Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিকটতম দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্ক
(p. 8) aṅka বি. 1 চিহ্ন; রেখা; 2 কলঙ্ক; 3 (গণি.) রাশি, number, digit, figure (বি. প.); আঁক; সংখ্যা; গণনা: 4 পরিমাণ (টাকার অঙ্ক, মুনাফার অঙ্ক); 5 ক্রোড়, কোল (মাতৃঅঙ্কে শিশু); 6 নাটকের পরিচ্ছেদ বা বিভাগ, act; 7 (প্রাণি.) উদর বা পেশি বা অস্হির উদ্গত বা ন্যুজ্বাকৃতি অংশ; 8 (উদ্ভি.) পাতার উপরিভাগ, venter (বি. প.)। [সং. √ অঙ্ক্+অ]। অঙ্ক করা, অঙ্ক কষা ক্রি. বি. আঁক কষা, হিসাব করা, গণনা করা। ̃ .গত বিণ. ক্রোড়াস্হিত। ̃ .দেশ বি. ক্রোড়, কোল; (উদ্ভি.) পাতার উপরিস্হ তল, ventral surface (বি.প.)। ̃ .পাত বি. সংখ্যা স্হাপন; চিহ্নিতকরণ ('চাপরাসী তাহার বাহুতে সেই মৃত্তিকাদ্বারা কি অঙ্কপাত করিতেছে': সঞ্জী.)। ̃ পাতন বি. (গণি.) প্রতীক চিহ্নের দ্বারা অঙ্ক লিখন, notation (বি.প.)। ̃ .বাচক বিণ. সংখ্যা নির্দেশক, cardinal (বি.প.)। ̃ বিত্, ̃ বিদ বি. গণিতজ্ঞ ব্যক্তি। ̃ .বিদ্যা বি. গণিতশাস্ত্র। ̃ .লক্ষ্মী বি. 1 অঙ্কস্হিতা লক্ষ্মী; 2 পত্নী। ̃ .শায়ী বিণ. কোলে শয়নকারী। স্ত্রী. ̃ শায়িনী। ̃ শাস্ত্র বি. গণিতবিদ্যা, গণিতশাস্ত্র। ̃ স্হিত বিণ. 1 কোলে অবস্হিত; 2 অতি নিকটবর্তী। 26)
অদূর
(p. 17) adūra বিণ. দূর নয় এমন, কাছের, নিকটবর্তী। [সং. ন+দূর]। ̃ .দর্শিতা বি. ভবিষ্যত্ সম্বন্ধে চিন্তাভাবনা করার ক্ষমতার অভাব; দূরের বিষয় সম্বন্ধে চিন্তা না করা। ̃ .দর্শী (-র্শিন্) বিণ. যে দুরের ব্যাপার সম্বন্ধে চিন্তাভাবনা করে না; যে ভবিষ্যত্ সম্বন্ধে চিন্তাভাবনা করে না; অপরিণামদর্শনী; হঠকারী। ̃ .বর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্হিত নয় এমন, কাছের। বি. ̃ .বর্তিতা। ̃ .বদ্ধ-দৃষ্টি বি. দৃষ্টিক্ষীণতা, short-sightedness (বি. প.)। ̃ ভবিষ্যত্ বি. যে ভবিষ্যত্ দূরে নয়; অনতিবিলম্ব; পরবর্তী যে সময় আগতপ্রায়, near future. ̃ স্হ বিণ. দূরে অবস্হিত নয় এমন; কাছের; নিকটবর্তী। ̃ স্পর্শী (-র্শিন্) বিণ. দূরকে স্পর্শ করে না বা দূরে অর্থাত্ গভীরে যায় না এমন; ভাসা-ভাসা, উপর-উপর, অগভীর। অদূরে ক্রি-বিণ. দূরে নয় এমন, কাছে, নিকটে। 13)
অনুভূ
(p. 30) anubhū বি. (জ্যোতি.) গ্রহ-উপগ্রহের বিশেষত চন্দ্রের কক্ষ বা পরিক্রমণপথের যে বিন্দুটি পৃথিবীর নিকটতম, perigee. [সং. অনু + √ ভূ + ধ্বিপ্]। 7)
অন্তিক
(p. 34) antika বিণ. সন্নিহিত; নিকটস্হ। বি. নৈকট্য; সান্নিধ্য। [সং. অন্ত + ইক]। 31)
অন্তে-বাসী
(p. 34) antē-bāsī (-সিন্) বি. 1 গুরুগৃহবাসী শিষ্য, ছাত্র; 2 গ্রামের প্রান্তে বসবাসকারী চণ্ডাল। বিণ. নিকটবর্তী; নিকটে বাস করে এমন। [সং. অন্তে (=গুরুর নিকটে) + √ বস্ + ইন]। 33)
অভ্যগ্র
(p. 55) abhyagra বিণ. 1 আসন্ন; নিকটবর্তী; সম্মুখবর্তী ('হে আমার অভ্যগ্র পদধ্বনি': শরত্); 2 সদ্য ঘটে গেছে এমন; 3 অভিনব। [সং. অভি + অগ্র]। 11)
আলো
(p. 106) ālō বি. 1 আলোক (আলেয়ার আলো, প্রদীপের আলো); 2 প্রদীপ, দীপ (একটা আলো নিয়ে এসো)। [সং. আলোক]। আলো করা ক্রি-বি. আলোকিত বা উদ্ভাসিত করা; উজ্জ্বল করা, মহিমান্বিত করা (পরিবারের মুখ আলো করেছে)। আলো-আঁধারি বি. 1 আলোক ও অন্ধকারের মিশ্রণ; 2 খানিকটা বোঝা যায় এবং খানিকটা বোঝা যায় না এমন ভাষায় বা ভাবে বর্ণনা বা চিত্রণ। ̃ ছায়া বি. আঁকা ছবিতে যুগপত্ আলোক ও অন্ধকারের বা স্পষ্টতা ও অস্পষ্টতার মিশ্রণ, chiaroscuro. আলো-আঁধারি। আলোয়-আলোয় ক্রি-বিণ. 1 দিনের আলো থাকতে থাকতে (আলোয়-আলোয় বাড়ি ফিরতে হবে); 2 (আল.) সুদিন থাকতে থাকতে। 58)
আশ-পাশ
(p. 108) āśa-pāśa বি. কাছাকাছি জায়গা, নিকটবর্তী চারদিক (আশপাশ থেকে আওয়াজ আসছে)। [পাশ-এর সহচর শব্দ আশ]। আশ-পাশে, আশে-পাশে ক্রি-বিণ. চার দিকে, এদিকে-ওদিকে (আশেপাশে কোথাও নিশ্চয় আছে জিনিসটা)। 15)
আসন্ন
(p. 108) āsanna বিণ. 1 প্রায় এসে গেছে এমন (আসন্ন বিপদ, বর্ষা আসন্ন); 2 নিকটবর্তী; 3 অন্তিম, শেষ (আসন্ন অবস্হা)। [সং. আ + √ সদ্ + ত]। ̃ কাল বি. মৃত্যুকাল; বিপত্কাল। ̃ প্রসবা বিণ. (স্ত্রী.) যার প্রসবকাল উপস্হিত। ̃ মৃত্যু বিণ. মুমূর্ষু। 52)
ইলা
(p. 116) ilā বি. 1 পৃথিবী; 2 বাক্য বা বাণী; 3 ধেনু, গাভী; 4 সুরা; 5 জল; 6 বুধপত্নী। [সং. ইল + আ]। ̃ বৃত, ̃ বৃত-বর্ষ বি. 1 পুরাণোক্ত দেশবিশেষ; 2 জন্তুদ্বীপের বিভিন্ন 'বর্ষ' বা ভূভাগের এক 'বর্ষ', কৈলাসের নিকটবর্তী স্হানের পৌরাণিক নাম। 10)
উপ-কূল
(p. 131) upa-kūla বি. নদী সমুদ্র প্রভৃতির তীরের নিকটবর্তী স্হান, বেলাভূমি। [সং. উপ + কূল]। 2)
উপ-গত
(p. 131) upa-gata বিণ. 1 উপস্হিত; সমাগত; 2 সন্নিহিত, নিকটবর্তী; 3 সংঘটিত, ঘটেছে এমন; 4 আসক্ত, অনুরক্ত; 5 মৈথুন বা রতিক্রিয়া করেছে এমন; 6 লব্ধ; জ্ঞাত। [সং. উপ + √ গম্ + ত]। 10)
উপস্হ
(p. 133) upasha বিণ. 1 সমীপস্হ, নিকটস্হ; 2 উপরিস্হিত। বি. জননেন্দ্রিয়, লিঙ্গ বা যোনি। [সং. উপ + √ স্হা + অ]। 74)
উপাধি
(p. 133) upādhi বি. 1 উপনাম; জাতি বংশ বিদ্যা সম্মান প্রভৃতির পরিচায়ক নামান্ত; 2 পদবি; 3 (দর্শনে) যা কাছে থেকে নিজগুণ নিকটস্হ বস্তুতে আরোপ করে, যেমন জবাফুল স্ফটিকের 'উপাধি'। [সং. উপ + আ + √ ধা + ই]। ̃ ক, ̃ ধারী (-রিন্) বিণ. উপাধি পেয়েছে এমন; উপাধিযুক্ত। ̃ পত্র বি. যে পত্রে উপাধি লেখা হয়, প্রশংসাপত্র, certificate. 98)
উলূক
(p. 133) ulūka বি. 1 পেঁচা; 2 দেবরাজ ইন্দ্র; 3 দুর্যোধনের মাতুলপুত্র, শকুনির পুত্র; 4 হিমালয়ের নিকটবর্তী দেশবিশেষ; 5 উলুখড়। [সং. উদ্ + √ লোক্ + অ, নি। তু. লা ulula জা. ula/eule. ইং. owl]। স্ত্রী. উলূকী। 165)
এ2
(p. 142) ē2 অব্য. ওহে, হে, ওগো ইত্যাদি বোধক আহ্বান বা ডাক ('এ সখি হামারি দুখের নাহি ওর': বিদ্যা.)। সর্ব. এই, এই ব্যক্তি, এই প্রাণী বস্তু বা বিষয় (এ কে? এ মোটেই ভালো নয়)। বিণ. এই, সামনের, সম্মুখবর্তী (এপার, এ দিন); নিকটস্হ, আলোচ্য (এ পথ, এ ঘটনা)। [সং. এতদ্]। এ-ও-তা সর্ব. নানা বিষয় বা প্রসঙ্গ; আজেবাজে ব্যাপার। এ-ও-সে সর্ব. আজেবাজে ব্যাপার বা প্রসঙ্গ বা লোক। 3)
এই
(p. 142) ēi বিণ. সামনের, সম্মুখবর্তী, নিকটস্হ, আলোচ্য (এই লোকটি, এই গাছটি, এই ঘটনা, এই বিষয়। অব্য. ওরে, ওহে (এই ছেলেটা; তুই ওখানে কী করছিস ?); বিরক্তি ভয় বা বিস্ময়প্রকাশক (এই রে, এই সেরেছে); এখনই, এইমাত্র (এই এলাম)। সর্ব. ইহা (আমি এই চাই)। [বাং. এ (সং. এতদ্) + ই (নিশ্চয়ার্থে)]। ̃ জন্য অব্য. এই কারণে। ̃ টুকু বি. বিণ. এই সামান্য ব্যাপার বা বস্তু (এইটুকু কাজ. এইটুকু দরকার, এইটুকু ভাত)। 5)
কাছা-কাছি
(p. 178) kāchā-kāchi ক্রি-বিণ. 1 নিকটে, কাছে (ওর কাছাকাছি যেয়ো না, কাছাকাছি কোনো বসতি নেই); 2 প্রায় সমান, প্রায় (একশো টাকার কাছাকাছি)। বিণ. নিকটবর্তী (কাছাকাছি বাড়িগুলো)। [বাং. কাছ + আ + কাছ + ই]। 14)
কাছা1
(p. 178) kāchā1 ক্রি. নিকটবর্তী হওয়া, কাছে যাওয়া, ঘনানো। [বাং. কাছ + আ]। 12)
কাছানো
(p. 178) kāchānō ক্রি. নিকটবর্তী হওয়া, কাছে যাওয়া, ঘনানো। [বাং. √ কাছা + আলো]। 15)
কামাখ্যা
(p. 181) kāmākhyā বি. (স্ত্রী.) 1 হিন্দুদের তীর্থরূপে পরিগণিত বাহান্ন মহাপীঠের অন্যতম, আসামে গুয়াহাটির নিকটস্হ পর্বতবিশেষ (এখানে সতীর অঙ্গ পতিত হয়েছিল বলে মনে করা হয়); 2 কামাখ্যা তীর্থের অধিষ্ঠাত্রী দেবী। [সং. কাম3 + আখ্যা]। 99)
কৌশাম্বী
(p. 210) kauśāmbī বি. বত্সরাজ উদয়নের রাজধানী; প্রয়াগের নিকটবর্তী নগরবিশেষ। [সং. কুশাম্ব + অ + ঈ]। 97)
ক্যাঁচ
(p. 210) kyān̐ca অব্য. বি. ছুরি, কাঁচি ইত্যাদি তীক্ষ্ণ অস্ত্র দিয়ে কাটবার (কল্পিত) ধ্বনিবিশেষ (ক্যাঁচ করে খানিকটা চুল কেটে দিল)। [ধ্বন্যা.]। ̃ ক্যাঁচ, ক্যাঁচর-ক্যাঁচর অব্য. বি. ক্রমাগত কাটবার বা ঘষার শব্দ। ক্যাঁচর-ম্যাচর অব্য. বি. বহু কণ্ঠের মিলিত কলরব (সবাই মিলে ক্যাঁচরম্যাচর করলে আমি কারও কথাই শুনতে পাব না)। ̃ ক্যাঁচানি বি. ক্যাঁচক্যাঁচ শব্দ (তোমাদের ক্যাঁচক্যাঁচানি এবার থামাও)। 108)
খাঁড়ি, খাড়ি
(p. 224) khān̐ḍ়i, khāḍ়i বি. 1 (সাগরসংগমের নিকটবর্তী) সরু শাখানদী; 2 নদীর মোহানা; 3 সাগর নদী খাল প্রভৃতির সংকীর্ণ অংশ। [দেশি]। 61)
খাণ্ডব
(p. 226) khāṇḍaba বি. মহাভারতের বর্ণিত ইন্দ্রপ্রস্হের নিকটস্হ অরণ্যবিশেষ। [সং. খণ্ডু + অ]। ̃ দাহন বি. কৃষ্ণার্জুনের সহায়তায় অগ্নির দ্বারা খাণ্ডব বন দাহন। খাণ্ডবানল বি. যে অগ্নিতে খাণ্ডব বন দগ্ধ হয়েছিল; (আল.) ভয়ংকর অগ্নিকাণ্ড। 23)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535101
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140603
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730903
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943096
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883639
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838515
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696730
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603109

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us