Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কুণ্ঠ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কুণ্ঠ এর বাংলা অর্থ হলো -

(p. 194) kuṇṭha বিণ. 1 (অন্য শব্দের পরে সমাসবদ্ধভাবে ব্যবহৃত) অনিচ্ছুক, কাতর (ব্যয়কুণ্ঠ, শ্রমকুণ্ঠ); 2 সংকুচিত, কুণ্ঠিত (অকুণ্ঠ)।
[সং. √ কুণ্ঠ্ + অ]।
কুণ্ঠা বি. সংকোচ; জড়তা; লজ্জা; দ্বিধা; ভয়।
কুণ্ঠিত বিণ. কুণ্ঠাযুক্ত; সংকুচিত; দ্বিধাগ্রস্ত; লজ্জিত (দানগ্রহণে কুণ্ঠিত); অপ্রতিভ।
বিণ. (স্ত্রী.) কুণ্ঠিতা।
73)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কেজো
(p. 206) kējō বিণ. 1 কার্যদক্ষ, কাজে পটু (সে বেশ কেজো লোক); 2 কাজের সহায়ক (কেজো রকমের সমাধান); 3 কাজের জন্য প্রয়োজনীয় (কেজো জিনিস)। [বাং. কাজ + উয়া ও]। 5)
কদুত্তর
(p. 160) kaduttara বি. খারাপ বা অসংগত জবাব; মুখে মুখে জবাব। [সং. কু + উত্তর]। 37)
কয়লা
(p. 166) kaẏalā বি. কালো রঙের কঠিন দাহ্য খনিজ পদার্থবিশেষ, জ্বালানি হিসাবে ব্যবহৃত কালো রঙের খনিজ পদার্থবিশেষ; অঙ্গার। [প্রাকৃ. কোইলা]। কয়লা ধুলে ময়লা যায় না স্বভাবে যে মন্দ, শত চেষ্টাতেও সে ভালো হয় না। 12)
কোচ1
(p. 209) kōca1 বি. 1 ধীবর জাতিবিশেষ; 2 আদিম অধিবাসী। [সং. √ কুচ্ + অ]। 22)
কালানো
(p. 186) kālānō ক্রি. বি. (আঞ্চ.) অত্যন্ত শীতল হওয়া, খুব ঠাণ্ডা হয়ে যাওয়া। বিণ. খুব ঠাণ্ডা হয়ে গেছে এমন (কালানো ভাত খেয়ো না)। [বাং. কাল1 + আনো]। 44)
কোণ
(p. 210) kōṇa বি. 1 (জ্যামি.) দুই সরলরেখার মিলনস্হাল, angle (সরলকোণ, সমকোণ); 2 অভ্যন্তর (গৃহকোণ); 3 প্রান্ত (আঁখিকোণ); 4 খুঁট (কাপড়ের কোণ); 5 অস্ত্রাদির সূক্ষ্ম অগ্রভাগ (ছুরির কোণ); 6 বাড়ির ভিতরদেশ, অন্তঃপুর ('বাবুটী সন্ধ্যা না হইতেই কোণে ঢোকেন': অ. ব.)। [সং. √ কুণ্ + অ]। ̃ ঘেঁষা বিণ. 1 এক কোণে বা এক প্রান্তে রয়েছে এমন; 2 লাজুক; নির্জনে থাকতে অভ্যস্ত। ̃ ঠাসা বিণ. উপেক্ষিত; অন্য সকলের চাপে জড়সড়। প্রবৃদ্ধ-কোণ বি. (জ্যামি.) দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণ, reflex angle. সন্নিহিত কোণ বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর সরলরেখা স্হাপিত হলে পাশাপাশি যে-দুটি কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, adjacent angle. সম-কোণ বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর একটি সরলরেখা লম্বভাবে স্হাপিত হলে যে-দুটি পরস্পর-সমান সন্নিহিত কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, right angle. সম-কৌণিক বিণ, সমকোণযুক্ত; সমকোণসম্বন্ধীয়। সরল-কোণ বি. (জ্যামি.) দুই সমকোণ বা 18 ডিগ্রি পরিমিত কোণ, straight angle. সূক্ষ্ম-কোণ বি. (জ্যামি.) সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর কোণ, acute angle. স্হূল-কোণ বি. (জ্যামি.) এক সমকোণের চেয়ে বড় কিন্তু দুই সমকোণের চেয়ে ছোট কোণ, obtuse angle. 7)
করণীয়
(p. 167) karaṇīẏa বিণ. 1 করার যোগ্য; করা উচিত এমন; বিধেয় কর্তব্য; করতে হবে এমন; 2 বিবাহ সম্বন্ধের উপযুক্ত। [সং.√ কৃ + অনীয়]। 7)
কালাজিন
(p. 186) kālājina বি. কৃষ্ণসারের চামড়া। [সং. কাল3 + অজিন]। 41)
ক্যাশ-মিলন
কেচ্ছা
কোয়াশিয়া
কুণ্ঠ
কুর-নিশ, কুর্নিশ
কপট
(p. 162) kapaṭa বিণ. 1 কৃত্রিম (কপট স্নেহ); 2 ছদ্ম (কপট বেশ); 3 শঠ, প্রতারক, ভণ্ড (কপট বন্ধু)। (প্রা. বাং.) বি. ছল, প্রতারণা, শঠতা, চাতুরী ('কলিঙ্গে কপট করি রাখ নিজ দাস': ক. ক.)। [সং. √ কপ্ + অট]। ̃ তা, কপট্য বি. শঠতা, প্রতারণা, চাতুরী। ̃ চারী (-রিন্) বিণ. ছদ্মবেশী; ধূর্ত; প্রতারক। ̃ পটু বিণ. কপট আচরণে দক্ষ। ̃ প্রবন্ধ বি. ছলনা, প্রবঞ্চনা। কপটাচার, কপটাচরণ বি. ছলনা। কপটাচারী (-রিন্) বিণ. কপটাচার করে এমন। বিণ. স্ত্রী. কপটাচারিণী। কপটী (-টিন্) বিণ. প্রবঞ্চক, ঠক। বিণ. (স্ত্রী.) কপটিনী। 27)
কুমার1, কুমোর
কোটেশন
(p. 210) kōṭēśana বি. 1 উদ্ধৃতি চিহ্ন বা উদ্ধার চিহ্ন, ' 'এই চিহ্ন; 2 দর, মূল্য বা পারিশ্রমিক। [ইং. quotation]। 4)
কিশোর
করিষ্য-মাণ
(p. 167) kariṣya-māṇa (বর্ত. বিরল) বিণ. যে করবে; ভবিষ্যতে যা করা হবে। [সং. √ কৃ + স্যমান]। 37)
কৌশল্যা, কৌসল্যা
(p. 210) kauśalyā, kausalyā বি. (রামায়ণে) রাজা দশরথের প্রথমা পত্নী, রামের জননী। [সং. কোশল + য + আ]। 96)
কুরল
(p. 199) kurala বি. 1 উত্ক্রোশ, কুরর; 2 অলক, চূর্ণকুন্তল। [সং. কুরর কুরল]। 6)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839806
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us