ধ তরোয়াল); 3 ভাণ্ডার (রাজকোষ); 4 ধনরাশি (কোষাগার); 5 কাঁঠাল লেবু ইত্যাদির কোয়া (কাঁঠালের কোষ); 6 প্রাণিদেহের সূক্ষ্ম অংশবিশেষ, cell; 7 (দর্শ.) জৈবসত্তার বিভিন্ন স্তর (অন্নময় কোষ, মনোময় কোষ); 8 অভিধান (শব্দকোষ); 9 মুষ্ক, প্রাণিদেহের অণ্ড (কোষবৃদ্ধি); 1 মঞ্জুষা, পেটিকা; 11 কোষা; 12 রেশমগুটি, গুটিপোকা। [সং. √ কুষ্ + অ]। ̃ কার বি. পরস্পর সম্পর্কহীন কবিতার সংকলনগ্রন্হ। ̃ কার বি. অভিধানপ্রণেতা। ̃ বৃদ্ধি বি. অণ্ডকোষের স্ফীতিজনিত রোগবিশেষ। 62)
গ্রহণ
(p. 261) grahaṇa বি. 1 প্রাপ্তি, আদান (ভিক্ষাগ্রহণ); 2 ধারণ (হস্তগ্রহণ) ; 3 স্বীকার (নিমন্ত্রণগ্রহণ); 4 অবলম্বন, আশ্রয় (সন্ন্যাসগ্রহণ); 5 বরণ (অতিথিকে সাদরে গ্রহণ); 6 মেনে নেওয়া (উপদেশগ্রহণ, পরামর্শগ্রহণ); 7 উপলব্ধি (অর্থগ্রহণ) ; 8 সমাদর (গুণগ্রহণ); 9 আহার, পান (অন্নগ্রহণ, জলগ্রহণ); 1 আকর্ষণ, টেনে নেওয়া (কেশগ্রহণ); 11 গ্রহাদির গ্রাস বা অদৃশ্য হওয়া (চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ)। [সং. √গ্রহ্ + অন]। গ্রহণীয় বিণ. গ্রহণযোগ্য, গ্রহণ করার মতো। গ্রহণেচ্ছা বি. গ্রহণের ইচ্ছা। গ্রহণেচ্ছু বিণ. গ্রহণ করতে ইচ্ছুক। 54)
গ্রহীতা
(p. 261) grahītā (-তৃ) বিণ. গ্রহণকারী, গ্রাহক (দানগ্রহীতা)। [সং. √গ্রহ্ + তৃ, ঈ আগম]। 60)
তফ-সিল
(p. 367) tapha-sila বি. 1 বিবরণ; 2 তালিকা, বিশেষ উদ্দেশ্যে প্রস্তুত তালিকা, schedule. [আ. তফ্সীল]। তফ-সিলি বিণ. তফসিলভুক্ত (তফসিলি বিষয়)। বি. তফসিলভুক্ত সম্প্রদায়; ভারতে সামাজিক ও আর্থনীতিক দিক দিয়ে অনগ্রসর হিসাবে তালিকাভুক্ত সম্প্রদায়। 47)
দায়1
(p. 405) dāẏa1 বি. পৈতৃক ধন, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি (দায়ভাগ)। [সং. √দা + অ]। ̃ ভাগ বি. জীমূতবাহনকৃত পৈতৃক ধনের বিভাগসম্পর্কিত প্রাচীন আইনগ্রন্হবিশেষ। 29)
নগ্ন
(p. 444) nagna বিণ. 1 উলঙ্গ, বিবস্ত্র (নগ্নদেহ); 2 আবৃত বা ঢাকা নয় এমন, অনাবৃত (নগ্নপদ); 3 খাঁটি, অকৃত্রিম, স্পষ্ট (নগ্ন সত্য)। [সং. √ নজ্ + ত]। বি. ̃ তা ('নির্মল নগ্নতাখানি বর্মসম পরি': সু. দ.)। বিণ. (স্ত্রী.) নগ্না। ̃ ক বিণ. উলঙ্গ। বি. ক্ষপণক, বৌদ্ধ সন্ন্যাসীবিশেষ। নগ্নিকা বিণ. (স্ত্রী.) 1 বিবস্ত্রা, নগ্না; 2 অপ্রাপ্তবয়স্কা। বি. (স্ত্রী.) অপ্রাপ্তবয়স্কা বা রজস্বলা হয়নি এমন নারী, শিশুকন্যা। [সং. নগ্ন + ক + আ (স্ত্রী.)]। নগ্নী-করণ বি. 1 উলঙ্গ করা; 2 আবরণ উন্মোচন। 16)
নগ্না, নগ্নিকা, নগ্নীকরণ
(p. 444) nagnā, nagnikā, nagnīkaraṇa দ্র নগ্ন। 17)
নাগা
(p. 452) nāgā বি. 1 উলঙ্গ সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ, নাঙ্গা; 2 অসমের পর্বতবিশেষ; 3 উক্ত পর্বতবাসী প্রাচীন জাতিবিশেষ। [ সং. নগ্ন]। 29)
নাঙ, নাঙ্গ
(p. 452) nāṅa, nāṅga বি. উপপতি। [সং. নগ্ন নঙ্গ]। 37)
নাঙ্গা
(p. 452) nāṅgā বিণ. 1 নগ্ন, উলঙ্গ (নাঙ্গা হয়ে ঘুরে বেড়ানো); 2 অনাবৃত। বি. নগ্ন সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ, নাগা। [হি. নাঙ্গা সং. নগ্ন]। 38)
ন্যাংটা, ন্যাংটো
(p. 481) nyāṇṭā, nyāṇṭō বিণ. নগ্ন, উলঙ্গ; বিবস্ত্র। [সং. নগ্নাট]। 28)
প্রতি-গ্রহ
(p. 538) prati-graha বি. 1 গ্রহণ (দানপ্রতিগ্রহ); 2 স্বীকার (ঋণপ্রতিগ্রহ); 3 অঙ্গীকার; 4 প্রদত্ত বা দেয় বস্তু; 5 (জ্যোতিষ.) প্রতিকূল বা বিরুদ্ধ গ্রহ। [সং. প্রতি + √ গ্রহ্ + অ]। ̃ ণ বি. দানগ্রহণ; স্বীকার। ̃ ণীয় বিণ. প্রতিগ্রহণের যোগ্য, প্রতিগ্রহণ করা উচিত এমন। 77)
প্রতি-গ্রাহ
(p. 538) prati-grāha বি. 1 স্বীকার; 2 দানগ্রহণ। [সং. প্রতি + √ গ্রহ্ + ণিচ্ + অ]। প্রতি-গ্রাহিত বিণ. দান গ্রহণে সম্মত করা হয়েছে এমন। প্রতি-গ্রাহী (-হিন্) বিণ. বি. দানগ্রহণকারী। প্রতি-গ্রাহ্য বিণ. গ্রহণ বা স্বীকার করা উচিত এমন। 78)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534914
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140458
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730670
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942868
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883580
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838489
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696663
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us