Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিবাস]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধি-বাসী
(p. 17) adhi-bāsī (-সিন্) বি. বিণ. নিবাসী, বাসিন্দা। [সং. অধি+ √ বস্+ইন্]। 77)
অধিবাস1
(p. 17) adhibāsa1 বি. 1 নিবাস, বাসস্হান, থাকবার জায়গা; 2 বসতি। [সং. অধি+√ বস্+অ]। 74)
অনাথ
(p. 24) anātha বিণ. বি. সহায়হীন, সম্বলহীন; নিরাশ্রয়। [সং. ন + নাথ]। অনাথা, (অশু. কিন্তু প্রচলিত) অনাথিনী (স্ত্রী.) বিণ. সহায়হীনা, যে নারীর কোনো অবলম্বন নেই। ̃ আলয়, ̃ নিবাস, অনাথাশ্রম বি. অনাথ শিশুদের অর্থাত্ মাতা-পিতাহীন শিশুদের থাকার জায়গা বা আশ্রয়। 15)
কুলায়
(p. 199) kulāẏa বি. পাখির বাসা, নীড় (সন্ধ্যায় পাখিরা কুলায়ে ফিরছে)। [সং. কুল3 (পক্ষিকুল) + √ অয়্ + অ]। কুলায়িকা বি. 1 পক্ষিনিবাস; 2 চিড়িয়াখানা। 48)
কেল্লা
(p. 207) kēllā বি. দুর্গ, গড়; সেনানিবাস। [আ. কিলাহ্]। ̃ দার বি. দুর্গের অধিপতি, দুর্গের অধিনায়ক। কেল্লা ফতে করা ক্রি. বি. 1 দুর্গ জয় করা; 2 (আল.) কাজ হাসিল করা, সিদ্ধিলাভ করা। কেল্লা মাত করা - কেল্লা ফতে করা -র অনুরূপ। কেল্লা মেরে দেওয়া ক্রি. বি. জয়ী হওয়া; সফল হওয়া (কেল্লা মেরে দিয়েছ, আর তোমাকে পায় কে?)। 23)
ছাউনি2
(p. 303) chāuni2 বি. 1 সেনানিবাস, সৈন্যদের স্হায়ী আড্ডা, cantonment; 2 শিবির, যুদ্ধের সময় সৈন্যবাহিনীর ঘাঁটি। [হি. সাউনি]। 4)
ছাত্র
(p. 304) chātra বি. শিক্ষার্থী; শিষ্য। [সং. ছত্র + অ]। বি. (স্ত্রী.) ছাত্রী। ̃ জীবন বি. পাঠ্যাবস্হা। ̃ নিবাস, ছাত্রাবাস বি. ছাত্রদের থাকা-খাওয়ার ব্যবস্হাযুক্ত স্হান, বোর়্ডিং, হস্টেল। ̃ বৃত্তি বি. 1 ভালো ছাত্রকে প্রদত্ত আর্থিক পুরস্কার বা জলপানি; 2 জলপানির পরীক্ষাবিশেষ। 17)
জগন্নিবাস
(p. 311) jagannibāsa বি. 1 যিনি জগতের বা সর্বজনের নিবাস আধার বা আশ্রয়; ঈশ্বর; 2 শ্রীকৃষ্ণ; 3 বিষ্ণু। [সং. জগত্ + নিবাস]। 35)
দেবেশ
(p. 421) dēbēśa বি. 1 দেবতাদের প্রধান, শিব; 2 গীতায় উক্ত পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ('প্রসীদ দেবেশ জগন্নিবাস')। [সং. দেব + ঈশ]। 17)
নিবাস
(p. 461) nibāsa বি. 1 বাসস্হান, আবাস, দেশ; 2 বাড়ি, বসতি (আপনার নিবাস কোথায়?)। [সং. নি + √ বস্ + অ]। নিবাসী (-সিন্) বিণ. বাসকারী, যে বাস করে। স্ত্রী. নিবাসিনী। 74)
বসতি
(p. 580) basati বি. 1 নিবাস, বাস (সেখানে বহু গরিব লোকের বসতি, তোমার বসতি কোথায়?); 2 লোকালয় (কাছাকাছি কোনো বসতি নেই)। [সং. √ বস্ + অতি]। 213)
বাস-স্হান
(p. 605) bāsa-shāna বি. 1 নিবাস, আবাস, বাস; 2 বাসগৃহ (বাসস্হান নির্মাণ করা)। [সং. বাস2 + স্হান]। 15)
বাসিন্দা
(p. 605) bāsindā বিণ. বি. বাসকারী, নিবাসী, অধিবাসী (পাড়ার বাসিন্দার)। [ফা. বাসিন্দহ্]। 21)
মিনি2
(p. 705) mini2 বিণ. অপেক্ষাকৃত ক্ষুদ্রাকার, ছোটো (মিনিস্কার্ট, মিনিবাস)। বি. অপেক্ষাকৃত ছোটো বস্তু বা পদার্থ (মিনিতে চড়ে যাওয়া, একটা মিনি (সিগারেট) ধরানো যাক)। [ইং. miniature এর সংক্ষিপ্ত রূপ]। 24)
শিবির
(p. 776) śibira বি. 1 ছাউনি, তাঁবু; 2 সেনানিবাস। [সং. √ শী + ইর]। 80)
শ্রী
(p. 786) śrī বি. 1 লক্ষ্মীদেবী; 2 ঐশ্বর্য, সম্পদ, সৌভাগ্য (শ্রীবৃদ্ধি); 3 সৌন্দর্য, লাবণ্য, শোভা (মুখশ্রী); 4 ঢং, ভঙ্গি (কথার কোনো শ্রী নেই); 5 জীবিত ব্যক্তি, দেবতা, অবতার বা মহাপুরুষের নামের পূর্বে এবং বৈষ্ণবদের পবিত্র বস্তু ও তীর্থস্হানাদির উল্লেখের পূর্বে বিশেষণের মতো ব্যবহৃত শব্দবিশেষ (শ্রীহরি, শ্রীকৃষ্ণ, শ্রীক্ষেত্র, শ্রীসেনগুপ্ত); 6 সংগীতে রাত্রিকালীন রাগবিশেষ। [সং. √ শ্রি + ক্বিপ্]। ̃ অঙ্গ বি. সুন্দর বা পবিত্র দেহ (সচ. দেবতা, পূজ্য ব্যক্তি ও প্রিয়জনের দেহ সম্বন্ধে প্রযোজ্য)। ̃ কণ্ঠ বি. শিব। ̃ কান্ত বি. বিষ্ণু। ̃ ক্ষেত্র বি. পুরীধাম। ̃ খণ্ড বি. চন্দনকাঠ। ̃ খণ্ডি বি. 1 মঙ্গলানুষ্ঠানে পরিধেয় তাঁতবস্ত্রবিশেষ; 2 বিবাহের পিঁড়ি। ̃ খোল বি. কীর্তনগানের সংগতে ব্যবহৃত খোল। ̃ ঘর বি. (ব্যঙ্গে) জেলখানা, কারাগার। ̃ ঘর-বাস বি. জেলে যাওয়া বা থাকা অর্থাত্ কয়েদি হয়ে জেলে থাকা। ̃ চরণ, ̃ চরণ-কমল বি. পূজ্য ব্যক্তি বা গুরুজনের চরণ। ̃ চরণ-কমলেষু, ̃ চরণেষু পূজ্য ব্যক্তির কাছে পত্র লেখার পাঠবিশেষ। ̃ ছাঁদ বি. লাবণ্য, সৌন্দর্য (কথার কোনো শ্রীছাঁদ নেই)। কথ্য ছিরি-ছাঁদ। ̃ ধর বি. বিষ্ণু; শ্রীকৃষ্ণ। ̃ নিবাস, ̃ পতি বি. বিষ্ণু। ̃ পঞ্চমী বি. মাঘ মাসের শুক্লাপঞ্চমী; সরস্বতীপূজার তিথি। ̃ পদ, ̃ পদ-পঙ্কজ, ̃ পদ-পল্লব, ̃ পদ-কমল, ̃ পাদ, ̃ পাদ-পদ্ম - শ্রীচরণ এর অনুরূপ (নিত্যানন্দ শ্রীপাদ)। ̃ পর্ণ বি. পদ্ম। ̃ ফল বি. বেল। ̃ বত্স বি. 1 শনির দ্বারা উত্পীড়িত পুরাণোক্ত রাজা; 2 বিষ্ণুর বক্ষস্হ দক্ষিণাবর্ত লোমরাজি। ̃ বত্স-লাঞ্ছন বি. 1 সমৃদ্ধি, উন্নতি। ̃ ভ্রষ্ট বিণ. সম্পদ বা সৌন্দর্য হারিয়েছে এমন, লক্ষ্মীছাড়া। ̃ মণ্ডিত বিণ. শ্রীযুক্ত; সম্পদশালী; সৌন্দর্যময়। ̃ মত্ বি. মহিমময়; সাধুসন্ন্যাসীদের এবং পবিত্র গ্রন্হাদির নামের পূর্বে প্রযুক্ত সম্মানসূচক শব্দ (শ্রীমত্ স্বামীলোকেশ্বরানন্দ, শ্রীমদ্ভাগবত)। ̃ মতী বিণ. (স্ত্রী.) সৌভাগ্যবতী। বি. 1 সুন্দরী নারী; যুবতী; 2 রাধা। ̃ মন্ত বিণ. সৌভাগ্যবান; সম্পদশালী। ̃ মান বিণ. 1 সুন্দর, কান্তিময়; 2 সৌভাগ্যশালী; 3 লক্ষ্মীমন্ত। ̃ মুখ বি. সুন্দর মুখ; পবিত্র মুখ। ̃ যুক্ত, ̃ যুত বিণ. সৌভাগ্যযুক্ত, মহাশয় (মান্য পুরুষের নামের পূর্বে প্রযুক্ত)। স্ত্রী. ̃ যুক্তা। ̃ ল বিণ. সৌভাগ্যবান, লক্ষ্মীমন্ত (বিশেষত মান্য পুরুষের নামের পূর্বে প্রযুক্ত)। ̃ শ বি. বিষ্ণু। ̃ হস্ত বি. সুন্দর বা পবিত্র হাত। ̃ হস্তিনী বি. হাতিশুঁড়া গাছ। ̃ হীন বিণ. 1 শোভাসৌন্দর্যহীন; 2 সৌভাগ্যহীন। বি. ̃ হীনতা। 70)
সাকিন, (বিরল) সাকিম
(p. 823) sākina, (birala) sākima বি. নিবাস, বাসস্হান, ঠিকানা। [আ. সাকিন]। 14)
স্যানা-টোরিয়াম
(p. 855) syānā-ṭōriẏāma বি. অসুস্হ ও দুর্বল ব্যক্তিদের জন্য স্বাস্হ্যনিবাস। [ইং. sanatorium]। 38)
স্হাপন, স্হাপনা
(p. 849) shāpana, shāpanā বি. 1 রেখে দেওয়া (ভূতলে স্হাপন); 2 আরোপণ, রক্ষণ (বিশ্বাস স্হাপন); 3 তর্পণ (মস্তকে স্হাপন); 4 নিবেশন (মনোযোগ স্হাপন); 5 নিবাসন (উদ্বাস্তুদের স্বস্হানে স্হাপন); 6 প্রতিষ্ঠা (মন্দির স্হাপন, উপনিবেশ স্হাপন); 7 রচনা বা প্রতিষ্ঠা (সন্ধি, সম্বন্ধ বা দৃষ্টান্ত স্হাপন)। [সং. √ স্হা + ণিচ্ + অন, আ]। স্হাপক বিণ. বি. স্হাপনকারী। স্হাপয়িতা (-তৃ) বিণ. 1 স্হাপনকারী। স্ত্রী. স্হাপয়িত্রী। স্হাপা ক্রি. (কাব্যে) স্হাপন করা ('স্হাপিলা বিধুরে বিধি': মধু.)। স্হাপিত বিণ. 1 প্রতিষ্ঠা করা হয়েছ এমন (শান্তি সমিতি বা বিদ্যালয় স্হাপিত হয়েছে); 2 রক্ষিত (সম্মুখে স্হাপিত)। স্ত্রী. স্হাপিতা। স্হাপ্য বিণ. স্হাপন করতে হবে এমন। 11)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534880
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140416
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730640
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942830
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883570
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696646
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603078

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us