Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিকটে) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগ্র
(p. 8) agra বি. 1 উর্ধবদেশ, শিখর ('গৃহাগ্রে উড়িছে ধ্বজা': মধু]; 2 আগা, ডগা, apex (বি.প.); 3 প্রাপ্ত, শেষভাগ (নাসিকাগ্র, সূচ্যগ্র); 4 সম্মুখ, পুরোভাগ (মুখাগ্র, রথাগ্র); 5 উপরিভাগ (দধির অগ্র); 6 অবলম্বন, লক্ষ্য (একাগ্র)। বিণ. 1 প্রথম (অগ্রভাগ); 2 প্রধান (অগ্রমহিষী); 3 সম্মুখস্হ, anterior (বি.প.)। [সং. √ অগ্+র]। অগ্রে ক্রি-বিণ. 1 আদিতে, প্রথমে (অগ্রে দেবপূজা, পরে অন্য কাজ); 2 পূর্বে, নিকটে ('তব অগ্রে করি নিবেদন')। ̃ গণ্য বিণ. সবার আগে গণনীয় বা উল্লেখযোগ্য; শ্রেষ্ঠ; প্রধান। ̃ গতি, ̃ গমন বি. 1 সম্মুখগমন; 2 বৃদ্ধি, উন্নতি, ক্রমোন্নতি; 3 (জ্যোতি.) নিয়মিত ক্রমগতি বা বৃদ্ধি progressive motion progression. (বি.প.)। ̃ .গামী (-মিন্) বিণ. সম্মুখে গমনকারী, পুরোগামী; আগে আগে যে চলছে। স্ত্রী. ̃ .গামিনী। ̃ জ বিণ. আগে জন্মেছে এমন। বি. জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ .জন্মা (-জন্মন্) বি. 1 ব্রাহ্মণ; 2 জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ জিহ্বা বি. 1 আলজিভ; 2 জিহ্বার অগ্রভাগ। ̃ .জ্ঞান বি. ভবিষ্যত্ ঘটনা সম্বন্ধে পূর্বেই ধারণা বা অনুমান, anticipation. ̃ ণী বিণ. শ্রেষ্ঠ, প্রধান (পাণ্ডব দলের অগ্রণী যোদ্ধা)। বি. 1 নেতা; 2 প্রবর্তক, pioneer. ̃ .দত্ত বি. সম্ভাবিত বি প্রস্তাবিত খরচের জন্য আগাম দেওয়া টাকা, imprest money (স. প.)। ̃ দানী (-নিন্) বি. প্রেতোদ্দিষ্ট দান গ্রহণকারী পতিত ব্রাহ্মণ; পতিত ব্রাহ্মণ। ̃ দূত বি. 1 সৈন্যদলের পথপরিস্কারক, বেলদার; 2 প্রথম সংবাদবাহক; 3 পথপ্রদর্শক। ̃ দ্বীপ বি. গঙ্গাবক্ষে প্রথম চর পড়ে উত্পন্ন দ্বীপবিশেষ। ̃ .নায়ক, ̃ .নেতা বি. বিণ. 1 নায়ক, অধিনায়ক, দলনেতা; 2 অগ্রদূত; 3 অগ্রণী। ̃ .পশ্চাত্ ক্রি-বিণ. বিণ. অগুপিছু, ভূত-ভবিষ্যত (অগ্রপশ্চাত্ চিন্তা করে কাজ করা)। ̃ বর্তী (-র্তিন্) বিণ. 1 সম্মুখস্হ, সামনের; 2 আগের। স্ত্রী. ̃ .বর্তিনী। ̃ .ভাগ বি. 1 প্রথম ভাগ বা অংশ (' অগ্রভাগ লয়ে ভবানীর নামে দিলা': ভা. চ.); 2 ভগা, চূড়া; 3 প্রান্ত (নাকের অগ্রভাগ)। ̃ .মহিষী বি. পাটরানি, স্ত্রীদের মধ্যে প্রধান। [পা. অগ্গ মহেসী]। ̃ .মাংস বি. কলিজার অগ্রভাগের মাংস। ̃ .মাস বি. (আয়ু.) যকৃতের বৃদ্ধিমূলক রোগবিশেষ ('পিলে অগ্রমাসে মলো': ব. চ.)। ̃ .সর, ̃ সার বিণ. আগে বা সম্মুখে গমনকারী বা প্রবৃত্ত; আগুয়ান। ̃ .সূচনা বি. পূর্বাভাস। ̃ স্হ, ̃ স্হিত বিণ. 1 পুরোবর্তী; 2 শীর্ষদেশে অবস্হিত, apical (বি.প.)। 5)
অঙ্ক
(p. 8) aṅka বি. 1 চিহ্ন; রেখা; 2 কলঙ্ক; 3 (গণি.) রাশি, number, digit, figure (বি. প.); আঁক; সংখ্যা; গণনা: 4 পরিমাণ (টাকার অঙ্ক, মুনাফার অঙ্ক); 5 ক্রোড়, কোল (মাতৃঅঙ্কে শিশু); 6 নাটকের পরিচ্ছেদ বা বিভাগ, act; 7 (প্রাণি.) উদর বা পেশি বা অস্হির উদ্গত বা ন্যুজ্বাকৃতি অংশ; 8 (উদ্ভি.) পাতার উপরিভাগ, venter (বি. প.)। [সং. √ অঙ্ক্+অ]। অঙ্ক করা, অঙ্ক কষা ক্রি. বি. আঁক কষা, হিসাব করা, গণনা করা। ̃ .গত বিণ. ক্রোড়াস্হিত। ̃ .দেশ বি. ক্রোড়, কোল; (উদ্ভি.) পাতার উপরিস্হ তল, ventral surface (বি.প.)। ̃ .পাত বি. সংখ্যা স্হাপন; চিহ্নিতকরণ ('চাপরাসী তাহার বাহুতে সেই মৃত্তিকাদ্বারা কি অঙ্কপাত করিতেছে': সঞ্জী.)। ̃ পাতন বি. (গণি.) প্রতীক চিহ্নের দ্বারা অঙ্ক লিখন, notation (বি.প.)। ̃ .বাচক বিণ. সংখ্যা নির্দেশক, cardinal (বি.প.)। ̃ বিত্, ̃ বিদ বি. গণিতজ্ঞ ব্যক্তি। ̃ .বিদ্যা বি. গণিতশাস্ত্র। ̃ .লক্ষ্মী বি. 1 অঙ্কস্হিতা লক্ষ্মী; 2 পত্নী। ̃ .শায়ী বিণ. কোলে শয়নকারী। স্ত্রী. ̃ শায়িনী। ̃ শাস্ত্র বি. গণিতবিদ্যা, গণিতশাস্ত্র। ̃ স্হিত বিণ. 1 কোলে অবস্হিত; 2 অতি নিকটবর্তী। 26)
অদূর
(p. 17) adūra বিণ. দূর নয় এমন, কাছের, নিকটবর্তী। [সং. ন+দূর]। ̃ .দর্শিতা বি. ভবিষ্যত্ সম্বন্ধে চিন্তাভাবনা করার ক্ষমতার অভাব; দূরের বিষয় সম্বন্ধে চিন্তা না করা। ̃ .দর্শী (-র্শিন্) বিণ. যে দুরের ব্যাপার সম্বন্ধে চিন্তাভাবনা করে না; যে ভবিষ্যত্ সম্বন্ধে চিন্তাভাবনা করে না; অপরিণামদর্শনী; হঠকারী। ̃ .বর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্হিত নয় এমন, কাছের। বি. ̃ .বর্তিতা। ̃ .বদ্ধ-দৃষ্টি বি. দৃষ্টিক্ষীণতা, short-sightedness (বি. প.)। ̃ ভবিষ্যত্ বি. যে ভবিষ্যত্ দূরে নয়; অনতিবিলম্ব; পরবর্তী যে সময় আগতপ্রায়, near future. ̃ স্হ বিণ. দূরে অবস্হিত নয় এমন; কাছের; নিকটবর্তী। ̃ স্পর্শী (-র্শিন্) বিণ. দূরকে স্পর্শ করে না বা দূরে অর্থাত্ গভীরে যায় না এমন; ভাসা-ভাসা, উপর-উপর, অগভীর। অদূরে ক্রি-বিণ. দূরে নয় এমন, কাছে, নিকটে। 13)
অনুভূ
(p. 30) anubhū বি. (জ্যোতি.) গ্রহ-উপগ্রহের বিশেষত চন্দ্রের কক্ষ বা পরিক্রমণপথের যে বিন্দুটি পৃথিবীর নিকটতম, perigee. [সং. অনু + √ ভূ + ধ্বিপ্]। 7)
অন্তিক
(p. 34) antika বিণ. সন্নিহিত; নিকটস্হ। বি. নৈকট্য; সান্নিধ্য। [সং. অন্ত + ইক]। 31)
অন্তে-বাসী
(p. 34) antē-bāsī (-সিন্) বি. 1 গুরুগৃহবাসী শিষ্য, ছাত্র; 2 গ্রামের প্রান্তে বসবাসকারী চণ্ডাল। বিণ. নিকটবর্তী; নিকটে বাস করে এমন। [সং. অন্তে (=গুরুর নিকটে) + √ বস্ + ইন]। 33)
অভ্যগ্র
(p. 55) abhyagra বিণ. 1 আসন্ন; নিকটবর্তী; সম্মুখবর্তী ('হে আমার অভ্যগ্র পদধ্বনি': শরত্); 2 সদ্য ঘটে গেছে এমন; 3 অভিনব। [সং. অভি + অগ্র]। 11)
অভ্যুপ.গত
(p. 55) abhyupa.gata বিণ. 1 নিকটে বা কাছে এসেছে এমন, নিকটে আগত; 2 পাওয়া গেছে এমন, প্রাপ্ত; 3 প্রতিশ্রুতি বা কথা দেওয়া হয়েছে এমন, প্রতিশ্রুতি। [সং. অভি + উপগত]। 26)
অভ্যুপেত
(p. 55) abhyupēta বিণ. 1 পাওয়া গেছে এমন, প্রাপ্ত; 2 স্বীকৃত, অঙ্গীকার করা হয়েছে এমন; 3 কাছে এসেছে এমন, নিকটে আগত। [সং. অভি + উপ + √ ই + ত]। অভ্র বি. 1 আকাশ (অভ্রংলিহ উচ্চতা); 2 মেঘ; 3 একরম খনিজ ধাতু, mica. [সং. অপ্ + √ ভৃ + অ অভ্র্ + অ] অভ্রং.লিহ, ̃ .ভেদী (-দিন্) বিণ. আকাশ স্পর্শ করে এমন, আকাশচুম্বী; অত্যুচ্চ (অভ্রংলিহ উচ্চাশা, অভ্রভেদী পর্বত)। ̃ .চ্ছায়া বি. মেঘের ছায়া। ̃ .নীল বিণ. আকাশের মতো নীল (অভ্রনীল বস্ত্র)। 29)
আলো
(p. 106) ālō বি. 1 আলোক (আলেয়ার আলো, প্রদীপের আলো); 2 প্রদীপ, দীপ (একটা আলো নিয়ে এসো)। [সং. আলোক]। আলো করা ক্রি-বি. আলোকিত বা উদ্ভাসিত করা; উজ্জ্বল করা, মহিমান্বিত করা (পরিবারের মুখ আলো করেছে)। আলো-আঁধারি বি. 1 আলোক ও অন্ধকারের মিশ্রণ; 2 খানিকটা বোঝা যায় এবং খানিকটা বোঝা যায় না এমন ভাষায় বা ভাবে বর্ণনা বা চিত্রণ। ̃ ছায়া বি. আঁকা ছবিতে যুগপত্ আলোক ও অন্ধকারের বা স্পষ্টতা ও অস্পষ্টতার মিশ্রণ, chiaroscuro. আলো-আঁধারি। আলোয়-আলোয় ক্রি-বিণ. 1 দিনের আলো থাকতে থাকতে (আলোয়-আলোয় বাড়ি ফিরতে হবে); 2 (আল.) সুদিন থাকতে থাকতে। 58)
আশ-পাশ
(p. 108) āśa-pāśa বি. কাছাকাছি জায়গা, নিকটবর্তী চারদিক (আশপাশ থেকে আওয়াজ আসছে)। [পাশ-এর সহচর শব্দ আশ]। আশ-পাশে, আশে-পাশে ক্রি-বিণ. চার দিকে, এদিকে-ওদিকে (আশেপাশে কোথাও নিশ্চয় আছে জিনিসটা)। 15)
আসন্ন
(p. 108) āsanna বিণ. 1 প্রায় এসে গেছে এমন (আসন্ন বিপদ, বর্ষা আসন্ন); 2 নিকটবর্তী; 3 অন্তিম, শেষ (আসন্ন অবস্হা)। [সং. আ + √ সদ্ + ত]। ̃ কাল বি. মৃত্যুকাল; বিপত্কাল। ̃ প্রসবা বিণ. (স্ত্রী.) যার প্রসবকাল উপস্হিত। ̃ মৃত্যু বিণ. মুমূর্ষু। 52)
ইলা
(p. 116) ilā বি. 1 পৃথিবী; 2 বাক্য বা বাণী; 3 ধেনু, গাভী; 4 সুরা; 5 জল; 6 বুধপত্নী। [সং. ইল + আ]। ̃ বৃত, ̃ বৃত-বর্ষ বি. 1 পুরাণোক্ত দেশবিশেষ; 2 জন্তুদ্বীপের বিভিন্ন 'বর্ষ' বা ভূভাগের এক 'বর্ষ', কৈলাসের নিকটবর্তী স্হানের পৌরাণিক নাম। 10)
উপ-কণ্ঠ
(p. 130) upa-kaṇṭha বি. গ্রাম শহর ইত্যাদির প্রান্ত, উপান্ত; সমীপ, নিকট (তাঁর বাস এই শহরের উপকণ্ঠে)। ক্রি-বিণ. আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। [সং. উপ + কণ্ঠ]। 28)
উপ-কূল
(p. 131) upa-kūla বি. নদী সমুদ্র প্রভৃতির তীরের নিকটবর্তী স্হান, বেলাভূমি। [সং. উপ + কূল]। 2)
উপ-গত
(p. 131) upa-gata বিণ. 1 উপস্হিত; সমাগত; 2 সন্নিহিত, নিকটবর্তী; 3 সংঘটিত, ঘটেছে এমন; 4 আসক্ত, অনুরক্ত; 5 মৈথুন বা রতিক্রিয়া করেছে এমন; 6 লব্ধ; জ্ঞাত। [সং. উপ + √ গম্ + ত]। 10)
উপ-গম, উপ-গমন
(p. 131) upa-gama, upa-gamana বি. 1 আবির্ভাব, উত্পত্তি (ক্রোধোপগম, গ্রীষ্মোপগম); 2 উপস্হিতি; 3 কাছে বা নিকটে যাওয়া; 4 লাভ, প্রাপ্তি; 5 স্ত্রীসংগম। [সং. উপ + √ গম্ + অ, অন]। 11)
উপ-গিরি
(p. 131) upa-giri বি. 1 পর্বতের নিকট বা উপকণ্ঠ; 2 ছোট পাহাড়, খণ্ডশৈল; 3 নকল পাহাড়। [সং. উপ + গিরি]। 12)
উপস্হ
(p. 133) upasha বিণ. 1 সমীপস্হ, নিকটস্হ; 2 উপরিস্হিত। বি. জননেন্দ্রিয়, লিঙ্গ বা যোনি। [সং. উপ + √ স্হা + অ]। 74)
উপাগত
(p. 133) upāgata বিণ. 1 সমীপে বা নিকটে আগত, উপস্হিত; 2 প্রাপ্ত। [সং. উর + আগত]। 88)
উপাগম
(p. 133) upāgama বি. 1 সমীপে বা নিকটে আগমন; উপস্হিতি; 2 প্রাপ্তি। [সং. উপ + আগম]। 89)
উপাধি
(p. 133) upādhi বি. 1 উপনাম; জাতি বংশ বিদ্যা সম্মান প্রভৃতির পরিচায়ক নামান্ত; 2 পদবি; 3 (দর্শনে) যা কাছে থেকে নিজগুণ নিকটস্হ বস্তুতে আরোপ করে, যেমন জবাফুল স্ফটিকের 'উপাধি'। [সং. উপ + আ + √ ধা + ই]। ̃ ক, ̃ ধারী (-রিন্) বিণ. উপাধি পেয়েছে এমন; উপাধিযুক্ত। ̃ পত্র বি. যে পত্রে উপাধি লেখা হয়, প্রশংসাপত্র, certificate. 98)
উলূক
(p. 133) ulūka বি. 1 পেঁচা; 2 দেবরাজ ইন্দ্র; 3 দুর্যোধনের মাতুলপুত্র, শকুনির পুত্র; 4 হিমালয়ের নিকটবর্তী দেশবিশেষ; 5 উলুখড়। [সং. উদ্ + √ লোক্ + অ, নি। তু. লা ulula জা. ula/eule. ইং. owl]। স্ত্রী. উলূকী। 165)
এ2
(p. 142) ē2 অব্য. ওহে, হে, ওগো ইত্যাদি বোধক আহ্বান বা ডাক ('এ সখি হামারি দুখের নাহি ওর': বিদ্যা.)। সর্ব. এই, এই ব্যক্তি, এই প্রাণী বস্তু বা বিষয় (এ কে? এ মোটেই ভালো নয়)। বিণ. এই, সামনের, সম্মুখবর্তী (এপার, এ দিন); নিকটস্হ, আলোচ্য (এ পথ, এ ঘটনা)। [সং. এতদ্]। এ-ও-তা সর্ব. নানা বিষয় বা প্রসঙ্গ; আজেবাজে ব্যাপার। এ-ও-সে সর্ব. আজেবাজে ব্যাপার বা প্রসঙ্গ বা লোক। 3)
এই
(p. 142) ēi বিণ. সামনের, সম্মুখবর্তী, নিকটস্হ, আলোচ্য (এই লোকটি, এই গাছটি, এই ঘটনা, এই বিষয়। অব্য. ওরে, ওহে (এই ছেলেটা; তুই ওখানে কী করছিস ?); বিরক্তি ভয় বা বিস্ময়প্রকাশক (এই রে, এই সেরেছে); এখনই, এইমাত্র (এই এলাম)। সর্ব. ইহা (আমি এই চাই)। [বাং. এ (সং. এতদ্) + ই (নিশ্চয়ার্থে)]। ̃ জন্য অব্য. এই কারণে। ̃ টুকু বি. বিণ. এই সামান্য ব্যাপার বা বস্তু (এইটুকু কাজ. এইটুকু দরকার, এইটুকু ভাত)। 5)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535226
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140693
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1731012
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943179
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883676
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838543
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696758
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603119

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us