Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নম্রতা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আনত1
(p. 89) ānata1 বিণ. 1 অবনত; ঈষত্ নত, হেঁট; 2 প্রণত। [সং. আ + নত]। আনতি বি. 1 অবনমন 2 প্রণাম 3 নম্রতা। 125)
কম্প্র
(p. 166) kampra বিণ. কম্পিত, কাঁপছে এমন ('কম্প্রবক্ষে নম্রনেত্রপাতে': রবীন্দ্র)। [সং. √ কম্প্ + র]। 4)
তা৬
(p. 372) tā6 ভাবার্থে প্রযুক্ত তদ্ধিত প্রত্যয়বিশেষ-এই প্রত্যয়যোগে বিশেষণ শব্দ বিশেষ্যে পরিণত হয় (নম্রতা, লঘুতা, বন্ধুতা)। 25)
ধীর
(p. 433) dhīra বিণ. 1 মন্হর, মৃদু (ধীর গতি); 2 অচঞ্চল, স্হির (ধীর ভাব); 3 শান্ত, নম্র (ধীর স্বভাব); 4 গম্ভীর (ধির কণ্ঠ); 5 ধৈর্যশীল (বিপদে ধীর); 6 বিবেচক, স্হিরবুদ্ধি (ধীর ব্যক্তি)। [সং. ধী + √ রা + অ]। বি. ̃ তা। ̃ গতি বিণ. ধীর গতিসম্পন্ন। ̃ প্রশান্ত বিণ. (অল.) প্রসিদ্ধ গুণাবলির অধিকারী নায়কবিশেষ। ̃ ললিত বিণ. (অল.) নম্রস্বভাব, নিশ্চিন্ত এবং নম্র; স্হির বুদ্ধিসম্পন্ন। ধীরা বিণ. ধীর -এর স্ত্রীলিঙ্গ। বি. (স্ত্রী.) (অল.) যে নায়িকার কোপ স্পষ্টভাবে বোঝা যায় না। 102)
নত
(p. 444) nata বিণ. 1 হেঁট, আনত (নত হয়ে দেখা); 2 প্রণত (দেবমূর্তির সামনে নত হওয়া); 3 বিনীত, নম্র (নতভাবে কথা বলা); 4 নীচের দিকে অর্থাত্ মাটির দিকে নিবদ্ধ (নতদৃষ্টি, নতশির); 5 নিচু, অনুন্নত। [সং. √ নম্ + ত]। ̃ জানু বিণ. হাঁটু গেড়ে বসেছে এমন। ̃ দৃষ্টি বিণ. নীচের দিকে দৃষ্টিসম্পন্ন। ̃ নাস বিণ. চেপটা নাকবিশিষ্ট, খাঁদা। ̃ মস্তক, ̃ শির বি. মাথা নিচু করে আছে এমন (অপমানে নতশির)। ̃ মুখ বিণ. মুখ নিচু করে আছে এমন (নতমুখে আদেশ পালন করা)। বিণ. (স্ত্রী.) ̃ মুখী। নতি বি. 1 নত অবস্হা বা ভাব; 2 ঝোঁক, প্রবণতা; 3 প্রণাম; 4 পরাভব, পরাজয়, হার (নতি স্বীকার করা); 5 বিনয়, নম্রতা; 6 বিনীত প্রার্থনা বা আবেদন; 7 (গণি.) ক্ষিতিজ অথবা কোনো সরলরেখা বা তলরে সঙ্গে কোণের পরিমাণ, inclination (বি. প.)। 44)
নম্র
(p. 447) namra বিণ. 1 বিনয়ী, বিনীত (কথাবার্তায় নম্র); 2 শান্ত, শিষ্ট; 3 কোমল, নমনীয়; 4 বিনয়ে নত, বিনয়ে অবনত (নম্রমুখে কথা বলা)। [সং. √ নম্ + র]। বি. ̃ তা। 48)
প্রশ্রয়
(p. 551) praśraẏa বি. 1 (সং.) বিনয়, নম্রতা (প্রশ্রয়াবনত); 2 (বাং.) আশকারা, আবদার, অতিশয় আদর (ছেলেকে প্রশ্রয় দেওয়া)। [সং. প্র + √ শ্রি + অ]। প্রশ্রিত বিণ. প্রশ্রয়প্রাপ্ত; আদৃত; বিনীত। 19)
বিনত
(p. 616) binata বিণ. 1 নিচু হয়ে আছে এমন, অবনত, নত; 2 প্রণত; 3 নম্র (বিনত ভঙ্গি)। [সং. বি + নত]। বিনতা বিণ. বিনত -র স্ত্রীলিঙ্গ। বি. কশ্যপমুনির পত্নী। বিনতা-নন্দন, বৈনতেয় বি. বিনতার পুত্র অরুণ ও গরুড়। বিনতি বি. 1 প্রণতি; 2 নম্রতা, বিনয়; 3 বিনয়পূর্বক নিবেদন, অনুনয়। 35)
বিনমন
(p. 616) binamana বি. 1 বিনয়, নম্রতা; 2 অবনমন, নীচে নামানো, নিচু করা। [সং. বি + নমন]। বিনমিত বিণ. বিনীত, বিনয়নম্র; অবনমিত। 36)
বিনম্র
(p. 616) binamra বিণ. 1 অতিশয় নম্র; 2 অতি বিনীত, বিনয়াবনত (বিনম্র সেবক, বিনম্র বচন)। [সং. বি + নম্র]। স্ত্রী. বিনম্রা। বি. ̃ তা। 37)
বিনয়
(p. 616) binaẏa বি. 1 নম্রতা; 2 বিনীত নিবেদন, মিনতি; 3 শিক্ষা (তু. বৌ. শা. বিনয়পিটক); 4 দমন, শাসন। [সং. বি + √ নী + অ]। ̃ নম্র বিণ. বিনয়াবনত (বিনয়নম্র ব্যবহার)। বিনয়াব-নত বিণ. বিনয়ে অবনত; অতি বিনয়ী। স্ত্রী. বিনয়াব-নতা। বিনয়ী (-য়িন্) বিণ. বিনয়যুক্ত, বিনীত। 38)
লবঙ্গ
(p. 756) labaṅga বি. মশলা বা মুখশুদ্ধির উপকরণরূপে ব্যবহৃত শুষ্ক ফুলবিশেষ। [সং. √ লু + অঙ্গ]। ̃ .লতা, ̃.লতিকা বি. 1 উপক্ষারহীন বনৌষধিবিশেষ; 2 সুগন্ধ ফুলফলযুক্ত লতাবিশেষ; 3 (আল.) গুণবতী ও নম্রা নারী; 4 ঘি বা ডালডায় ভাজা লবঙ্গযুক্ত মিষ্ঠান্নবিশেষ। 5)
শালীন
(p. 776) śālīna বিণ. লজ্জাশীল, নম্র, বিনয়ী, ভদ্র। [সং. শালা + ঈন]। ̃ তা বি. নম্রতা, ভদ্রতা, শিষ্ট আচরণ (আলাপেব্যবাহারে শালীনতা)। 18)
সন্নত
(p. 805) sannata বিণ. 1 প্রণত; 2 অবনত। [সং. সম্ + √ নম্ + ত]। সন্নতি বি. 1 প্রণাম; 2 অবনতি, নম্রতা। 18)
স্তোক1
(p. 846) stōka1 বিণ. অল্প, ঈষত্ (স্তোকনম্রা = ঈষত্ অবনতা)। [সং. √ স্তুচ্ + অ]। 90)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577776
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185501
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785563
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026501
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901092
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848116
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708591
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620143

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us