Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিরন্ন। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনি-বার
(p. 25) ani-bāra বিণ. 1 নিবারণ করা বা বাধা দেওয়া যা না এমন; 2 অবিরল। ক্রি-বিণ. 1 সর্বদা, নিরন্তর; 2 অবিরলভাবে ('গাহি যদি কোনো গান, গাব তবে অনিবার': কামিনী)। [সং. ন + নিবার (নিষেধ)]। ̃ ণীয় বিণ. 1 নিবারণ করা বা বাধা দেওয়া যায় না এমন; 2 অনিবার্য; 3 এড়ানো যায় না এমন। অনি-বারিত বিণ. 1 নিবারণ করা হয়নি এমন; 2 অনিষিদ্ধ; 3 অপ্রতিহত। 35)
অনিকেত, অনিকেতন
(p. 25) anikēta, anikētana বিণ. 1 গৃহহীন, নিকেত বা নিকেতন অর্থাত্ গৃহ নেই এমন; 2 নিরাশ্রয় ('নিরন্তর কাকে যেন যাচে অনিকেত চক্ষুদ্বয়': সু. দ.)। [সং. ন + নিকেত, নিকেতন]। 27)
অনু-ক্ষণ
(p. 25) anu-kṣaṇa ক্রি-বিণ. সর্বদা, নিরন্তর। [সং. অনু + ক্ষণ]। 76)
অন্তর
(p. 32) antara বি. 1 হৃদয়, মন ('অন্তর মম বিকশিত করো': রবীন্দ্র); 2 তফাত, ব্যবধান (তিন দিন অন্তর, নিরন্তর); 3 ভিতর, মধ্য (দুইয়ের অন্তরে); 4 পার্থক্য, তারতম্য; 5 ভেদ (মতান্তর); 6 পরিধান (অন্তরীয়)। বিণ. 1 (সমাসের উত্তরপদে) ভিন্ন, অপর (গত্যন্তর, দেশান্তর); 2 আত্মীয় (অন্তরতম)। [সং. অন্ত + √ রা + অ]। ̃ জ্ঞ বিণ. অন্তর্যামী; বিশেষজ্ঞ। ̃ টিপুনি বি. অন্যের অজ্ঞাতে কারও মনে গোপনে আঘাত। ̃ স্হ বিণ. মনোগত। 31)
অন্ন
(p. 34) anna বি. 1 ভাত; 2 খাদ্যদ্রব্য (অন্নদাতা)। [সং. √ অদ্ + ত]। ̃ কষ্ট, অন্নভাব বি. খাদ্যের অভাব; দুর্ভিক্ষ। ̃ কূট বি. অন্নের পাহাড় বা স্তূপ; রাশি রাশি খাদ্য বিতরণের উত্সব। ̃ ক্ষেত্র, ̃ সত্র বি. যে জায়গা থেকে অন্ন বিতরণ করা হয়। ̃ গত বিণ. খাদ্যের উপর একান্ত নির্ভরশীল। ̃ গত-প্রাণ বিণ. অন্ন না পেলে বাঁচে না এমন। ̃ চিন্তা বি. আহার জোটানোর চিন্তা। অন্নচিন্তা চমত্কারা আহার জোটানোর চিন্তা কঠিন ব্যাপার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আহার বিনা কোনো গুণেরই বিকাশ হয় না। ̃ ছত্র বি. অন্নসত্র -র রূপভেদ। ̃ জল বি. দানাপানি; খাবারদাবার; মৃতের আত্মার তৃপ্তির জন্য হিন্দু অনুষ্ঠানবিশেষ। ̃ দা বিণ. স্ত্রী. অন্নদানকারিণী। বি. ভগবতী; দুর্গা, অন্নপূর্ণা। ̃ দাতা (-তৃ) বিণ. 1 অন্নদানকারী; 2 প্রতিপালনকারী। ̃ দাত্রী বিণ. (স্ত্রী.) অন্নদানকারিণী। ̃ দাস বি. কেবল পেটের খোরাকের জন্য পরের দাসত্ব করে এমন ব্যক্তি। ̃ ধ্বংস বি. (ব্যঙ্গে) ভাত ও অন্যান্য খাদ্য ভোজন (বসে বসে কেবল অন্নধ্বংস করে চলেছ)। ̃ নালী বি. যে নালী দিয়ে খাদ্যদ্রব্য কণ্ঠ থেকে পাকস্হলীতে যায়, oesophagus. ̃ পূর্ণা বি. (স্ত্রী.) অন্নদা, দুর্গা। ̃ প্রাশন বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান, 'ভাত', মুখে-ভাত। অন্নপ্রাশনের ভাত উঠে আসা বমির উদ্রেক হওয়া। ̃ ময় বিণ. খাদ্যে পূর্ণ; খাদ্য দিয়ে গঠিত (অন্নময় কোষ)। অন্নময় কোষ স্হূল দেহ। ̃ রস বি. ভুক্ত খাদ্যদ্রব্য থেকে উত্পন্ন এবং দেহগঠনের সহায়ক রসবিশেষ, chyle, ̃ সংস্হান বি. আহারের ব্যবস্হা; জীবিকার্জন। ̃ সত্র বি. খাদ্য বিতরণের স্হান, অন্নক্ষেত্র, অন্নছত্র। ̃ হীন বিণ. আহারের সংস্হান নেই এমন, নিরন্ন। 45)
অবিরল
(p. 49) abirala বিণ. বিরামহীন, ফাঁকহীন (অবিরল ধারায় বৃষ্টি); নিরন্তর, অজস্র। ক্রি-বিণ. অবিশ্রান্তভাবে (' তোর চক্ষে অবিরল বহে বারিধারা': দে. সে)। [সং. ন + বিরল]। 15)
একাদি-ক্রমে
(p. 145) ēkādi-kramē ক্রি-বিণ. নিরন্তর, ক্রমাগত; একনাগাড়ে; আনুপূর্বিকভাবে; আনুক্রমিকভাবে। [সং. এক + আদি + ক্রম + বাং. এ]। 4)
ছুঁচা, ছুঁচো
(p. 304) chun̐cā, chun̐cō বি. 1 ইঁদুরজাতীয় প্রাণিবিশেষ, গন্ধমূষিক; 2 (আল.) স্বভাবে নীচ, নোংরা বা ঘৃণ্য লোক। [সং. ছুছুন্দরী]। ̃ বাজি বি. ছুঁচোর মতো বেগে ছুটে যায় এমন আতশবাজিবিশেষ। ছুঁচোর কেত্তন ছুঁচোর মতো বিরক্তিকর চেঁচামেচি; নিরন্তর কলহ। ছুঁচো মেরে হাত গন্ধ করা ক্রি. বি. নীচ বা হীন ব্যক্তিকে শাস্তি দিয়ে লাভের বদলে বদনাম কুড়ানো। বাইরে কোঁচার পত্তন ভিতরে ছুঁচোর কেত্তন - কোঁচা দ্র। 92)
নিদিধ্যাস, নিদিধ্যাসন
(p. 461) nididhyāsa, nididhyāsana বি. 1 শ্রুত অর্থের মনন ও একতান মনে ধ্যান; 2 একান্ত মনে বা নিবিষ্টমনে দেহজ্ঞানরহিত হয়ে চিন্তা; 3 নিরন্তর অনুধ্যান বা বিচার। [সং. নি + √ ধ্যৈ + সন্ + অ, অন]। 24)
নিরন্ত
(p. 461) niranta বিণ. যার অন্ত নেই, অন্তহীন ('নিরন্ত কালোয় অন্ধ অরণ্যের মুঢ় গর্জন': শ. ঘো.)। [সং. নির্ + অন্ত]। 133)
নিরন্তর
(p. 461) nirantara বিণ. 1 নিরবচ্ছিন্ন, অবিরাম (নিরন্তর প্রবাহ, নিরন্তর সংগ্রাম); 2 নিবিড়, নিশ্ছিদ্র। ক্রি-বিণ. সর্বদা, অবিরামভাবে, অনবরত ('বহে নিরন্তর অনন্ত আনন্দধারা': রবীন্দ্র)। [সং. নির্ + অন্তর]। 134)
নিরন্তরাল
(p. 461) nirantarāla বিণ. অন্তরালহীন, যাতে আড়াল নেই। [সং. নির্ + অন্তরাল]। 135)
নিরন্ন
(p. 461) niranna বিণ. 1 খাদ্যসংস্হানহীন, খাদ্যহীন; 2 অতি দরিদ্র (লক্ষ লক্ষ নিরন্ন মানুষের মিছিল)। [সং. নির্ + অন্ন]। 136)
নিরবচ্ছিন্ন
(p. 461) nirabacchinna বিণ. 1 ছেদহীন, একটানা (নিরবচ্ছিন্ন কষ্টভোগ, নিরবচ্ছিন্ন পরিশ্রম); 2 অবিরাম, নিরন্তর (নিরবচ্ছিন্ন চর্চা)। [সং. নির্ + অবচ্ছিন্ন]। বি. ̃ তা। 142)
নিরবধি
(p. 461) nirabadhi বিণ. সীমাহীন, শেষহীন, অনন্ত ('কালের সমুদ্রে শেষ কাল নিরবধি': বিষ্ণু)। ক্রি-বিণ. নিরন্তর, সর্বদা (নিরবধি বয়ে চলেছে)। [সং. নির্ + অবধি]। 144)
নির্গৃহ
(p. 468) nirgṛha বিণ. 1 গৃহহীন; 2 নিরাশ্রয়, যার আশ্রয় নেই ('নিরন্ন নিরস্ত্র নির্গৃহ নরনারী')। [সং. নির্ + গৃহ]। 43)
প্রতি-নিয়ত
(p. 541) prati-niẏata ক্রি-বিণ. সর্বদা, নিরন্তর (প্রতিনিয়ত বিবাদ চলছে)। [সং. প্রতি + নিয়ত]। 14)
বউ, বৌ
(p. 572) bu, bau বি. 1 পত্নী, স্ত্রী (বিয়ের পর বউকে নিয়ে বেড়াতে গেল); 2 কুলবধূ বা কুলনারী (পাড়ার বউ-ঝিরাও নীরব ছিল না); 3 নববধূ (বউভাত); 4 পুত্রবধূ বা তত্তুল্যা। [প্রাকৃ. বহু সং. বধূ]। বউ কথা কও বি. কোকিলজাতীয় পাখিবিশেষ, পাপিয়া। ̃ কাঁটকি বি. যে শাশুড়ি পুত্রবধূকে নিরন্তর খোঁটা ও গঞ্জনা দেয়। ̃ ড়ি বি. অল্পবয়স্কা বধূ। ̃ দি, ̃ দিদি বি. দাদার বউ। ̃ ভাত বি. হিন্দুবিবাহে বরের আত্মীয়স্বজনের নববধূর দেওয়া অন্ন গ্রহণরূপ অনুষ্ঠানবিশেষ, পাকস্পর্শ। ̃ মা বি. পুত্রবধূ বা তত্তুল্যা কোনো বধূ বা কনিষ্ঠ ভ্রাতার পত্নী। 8)
সঘন2
(p. 796) saghana2 বিণ. ক্রি-বিণ. ঘনঘন, নিরন্তর (সঘন ধ্বনি, সঘন শব্দ)। [বাং. স2 + সং. ঘন]। সঘনে ক্রি-বিণ. (কাব্যে) ঘনঘন বা উচ্চকণ্ঠে ('দাদুরী ডাকিছে সঘনে': রবীন্দ্র; 'সঘনে দেই করতালি': বৈ. সা.)। 85)
সতত
(p. 801) satata ক্রি-বিণ. সর্বদা, নিরন্তর (সতত ক্রিয়াশীল, সতত বৃদ্ধিশীল)। [সং. সম্ + √ তন্ + ত]। 24)
সাত
(p. 823) sāta বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক। [সং. সপ্ত]। ̃ ই, সাতুই বি. মাসের সপ্তম দিন বা সাত তারিখ। সাতকাণ্ড রামায়ণ 1 সপ্ত কাণ্ডে বা অধ্যায়ে বিভক্ত রামায়ণগ্রন্হ; 2 (আল.) মস্ত ব্যাপার। সাতখুন মাপ (আল.) বহু গুরুত্বপূর্ণ অপরাধের জন্য কোনো শাস্তি না দেওয়া, সমস্ত অপরাধ বরদাস্ত করা। সাত ঘাটের জল খাওয়া বা খাওয়ানো 1 নানা স্হানে চাকরি করা বা করানো; 2 কাজ উপলক্ষ্যে নানা স্হানে বদলি হওয়া বা বদলি করা; 3 নানা বিপদে পড়া বা ফেলা; 4 নানাভাবে জীবনযাপন করা বা করানো; 5 বেজায় নাকাল হওয়া বা করা। সাত চড়ে বা বেরোয় না (আল.) সমস্ত নির্যাতন নীরবে সহ্য করে অর্থাত্ অত্যন্ত নিরীহ। সাত সতিনের ঘর (আল.) যেসংসারে নিরন্তর কলহ বিবাদ ও হিংসাদ্বেষ বিদ্যমান। সামসমুদ্র তেরো নদীর পার (রূপকথা থেকে) বহু দূরবর্তী; বহু দূরবর্তী স্হান বা দেশ (সাতসমুদ্র তেরো নদীর পারের রাজপুত্র)। সাতেও নেই পাঁচেও নেই ঝঞ্ঝাটের সঙ্গে সম্পর্কহীন, নিরপেক্ষ, উদাসীন। ̃ তাড়াতাড়ি ক্রি-বিণ. 1 খুব তাড়াতাড়ি; 2 ব্যস্তসমস্ত হয়ে। ̃ নর, ̃ নরি বিণ. সাত প্যাঁচওয়ালা। সাত প্যাঁচওয়ালা কণ্ঠহার। ̃ নলা বি. বিণ. একসঙ্গে সাতটি গুলি ছোড়ার নলবিশিষ্ট (বন্দুক) ̃ প্যাঁচ বিণ. বিবিধ, নানা। বি. 1 নানা কথা (সাতপাঁচ ভেবে); 2 অগ্রপশ্চাত্। ̃ পুরুষ বি. পিতা-পিতামহাদিক্রমে ঊর্ধ্বতন সাতপুরুষ। ̃ ষট্টি বি. বিণ. 67 সংখ্যা বা সংখ্যক। ̃ সকাল বি. খুব সকাল; তাড়াতাড়ি। ̃ সতেরো বি. নানারকম জিনিস বা কথা (সাত-সতেরো শুনানো)। 52)
সাতত্য
(p. 823) sātatya বি. নিরন্তরতা, বিরামহীনতা। [সং. সতত + য]। 53)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534913
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140452
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730668
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942868
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883580
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838488
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696663
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us