Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নান্দী দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগত্যা
(p. 6) agatyā অব্য.ক্রি-বিণ. 1 অন্য গতি বা উপায় নেই বলে, উপায়ান্তর না থাকায় (অগত্যা রাজি হলাম, অগত্যা এই উপদ্রব সহ্য করলাম, অগত্যা নীরব রইলাম); 2 বাধ্য হয়ে; 3 কাজেকাজেই। [সং. ন+গতি+তৃতীয়ার এক বচনান্ত রূপ]। 13)
অচালন
(p. 8) acālana বি. 1 না সরানো, না নাড়ানো, স্হানান্তর না করা; 2 অপ্রয়োগ। [সং. ন+চালন]। অচালনীয়, অচাল্য বিণ. চালনার বা স্হানান্তরের অর্থাত্ সরানোর অযোগ্য। 63)
অনু-বর্তন
(p. 29) anu-bartana বি. 1 অনুগমন, অনুসরণ; 2 স্হানান্তরে গমন; 3 আনুগত্য; 4 পরিচর্যা। [সং. অনু + √ বৃত্ + অন]। অনু-বর্তী (-র্তিন্) বিণ. 1 অনুগামী, সহগামী; 2 অনুযায়ী; 3 বশবর্তী (পিতার আজ্ঞার অনুবর্তী হয়ে)। স্ত্রী. অনু-বর্তিনী। অনু-বর্তিতা বি. 1 অনুগামিতা; 2 আনুগত্য (নিয়মানুবর্তিতা)। 18)
অন্ত
(p. 32) anta বি. 1 মৃত্যু; বিনাশ (দেহান্ত); 2 শেষ, অবসান (নিশান্ত, অন্তহীন রাত্রি); 3 প্রান্ত, সীমা (বনান্ত, দিগন্ত) 4 স্বরূপ, হদিশ (অন্ত পাওয়া ভার); 5 জীবনশেষ ('অন্তে দিও গো পদাশ্রয়': সু. দ.)। [সং. অম্ + ত]। ̃ ক বি. যম। বিণ. 1 নাশক; 2 শেষ বা চরম, যার পর আর কিছু নেই, final (দর্শ.)। ̃ কাল বি. মৃত্যুর সময়। &tilde ; ত, (-বর্জি.) ̃ তঃ অব্য. কমপক্ষে। ̃ স্হ বিণ. প্রান্তস্হ। 29)
অপ-সারণ
(p. 39) apa-sāraṇa বি. স্হানান্তরিত করা, বিতাড়ন, সরানো। [সং. অপ + √ সৃ + ণিচ্ + অন]। অপ-সারি অস-ক্রি. অপসারিত করে, সারিয়ে দিয়ে, দূরীভূত করে ('বিঘ্ন দাও অপসারি': রবীন্দ্র)। অপ-সারিত বিণ. দূরে সারিয়ে দেওয়া হয়েছে এমন, দূরীকৃত (বাধা অপসারিত হয়েছে)। 25)
অস্হাবর
(p. 73) ashābara বিণ. এক স্হান থেকে অন্য স্হানে সরানো যায় এমন; স্হানান্তরযোগ্য; অস্হিতিশীল; জঙ্গম, movable. [সং. ন + স্হাবর]। অস্হাবর সম্পত্তি বি. যে সম্পত্তি স্হানান্তর করা যায়, movable property - যেমন টাকাপয়সা, গয়না ইত্যাদি। 22)
উত্তরায়ণ
(p. 125) uttarāẏaṇa বি. দক্ষিণ দিকের অয়নান্ত রেখা বা মকরক্রান্তি রেখা থেকে সূর্যের ক্রমশ উত্তরে যাওয়া। [সং. উত্তর + অয়ন]। উত্তরায়ণান্ত-বৃত্ত বি. সূর্যের উত্তরায়ণের সীমানিরূপক কল্পিত রেখা, কর্কটক্রান্তি, Tropic of Cancer. 11)
কলেজ
(p. 172) kalēja বি. (স্কুলের শিক্ষা সমাপনান্তে) উচ্চতর শিক্ষালাভের জন্য প্রতিষ্ঠান, মহাবিদ্যালয়। [ইং. college]। কলেজীয় বিণ.কলেজসংক্রান্ত (কলেজীয় শিক্ষার শেষে)। 20)
খিঁচ2
(p. 229) khin̐ca2 বি. 1 কাঁকর; 2 সামান্য ত্রুটি বা গোলযোগ (আগে খিঁচটা দূর করতে হবে) ; 3 টান; 4 মনান্তর (আমাদের মধ্যে একটা খিঁচ রয়েই গেছে) ; 5 তর্কবিতর্ক। [দেশি]। 18)
খিটি-মিটি
(p. 229) khiṭi-miṭi বি. সামান্য কারণে সর্বদা কলহ বা মনান্তর (স্বামী-স্ত্রীতে খিটিমিটি লেগেই আছে)। [দেশি]। 23)
গর-মিল
(p. 242) gara-mila বি. 1 অমিল (দুজনের স্বভাবের গরমিল নজরে পড়বেই); 2 হিসাবে গোলযোগ; 3 মনান্তর। [বাং. গর ( আ. গয়র্) + মিল]। 24)
ঘনাত্যয়, ঘনান্ত
(p. 266) ghanātyaẏa, ghanānta বি. 1 মেঘের প্রস্হান; 2 বর্ষাকালের অবসান বা বিদায় ; 3 শরত্ ঋতু। [সং. ঘন + অত্যয়, অস্ত]। 18)
ঘনান্ধ-কার
(p. 266) ghanāndha-kāra বি. গাঢ় অন্ধকার। [সং. ঘন + অন্ধকার]। 20)
চালন, চালনা
(p. 281) cālana, cālanā বি. 1 সঞ্চালন (দৃষ্টিচালন); 2 প্রয়োগ করা (অসিচালনা); 3 চর্চা, অনুশীলন, খাটানো (মস্তিষ্ক চালনা); 4 পরিচালনা (রাজ্যচালনা); 5 স্হানান্তরিত করা (সৈন্যচালনা)। [সং. √চল্ + ণিচ্ + অন, + আ]। চালিত বিণ. চালনা করা হয়েছে এমন (যন্ত্রচালিত)। চালনীয় বিণ. চালনার যোগ্য। 168)
জনন
(p. 312) janana বি. 1 জন্মদান (জননশক্তি, জননেন্দ্রিয়); 2 উত্পাদন; 3 জন্ম, উত্পত্তি। [সং. √ জন্ + অন]। জননান্তর বি. জন্মান্তর। জননাশৌচ বি. হিন্দুমতে সন্তান জন্মের জন্য যে অশৌচ। 44)
জম্বু
(p. 312) jambu বি. 1 জাম বা জামগাছ ('জম্বুপুঞ্জে শ্যাম বনান্ত': রবীন্দ্র); 2 পুরোণোক্ত সপ্তদ্বীপের অন্যতম, এশিয়া মহাদেশ; 3 সুমেরু পর্বতের নদীবিশেষ। [সং. √ জম্ + উ, ব্ আগম]। ̃ দ্বীপ বি. পৌরাণিক দ্বীপবিশেষ, পুরোণোক্ত সপ্তদ্বীপের অন্যতম। 118)
জীবনান্ত, জীবনাব-সান
(p. 326) jībanānta, jībanāba-sāna বি. জীবনের শেষ, মৃত্যু। [সং. জীবন + অন্ত, অবসান]। 23)
তোলা2
(p. 387) tōlā2 বি. হাটবাজারের ব্যাপারীদের পণ্যের যে অংশ জমিদার বা বাজারের মালিক খাজনা বাবদ তুলে নেয় (মালিকের চাকর রোজ তোলা আদায় করে)। বিণ. 1 তুলে রাখা হয়েছে এমন, রক্ষিত (তোলা খাবার); 2 পোশাকি (তোলা জামা); 3 তুলে অর্থাত্ সংগ্রহ করে রাখা হয়েছে এমন (তোলা জলে স্নান); 4 স্হানান্তরিত করা যায় এমন (তোলা উনুনে রান্না); 5 অঙ্কিত, খোদাই করা বা ছাঁচে ঢালাই করা হয়েছে এমন (পল-তোলা); 6 স্মরণে রাখা হয়েছে এমন, স্মৃতিগত (সব তোলা আছে মনে); 7 স্হগিত, ভবিষ্যতের জন্য রাখা হয়েছে এমন (এ তর্ক তোলা রইল); 8 নির্মিত (বাবার তোলা দালান); 9 চয়িত (ভোরে তোলা ফুল)। [বাং. √ তুল্ + আ]। 36)
দক্ষিণায়ন
(p. 396) dakṣiṇāẏana বি. 1 উত্তর দিকের অয়নান্তরেখা বা কর্কটক্রান্তি রেখা থেকে সূর্যের ক্রমশ দক্ষিণে যাওয়া; 2 সূর্যের উক্ত গমনকাল অর্থাত্ একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত সময়; 3 উক্ত গমনপথ। [সং. দক্ষিণ + অয়ন]। দক্ষিণায়নান্ত-বৃত্ত বি. সূর্যের দক্ষিণায়নের সীমানিরূপক কল্পিত রেখা, Tropic of Capricorn, মকরক্রান্তি। 2)
দিন2
(p. 408) dina2 বি. 1 সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়; 2 দিবস, একবার সূর্যোদয় থেকে পুনরায় সূর্যোদয় পর্যন্ত সময় (=24ঘণ্টা সময়), দিবারাত্র (দিনে একবার খায়); 3 (জ্যোতিষ.) চান্দ্রমাসের ত্রিশ ভাগের এক ভাগ বা তিথি (=8 প্রহর)। ক্রি-বিণ. (আঞ্চ.) প্রতিদিন (দিন আনি দিন খাই, সে দিন বাজারে যায়)। দিন আসা ক্রি. বি. সুদিন আসা; সুযোগ আসা (আমারও দিন আসবে)। ̃. কর, ̃. নাথ, ̃. পতি, ̃. মণি বি. সূর্য। দিন কাটা ক্রি. দিন বা সময় অতিবাহিত হওয়া। ̃ কাল (আল.) বি. সময় ও অবস্হা (দিনকাল বড় খারাপ)। ̃ ক্ষণ বি. দিনের শুভ-অশুভ অবস্হা (দিনক্ষণ দেখে বাড়ি থেকে বেরিয়ো)। ̃ ক্ষয় বি. 1 তিথিক্ষয়, ত্র্যহস্পর্শ; 2 সন্ধ্যাকাল। ̃ গত পাপক্ষয় বি. প্রাত্যহিক জীবনযাত্রার নিত্যকর্ম, বিনা আনন্দে শুধু শুকনো কর্তব্যপালন। দিন গোনা ক্রি. বি. দীর্ঘকাল ধরে সাগ্রহে প্রতীক্ষা করা। দিন চলা ক্রি. বি. জীবনযাত্রার দৈনন্দিন খরচ জোগাড় হওয়া। ̃ দগ্ধা বি. (জ্যোতিষ.) বার ও তিথির যে মিলনে শুভকাজ নিষিদ্ধ। দিন-দিন ক্রি-বিণ. 1 দিনের বেলায়, প্রকাশ্যে। ̃ পত্রী বি. প্রতিদিনের বিবরণ লিখে রাখার খাতা, ডায়েরি। ̃ পাত, ̃ যাপন বি. কালযাপন, কাল কাটানো। দিন ফুরানো ক্রি. বি. 1 দিন বা সময় শেষ হওয়া; 2 আয়ু শেষ হওয়া। দিন যাওয়া - দিন কাটা -র অনুরূপ। ̃ মজুরি বি. দিন হিসাবে পারিশ্রমিক নিয়ে জীবিকা নির্বাহ। ̃ মণি দ্র দিনকর। ̃ মান বি. দিবাভাগ, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়। ̃ রাত্রি বি. দিন ও রাত্রি। ক্রি-বিণ. সারা দিনে ও রাতে। ̃ লিপি বি. ডায়েরি, রোজনামচা। ̃ শেষ, দিনাত্যয়, দিনান্ত, দিনাবসান বি. দিনের শেষ, সন্ধ্যা। দিনে ডাকাতি বি. 1 প্রকাশ্য দিবালোকে ডাকাতি; 2 (আল.) অত্যন্ত দুঃসাহসী কুকর্ম। দিনে দিনে ক্রি-বিণ. উত্তরোত্তর, ক্রমশ। 22)
দিনান্ত
(p. 408) dinānta বি. দিনের শেষ। [সং. দিন + অন্ত]। 26)
নড়া2
(p. 444) naḍ়ā2 ক্রি. 1 আন্দোলিত বিচলিত বা কম্পিত হওয়া ('জল পড়ে পাতা নড়ে'); 2 এক স্হান থেকে অন্য স্হানে যাওয়া, স্হানান্তরে যাওয়া (সে এখান থেকে নড়তে চায় না); 3 সরে যাওয়া, চলা (নড়ার ক্ষমতা নেই); 4 শিথিল বা আলগা হওয়া (দাঁত নড়ছে); 5 অন্যথা হওয়া (আমার কথা নড়বে না)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ নড়্ + বাং. আ]। ̃ চড়া ক্রি. ইতস্তত বিচরণ করা; সক্রিয় হওয়া (সে একটু নড়েচড়ে বসল)। ̃ নো ক্রি. আন্দোলিত করা, নড়া; স্হানচ্যুত করা; সরানো (আলমারিটাকে এখান থেকে নড়িয়ো না); অন্যথা করানো (তাঁর প্রতিজ্ঞা নড়ানো যাবে না)। বি. বিণ. উক্ত সব অর্থে। 41)
ননন্দা, ননান্দা
(p. 444) nanandā, nanāndā বি. ননদ। [সং. ননন্দৃ]। 59)
নান্দনিক
(p. 454) nāndanika বিণ. 1 সৌন্দর্যতত্ত্ব বা নন্দনতত্ত্বসম্বন্ধীয়; সৌন্দর্যসম্বন্ধীয় (নান্দনিক উত্কর্ষ, নান্দনিক বৈশিষ্ট্য)। [সং. নন্দন + ইক]। 28)
নান্দী
(p. 454) nāndī বি. কাব্য, নাটক ইত্যাদির আরম্ভের সময় দেবতার স্তব বা মঙ্গলাচরণ। [সং. √ নন্দ্ + ণিচ্ + ই + ঈ]। ̃ কর , ̃ পাঠ যে নান্দী পাঠ করে। ̃ মুখ বি. 1 শুভকর্মের শুরুতে করণীয় শ্রাদ্ধ, আভ্যুদয়িক শ্রাদ্ধ; 2 বৃদ্ধিভোজী মাতাপিতৃগণ যথা, পিতা পিতামহ প্রপিতামহ মাতামহ প্রমাতামহ। ̃ মুখী বি. বৃদ্ধিভোজী মাতৃগণ। ̃ রোল বি. 1 সজোরে মন্ত্রোচ্চারণ; 2 (গৌণ অর্থে) রণহুংকার ('যুদ্ধ শেষ হয়ে গেলে নতুন যুদ্ধের নান্দীরোল': জী. দা)। 29)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535137
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140622
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730935
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943125
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883641
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838516
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696734
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us