Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিনয় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিনয় এর বাংলা অর্থ হলো -

(p. 616) binaẏa বি. 1 নম্রতা; 2 বিনীত নিবেদন, মিনতি; 3 শিক্ষা (তু. বৌ. শা. বিনয়পিটক); 4 দমন, শাসন।
[সং. বি + √ নী + অ]।
নম্র
বিণ. বিনয়াবনত (বিনয়নম্র ব্যবহার)।
বিনয়াব-নত বিণ. বিনয়ে অবনত; অতি বিনয়ী।
স্ত্রী. বিনয়াব-নতা।
বিনয়ী (-য়িন্) বিণ. বিনয়যুক্ত, বিনীত।
38)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিলাস
(p. 626) bilāsa বি. 1 সুখভোগ (ভ্রমণবিলাস); 2 বাবুগিরি (বিলাসে অভ্যস্ত); 3 লীলা, কেলি, বিহার, প্রমোদ (বিলাসভবন); 4 শৌখিনতা (কল্পনাবিলাস); 5 লীলায়িত হাবভাব বা ভঙ্গি (কটাক্ষবিলাস)। [সং. বি + √ লস্ + অ]। ̃ কক্ষ বি. (সচ. ধনী ব্যক্তির) আমোদপ্রমোদের জন্য নির্দিষ্ট ঘর। ̃ কানন বি. আমোদপ্রমোদের জন্য ব্যবহৃত উদ্যান। ̃ দ্রব্য বি. আর্থিক স্বচ্ছলতাযুক্ত ব্যক্তিদের ব্যবহার্য মূল্যবান দ্রব্যাদি, luxury goods. ̃ ব্যসন বি. বাবুগিরি; শৌখিনতা। ̃ সামগ্রী বি. শৌখিনমূল্যবান দ্রব্য যা সচরাচর আর্থিক সচ্ছলতা যুক্ত লকে কেনে, luxury goods. বিলাসিতা বি. বিলাসপূর্ণ চালচলন; অমিতব্যয়িতা, শৌখিনতা। বিলাসী (-সিন্) বিণ. 1 বিলাসপরায়ণ, সুখভোগ বা শৌখিন জীবনযাপনে অভ্যস্ত; 2 অনুরাগী স্বামী বা পতি ('ঊর্মিলা-বিলাসী': মধু.)। বিলাসিনী বিণ. (স্ত্রী.) বিলাসপরায়ণ। বি. 1 নারী; 2 প্রিয়া। 2)
বিবাদ
বেইমান
বিদ্যা
(p. 614) bidyā বি. 1 অধ্যয়ন অনুশীলন প্রভৃতির দ্বারা লব্ধ জ্ঞান; 2 পাণ্ডিত্য; 3 দক্ষতা; 4 শাস্ত্র ('যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে, অন্তরে জাজ্জ্বল্য থাকে': রবীন্দ্র; চিকিত্সাবিদ্যা, পদার্থবিদ্যা); 5 তত্ত্বজ্ঞান (ব্রহ্মবিদ্যা); 6 সরস্বতীদেবী (বিদ্যার আরাধনা); 7 দুর্গাদেবী, ভগবতীদেবী (দশমহাবিদ্যা)। [সং. √ বিদ্ + য + আ]। ̃ কেন্দ্র, ̃ য়-তন বি. বিদ্যালয়, যেখানে শিক্ষা দেওয়া হয়। ̃ চর্চা বি. বিদ্যা বা শাস্ত্রাদির অনুশীলন। ̃ দাতা (-তৃ) বি. শিক্ষক, গুরু। স্ত্রী.̃ দাত্রী। ̃ দান বি. শিক্ষা দেওয়া, অধ্যাপনা। ̃ দায়িনী বি. বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। ̃ দিগ্-গজ বি. 1 দিগ্বিজয়ী পণ্ডিত; 2 (বিদ্রুপে) অতিমূর্খ। ̃ দেবী বি. সরস্বতী দেবী। ̃ ধর বি. স্বর্গের গায়করূপে বর্ণিত দেবযোনিবিশেষ। স্ত্রী. ̃ ধরী। ̃ নিকেতন বি. বিদ্যালয়। ̃ নিধি, ̃ র্ণব, ̃ সাগর বি. 1 প্রগাঢ় পাণ্ডিত্য; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ̃ নু-রাগ বি. বিদ্যার প্রতি শ্রদ্ধাআগ্রহ। ̃ নু-রাগী (-গিন্) বিণ. বিদ্যার প্রতি আগ্রহশীল। স্ত্রী. ̃ নু-রাগিণী। ̃ পীঠ, ̃ মন্দির বি. বিদ্যালয়, শিক্ষাকেন্দ্র। বিদ্যা ফলানো ক্রি. বি. বিদ্যা জাহির করা। ̃ বত্তা বি. পাণ্ডিত্য। ̃ বান বিণ. পণ্ডিত. বিদ্বান। স্ত্রী. ̃ বতী। ̃ বিনোদ, ̃ বিশারদ, ̃ ভূষণ, ̃ রত্ন, ̃ লংকার বি. 1 অতি পণ্ডিত ব্যক্তি; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ̃ বিহীন, ̃ হীন বিণ. মূর্খ, অশিক্ষিত। স্ত্রী. ̃ বিহীনা, ̃ হীনা। ̃ ব্যবসায়ী (-য়িন্) বিণ. বি. অর্থের বিনিময়ে বিদ্যা দান করে এমন; বেতনভোগী শিক্ষক। ̃ ভ্যাস বি. বিদ্যাচর্চা, বিদ্যাশিক্ষা। ̃ য়তন বি. বিদ্যালয়া। ̃ রম্ভ বি. শিক্ষার শুরু, হাতে-খড়ি। ̃ র্জন বি. বিদ্যাশিক্ষা। ̃ র্থী (-র্থিন্) বিণ. বিদ্যালাভে আগ্রহী। বি. 1 ছাত্র; 2 শিষ্য। স্ত্রী. ̃ র্থিনী। ̃ লয় বি. বিদ্যাশিক্ষার কেন্দ্র, শিক্ষাকেন্দ্র; স্কুল। ̃ লাপ বি. শাস্ত্র আলোচনা। ̃ শ্রম বি. বিদ্যালয়। ̃ হীন বিণ. অশিক্ষিত, মূর্খ। 39)
বংশাব-তংস
বেভুল, বেবভুল
(p. 641) bēbhula, bēbabhula বিণ. বিহ্বল, বিবশ, অভিভূত, বিভ্রান্ত। বি. ভুল; সংশয়, বিভ্রান্তি। [ সং. বিহ্বল]। 19)
বাতিদান
(p. 596) bātidāna দ্র বাতি। 54)
বিজনন
(p. 611) bijanana বি. 1 জন্মদান, প্রসব; 2 উত্পত্তি। [সং. বি + √ জন্ + অন]। 27)
বৈশাখ
বাগ্বৈদগ্ধ
(p. 591) bāgbaidagdha দ্র বাগ্বিদগ্ধ। 57)
বটে
(p. 575) baṭē অব্য. 1 (অবধারণার্থক) সত্যই, প্রকৃতই (ঠিক বটে, তাই বটে); 2 (সন্দেহসূচক বা বিস্ময়সূচক প্রশ্নে) তাই নাকি ? (বটে?); 3 পক্ষান্তরে, যদিও ('রমণীর প্রাণ অনেক সহিতে পারে বটে, তবু/তারো সীমা আছে': দ্বি. রা.); 4 ব্যঙ্গে (বীর বটে?); 5 শাসনে বা ভয় প্রদর্শনে (বটে রে, এক আস্পর্ধা)। [বটা দ্রা]। 14)
বিদেশ
(p. 614) bidēśa বি. 1 প্রবাস, স্বদেশ ভিন্ন অন্য দেশ; 2 বিচ্ছিন্ন বা দূরবর্তী স্হান ('ঘর হইতে আঙিনা বিদেশ')। [সং. বি + দেশ]। ̃ নীতি বি. কোনো রাষ্ট্রের বা রাজ্যের অন্য দেশ সম্পর্কিত নীতি, foreign policy. ̃ বাস বি. প্রবাসে কাটানো, অন্য দেশে বসবাস করা। ̃ বিভুঁই বি. অন্য দেশ, অপরিচিত দেশ; অপরিচিত স্হান (বিদেশবিভুঁইতে প্রাণটা দিতে চাই না)। ̃ যাত্রা বি. অন্য দেশের উদ্দেশে যাত্রা। বিদেশাগত বিণ. অন্য দেশ থেকে এসেছে এমন। বিদেশি, বিদেশী বিণ. বি. ভিন্ন দেশবাসী; অন্য দেশের লোক; ভিন্নদেশীয় (বিদেশি রীতি, বিদেশি মুদ্রা)। বিদেশিনী, বিদেশিনি বিণ. বি. (স্ত্রী.) বিদেশবাসিনী ('আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী': রবীন্দ্র)। বিদেশীয়, বৈদেশিক বিণ. বিদেশসম্বন্ধীয়; ভিন্ন দেশজাত; ভিন্নদেশবাসী। 27)
বিজাত
(p. 611) bijāta বিণ. জারজ, বেজন্মা, বেজাত। [সং. বি (বিরুদ্ধ) + জাত (উত্পন্ন)]। 37)
ব্যাজ2
(p. 648) byāja2 বি. 1 ছল ('কি কাজে এ ব্যাজ আমি বুঝিতে না পারি': মধু.); 2 কপটতা; 3 বিঘ্ন; 4 (বাং.) বিলম্ব; 5 সুদ। [সং. বি + √ অজ্ +অ]। ̃ স্তুতি বি. 1 কপট স্তুতি; 2 (অল.) নিন্দাচ্ছলে স্তুতি বা স্তুতিচ্ছলে নিন্দারূপ অলংকার-যথা 'অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ': ভা. চ.)। ব্যাজোক্তি বি. ছলপূর্ণ কথা; ছল দ্বারা প্রকৃত বক্তব্যকে গোপন করা। 62)
বীভত্স
(p. 630) bībhatsa বিণ. অত্যন্ত ঘৃণ্য কদর্য বা বিকৃত (বীভত্স রূপ)। বি. (অল.) ঘৃণা-উত্পাদক রসবিশেষ। [সং. √ বধ্ + সন্ + অ]। বি. ̃ তা। বীভত্সু বি. (যুদ্ধে বীভত্স বা নিন্দনীয় কাজ করতেন না বলে) অর্জুন। 73)
বয়ন2
(p. 580) baẏana2 বি. (প্রা. কা.) মুখ, বদন ('বয়নে বসন দিয়া বলে লুকাইনু': বা. ঘো.)। [সং. বদন]। 7)
বিভাবরী
(p. 621) bibhābarī বি. রাত্রি ('জাগরণে যায় বিভাবরী': রবীন্দ্র)। [সং. বি + √ ভা + বন্ + ঈ, ন্ স্হানে র্ আগম]। 35)
ব্যতি-ক্রম
বগলি
(p. 573) bagali বি. 1 ছোটো থলি; 2 বটুয়া। [ফা. বগলী]। 47)
বাগ্-দত্তা
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578298
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186068
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786347
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027562
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901293
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848250
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708713
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620520

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us