Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বাসিন্দা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বাসিন্দা এর বাংলা অর্থ হলো -

(p. 605) bāsindā বিণ. বি. বাসকারী, নিবাসী, অধিবাসী (পাড়ার বাসিন্দার)।
[ফা. বাসিন্দহ্]।
21)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বনাম
বিমার্গ
(p. 621) bimārga বি. কুপথ; ভ্রষ্টাচার। [সং. বি (অসত্) + মার্গ]। ̃ গামী (-মিন্) বিণ. বিপথে চালিত, উন্মার্গগামী। 70)
বর্ধন
বিদ্রুপ, (বর্জি.) বিদ্রূপ
বিঘা
বেদম
(p. 633) bēdama বিণ. 1 দম ফুরিয়ে গেছে এমন (ছুটে ছুটে বেদম হয়ে পড়েছে); 2 শ্বাসরোধী, ঊর্ধ্বশ্বাস (বেদম ছুট); 3 নিঃশ্বাস ফেলারও সময় পাওয়া যায় না এমন, নিরবকাশ (বেদম কাজ); 4 শ্বাস বা প্রাণবায়ু বার করে দেয় এমন মারাত্মক (বেদম প্রহার); 5 শ্বাস নেওয়ার জন্যও থামে না এমন (বেদম খাওয়া, বেদম ভোজন)। [ফা. বে + দম]। 183)
বদর1, বদরিকা, বদরী
(p. 575) badara1, badarikā, badarī বি. কুল গাছ; কুল ফল। [সং. √ বদ্ + অর]। 47)
বান-চাল
(p. 599) bāna-cāla বিণ. 1 (নৌকাদি সম্বন্ধে) তলা ফুটো হয়ে গেছে এমন (নৌকো বানচাল হওয়া); 2 বিপর্যস্ত, পণ্ড (সমস্ত প্ল্যানটাই বানচাল হয়ে গেল); 3 ওলটপালট (ঝড়ে সব ব্যবস্হা বানচাল হয়ে গেছে)। [দেশি]। 12)
বিস্তার
বিদ্রূম
(p. 616) bidrūma বি. 1 পদ্মরাগমণি, প্রবাল, পলা; 2 কিশলয়। [সং. বি + √ দ্রু + ম]। 7)
বিকলা
(p. 605) bikalā বি. (জ্যামি.) কলা অর্থাত্ মিনিটের 1/6 অংশ, সেকেণ্ড, second (বি.প.)। [সং. বি + কলা]। 87)
বুলা2
(p. 633) bulā2 ক্রি. বুলানো। [বুলা1 দ্র]। ̃ নো ক্রি. বি. 1 আলতোভাবে ছুঁয়ে চালনা করা বা ঘষা (চুলে হাত বুলানো, কাগজে তুলি বুলানো); 2 অগভীরভাবে বা অবহেলাভরে চালনা করা (বইয়ে চোখ বুলানো)। বিণ. উক্ত অর্থে। 47)
বর্গীয়, বর্গ্য
(p. 580) bargīẏa, bargya দ্র বর্গ। 90)
বিধু
(p. 616) bidhu বি. চন্দ্র, চাঁদ ('স্থাপিলা বিধুরে বিধি স্থাণুর ললাটে': মধু.)। [সং. বি + √ ধে (পান করা) + উ]। ̃ স্তুদ বি. রাহু। ̃ বদন, ̃ মুখ বিণ. চাঁদের মতো সুন্দর মুখবিশিষ্ট। বি. তেমন মুখ। স্ত্রী. ̃ বেদনা, ̃ মুখী। 22)
বর্ণাট
(p. 580) barṇāṭa বি. চিত্রকর, চিত্রশিল্পী। [সং. বর্ণ (রং) + আট (প্রয়োগকারী)]। 102)
বেশর
(p. 642) bēśara বি. (প্রা. বাং.) স্ত্রীলোকের নাকের অলংকারবিশেষ ('নাসার বেশর পরশ করিয়া ঈষত্ মধুর হাসে': চণ্ডী)। [দেশি]। 40)
বার-দুয়ারি
(p. 602) bāra-duẏāri দ্র বারো। 7)
বাঁধা2
(p. 591) bān̐dhā2 ক্রি. বি. 1 বাঁধন দেওয়া বা বন্ধন করা (দড়ি দিয়ে বাঁধা); 2 আটক করা ('আমারে বাঁধবি তোরা সেই বাঁধন কি তোদের আছে': রবীন্দ্র); 3 বাঁধ দেওয়া (খাল বাঁধা); 4 থামানো (বাস বাঁধুন, নামব); 5 সংযত বা শান্ত করা (মনটাকে বাঁধো); 6 গ্রথিত বা রচনা করা (গান বাঁধা, খোঁপা বাঁধা); 7 স্হায়ী করা, নির্মাণ করা (ঘর বাঁধা); 8 ছন্দোবদ্ধ করা (একটা গান বেঁধেছি); 9 ঠিকমতো সংযোগ করা (সেতারের সুর বাঁধা); 1 একত্র করা বা একত্র হওয়া (দল বাঁধা); 11 সংহত হওয়া (দানা বাঁধা, জমাট বাঁধা)। বিণ. 1 আবদ্ধ, বন্ধনযুক্ত (বাঁধা হাত, স্নেহের বন্ধনে বাঁধা); 2 আটক (ফাঁসে বাঁধা পড়া); 3 বাঁধযুক্ত (বাঁধা খাল); 4 বাঁধানো বা পাকা করা হয়েছে এমন (বাঁধা সিঁড়ি, বাঁধা রাস্তা); 5 নির্ধারিত, নির্দিষ্ট, বরাদ্দ (বাঁধা মাইনে); 6 বৈচিত্র্যহীন, একঘেয়ে (বাঁধা গত্); 7 অপরিবর্তনীয় (বাঁধা পথে চলা, বাঁধা নিয়ম)। [সং. √ বন্ধ্ + বাং. আ]। ̃ ই বি. বাঁধা বা বাঁধানোর কাজ; বাঁধা বা বাঁধানোর মজুরি (বাঁধাইয়ের খরচ)। ̃ কপি বি. কেবল পাতাযুক্ত ভোজ্য কপিবিশেষ। বাঁধা গত্ বি. (আল.) বৈচিত্র্যহীনএকঘেয়ে নিয়ম বা কাজকর্ম। ̃ ছাঁদা বি. ভালো করে বাঁধার কাজ, বাঁধা এবং গোছগাছ (গাড়ি এসে গেছে, এখনও বাঁধাছাঁদা হয়নি?)। ̃ ধরা বিণ. 1 নির্দিষ্ট; অপরিবর্তনীয়; 2 একঘেয়ে। ̃ নো ক্রি. বি. 1 বইখাতা ইত্যাদি শক্ত বা মজবুত করে বাঁধাই করা; 2 ফ্রেমে আবদ্ধ করা (ছবি বাঁধানো); 3 নির্মাণ করানো (দাঁত বাঁধানো); 4 খচিত করা, মোড়া (সোনা দিয়ে বাঁধানো); 5 ইট ইত্যাদি দিয়ে পাকা করা (রাস্তা বাঁধানো, শান বাঁধানো)। বিণ. উক্ত সব অর্থে। ̃ বাঁধি বিণ. ধরাবাঁধা, নির্দিষ্ট, নিয়মবদ্ধ (এ ব্যাপারে কোনো বাঁধাবাঁধি নিয়ম নেই)। বি. ধরাবাঁধা নিয়ম (পথ্যের ব্যাপারে বাঁধাবাঁধি নেই)। বাঁধা বুলি বি. যে কথা অপরিবর্তিতভাবে বারবার বলা হয়। 26)
বাদাম2
(p. 598) bādāma2 বি. নৌকার পাল ('রাধার নামে বাদাম দিয়ে')। [ফা. বাদ্বান্]। 20)
বাজে
(p. 595) bājē বিণ. 1 খেলো, অকেজো (বাজে মাল); 2 তুচ্ছ, গুরুত্বহীন (বাজে লোক); 3 অসার, অর্থহীন, মিথ্যা (বাজে কথা); 4 অনর্থক, নিষ্ফল (বাজে খাটুনি); 5 বাড়তি, ফালতু, অতিরিক্ত (বাজে খরচ)। [আ. বাজ্]। ̃ মার্কা বিণ. খেলো, কাজের নয় এমন, আজেবাজে। 24)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2627918
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2241679
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1858198
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1127056
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 922115
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 859956
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 723582
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 660167

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us