Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিভানন দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ইন্দু
(p. 114) indu বি. চাঁদ, সুধাকর। [সং. √ ইন্দ্ + উ]। ̃ কলা বি. চাঁদের কলা বা অংশ। ̃ কান্ত বি. চন্দ্রকান্তমণি, মুনস্টোন। ̃ নিভানন বিণ. চাঁদমুখ, চাঁদের মতো সুন্দর মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ নিভাননা, ̃ নিভাননী। ̃ ভূষণ বি. চাঁদ যাঁর অলংকার অর্থাত্ শিব। ̃ মতী বি. 1 পূর্ণিমা; 2 রঘুবংশীয় অঙ্গরাজের পত্নী। ̃ মুখী বিণ. বি. (স্ত্রী.) চন্দ্রমুখী, (যে স্ত্রীলোক) চাঁদের মতো মুখবিশিষ্টা। ̃ মৌলি, ̃ শেখর বি. চাঁদ যাঁর ললাটভূষণ; চন্দ্রচূড়; শিব। ̃ লেখা বি. চন্দ্রকলা। 42)
কাঁদা
(p. 174) kān̐dā ক্রি. ক্রন্দন বা রোদন করা, দুঃখে, রাগে বা অভিমানে চোখের জল ফেলা। বি. রোদন, ক্রন্দন। [বাং. √ কাঁদ্ + আ]। কাঁদাকাটা, কাঁদাকাটি বি. কান্নাকাটি. বিলাপ; কাতরতা প্রকাশ; কাতর অনুনয়বিনয়। ̃ নে বিণ. কাঁদায় এমন। কাঁদানে গ্যাস একপ্রকার গ্যাস যার ঝাজে চোখে জল আসে (tear gas)। ̃ নো ক্রি. কাঁদিয়ে দেওয়া, অপরকে রোদন করানো। বি. উক্ত অর্থে। কেঁদে হাট করা, কেঁদেকেটে হাট করা ক্রি. বি. উচ্চরবে কান্নাকাটি করে লোক জড়ো করা। ইনিয়েবিনিয়ে কাঁদা ক্রি. বি. নানারকম বিলাপ করে বা নানাভাবে কাতরতা প্রকাশ করে কাঁদা। গুমরে কাঁদা ক্রি. বি. চাপা কান্না কাঁদা, যে কান্নায় মৃদু গুমগুম বা উমউম শব্দ শোনা যায় তেমনিভাবে কাঁদা। ডুকরে কাঁদা ক্রি. বি. ডাক ছেড়ে বা চিত্কার করে কাঁদা। ফুলে ফুলে কাঁদা ক্রি. বি. এমনভাবে কাঁদা যে কান্নার দমকে বুক ঘনঘন ফুলে ওঠে। ফুঁপিয়ে কাঁদা ক্রি. বি. এমনভাবে কাঁদা যাতে ফোঁপানি ছাড়া আর কিছু শোনা যায় না। কেঁদেকঁকিয়ে ক্রি. বিণ. কান্নাকাটি ও কাতর অনুনয়বিনয় সহযোগে (কেঁদেকঁকিয়ে মাকে রাজি করাল)। 77)
কালো
(p. 188) kālō বিণ. 1 কৃষ্ণবর্ণ, অন্ধকারের রং (কালো চুল); 2 ময়লা, মলিন (জামাকাপড় কালো হয়েছে); 3 বিষণ্ণ, গোমড়া (মুখ কালো করা)। [ সং. কাল3]। ̃ টাকা বি. বেআইনিভাবে আয় করা টাকা; হিসাববহির্ভূত টাকা। ̃ বাজার বি. সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস বিক্রয়ের বাজার; নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস কেনা-বেচা। ̃ বাজারি বি. কালোবাজারে জিনিস বিক্রির কাজ। 21)
চুকলি
(p. 290) cukali বি. আড়ালে নিন্দা; লাগানিভাঙানি। [আ. চুগল্]। চুকলি কাটা ক্রি. বি. ভাঙানি দেওয়া; আড়ালে নিন্দা করা। ̃ খোর বিণ. আড়ালে নিন্দা বা লাগানিভাঙানি করে এমন। 68)
জবর
(p. 312) jabara বিণ. 1 জাঁকালো (জবর আয়োজন, জবর মজা, জবর উত্সব); 2 চমত্কার, উত্কৃষ্ট (জবর জিনিস); 3 জোরালো (জবর মার, জবর ঘা দিয়েছি); 4 বলিষ্ঠ (জবর পালোয়ান); 5 কঠিন, কঠোর (জবর শাস্তি); 6 নাছোড়বান্দা (জবর লোক); 7 উত্তেজনাজনক; 8 জরুরি (জবর খবর)। [আ. যবর]। ̃ দখল বি. জোর করে দখল, বলপ্রয়োগের দ্বারা বা বেআইনি দখল। বিণ. বলপ্রয়োগের দ্বারা বা বেআইনিভাবে অধিকৃত (জবরদখল জমি)। ̃ দস্ত বিণ. 1 দুর্দান্ত; 2 অত্যন্ত বলবান; 3 অত্যন্ত জুলুমবাজ; অত্যন্ত নাছোড়বান্দা। ̃ দস্তি বি. জুলুম, কঠিন অত্যাচার বা বলপ্রয়োগ। ক্রি-বিণ. বলপ্রয়োগের দ্বারা, জুলুম করে (জবরদস্তি কেড়ে নেওয়া)। 92)
দম-কল
(p. 398) dama-kala বি. 1 জল তোলার বা আগুন নিভানোর যন্ত্রবিশেষ; 2 আগুন নিভানোর কাজে নিযুক্ত সংস্হা, fire brigade. [ফা. দম্ + হি. কল]। দমকল-বাহিনী বি. দমকলের সাহায্যে আগুন নিভানোর কাজে নিযুক্ত সংস্হা বা প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ। 13)
নিভন্ত, নিভা, নিভানো
(p. 461) nibhanta, nibhā, nibhānō যথাক্রমে নিবন্ত, নিবা ও নিবানো -র রূপভেদ। 84)
নিভাঁজ
(p. 461) nibhān̐ja বিণ. 1 ভাঁজহীন (নিভাঁজ শাড়ি); 2 ভেজালহীন, বিশুদ্ধ; 3 অমিশ্র (নিভাঁজ কুত্সা)। [বাং. নি + ভাঁজ]। 85)
শরদিন্দু
(p. 772) śaradindu বি. শরত্কালের চাঁদ যা অতি সুন্দর ও উজ্জ্বল। [সং. শরদ্ + ইন্দু]। ̃ নিভাননা বিণ. (স্ত্রী.) শরত্কালের চাঁদের মতো (উজ্জ্বল ও সুন্দর) মূখবিশিষ্ট। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577625
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185305
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785364
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026133
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901034
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848094
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708529
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619982

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us