Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাঁদা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কাঁদা এর বাংলা অর্থ হলো -

(p. 174) kān̐dā ক্রি. ক্রন্দন বা রোদন করা, দুঃখে, রাগে বা অভিমানে চোখের জল ফেলা।
বি. রোদন, ক্রন্দন।
[বাং. √ কাঁদ্ + আ]।
কাঁদাকাটা, কাঁদাকাটি বি. কান্নাকাটি. বিলাপ; কাতরতা প্রকাশ; কাতর অনুনয়বিনয়।
নে বিণ. কাঁদায় এমন।
কাঁদানে গ্যাস একপ্রকার গ্যাস যার ঝাজে চোখে জল আসে (tear gas)।
নো ক্রি. কাঁদিয়ে দেওয়া, অপরকে রোদন করানো।
বি. উক্ত অর্থে।
কেঁদে হাট করা, কেঁদেকেটে হাট করা ক্রি. বি. উচ্চরবে কান্নাকাটি করে লোক জড়ো করা।
ইনিয়েবিনিয়ে কাঁদা ক্রি. বি. নানারকম বিলাপ করে বা নানাভাবে কাতরতা প্রকাশ করে কাঁদা।
গুমরে কাঁদা ক্রি. বি. চাপা কান্না কাঁদা, যে কান্নায় মৃদু গুমগুম বা উমউম শব্দ শোনা যায় তেমনিভাবে কাঁদা।
ডুকরে কাঁদা ক্রি. বি. ডাক ছেড়ে বা চিত্কার করে কাঁদা।
ফুলে ফুলে কাঁদা ক্রি. বি. এমনভাবে কাঁদা যে কান্নার দমকে বুক ঘনঘন ফুলে ওঠে।
ফুঁপিয়ে কাঁদা ক্রি. বি. এমনভাবে কাঁদা যাতে ফোঁপানি ছাড়া আর কিছু শোনা যায় না।
কেঁদেকঁকিয়ে ক্রি. বিণ. কান্নাকাটি ও কাতর অনুনয়বিনয় সহযোগে (কেঁদেকঁকিয়ে মাকে রাজি করাল)।
77)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কুবচন
(p. 197) kubacana বি. 1 খারাপ কথা; দুর্বাক্য; 2 গালাগালি; নিন্দা। [সং. কু + বচন]। 17)
কাউয়া
(p. 174) kāuẏā বি. (আঞ্চ.) কাক। [তু. হি. কৌয়া]। 31)
কলি-চুন
(p. 172) kali-cuna বি. ঝিনুক শামুক ইত্যাদি পুড়িয়ে তৈরি চুন। [আ. কলি3 + বাং. চুন]। 14)
কুনি
(p. 196) kuni বি. নখপ্রান্তের রোগবিশেষ, নখের কোণের রোগবিশেষ। [সং. কোণ]। 21)
করিয়া
(p. 167) kariẏā অস-ক্রি. (সাধু) করার পর, ক'রে (খেলা করিয়া, গমন করিয়া)। অব্য. 1 দ্বারা, সাহায্যে, অবলম্বনে (হাতে করিয়া, মুখে করিয়া); 2 বিবেচনায় (এক টাকা করিয়া চাঁদা, দোষ কম করিয়া দেখি); 3 প্রকারে, উপায়ে (কী করিয়া এ কাজ করিলে? ভালো করিয়া খাও); 4 পর্যায়ক্রমে (একজন-একজন করিয়া যাও)। [বাং. √ কর্ + ইয়া]। 34)
কপিল
কৃষী.বল
(p. 205) kṛṣī.bala বি. কৃষিজীবী. চাষি। [সং. কৃষি + (অস্ত্যর্থে দীর্ঘ ঈ) + বল]। 8)
কষা2
(p. 172) kaṣā2 বিণ. কষায় রসযুক্ত, ঈষত্ তিক্ত কষায় রসযুক্ত। [সং. কষায়]। 61)
কালীয়2, কালিয়
কম2
(p. 164) kama2 (উচ্চা. কম্) বিণ. 1 অল্প (ওজনে কম, কম খাওয়া); 2 ন্যূন (বেতন এক হাজারের কম); 3 পশ্চাত্পদ, হীন, অক্ষম (চালাকিতে সেই বা কম কীসে?)। [ফা. কম্]। কম করা ক্রি. বি. কমানো, হ্রাস করা (ভাই, দামটা একটু কম করো)। কম করে অব্য. অন্তত, কমপক্ষে। ̃ জোর বিণ. দুর্বল (অসুখে ভুগে কমজোর হয়ে পড়েছ)। ̃ জোরি বি. দুর্বলতা। ̃ তি বি. কমের বাব, কমের অবস্হা; হ্রাস, অল্পতা (শরীরে দুর্বল হলেও তার কথার কিছু কমতি নেই)। ̃ পোক্ত বিণ. 1 তেমন মজবুত বা পোক্ত নয় এমন, কমজোরি; 2 বিচলিত। ̃ বেশি অব্য. অল্পাধিক। বি. কম বা বেশি; পার্থক্য (এতটুকু কমবেশি হওয়ার উপায় নেই)। ̃ সম বিণ. অল্পের উপর, একটু-আধটু (কমসম ঝাল দিয়ে রান্না)। কমসে কম অব্য. ক্রি-বিণ. অন্ততপক্ষে, খুব কম করেও। কম হওয়া ক্রি. অল্প হওয়া, কমে যাওয়া (ভাতে কম হবে?)। 38)
কুত্রাপি
(p. 196) kutrāpi অব্য. ক্রি-বিণ. কোথাও, কোনোখানে (এমন কথা কুত্রাপি লেখা নেই)। [সং. কুত্র + অপি]। 11)
কাতান বেনারসি
(p. 181) kātāna bēnārasi বি. বেনারসি শাড়িবিশেষ। [দেশি কাতান + বাং.বেনারস + ই]। 5)
কড়ি1
(p. 159) kaḍ়i1 বি. ছাদ ধরে রাখার উপযোগী কাঠ বা লোহার আড়কাঠ, আড়া (কড়িবরগা), beam, joist. [বাং. সং. কাণ্ড; তু. হি. কাঁড়]। 7)
কচাল, কোচল
কেন
(p. 206) kēna অব্য. 1 কী জন্য, কী কারণে (সে কেন এখানে এসেছে?); 2 সাড়াজ্ঞাপক ধ্বনি। [সং. কেন-তু. প্রা. বাং. কেহ্নে]। ̃ না অব্য. যেহেতু (আজ সে যাবে না, কেননা সে খুব ব্যস্ত)। 20)
কৃতাহ্নিক
কম্র
(p. 166) kamra বিণ. 1 কমনীয়, সুন্দর ('কম্র নীড় বাঁধে': সু.দ.); 2 অভিলাষী, কামুক। [সং. √ কম্ (=কান্তি, ইচ্ছা) + র]। 9)
কুনখ
(p. 196) kunakha বি. নখের রোগবিশেষ। [সং. কু + নখ]। কুনখী (-খিন্) বিণ. 1 কুত্সিত নখবিশিষ্ট; 2 নখের রোগে আক্রান্ত। 19)
কূটজ
(p. 202) kūṭaja বি. তিক্ত স্বাদযুক্ত গাছবিশেষ, কুড়চি। [সং. কূট + √ জন্ + অ]। 21)
কূট-নীতি
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534869
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140369
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730585
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942785
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883560
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838477
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696633
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603075

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us